• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo
‘কাজ করতে পারেনি বলেই ওদের ভরাডুবি হয়েছে’
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচনে তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর। নির্বাচনের পর রোববার (২১ এপ্রিল) প্রথমবারের মতো শিল্পী সমিতিতে যান তিনি।   এফডিসিতে গিয়ে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার প্রতিশ্রতি দেওয়ার পাশাপাশি নিপুণ প্যানেলের ভরাডুবির কারণও উল্লেখ করেন। অন্যদিকে আজ সমিতিতে উপস্থিত হয়ে শিল্পীদের জন্য ফ্রি চিকিৎসার ঘোষণা দেন ডিপজল। মিশা সওদাগর বলেন, আগামী ২৩ তারিখের পর আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবরের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করব। এরপর অপর প্যানেল থেকে বিজয়ী তিনজনকে সঙ্গে নিয়ে কাজ করব। পাশাপাশি চলচ্চিত্রের অন্যান্য সংগঠনের সঙ্গে বসে পর্যায়ক্রমে কাজগুলোও সম্পন্ন করব ইনশাআল্লাহ। এদিকে নিপুণ প্যানেলের ভরাডুবি উল্লেখ করে তিনি বলেন, ওরা কাজ করতে পারেনি বলেই ভরাডুবি হয়েছে। শিল্পী সমিতির নির্বাচনে সহসভাপতি পদে জয়ী হয়েছেন মাসুম পারভেজ রুবেল (২৩১) ও ডি এ তায়েব (২৩৪), সহ-সাধারণ সম্পাদক আরমান (২৩৭), সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী (২৫৫), আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো (২৯৬), দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর (২৪৫), সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন হাসান ইমন (২৩৫) এবং কোষাধ্যক্ষ পদে কমল (২৩১)। কার্যনির্বাহী সদস্য পদে মিশা-ডিপজল পরিষদ থেকে নির্বাচিত হয়েছেন ৯ জন। তারা হলেন সুচরিতা (২২৮), রোজিনা (২৪৩), আলীরাজ (২৩৯), সুব্রত, দিলারা ইয়াসমিন (২১৮), শাহনূর (২৪৫), নানা শাহ (২১০), রত্না কবির (২৬৩) ও চুন্নু (২৪৮)। গত ১৯ এপ্রিল কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল সাড়ে নয়টায় এফডিসির শিল্পী সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, চলতি বছর শিল্পী সমিতির নির্বাচনে ৫৭০ ভোটের মধ্যে ভোট পড়েছে ৪৭৫টি। এবার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রযোজক খোরশেদ আলম খসরু।  
২১ এপ্রিল ২০২৪, ১৯:৩৭

বিএনপি এখনও টার্গেটে পৌঁছাতে পারেনি : রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আমরা এখনও টার্গেটে পৌঁছাতে পারিনি। তাই আমাদের আন্দোলন এখনও শেষ হয়নি। এখনও আন্দোলনে রয়েছি। এ আন্দোলন করতে গিয়ে গত বছরের ২৮ অক্টোবর থেকে চলতি বছরের ২৭ জানুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে বিএনপির ২০ জন নেতাকর্মী প্রাণ হারিয়েছে। কয়েক হাজার লোক পঙ্গুত্ব বরণ করেছে। অনেকে আইনশৃঙ্খলা বাহিনীর ছোড়া গুলিতে দৃষ্টি শক্তি হারিয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাজধানীর উত্তরের কারা নির্যাতিত নেতাদের সঙ্গে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, বিএনপির ওপর যতই নির্যাতন-নিপীড়ন হোক, বিএনপির মাথা ততই বল বীর উন্নত মম শির। প্রবল দমন-নিপীড়নের মধ্যে বিএনপিকে দমিয়ে রাখতে পারেনি সরকার। ওবায়দুল কাদেরের এই বক্তব্যের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, বিএনপি নাকি তাদের বিজয় সহ্য করতে পারছে না। আরে কীসের বিজয়? আমরা আর মামুদের ডামি নির্বাচন। তিনি আরও বলেন, নিজেরা-নিজেদের নির্বাচনে তোমরা নিজেদেরকে বিজয়ী মনে করতে পারো। কিন্তু দেশের প্রতিটি জায়গা থেকে ধিক্কার জানানো হচ্ছে আওয়ামী লীগকে। তোমরা জনগণের ভোট হরণকারী। আওয়ামীলীগকে উদ্দেশে রিজভী বলেন, পৃথিবীর সবচেয়ে সাম্প্রদায়িক শক্তি ভারত রাষ্ট্র পরিচালনা করছে। আর এই শক্তি আওয়ামী লীগকে সমর্থন করছে। আপনারা শুধু ভারতকে খুশি করতে এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরাদ হালিম ডোনার, সদস্য সচিব আমিনুল হকসহ অনেকে।
১৮ এপ্রিল ২০২৪, ১৫:২৭

আগুন নেভাতে টোল ছাড়া এক্সপ্রেসওয়েতে উঠতে পারেনি ফায়ার সার্ভিস
অগ্নিকাণ্ড কিংবা যেকোনো দুর্ঘটনায় আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে দ্রুত পৌঁছাতে হয় ফায়ার সার্ভিস কর্মীদের। বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কুড়িল বিশ্বরোড এলাকায় হঠাৎ আগুন ধরে যায় একটি প্রাইভেটকারে।  ফায়ার সার্ভিস কর্মীরা আসতে আসতে মাত্র ২৫ মিনিটেই পুড়ে যায় গাড়িটি। আগুন নেভাতে কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে ঘটনাস্থলে পৌঁছাতে সময় লাগার কথা পাঁচ মিনিট। কিন্তু রাস্তায় সময় লেগেছে প্রায় ২০ মিনিট। এর মধ্যে টোল দিতেই সময় লেগেছে ১০ মিনিট। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, টোল ছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে দেয়নি সংশ্লিষ্টরা। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা এনে টোল দিতেই সময় লেগেছে ১০ মিনিট। ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক মেজর (অব.) এ কে এম শাকিল নেওয়াজ গণমাধ্যমকে বলেন, দ্রুততম সময়ে ফায়ার ফাইটারদের ঘটনাস্থলে পৌঁছাতে ফায়ার সার্ভিসের গাড়ি টোলমুক্ত রাখা উচিত। টোল কোনোভাবেই নেয়া উচিত নয়। ইমার্জেন্সি মানে ইমার্জেন্সি। কেউ বাধা দিলে ন্যূনতম এক বছরের জন্য শাস্তির বিধান রয়েছে। উড়ালসড়কের শেষ অংশে বা মাঝামাঝি ফায়ার স্টেশনের জন্য ব্যবস্থা নিলে ভালো হবে। বিভিন্ন দেশে এ ব্যবস্থা রয়েছে। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কিছু সরকারি গাড়ির বিনামূল্যে পাস থাকলেও নেই জরুরি সেবার প্রতিষ্ঠান ফায়ার সার্ভিসের পাস। তাই উড়ালসড়ক কিংবা সেতুতে ফায়ার সার্ভিসের গাড়িকে টোলমুক্ত রাখার দাবি উঠেছে।
১২ এপ্রিল ২০২৪, ১৯:০৫

‘ব্যাংক ম্যানেজারের কারণে টাকা লুট করতে পারেনি সন্ত্রাসীরা’
ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনের সাহসিকতার কারণে বান্দরবানের রুমার সোনালী ব্যাংকের ভল্ট থেকে টাকা লুট করতে পারেনি কুকি-চিন সন্ত্রাসীরা।  শুক্রবার (৫ এপ্রিল) সকালে পার্বত্য জেলা পরিষদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ কথা বলেন। তিনি বলেন, ব্যাংকে হামলার পর সন্ত্রাসীরা ম্যানেজারের ল্যাপটপ খুলে সাইবার হামলা চালানোর চেষ্টা করেছিল। তারা অপহরণের আগে ম্যানেজারের কাছে কোটি টাকা চায়। ব্যাংকে ভল্টের চাবি চায়। কিন্তু ম্যানেজারের কৌশলের কারণে সন্ত্রাসীরা ব্যাংকের ভল্ট থেকে এক কোটি ৫৯ লাখ টাকা লুট করতে পারেনি। আল মঈন বলেন, ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ করে কুকি-চিন সন্ত্রাসীরা তাকে মারধর করেছে। কিন্তু ভুক্তভোগীর শক্ত মনোবলের কারণে তারা বেশি একটা সুবিধা করতে পারেনি। এ ছাড়া র‌্যাবের কৌশল কাজে লেগেছে। তারা ম্যানেজারকে মোটরসাইকেলে করে নিরাপদে ফিরিয়ে দিয়ে গেছে। এর আগে, গত ২ এপ্রিল রাত ৯টার দিকে তারাবির নামাজ চলাকালে পাহাড়ি সন্ত্রাসীদের একটি সশস্ত্র গ্রুপ বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকের শাখায় ঢুকে ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুট করে। এ সময় তারা ব্যাংকের আইনশৃঙ্খলায় নিয়োজিত পুলিশ সদস্যদের অস্ত্রও লুট করে। একই সঙ্গে মসজিদ থেকে ব্যাংকের ম্যানেজার নিজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায়। পরদিন বুধবার দুপুরে থানচিতে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে সোনালী ও কৃষি ব্যাংকের তিনটি শাখায় হামলা চালায় সশস্ত্র সন্ত্রাসীরা। এরপর বৃহস্পতিবার (৫ এপ্রিল) রাতে সন্ত্রাসীরা থানচি থানা লক্ষ্য করে গুলি চালাতে থাকে। পরে তাদের সঙ্গে পুলিশ ও বিজিবির ঘণ্টাব্যাপী গোলাগুলি হয়। রাত সাড়ে ৯টার দিকে পরিস্থিতি শান্ত হলেও ওই এলাকায় এখনও থমথমে। এদিকে বান্দরবানের এসব ঘট্নায় অজ্ঞাত সন্ত্রাসীদের আসামি করে রুমা ও থানচি থানায় ৬টি মামলা দায়ের করেছে পুলিশ।
০৫ এপ্রিল ২০২৪, ১৯:৪৩

ভল্ট ভেঙেও রুমার ব্যাংকের টাকা নিতে পারেনি সন্ত্রাসীরা
বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংকে লুট করেছে পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। এ সময় পুলিশ ও আনসার বাহিনীর ১৪টি অস্ত্র, মোবাইল, ব্যাংক ম্যানেজার নেজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। তবে মঙ্গলবার (২ এপ্রিল) রাত সাড়ে ৯টায় ডাকাতির সময় মূল ভল্ট ভাঙতে পারেনি সন্ত্রাসীরা। তারা, অন্য ভল্ট ভেঙেছিল। ফলে ব্যাংকের টাকা নিতে পারেনি তারা। বুধবার (৩ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন ডাকাতির ঘটনার ক্রাইমসিনের তদন্ত কর্মকর্তা ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) চট্টগ্রাম অঞ্চলের বিশেষ পুলিশ সুপার শাহনেওয়াজ খালেদ। তিনি জানান, ব্যাংকের অন্য ভল্ট ভেঙেছিল সন্ত্রাসীরা। তবে মূল ভল্ট ভাঙতে না পারায় ব্যাংকের টাকা সুরক্ষিত আছে। সিআইডির চট্টগ্রাম ও কক্সবাজার ইউনিটের দুটি দল রুমায় গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। পরে ব্যাংকের ভল্ট খুলে সব টাকা গুণে দেখা হয়। দেখা যায়, মঙ্গলবার রাখা ১ কোটি ৫৯ লাখ ৪৬ হাজার টাকার পুরোটা রয়েছে।  দুটি চাবি একসঙ্গে দিয়ে ভল্ট খুলতে হয়। কোনো কারণে অস্ত্রধারীরা হয়তো ভল্ট খুলতে পারেনি বলেও জানান এ কর্মকর্তা। বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, অপহৃত ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিনের সন্ধান এখনও মেলেনি। হামলাকারীরা ব্যাংকের আইনশৃঙ্খলায় নিয়োজিত পুলিশ সদস্য, আনসার সদস্যের অস্ত্র ও গুলিও লুট করেছে। এদিকে বুধবার দুপুর ১টার দিকে রুমার পর এবার থানচিতে সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাজার ঘেরাও করে সন্ত্রাসীরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এরপর বাজারে বেশ কয়েকজনের মোবাইল ফোন ছিনতাই করে তারা।  
০৩ এপ্রিল ২০২৪, ১৭:৩৯

শারীরিক আকৃতি দমাতে পারেনি ৩ ফুট ১০ ইঞ্চির সোনিয়াকে
কিছু দুঃখ মানুষকে হতাশায় তলিয়ে দেয়। শারীরিক বাধা এমনি এক কষ্ট। আবার এমন প্রতিবন্ধকতাই কারও জীবনে শক্তি হয়ে অনুপ্রেরণা দেয়। এমনি এক শিক্ষার্থী নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজের জান্নাতুল ফেরদাউস সোনিয়া। পড়ছেন দ্বাদশ শ্রেণির দ্বিতীয় বর্ষের ব্যবসায় শিক্ষা বিভাগে। সোনিয়া দেখতে শিশুর মত হলেও তার বয়স (২১)। লম্বায় তিন ফুট ১০ ইঞ্চি। বয়স বাড়লেও তার শারীরিক গঠন বাড়েনি। শরীরের গঠন শিশুদের মতো দেখায়।  তিন বোন এক ভাইয়ের মধ্যে সবার বড় সোনিয়া। ছোটবেলা থেকেই সে পড়াশোনায় বেশ আগ্রহী ছিল। ২০১৬ সালের ঘটনা। ছোট বোন জান্নাতুল নাঈমের সাথে স্থানীয় রাজুরগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তখন পঞ্চম শ্রেণি ছাত্রী সোনিয়া। যখন ছোট বোনের শারীরিক গঠন বাড়তে থাকে, তখনই তার শারীরিক অস্বাভাবিকতা ধরা পড়ে। এরপর শিক্ষাঙ্গন থেকে শুরু করে রাস্তাঘাটে তাকে পড়তে হতো কটু কথার বেড়াজালে। রাস্তাঘাটে হয়রানির বিরুদ্ধে তার লড়াই ছিল ব্যতিক্রমী। সে মানুষের কোনো উপহাস বা টিপ্পনী কখনোই কানে লাগাননি। কোনো কটু কথা তাকে দমাতে পারেনি। সোনিয়া নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের সগির ফাইক গ্রামের জমিদার বাড়ির নুরুল হকের মেয়ে।      এভাবে বাড়ির পাশের প্রাথমিকের গন্ডি শেষ করে ২০২২ সালে স্থানীয় মিয়ার হাট উচ্চ বিদ্যালয় থেকে ৩.৫৬ পেয়ে এসএসসি পাস করেন। এরপর কলেজে ভর্তি হতে বাধা হয়ে দাঁড়ান মা রহিমা খাতুন। একাধারে তিন দিন কান্নার পর মেয়ের প্রবল ইচ্ছার কাছে হার মানেন মা। দিনমজুর বাবার একান্ত সহযোগিতায় কলেজে ভর্তি হন সোনিয়া। এখন বাড়ি থেকে ১২ কিলোমিটার দূরে কলেজে পড়ালেখা চালিয়ে যাচ্ছেন। স্বপ্ন দেখেন প্রতিবন্ধকতাকে ছিন্ন করে একজন ব্যাংকার হয়ে পরিবারের পাশে দাঁড়াবেন। কিন্ত দিনমজুর বাবা পরপর দু’বার হার্ট অ্যাটাক করে অসুস্থ হয়ে পড়ায় সোনিয়ার উচ্চ শিক্ষা অর্জনের স্বপ্ন ভেস্তে যেতে বসেছে।   জান্নাতুল ফেরদাউস সোনিয়া বলেন, আমার বাবা একজন দিনমজুর, পরিবারে ছিল আর্থিক স্বাচ্ছন্দ্য। বাবা পরপর দু’বার স্ট্রোক করার কারণে পরিবারে অভাব অনটন দেখা দেয়। এতে আমার পড়ালেখার খচর এখন বহন করা পরিবারের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। আমার স্বপ্ন পড়ালেখা শেষ করে একজন ব্যাংকার হওয়া। আমি চাই সরকার ও সমাজের বিত্তবান মানুষ আমার পাশে দাঁড়াক।   মা রহিমা খাতুন বলেন, আমার বড় কোনো ছেলে নেই। আমার মেয়ে যেন তার পড়ালেখা আরেকটু চালিয়ে যেতে পারে। সরকার ও বিত্তবান মানুষের সহযোগিতায় আমার মেয়ে যেন তার স্বপ্ন পূরণ করতে পারে। এমনটাই প্রত্যাশা করেন তিনি।     মামা জাকির হোসাইন বলেন, সোনিয়া আমার বড় বোনের মেয়ে। সে ছোটবেলা থেকে অনেক কষ্ট করে এ পর্যন্ত এসেছে। আর্থিক সংকটে পড়ে তার লেখা পড়া এ পর্যন্ত এসে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।    নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ নূরুল হক মিলন বলেন, সোনিয়া আমাদের একজন নিয়মিত ছাত্রী। শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও সে পড়াশোনা করে আসছে। এটা আমাদের জন্য গর্বের বিষয়। সকল ছাত্রছাত্রীদের জন্য এটা অনুকরণীয় বিষয়।   কবিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, এ অবস্থায় সোনিয়ার যে উদ্যম, তা কলেজের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। তার উচ্চ শিক্ষার সুবিধার জন্য যদি সম্ভব হয় আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকেও সর্বাত্মক সাহায্য করার চেষ্টা করব। একই সঙ্গে আমি আহ্বান জানাই সমাজের হৃদয়বান, বিত্তবান মানুষ যেন তার পাশে দাঁড়ায়।       
১৭ মার্চ ২০২৪, ১৫:০৮

রিয়ালের ড্র আর জিরোনার হার কাজে লাগাতে পারেনি বার্সা
টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ কাজে লাগাতে পারেনি জিরোনা ও বার্সেলোনা। একদিন আগে ভ্যালেন্সিয়ার সঙ্গে ড্র করে পয়েন্ট হারিয়েছিল রিয়াল। কিন্তু শিরোপা লড়াইয়ে টিকে থাকা জিরোনা টেবিলের ১৫তম স্থানে থাকা মায়োর্কার কাছে ১-০ গোলে পরাজিত হয়ে হতাশ করেছে। জিরোনার পরাজয়ে বার্সেলোনার সামনে সুযোগ ছিল দ্বিতীয় স্থানে উঠে আসার। কিন্তু দিনের শেষ ম্যাচে বিলবাওয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বার্সা। ফলে রিয়াল থেকে ৭ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয়স্থানেই রয়েছে জিরোনা। আরও এক পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে বার্সেলোনা। এর আগে, শনিবার রিয়াল মাদ্রিদ ও ভ্যালেন্সিয়ার মধ্যকার ম্যাচটি বিতর্কের মধ্য দিয়ে ২-২ গোলে ড্রয়ে শেষ হয়। ম্যাচের শেষ মুহূর্তে জুড বেলিংহাম গোল করলেও শেষ বাঁশি বাজানোর কারণে সেই গোলটি বাতিল করে দেয় রেফারি। ফলে জয়বঞ্চিত হয় রিয়াল। আর এর প্রতিবাদ করতে গিয়ে লাল কার্ড দেখেন ইংলিশ উইঙ্গার বেলিংহাম। কোপা ডেল রে’র ফাইনাল নিশ্চিত করা মায়োর্কা পালমায় ঘরের মাঠে আত্মবিশ্বাস নিয়েই মাঠে নেমেছিল। ম্যাচের ৩৩তম মিনিটে কর্নার থেকে মায়োর্কার কাইল লারিনের ডিফ্লেকটেড হয়ে হোসে ম্যানুয়েল কোপেতের কাছে আসে। ১০ মিটারেরও কম দূরত্ব থেকে দুর্দান্ত শটে এই ডিফেন্ডার মায়োর্কাকে জয়সূচক গোলটি উপহার দেন। পজিশনের দিক থেকে জিরোনা ম্যাচটি উপভোগ করলেও তেমন কোনো সুযোগ পুরো ম্যাচে তৈরি করতে পারেনি তারা। এ নিয়ে পাঁচ ম্যাচে তৃতীয়বার তারা কোন গোল করতে ব্যর্থ হয়েছে। অন্যদিকে লিগ টেবিলের উপরের দিকে থাকা একমাত্র দল হিসেবে জয় পেয়েছে অ্যাথলেতিকো মাদ্রিদ। মেট্রোপলিটানোতে সফরকারী বেটিসের সহায়তায় ৮ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা।  এরপর ম্যাচের ২৭তম মিনিটে মোরাতাকে ডি-বক্সের ভিতর ফাউলের অপরাধে রুই সিলভার বিপক্ষে পেনাল্টি আদায় করে নেয় অ্যাথলেতিকো। কিন্তু মোরাতার দুইবারের শট রুখে দিয়ে ব্যবধান বাড়ানে দেননি রুই সিলভা। তবে ম্যাচের ৪৩তম মিনিটে অবশ্য কোন ভুল করেননি মোরাতা। রদ্রিগো ডি পলের শট রুই সিলভা রুখে দিলে ফিরতি বল পোস্টের খুব কাছে থেকে জালে জড়ান মোরাতা।  এরপর ম্যাচের ৬২তম মিনিটে দূরপাল্লার শট থেকে বেটিসের হয়ে এক গোল পরিশোধ করেন উইলিয়ান কারভালহো। গোলরক্ষক ইয়ান ওবলাক ম্যাচের শেষভাগে গুডিও রদ্রিগুয়েজের শট আটকে দিয়ে বেটিসের চাপ সামলেছেন।
০৪ মার্চ ২০২৪, ১৫:৪৪

‘প্রধানমন্ত্রীর কৌশলেই নিষেধাজ্ঞা দিতে পারেনি যুক্তরাষ্ট্র’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৌশলের কারণেই যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিতে পারেনি বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে কৃষিবিদ দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনা জানতেন তিনি নির্বাচিত হবেন। কিন্তু চেয়েছেন দেশের মানুষ ভোট দিক। তাই স্বতন্ত্র নির্বাচন করার সুযোগ দিয়েছেন। আর এই কৌশলের কারণেই যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিতে পারল না।’ যারা নিষেধাজ্ঞা নিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে আটকে দেয়ার চেষ্টা করছেন তাদের এই দেশের মানুষ বৃদ্ধাঙ্গুল দেখিয়েছেন বলেও এ সময় দাবি করেন আব্দুস শহীদ। একই অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বিভিন্ন ষড়যন্ত্রের সঙ্গে মোকাবিলা করে শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে আজ শেখ হাসিনা আবারও সরকার গঠন করেছেন। যারা নির্বাচন বানচালের চেষ্টা করেছে, তাদের অনেকেই দেশকে এগিয়ে নিতে এক হয়ে কাজ করার আশ্বাস দিয়েছেন।’ তিনি আরও বলেন, আমাদের আর বুদ্ধি ভিক্ষা নিতে হয় না, আমাদের কারও সহায়তা লাগে না। আমরা কতটা সক্ষম আর দায়িত্বশীল তা এই নির্বাচনের মাধ্যমেই প্রমাণ করেছি। বিরোধীরা বারবার ব্যর্থ হচ্ছে। এরপর কৃষিবিদ দিবস উপলক্ষে কৃষিমন্ত্রী বলেন, ‘কৃষকের উন্নয়ন হলে দেশেরও উন্নয়ন হবে। দেশের মানুষের খাবারের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানির পরিকল্পনাও করতে হবে।’  
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৩৪

জিনেরাও জেতাতে পারেনি আলোচিত সেই প্রার্থীকে
‘জিনদের বলে দিয়েছি, কেউ ভোট চুরি করতে পারবে না’—এমন বক্তব্য দেওয়া মৌলভীবাজারে-২ (কুলাউড়া) আসনের ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাওলানা আসলাম হোসাইন রহমানী ব্যাপক ব্যবধানে হেরেছেন।  রোববার (৭ জানুয়ারি) বেসরকারি ফলাফলে ওই আসনের নৌকার প্রার্থী শফিউল আলম চৌধুরী পেয়েছেন ৭২ হাজার ৭১৮ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী সফি আহমদ সলমান পেয়েছেন ১৫ হাজার ৫৫২ ভোট। এ ছাড়া আলোচিত প্রার্থী আসলাম হোসাইন রহমানী পেয়েছেন মাত্র ৩৬৬ ভোট। এর আগে, নির্বাচনের আগের দিন (শনিবার) হোসাইন রহমানী বলেছিলেন, ভোট যেন কারচুপি না হয় এজন্য জিনদের বলে দিয়েছি। আমার এখানে মানুষ এজেন্টদের পাশাপাশি জিনরাও কাজ করবে। এজেন্ট তো থাকবেই সঙ্গে জিনরাও খবরাখবর দেবে যে ভিতরে কোনো কারচুপি হচ্ছে কি না। তিনি বলেন, ভোট যেন কারচুপি না হয় এজন্য জিনদের বলে দিয়েছি। সুতরাং কেউ ভোট চুরি করতে পারবে না। হোসাইন রহমানী বলেন, আপনারা জানেন যারা তসকিয়া বিশ্বাস করেন। তারা জানেন। ফুলতলী সাহেবের অনেক জিন মুরিদ ছিল। আমাদেরও তাদের মতো না হলেও কিছু জিনের সঙ্গে দেখা হয় আলোচনা হয়। আমি তাদের বলে দিয়েছি আমার ভোট যেন কারচুপি না হয়।
০৮ জানুয়ারি ২০২৪, ১৭:৩৯

ঘন কুয়াশার কারণে সৈয়দপুরে অবতরণ করতে পারেনি দুটি ফ্লাইট 
নীলফামারীর সৈয়দপুরে ঘন কুয়াশার কারণে অবতরণ করতে পারেনি বেসরকারি কোম্পানির দুটি ফ্লাইট। এতে ওই দুই ফ্লাইটের সৈয়দপুরগামী প্রায় ১৪০ জন যাত্রী নিয়ে পুনরায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। অপরদিকে ঢাকাগামী শতাধিক যাত্রী সৈয়দপুর বিমানবন্দরে আটকা পড়েছে।  তবে সংশ্লিষ্ট ফ্লাইট কর্তৃপক্ষ আটকেপড়া যাত্রীদের সৈয়দপুর শহরের বিভিন্ন আবাসিক হোটেলে রাত্রীযাপনের ব্যবস্থা করেছে।  বিমানবন্দর সূত্রমতে, মঙ্গলবার (২ জানুয়ারি) রাত পৌনে ৯টায় ইউএস-বাংলা ও রাত ৯টায় নভোএয়ার কোম্পানির দুটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে ঢাকা থেকে উড্ডয়ন করে। কিন্তু সৈয়দপুরে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ৫০ মিটারের কম থাকায় ফ্লাইট দুটি অবতরণ না করে ঢাকায় ফিরে যায়। এদিকে সৈয়দপুর বিমানবন্দরে ঢাকাগামী ওই দুটি ফ্লাইটের শতাধিক যাত্রী আটকা পড়ে। এসব যাত্রীদের সৈয়দপুর শহরের বিভিন্ন আবাসিক হোটেলে রাত্রীযাপনের ব্যবস্থা করেন ইউএস-বাংলা ও নভোএয়ার কর্তৃপক্ষ।  সৈয়দপুর শহরের ড্রিমপ্লাস হোটেল অ্যান্ড রিসোর্টে নভোএয়ারের বেশ কিছু যাত্রী রাত্রিযাপন করার বিষয়টি নিশ্চিত করেছেন হোটেলের ম্যানেজিং ডিরেক্টর তৌহিদুর রহমান তৌহিদ। সৈয়দপুর বিমানবন্দর ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ জানান, সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশা দেখা দেয় রানওয়েতে। পরে রাত ৮টার পর থেকে ঘন কুয়াশার কারণে রানওয়েতে দৃষ্টিসীমা ৫০ মিটারের কম থাকায় ফ্লাইট অবতরণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে ইউএস-বাংলা ও নভোএয়ারের দুটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ না করে ঢাকায় ফিরে যায়।  উল্লেখ্য যে, মঙ্গলবার সকাল থেকে বেলা ২টা পর্যন্ত ঘন কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে সিডিউল অনুযায়ী বাংলাদেশ বিমানসহ ইউএস-বাংলা ও নভোএয়ারের ৫টি ফ্লাইট অবতরণ করতে পারেনি।
০৩ জানুয়ারি ২০২৪, ১১:২০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়