• ঢাকা সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
logo
হেলিকপ্টার দুর্ঘটনা / খোঁজ মিলছে না ইরানের প্রেসিডেন্টের
হেলিকপ্টার দুর্ঘটনার পর খোঁজ মিলছে না ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিসহ তার সঙ্গীদের। রোববার (১৯ মে) রাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়। জানা গেছে, ইব্রাহিম রাইসি আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় একটি অনুষ্ঠান থেকে ফেরার সময় তাকে বহনকারী হেলিকপ্টার অবতরণের সময় বিধ্বস্ত হয়। হেলিকপ্টারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী, পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নরসহ আরও বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তা ছিলেন। এদিকে, ঘটনাস্থলে ৪০টি উদ্ধারকারী দল পৌঁছেছে। উদ্ধারকারীরা এখনও প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারের অবস্থান শনাক্ত করতে পারেননি। ভারী বৃষ্টিপাত ও কুয়াশাচ্ছন্ন থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। রাইসির জন্য ইরানজুড়ে দোয়া করা হচ্ছে। উল্লেখ্য, ৬৩ বছর বয়সী ইব্রাহিম রাইসি ২০২১ সালে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হন। ইরানের রাজনীতিতে খুবই প্রভাবশালী এই নেতাকে দেশটির পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দেখা হয়।
৮ ঘণ্টা আগে

স্ত্রীর মৃত্যু, শোক সইতে না পেরে স্বামীর আত্মহত্যা
গত সপ্তাহে গাড়ি দুর্ঘটনায় মারা যান ভারতীয় অভিনেত্রী পবিত্রা জয়রাম। এই বিচ্ছেদ মানতে পারেননি তার স্বামী অভিনেতা চন্দ্রকান্ত। মৃত স্ত্রীর সঙ্গে মিলিত হতে আত্মহননের পথ বেছে নিলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। অন্ধ্রপ্রদেশের মেহবুবা নগরের কাছে এক ভয়াবহ গাড়ি দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় প্রাণ হারান পবিত্রা। সঙ্গে ছিলেন চন্দ্রকান্ত। মারত্মকভাবে আহত হলেও প্রাণে বাঁচেন তিনি। তবে স্ত্রীর মৃত্যুতে ভেঙে পড়েছিলেন অভিনেতা। এবার নিজেও পাড়ি জমালেন পরপারে। শুক্রবার (১৮ মে) তেলেঙ্গনার অলকাপুরে নিজের বাড়ি থেকে উদ্ধার হয় অভিনেতার ঝুলন্ত দেহ। প্রাথমিক তদন্তে উঠে আসছে আত্মহত্যা করেছেন চন্দ্রকান্ত। তার বাবার বয়ান রেকর্ড করেছে পুলিশ। সেখানেই তিনি জানিয়েছেন, বিগত বেশ কয়েকদিন ধরেই অবসাদে ভুগছিলেন চন্দ্রকান্ত। এদিকে চন্দ্রকান্তের মৃত্যুর পর তার একটি ফেসবুক পোস্ট নজরে পড়েছে সবার। মৃত্যুর পরদিন ছিল পবিত্রার জন্মদিন। সেদিন মৃত স্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ওই পোস্ট দিয়েছিলেন চন্দ্র। সেখানে স্ত্রীর উদ্দেশে লিখেছিলেন, ‘জাস্ট দুদিন অপেক্ষা করো।’ স্ট্যাটাসটি মাথায় রেখে তদন্তে নেমেছে পুলিশ। দুই দিনের মধ্যে কী এমন রহস্য লুকিয়ে আছে তা উদঘাটনে ব্যস্ত তারা। 
১৪ ঘণ্টা আগে

‘ভুল করলে জিরো টলারেন্স নীতি থেকে বাদ যাবে না পুলিশ সদস্যও’
পুলিশের কোনো সদস্য ভুল করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন আইজিপি আব্দুল্লাহ আল মামুন।  রোববার (১৯ মে) দুপুরে সিলেট পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার ও কনফারেন্স রুমের উদ্বোধন শেষে সাংবাদিকদের কাছে এ কথা জানান তিনি। আইজিপি বলেন, চলতি উপজেলা নির্বাচনে নির্বাচন কমিশনের (ইসি) আদেশ মতো কাজ করছে পুলিশ।  দায়িত্ব পালনে পুলিশ কোনো গাফিলতি করছে না বলেও দাবি করেন তিনি।  আইজিপি বলেন, পেশাদারিত্বের সঙ্গে দেশের নাগরিকদের সেবা দিয়ে আসছে পুলিশ। দেশ-বিদেশে উন্নত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম যুক্ত হওয়ায় বাংলাদেশ পুলিশ জঙ্গি দমনে বিশেষ সাফল্য লাভ করছে। জঙ্গিরা কোনো পরিকল্পনা করলে তা আগেই টের পায় পুলিশ এবং সে অনুযায়ী পদক্ষেপ নেয়। আইজিপি আরও বলেন, পুলিশ বাহিনীতে ভর্তির ক্ষেত্রে স্বচ্ছ ও আধুনিক প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। একইভাবে পুলিশ কর্মকর্তাদের পদন্নোতিতে স্বচ্ছতা আনা হয়েছে। যোগ্যতা, দক্ষতা ও মেধাকে প্রাধান্য দিয়ে পদন্নোতি দেওয়া হচ্ছে। এ সময় সিলেট রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
১৩ ঘণ্টা আগে

যশোর-নড়াইল মহাসড়কে গাছ না কাটার নির্দেশ
যশোর-নড়াইল মহাসড়কে ছয় লেন প্রকল্পে টেন্ডার আহ্বান না করা পর্যন্ত গাছ না কাটার ওপরে আপাতত স্থিতি অবস্থা দিয়েছেন হাইকোর্ট। রোববার (১৯ মে) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট সঞ্জয় মণ্ডল ও অ্যাডভোকেট সেলিম রেজা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার ও সড়ক বিভাগের পক্ষে ছিলেন অ্যাডভোকেট এস এম জহিরুল ইসলাম। তীব্র গরমের মধ্যেও যশোরসহ দেশের বিভিন্ন এলাকায় হাজার হাজার গাছ কেটে ফেলা হচ্ছে- মর্মে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি নিয়ে গত ৫ মে জনস্বার্থে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)। রিটের পক্ষে আদালতে  অ্যাডভোকেট মনজিল মোরসেদ বলেন, যশোর-নড়াইল ছয় লেন মহাসড়কের উন্নয়ন প্রকল্প সরকার হাতে নিয়েছে। কিন্তু এখন পর্যন্ত সড়ক নির্মাণের জন্য কোনও টেন্ডার আহ্বান করা হয়নি। তা সত্ত্বেও মহাসড়কের দুই পাশে শত শত গাছ কেটে ফেলা হচ্ছে।   শুনানিতে সরকারের পক্ষে দাবি করা হয় যে, গাছ কাটা যাবে না এমন কোনও আইন দেশে নেই। গাছ কাটা বন্ধ হলে উন্নয়ন কাজ ব্যাহত হবে।  তার বিপরীতে অ্যাডভোকেট মোরসেদ বলেন, মিডিয়ায় রিপোর্ট প্রকাশিত হয়েছে যে, ২০৩০ সালে দাবদাহের অন্যতম শীর্ষ নগরী হবে ঢাকা। সুতরাং, গাছ সংরক্ষণ করে এখনই ব্যবস্থা না নিলে জনগণের ভোগান্তি দূর করা সম্ভব হবে না। এমনকি সংবিধানের অনুচ্ছেদ ৩২ অনুসারে বেঁচে থাকার অধিকার যা মৌলিক অধিকার তাও বিঘ্নিত হবে। শুনানি শেষে যশোর-নড়াইল ছয় লেনের মহাসড়ক নির্মাণে বর্তমানে সড়কের পাশে থাকা গাছ কাটার ওপরে স্থিতি অবস্থার আদেশ জারি করেন আদালত। একই সঙ্গে আদেশে উল্লেখ করেন যে, ছয় লেন মহাসড়কের টেন্ডার আহ্বান করার পরে এই স্থিতি অবস্থার আদেশ বাতিল হবে।
১৬ ঘণ্টা আগে

মোস্তাফিজকে না পাওয়ার আক্ষেপ চেন্নাই অধিনায়কের
চলতি আইপিএলের শুরুটা দুর্দান্ত করলেও সবশেষ তিন ম্যাচের দুটিতে হারের তিতো স্বাদ পেয়েছে চেন্নাই সুপার কিংস। লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছে ২৭ রানে হেরেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। এতে আইপিএলের এবারের আসর থেকে বিদায় নিয়েছে চেন্নাই। এদিকে বিশ্বকাপ সূচির বেড়াজালে এই ম্যাচে খেলতে পারেননি টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টারের অভাব ভালোভাবেই টের পেয়েছে দলটি। ম্যাচ শেষে চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গাইকোয়াদের কণ্ঠেও সেই আক্ষেপ ঝরেছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আইপিএলের মাঝপথেই তাকে দেশে ফিরতে হয়েছে। বর্তমানে লাল-সবুজের সতীর্থদের সঙ্গে বৈশ্বিক এই টুর্নামেন্টের ভেন্যুতে অবস্থান করছেন ফিজ। অন্যদিকে চোটের কারণে দেশে ফিরেছেন শ্রীলঙ্কান পেসার পাথিরানাও। তাই সব মিলিয়ে ঝামেলার মধ্যেই ছিল চেন্নাই। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে হেরে চলতি আইপিএল থেকে বিদায়ের পর মোস্তাফিজকে মিস করার কথা জানান দলটির অধিনায়ক রুতুরাজ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রুতুরাজের ভাষ্য, ‘এটা ভালো উইকেট ছিল। স্পিনারদের জন্য এখানে টার্ন এবং গ্রিপ হচ্ছিল। লক্ষ্য নিয়ে আমরা বেশ খুশি ছিলাম। এই মৌসুমে ১৪ ম্যাচের মধ্যে ৭ ম্যাচ নিয়ে খুশি।’ তিনি যোগ করেন, ‘চোট এবং কনওয়ের না থাকা অনেক পার্থক্য গড়ে দিয়েছে। প্রথম ম্যাচ থেকেই চ্যালেঞ্জ ছিল। পাথিরানা চোটে ছিল, আমরা ফিজকেও (মুস্তাফিজ) মিস করেছি। যখন আপনার চোট-সমস্যা থাকবে, তখন দলের ভারসাম্য ধরে রাখা কঠিন হবে। আমরা প্লে-অফে যেতে পারিনি; তবে এসব হতেই পারে। আমার কাছে ব্যক্তিগত মাইলফলক একদমই গুরুত্ব বহন করে না। দিনশেষেই জেতাটাই আসল পুরস্কার। আমরা তা করতে পারিনি, ফলে আমি কিছুটা হতাশও হয়েছি।’
১৮ ঘণ্টা আগে

পোষা প্রাণী না রাখতে নোবিপ্রবির বঙ্গমাতা হল কর্তৃপক্ষের নির্দেশনা
বিড়ালের আক্রমণ ও উপদ্রবে ছাত্রীদের অতিষ্ঠ হওয়ার জেরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের অভ্যন্তরে কোনো ধরনের পোষা প্রাণী না রাখতে নির্দেশনা দিয়েছে হল কর্তৃপক্ষ। শনিবার (১৮ মে) হল অফিস সূত্র আরটিভিকে বিষয়টি নিশ্চিত করে।  জানা যায়, গত বৃহস্পতিবার বঙ্গমাতা হলের প্রভোস্ট ড. মো. মহিনুজ্জামানের স্বাক্ষরে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।  বিজ্ঞপ্তিতে বলা হয়, এত দ্বারা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,হলের অভ্যন্তরে কোনো ধরনের পোষাপ্রাণী রাখা যাবে না। এর পরে কারো কাছে কোনো পোষাপ্রাণী পাওয়া গেলে হলের প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, বেশ কিছুদিন যাবত বিড়ালের আক্রমণ ও উৎপাতে আতঙ্কিত হয়ে দিন পার করছে বলে অভিযোগ ছিল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক শিক্ষার্থীদের।  খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি হলের একাধিক শিক্ষার্থী বিড়ালের কামড়ের শিকার হয়েছেন। বিড়ালগুলো ভ্যাকসিনেটেড না হওয়ায় টিকা নিতে হয়েছে কামড় ও আছড়ের শিকার হওয়া শিক্ষার্থীদের। ফলে বাকি শিক্ষার্থীরাও আতঙ্কে দিন পার করছিল।
২২ ঘণ্টা আগে

যাওয়া হলো না বাজারে, সাপের কামড়ে প্রাণ গেল বৃদ্ধের 
শরীয়তপুরের ডামুড্যায় বিষধর সাপের কামড়ে সেকেনতর বেপারী (৮৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।  শনিবার (১৮ মে) দুপুরে উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের বড় নওগাঁ এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, নিহত সেকেনতর বেপারী একই এলাকার মৃত জুলমত আলী বেপারীর ছেলে। পরিবার জানায়, সেকেনতর বেপারী শনিবার দুপুরে একটি মাটির রাস্তা ধরে বাজারে যাচ্ছিলেন। এ সময় তার পায়ে একটি বিষধর সাপে কামড় দেয়। সে সময় তার চিৎকারে স্থানীয় ও স্বজনরা দ্রুত উদ্ধার করে প্রথমে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে বিকেলে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  নিহতের ছেলে দিদারুল বেপারী বলেন, বাবা আমাদের সঙ্গে খাবার খেয়ে বাজারে যাওয়ার জন্য বের হয়েছিলেন। আমাদের বাড়ি থেকে একটু সামনে গেলে তাকে সাপে কাটে। পরে তাকে নিয়ে আমরা হাসপাতালে গেলে চিকিৎসক জানায় তিনি বেঁচে নেই। এ ব্যাপারে সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মিতু আক্তার বলেন, সাপে কাটা এক রোগীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে তাকে দেরি করে আনায় বাঁচানো সম্ভব হয়নি।
১৮ ঘণ্টা আগে

অঙ্ক মেলাতে পারলো না চেন্নাই, দাপুটে প্রত্যাবর্তনে প্লে-অফে বেঙ্গালুরু
আসরের প্রথম আট ম্যাচের সাতটিই হারলো যে দল, কে ভেবেছিল তারাই ঠাঁই করে নেবে আইপিএলের প্লে-অফে? অভাবনীয় সেই কাজটাই করে দেখালো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ধাপের শেষ ম্যাচে ঘরের মাঠে আজ তারা খেলতে নেমেছিল পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিপক্ষে। প্লে-অফে ওঠার লড়াই ছিল দু-দলেরই। কিন্তু সমীকরণ অনেকটা সহজ ছিল চেন্নাইয়ের। সমীকরণ ছিল এরকম- জিতলেও প্লে-অফে উঠতে পারবে না বেঙ্গালুরু, যদি না জিততে পারে অন্তত ১৮ রানের ব্যবধানে। সে অঙ্ক কষেই কি না বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে ফাফ ডু প্লেসিসকে ব্যটিংয়ে আমন্ত্রণ জানান চেন্নাই অধিনায়ক রুতুরাজ। আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার বিরাট কোহলি এবং ফাফ ডু প্লেসিসের ব্যাটে চড়ে মোটামুটি ভালো শুরু পায় ব্যাঙ্গালুরু। খুব আগ্রাসী না হলেও পরিস্থিতির দাবি মিটিয়ে রান তুলতে থাকেন কোহলি এবং ডু প্লেসি। শুরুতে ডু প্লেসিস কিছুটা ধীরে এগোলেও সাবলীল ছিলেন কোহলি। পাওয়ারপ্লের ৬ ওভারে বিনা উইকেটে ৪২ রান তোলে বেঙ্গালুরু।  পাওয়ারপ্লের শেষে কিছুটা হাত খুলে খেলতে শুরু করেন ডু প্লেসিস। কোহলিও চলে যান ফিফটির খুব কাছে। তবে শেষমেশ ফিফটিটা আর ছোঁয়া হয়নি তার। দলের ৭৮ রানের মাথায় ভেঙে যায় বেঙ্গালুরুর উদ্বোধনী জুটি। ২৯ বলে ৪৭ রান করে বিদায় নেন কোহলি।  ডু প্লেসিস অবশ্য তুলে নেন ফিফটি। দলীয় ১১৩ রানের মাথায় সাজঘরে ফেরার আগে ৩৯ বলে ৫৪ রানের ইনিংস খেলেন তিনি। তিনে নামা রজত পতিদার এবং চারে নামা ক্যামেরন গ্রিন ছিলেন বেশ মারমুখি। অল্প সময়েই ক্রিজে দারুণভাবে জমে যান দুজন। তাদের ব্যাটে চড়ে বড় সংগ্রহের দিকে এগোতে থাকে বেঙ্গালুরু আর কঠিন হতে থাকে চেন্নাইয়ের প্লে-অফের সমীকরণ। দলের ১৮৪ রানের মাথায় আউট হওয়ার আগে ২৩ বলে ৪১ রানের বিস্ফোরক ইনিংস খেলেন পতিদার। শেষ দিকে ছোট দুটি কার্যকরী ইনিংস খেলেন দীনেশ কার্তিক এবং গ্লেন ম্যাক্সওয়েল। ৬ বলে ১৪ রান করেন কার্তিক। ম্যাক্সওয়েল খেলেন ৬ বলে ১৫ রানের ইনিংস। অন্যদিকে শেষ পর্যন্ত টিকে থেকে ১৭ বলে ৩৮ রানের দারুণ এক ইনিংস খেলেন গ্রিন। নির্ধারিত ২০ ওভারের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে ২১৮ রানের শক্তপোক্ত সংগ্রহ দাঁড়ায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। চেন্নাইয়ের হয়ে ৬১ রান খরচায় ২ উইকেট নেন শার্দুল ঠাকুর। এছাড়া ১টি করে উইকেট শিকার করেন মিচেল স্যান্টনার এবং তুষার দেশপান্ডে। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় চেন্নাই। ইনিংসের প্রথম বলেই গোল্ডেন ডাক সঙ্গে করে সাজঘরে ফেরেন রুতুরাজ গায়কোয়াড়। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি ড্যারিল মিচেলও। ৬ বলে ৪ রান করে সাজঘরে ফেরেন এই কিউই ব্যাটসম্যান। দলীয় ১৯ রানে দুই ব্যাটসম্যানকে হারিয়ে চাপে পড়ে যায় চেন্নাই। পরবর্তী ব্যাটসম্যান আজিঙ্কা রাহানেকে নিয়ে ম্যাচের হাল ধরেন রাচিন রবিন্দ্র। দারুণ দায়িত্বশীল ব্যাটিংয়ে দলের ইনিংসকে এগিয়ে নিয়ে যেতে থাকেন দুজন। তাদের ব্যাটে চড়ে চাঙ্গা হয় চেন্নাইয়ের ইনিংস। পাওয়ারপ্লের ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৮ রান তোলে চেন্নাই। পাওয়ারপ্লে শেষেও চলেছে রাহানে-রাচিনের বীরত্ব। ক্রিজে দারুণভাবে জমে যাওয়া দুই ব্যাটসম্যানের কার্যকরী ব্যাটিংয়ের ফলে কক্ষপথেই ছিল চেন্নাই। দুজনের জুটি ভাঙে দলের ৮৫ রানের মাথায়। ২২ বলে ৩৩ রান করে সাজঘরে ফেরেন রাহানে। তবে রাচিন টিকে থাকেন। দারুণ ব্যাটিংয়ে তুলে নেন ফিফটিও। দারুণ খেলতে থাকা রাচিন থামেন দলীয় ১১৫ রানের মাথায়। সাজঘরে ফেরার আগে ৩৭ বলে ৬১ রানের ঝলমলে এক ইনিংস খেলেছেন ভারতীয় বংশোদ্ভূত এ কিউই ব্যাটসম্যান। রাচিনের বিদায়ের পরই আসলে ব্যাকফুটে চলে যায় চেন্নাই। ১৫ বলে ৭ রান করে বিদায় নেন শিভাম দুবে। সুবিধা করতে পারেননি মিচেল স্যান্টনারও। ৪ বলে ৩ রান করে মোহাম্মদ সিরাজের বলে বেঙ্গালুরু অধিনায়ক ফাফ ডু প্লেসিসের অসাধারণ এক ক্যাচ হয়ে সাজঘরে ফেরেন তিনি। ১২৯ রানে ৬ উইকেট হারিয়ে তখন প্রচণ্ড চাপে চেন্নাই।  প্লে-অফে যেতে চেন্নাইয়ের সমীকরণ ছিল ২০১ রান করতে পারলেই চলবে, এরপর হেরে গেলেও সমস্যা নেই। তবে এই সমীকরণই বেশ জটিল হয়ে পড়তে থাকে পাঁচবারের চ্যাম্পিয়নদের জন্য। শেষ দিকে দলের হাল ধরেন রবীন্দ্র জাদেজা এবং মহেন্দ্র সিং ধোনি। দুজনের দারুণ বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ে বেশ জমে উঠে ম্যাচ। শেষ ওভারে জয়ের জন্য চেন্নাইয়ের দরকার ছিল ৩৫ রান আর প্লে-অফে যেতে দরকার ছিল ১৭ রান। প্রথম বলেই ছক্কা হাঁকান ধোনি। তবে পরের বলেই আউট। এরপর ১ বল ডট। পরের বলে সিঙ্গেল নেন শার্দুল ঠাকুর। শেষ ২ বলে দরকার ছিল ১০ রান। জাদেজা স্ট্রাইকে থাকলেও নিতে পারেননি কোনো রান। ২৭ রানের দারুণ জয়ের ফলে প্লে-অফের টিকিট কেটে ফেলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। লেখা হয়ে যায় প্রত্যাবর্তনের দারুণ এক গল্প। আর ভারাক্রান্ত হৃদয়ে বিদায় নেয় চেন্নাই সুপার কিংস।  বেঙ্গালুরুর হয়ে ২ উইকেট নেন যশ দয়াল। এছাড়া ১টি করে উইকেট শিকার করেন গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, লকি ফার্গুসন এবং মোহাম্মদ সিরাজ।    
১৯ মে ২০২৪, ০২:১৩

যেসব লক্ষণে বুঝবেন জরায়ুতে টিউমার আছে কি না
বর্তমানে বহু নারী জরায়ু ফাইব্রয়েড বা ক‌্যানসারবিহীন টিউমার এবং এই সংক্রান্ত বিভিন্ন শারীরিক সমস‌্যায় ভুগছেন। জরায়ুর কোষের অতিরিক্ত বৃদ্ধির জন‌্য এই রোগের সৃষ্টি। ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোনের পরিমাণের তারতম‌্য এই রোগের অন‌্যতম কারণ হিসাবে ধরা হয়। আগে এই রোগের খবর তেমনটা শোনা যেত না। তবে এখন সচেতনতাও বেড়েছে নারীঘটিত নানারকম রোগের। সেক্ষেত্রে বলতে হয়, জরায়ুতে টিউমার হলে আগেভাগে বুঝতে পারলে চিকিৎসা সহজ হয়ে যায়। এ রোগের লক্ষণগুলো জানা জরুরি: বিশেষজ্ঞরা বলছেন, পারিবারিক ইতিহাস থাকলে এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই রোগের অন্যান্য ঝুঁকির কারণগুলো বা রিস্ক ফ্যাক্টর হলো স্থূলতা বা ওবেসিটি, কম বয়সে প্রথম মাসিক শুরু হওয়া, ভিটামিন ডি-র অভাব এবং যাদের মধ্যে এখনও গর্ভাবস্থার কোনও ঘটনা ঘটেনি। জরায়ুর মসৃণ কোষের অতিরিক্ত বৃদ্ধির কারণে টিউমার বা ফাইব্রয়েড তৈরি হয়। ডিম্বাশয়ে উৎপন্ন সংবেদনশীল হরমোন ইস্ট্রোজেনের জন্য এটা হয়ে থাকে। শরীরে ইস্ট্রোজেনের মাত্রা বৃদ্ধি পেলে টিউমারের আকার বেড়ে যায়। সাধারণত গর্ভকালে ইস্ট্রোজেন বৃদ্ধি পেয়ে থাকে। দেহে এর মাত্রা কমে গেলে টিউমারের আকারও সংকুচিত বা ছোট হয়। যেমন মেনোপজের পর ইস্ট্রোজেনের পরিমাণ কমে যায়। লক্ষণ ও উপসর্গ: বেশিরভাগ ক্ষেত্রেই রোগীর বাইরে থেকে কোনও লক্ষণ থাকে না। অন‌্য কোনও কারণে পেটের আল্ট্রাসাউন্ড পরীক্ষায় ধরা পড়ে। কখনও কখনও লক্ষণ ও উপসর্গ দেখা যায়, তবে তা নির্ভর করে টিউমারের সাইজ, সংখ‌্যা ও অবস্থানের ওপর।  সেগুলো হলো– মাসিকের সময় অতিরিক্ত রক্তস্রাব স্বাভাবিকের চেয়ে দীর্ঘস্থায়ী মাসিক বা সাতদিনের বেশি, সঙ্গে তলপেটে যন্ত্রণা তলপেটে ফোলা অনুভূতি কোমর ব‌্যথা বা কোমর, তলপেট সংলগ্ন (পেলভিক এরিয়া) স্থানে চাপবোধ কোষ্ঠকাঠিন‌্য ঘনঘন প্রস্রাব করার ইচ্ছা গর্ভধারণে অক্ষমতা বা বন্ধ‌্যত্ব অতিরিক্ত রক্তস্রাবের জন‌্য রক্তাল্পতা বা অ্যানিমিয়া এবং তৎজনিত শারীরিক সমস‌্যা যেমন অতিরিক্ত দুর্বলতা, ঝিমুনি, সিঁড়ি ভাঙতে কষ্ট ইত্যাদি এই সমস্ত লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় পরীক্ষার মাধ‌্যমে রোগের কারণ নির্ণয় করা খুবই জরুরি। যারা রক্তাল্পতায় ভোগেন তাদের চিকিৎসার সঙ্গে সঙ্গে আয়রন সমৃদ্ধ খাবার যেমন– কাঁচাকলা, থোড়, পালংশাক, মোচা, ডিম, মাংস, মাংসের মেটে, ছোলা, ছোলার ছাতু, খেজুর, আখের গুড়, প্রভৃতি খাওয়া আবশ‌্যক। রক্ত পরীক্ষার মাধ‌্যমে রক্তাল্পতার পরিমাপ করাও প্রয়োজন।
১৮ মে ২০২৪, ১৪:০০

যেসব এলাকায় ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না আজ
রাজধানীর কিছু এলাকায় আজ শনিবার ১৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখবে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি। শুক্রবার (১৭ মে) তিতাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শনিবার (১৮ মে) সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত ঢাকার উত্তরা, উত্তরখান, দক্ষিণখান এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের সেকশন-১ এর অ্যালাইনমেন্টে গ্যাস পাইপলাইন জরুরি স্থানান্তরের জন্য এই সময়ে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে তিতাস। গ্যাস সরবরাহ বিঘ্নিত হওয়ায় গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
১৮ মে ২০২৪, ১০:৩৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়