• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

পোষা প্রাণী না রাখতে নোবিপ্রবির বঙ্গমাতা হল কর্তৃপক্ষের নির্দেশনা

নোবিপ্রবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৯ মে ২০২৪, ০৯:৪২
ছবি : আরটিভি

বিড়ালের আক্রমণ ও উপদ্রবে ছাত্রীদের অতিষ্ঠ হওয়ার জেরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের অভ্যন্তরে কোনো ধরনের পোষা প্রাণী না রাখতে নির্দেশনা দিয়েছে হল কর্তৃপক্ষ।

শনিবার (১৮ মে) হল অফিস সূত্র আরটিভিকে বিষয়টি নিশ্চিত করে।

জানা যায়, গত বৃহস্পতিবার বঙ্গমাতা হলের প্রভোস্ট ড. মো. মহিনুজ্জামানের স্বাক্ষরে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এত দ্বারা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,হলের অভ্যন্তরে কোনো ধরনের পোষাপ্রাণী রাখা যাবে না। এর পরে কারো কাছে কোনো পোষাপ্রাণী পাওয়া গেলে হলের প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


উল্লেখ্য, বেশ কিছুদিন যাবত বিড়ালের আক্রমণ ও উৎপাতে আতঙ্কিত হয়ে দিন পার করছে বলে অভিযোগ ছিল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক শিক্ষার্থীদের।

খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি হলের একাধিক শিক্ষার্থী বিড়ালের কামড়ের শিকার হয়েছেন। বিড়ালগুলো ভ্যাকসিনেটেড না হওয়ায় টিকা নিতে হয়েছে কামড় ও আছড়ের শিকার হওয়া শিক্ষার্থীদের। ফলে বাকি শিক্ষার্থীরাও আতঙ্কে দিন পার করছিল।

মন্তব্য করুন

  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হল ত্যাগের নির্দেশনা প্রত্যাখ্যান করে নোবিপ্রবিতে ছাত্রীদের বিক্ষোভ
কোটা সংস্কার আন্দোলনে হামলা করলে সহপাঠীদের বয়কট
কোটা আন্দোলনকারীদের ওপর হামলা, নোবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল 
নোবিপ্রবি ছাত্রলীগের ৭ নেতাকর্মীকে অব্যাহতি