• ঢাকা সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
logo
মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু 
বরগুনার পাথরঘাটায় মাঠ থেকে গরু আনতে আসাদুল (৩০) নামে এক জেলের মৃত্যু হয়েছে।  শনিবার (১৮ মে) বিকেল চারটার দিকে উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত জেলের ছেলে আব্দুল্লাহ (৮) আহত হয়েছে এবং দুটি গরু মারা গেছে। নিহত আসাদুল কাঁঠালতলী ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের আলমগীর হোসেনের ছেলে। স্থানীয় হুমায়ূন কবির লিটন পরিবারের বরাত দিয়ে জানান, আসাদুল দুপুরের ভাত খেয়ে বিশ্রাম করছিল। আকাশে মেঘ হওয়ায় বাড়ির সামনের মাঠে গরু আনতে যায় আসাদুল ও তার ছেলে। এ সময় হঠাৎ তাদের ওপর বজ্রপাত পড়লে ঘটনাস্থলে আসাদুলের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. শামীম। তিনি জানান, ‘আসাদুল অত্যন্ত গরিব মানুষ। নদীতে মাছ শিকারের পাশাপাশি গরু পালন করতেন তিনি। মাঠ থেকে সেই গরু আনতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে মৃত্যু হয়েছে তার।’
১৮ মে ২০২৪, ২০:৪০

চিংড়ি ঘেরে মিলল ২ জেলের মরদেহ
কক্সবাজার সদরের খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পের পাশে চিংড়ি ঘের থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ মে) বেলা ১১টার দিকে খুরুশকুল মনুপাড়া আশ্রয়ন প্রকল্পের পাশে এ মরদেহ দুটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।  নিহতরা হলেন, খুরুশকুল মনু পাড়া এলাকার বাসিন্দা জামালের ছেলে আবদুল খালেক (২৫) ও আবু তাহেরের ছেলে মো. ইয়াছিন। তারা দুইজনেই পেশায় মৎস্যজীবী বলে জানিয়েছেন স্বজনরা।  খুরুশকুলের চেয়ারম্যান শাহজাহান সিদ্দিকী জানিয়েছেন, তাদের শরীরে একাধিক বৈদ্যুতিক শর্টের চিহ্ন রয়েছে। কক্সবাজার সদর মডেল থানার ওসি রকিবুজ্জামান জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।  
১৭ মে ২০২৪, ১৬:১৮

মহেশখালীতে বিদ্যুৎস্পৃষ্টে ২ জেলের মৃত্যু
কক্সবাজারে মহেশখালী উপজেলার শাপলাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই জেলের মৃত্যু হয়েছে।  বুধবার (১৫ মে) দুপুর আড়াইটায় উপজেলার শাপলাপুর ইউনিয়নের দিনেশপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, শাপলাপুর ইউনিয়নের দিনেশপুর এলাকার নুরুল আলমের ছেলে মোহাম্মদ আবছার এবং একই এলাকার মৃত আবুল খাইরের ছেলে মোহাম্মদ ইমন। বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী। স্থানীয়দের বরাতে ওসি বলেন, সকালে আবছার ও ইমন স্থানীয় অন্যদের সঙ্গে বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলের সংযোগ নদীতে মাছ ধরতে যান। দুপুরে ফেরার পথে প্রচণ্ড গরম অনুভূত হলে দিনেশপুর এলাকায় নুরুল আমিনে টমটমের (ব্যাটারি চালিত ইজিবাইক) গ্যারেজে তারা বিশ্রাম নিতে ঢুকেন। সেখানে অসতর্কতাবশত তারা দুইজন ব্যাটারিতে চার্জ দেওয়ার বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। আহতাবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে এবং স্বজনদের আবেদনের প্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
১৫ মে ২০২৪, ২২:২১

ব্রহ্মপুত্র নদে খনন করা গর্তে ডুবে জেলের মৃত্যু
ময়মনসিংহে ব্রহ্মপুত্রে মাছ ধরতে নেমে নদ খননের গর্তের পানিতে অজ্ঞাত (৪৫) এক জেলে তলিয়ে যান। এ সময় ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে সংশ্লিষ্ট ডুবুরি দল ঘটনাস্থল থেকে ওই জেলের মরদেহ উদ্ধার করে। বুধবার (১৫ মে) দুপুর পৌনে ৩টার দিকে নগরীর চরকালীবাড়ী পাওয়ার হাউজ-সংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে জেলের মরদেহ উদ্ধার করা হয়। জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. মাসুদ রানা খবরের সত্যতা নিশ্চিত করে জানান, নদে জাল নিয়ে মাছ ধরতে নেমেছিল এক অজ্ঞাত জেলে। এ সময় শুকনো নদের একটি অংশে নদ খননের গভীর গর্তের পানিতে তলিয়ে যায় ওই জেলে। পরে ঘটনাটি স্থানীয়রা দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-কল করলে ডুবুরি দল ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন বলেন, জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও তার নাম ও পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
১৫ মে ২০২৪, ২২:০৯

মেঘনায় ট্রলারডুবি, নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
ভোলায় কার্গো জাহাজের ধাক্কায় একটি মাছ ধরার ট্রলার ডু্বে হারুন মাঝি (৫০) নামে এক জেল নিহত হয়েছেন।  শুক্রবার (১০ মে) ভোরে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের কাঠিরমাথা সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।  নিহত হারুন মাঝি একই উপজেলার কাচিয়া ইউনিয়নের কালিকা নগরের বাসিন্দা। এ ঘটনায় ওই ট্রলারে থাকা বাকি দুই জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছেন। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার মধ্যরাতে হারুন মাঝিসহ তার  তিন ছেলেসহ ধনিয়া কাঠিরমাথা মৎস্যঘাট সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরার জন্য জাল ফেলে। শুক্রবার ভোরের দিকে একটি কার্গো জাহাজ এসে তার ট্রলারটিকে ধাক্কায় দেয়। এতে ট্রলারটি ডুবে যায়। এ সময় জেলেদের চিৎকারে স্থানীয় জেলেরা ছুটে এসে দু'জনকে আহত অবস্থায় উদ্ধার করলেও হারুন মাঝি নদীর পানিতে ডুবে নিখোঁজ হন। দুঘণ্টা পর অপর এক জেলের জালের সঙ্গে হারুন মাঝির মরদেহ নদীর পানিতে ভেসে ওঠে। ভোলা নৌপুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিদ্যুৎ কুমার ঘোষ বলেন, ঘটনার পর থেকে নৌ-পুলিশের একটি দল ঘটনাস্থলে রয়েছে। নিখোঁজ জেলের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
১০ মে ২০২৪, ১১:৩৩

পাথরঘাটায় নিখোঁজ হওয়া জেলের মরদেহ উদ্ধার 
বরগুনার পাথরঘাটার বিষখালি নদীতে মৎস্য বিভাগের অভিযানে জেলেদের মারধরের সময় নদীতে পরে নিখোঁজ জেলে মোহাম্মদ রিপনের মরদেহ ২২ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।  শুক্রবার (২৬ এপ্রিল) দিবাগত রাত ১২টায় বিষখালী নদীর কালমেঘা টুলু পয়েন্টের কাছ থেকে রিপনের মরদেহ উদ্ধার করেন জেলেরা। বিষয়টি নিশ্চিত করেছেন কালমেঘা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম নাসির। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে বিষখালীর নদীর দক্ষিণ কূপধোন এলাকায় বরগুনা জেলা মৎস্য বিভাগের অভিযানের একপর্যায়ে জেলে রিপন বিষখালী নদীতে পরে নিখোঁজ হন। এ ঘটনায় আরও দুই জেলে আহত হন। নিহত জেলে মো. রিপন (৪১) উপজেলার কালমেঘা ইউনিয়নের দক্ষিণ কূপধোন গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে। আহত জেলেরা হলেন মো. রাসেল একই এলাকার নুরু মোল্লার ছেলে এবং সুলতান হাওলাদারের ছেলে দেলোয়ার হোসেন।  এ দিকে রাত দেড়টার দিকে রিপনের মরদেহ কালমেঘা টুলু পয়েন্টে উদ্ধার করে নিয়ে এলে প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ জড়ো হয়ে এ ঘটনায় জড়িত জেলা মৎস্য বিভাগের কর্মকর্তাদের বিচারের দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেন।  এ সময় উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, জেলা পরিষদের সদস্য এনামুল হোসাইন, স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম নাসিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয় সূত্র ও আহত দুই জেলে জানান, প্রতিদিনের মতো রিপন, রাসেল ও দেলোয়ার দুটি ট্রলার নিয়ে বিষখালী নদীতে মাছ ধরার জন্য যান। রাত আড়াইটার দিকে স্পিডবোট নিয়ে বরগুনা সদর উপজেলার মৎস্য বিভাগ অবৈধ খুঁটি অপসারণের জন্য অভিযানে নামে। তখন ওই দুটি ট্রলারকে ধরে সেখানে থাকা জেলেদের মারধর করেন মৎস্য বিভাগের কর্মকর্তারা। মারধরের একপর্যায়ে রিপন নদীতে ঝাঁপ দিলে পরবর্তী সময়ে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এরপর রাসেল ও দেলোয়ারকে নিয়েই অভিযান চালায় মৎস্য বিভাগ।  শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ৯টার দিকে অভিযান শেষে রাসেল ও দেলোয়ারকে তীরে ছেড়ে দেয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম নাসির জানান, জেলে রিপনের সন্ধান পাওয়ার পর পাথরঘাটা থানা পুলিশকে জানালে রাত দেড়টার দিকে কালমেঘা টুলু পয়েন্টে তার মরদেহ উদ্ধার করেন পুলিশ সদস্যরা। পাথরঘাটা থানার ওসি (তদন্ত) সাইফুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে পাথরঘাটা থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সকালে মর্গে পাঠানো হবে। এ দিকে জেলা মৎস্য বিভাগের অভিযানে জেলে নিহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে কালমেঘার জেলেপল্লী। সেখানে কয়েক শ' জেলে জড়ো হয়ে মাইকে বিক্ষোভ করতে শোনা গেছে।  এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়ে বিক্ষুব্ধ জেলেদের সান্ত্বনা দিয়েছেন পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির।
২৭ এপ্রিল ২০২৪, ১১:২১

বজ্রপাতে প্রাণ গেল জেলের 
মৌলভীবাজারের বড়লেখা হাকালুকি হাওরে মাছ ধরতে নেমে বজ্রপাতে রতন মনি দাস (৪০) নামে এক জেলের মৃত্যু হয়েছে।  শুক্রবার (৫ এপ্রিল) সকালের দিকে এ ঘটনা ঘটে।  নিহত জেলে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউপির পশ্চিম গাংকুল গ্রামের মৃত নন্দলাল দাসের ছেলে।  স্থানীয়রা জানান, আজ রতন মনি দাস ভোরে মাছ ধরতে হাকালুকি হাওরে যান। আনুমানিক সকাল সাড়ে ৬টার দিকে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে রতন মারা যান। পরে লাশ উদ্ধার করে বাড়িতে আনা হয়।  দক্ষিণভাগ দক্ষিণ ইউপির ৯ নম্বর ওয়ার্ডের (ইউপি) সদস্য সাহেদুল ইসলাম সমুন বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে রতনের শরীর পুড়ে গেছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশ নেওয়ার জন্য স্বজনরা যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। কর্তৃপক্ষের অনুমতি পাওয়ায় স্বজনেরা ধর্মীয় রীতি অনুযায়ী লাশ সৎকারের প্রস্তুতি নিচ্ছেন।
০৫ এপ্রিল ২০২৪, ১৬:৪৯

জাটকা ধরায় চাঁদপুরে আটক ৭ জেলের কারাদণ্ড
নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের মেঘনা নদীর অভয়াশ্রমে জাটকা ধরার দায়ে যৌথ অভিযানে আটক ৮ জেলের মধ্যে ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেয় ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১ এপ্রিল) দুপুরে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা। রাতে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান। কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন হাফেজ চানী (৩২), সবুজ মাল (১৯), রাজিব মাল (২০), ফারুক মাল (৩৫), নয়ন (১৮), রুবেল গাজী (১৯) ও শুক্কুর জমাদার (২৩)। অপ্রাপ্ত বয়স্ক জেলে হলেন শান্ত মাল (১২)। নৌ পুলিশের ওসি কামরুজ্জামান বলেন, মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম ও নৌপুলিশের সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে ৮ জেলেকে আটক করেন। এ সময় জেলেদের হেফাজতে থাকা ৫ হাজার মিটার কারেন্টজাল ও দুটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়।
০২ এপ্রিল ২০২৪, ০৮:৪৬

জাটকা ধরায় ৯ জেলের কারাদণ্ড
চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ৯ জেলেকে একমাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৩ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হেদায়েত উল্লাহ। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, মো. শাহাদাত ছৈয়াল (২৫), মো. জাহাঙ্গীর ছৈয়াল (৩০), মো. মনির হোসেন (১৯), মো. ইসমাইল (২৫), মো. খোকন মিয়া (১৯), মো. মোক্তার (১৯), মো. আলমগীর (১৮), মো. হযরত আলী (১৮) এবং মো. বাবু (২৩)। তাদের বাড়ি চাঁদপুর, লক্ষ্মীপুর এবং শরীয়তপুর জেলার বিভিন্ন এলাকায়। জাটকা রক্ষার যৌথ অভিযানে অংশ নেন সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম, সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা এস এম মুশফিকুর রহমান, ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেনসহ নৌ পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা । চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, মধ্যরাত থেকে মেঘনা নদীর শিলারচর এলাকা থেকে এসব জেলেদের আটক করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা ১০ হাজার মিটার কারেন্টজাল, ২০ কেজি জাটকা ও দুটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। তিনি বলেন, জব্দকৃত নৌকা কোস্টগার্ডের হেফাজতে রয়েছে এবং জাটকাগুলো স্থানীয় গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
২৩ মার্চ ২০২৪, ২৩:৫০

মেঘনায় জাটকা ধরায় ৬ জেলের কারাদণ্ড
নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের মেঘনা নদীর অভয়াশ্রমে জাটকা ধরার দায়ে ৬ জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ২ হাজার মিটার কারেন্টজাল, ১৫ কেজি জাটকা ও একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। শুক্রবার (২২ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন। কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন সেকুল দেওয়ান (৫০), মো. ইদ্রিস আলী দেওয়ান (৪০), মো. শাওন দেওয়ান (২৫), মো. খবির দেওয়ান (২২), মো. কুদ্দুস দেওয়ান (৩২) ও মো. বিল্লাল হোসেন বেপারী (২০)। শুক্রবার রাতে এসব তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।  তিনি বলেন, দুপুরে সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নে মিনি কক্সবাজার নামক স্থানে মেঘনা নদীতে জাটকা ধরা অবস্থায় হাতে নাতে ৭ জেলেকে আটক করা হয়। এর মধ্যে ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। বাকি একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়। তিনি আরও বলেন, মেঘনা নদীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড ও নৌ পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। জব্দকৃত জাটকা স্থানীয় গরীবদের মাঝে বিতরণ করা হয়।  নৌকা কোস্টগার্ড হেফাজতে রয়েছে বলে জানান ওসি।
২২ মার্চ ২০২৪, ২১:৫৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়