• ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
logo

ব্রহ্মপুত্র নদে খনন করা গর্তে ডুবে জেলের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১৫ মে ২০২৪, ২১:৩৯
ফাইল ছবি

ময়মনসিংহে ব্রহ্মপুত্রে মাছ ধরতে নেমে নদ খননের গর্তের পানিতে অজ্ঞাত (৪৫) এক জেলে তলিয়ে যান। এ সময় ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে সংশ্লিষ্ট ডুবুরি দল ঘটনাস্থল থেকে ওই জেলের মরদেহ উদ্ধার করে।

বুধবার (১৫ মে) দুপুর পৌনে ৩টার দিকে নগরীর চরকালীবাড়ী পাওয়ার হাউজ-সংলগ্ন ব্রহ্মপুত্র নদ থেকে জেলের মরদেহ উদ্ধার করা হয়।

জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. মাসুদ রানা খবরের সত্যতা নিশ্চিত করে জানান, নদে জাল নিয়ে মাছ ধরতে নেমেছিল এক অজ্ঞাত জেলে। এ সময় শুকনো নদের একটি অংশে নদ খননের গভীর গর্তের পানিতে তলিয়ে যায় ওই জেলে। পরে ঘটনাটি স্থানীয়রা দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-কল করলে ডুবুরি দল ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন বলেন, জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও তার নাম ও পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রহ্মপুত্র নদে ডুবে ২ বন্ধুর মৃত্যু
ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার