• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo
নারী আম্পায়ারে আপত্তি, আসলে কী ঘটেছিল মোহামেডান বনাম প্রাইম ব্যাংক ম্যাচে?
মোহামেডান-প্রাইম ব্যাংক ম্যাচ নিয়ে বিতর্ক যেন শেষই হচ্ছে না। মুশফিকুর রহিমের আউট নিয়ে সমালোচনার ইতি না ঘটতেই শুরু হয়ে গেছে আম্পায়ার-বিতর্ক। খবর ছড়িয়ে পড়েছে, আইসিসির স্বীকৃতিপ্রাপ্ত নারী আম্পায়ার সাথিরা জাকির জেসির অধীনে ম্যাচ খেলতে চাননি প্রাইম ব্যাংক ও মোহামেডানের ক্রিকেটাররা। এ নিয়ে দেশের ক্রিকেট মহলে সৃষ্টি হয়েছে বিতর্ক। গণমাধ্যমের খবর অনুযায়ী, গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সুপার লিগের প্রাইম ব্যাংক ও মোহামেডানের ম্যাচে মনিরুজ্জামানের সঙ্গে ফিল্ড আম্পায়ার হিসেবে ছিলেন সাথিরা জাকির জেসি। নারী আম্পায়ারকে দেখে মাঠেই ক্ষোভ আর হতাশা প্রকাশ করেন দুই দলের ক্রিকেটার ও অফিসিয়ালরা। যার ফলে নির্ধারিত সময়ে শুরু করা যায়নি ম্যাচ। এ সময় আম্পায়ার পরিবর্তন চেয়ে নাকি ফোনও করা হয়েছিল বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যানকে। অবশ্য ১৫ মিনিট অপেক্ষার পর জেসিকে নিয়েই শুরু হয় খেলা। পরে বেসরকারি একটি গণমাধ্যমকে বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, দুই দল এই বিষয়ে অভিযোগ জানিয়েছিল, কিন্তু পরে মেনে নিয়েছে। জেসি একজন আইসিসির অফিশিয়াল আন্তর্জাতিক আম্পায়ার। তাকে যেহেতু দায়িত্ব দেওয়া হয়েছে, অবশ্যই মূল্যায়ন করে দেওয়া হয়েছে। এখন এটা না মানলে তো আমরা বৈষম্য করছি। বিসিবি পরিচালক ও আম্পায়ার্স কমিটি চেয়ারম্যানের এই বক্তব্যে স্পষ্টতই মনে হচ্ছে যে, জেসি নারী বলেই মোহামেডান আর প্রাইম ব্যাংকের আপত্তি। কিন্তু আসলে কি ঘটনাটা তেমন? মোহামেডান আর প্রাইম ব্যাংক কি সত্যিই নারী আম্পায়ারের অধীনে খেলতে চায়নি? মোহামেডান আর প্রাইম ব্যাংক দুই শিবিরেই কথা বলে জানা গেছে, তারা জেসির বিপক্ষে অফিসিয়াল কোনো অভিযোগ করেননি।  বৃহস্পতিবার মোহামেডান বনাম প্রাইম ব্যাংক ম্যাচের ম্যাচ রেফারি জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান বলেন, ‘আমার কাছে লিখিত কোনো আপত্তি দেয়নি দুই দলের কেউ। আর সেটা আমার কাছে দেওয়ার কথাও না। আম্পায়ারের ব্যাপারে আপত্তি থাকলে সেটা জানাতে হয় বিসিবি আম্পায়ার্স কমিটিতে যারা ম্যাচ আম্পায়ার ও স্কোরার নিয়োগ দেন তাদের কাছে।’  বিসিবি আম্পায়ার্স অ্যালটমেন্ট কমিটির ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছেন তৌহিদ। তিনি শনিবার রাতে একটি গণমাধ্যমকে জানিয়েছেন, ‘এ সম্পর্কে কিছুই জানি না আমি। আমার কাছে কোনো দল আনুষ্ঠানিকভাবে কোনোরকম আপত্তি জানায়নি।’  তৌহিদ জানান, প্রতি ম্যাচের আগের দিনই আম্পায়ার ও অফিসিয়াল এবং ডিএল ও অন্যান্য স্কোরার নিয়োগ চূড়ান্ত হয়ে যায়। সেটা আম্পায়ার্স কমিটি সংশ্লিষ্ট দলগুলোকে জানিয়েও দেয়। কোনো দলের এক বা দুজন আম্পায়ারের বিপক্ষে আপত্তি থাকলে সেটা আম্পায়ার্স নিয়োগ কমিটি যাচাই বাছাই করে তারপর অবস্থা বুঝে সিদ্ধান্ত দেয়। কিন্তু জেসির ক্ষেত্রে কোনোরকম আনুষ্ঠানিক আপত্তি আসেনি।  
২৮ এপ্রিল ২০২৪, ০২:০৬

সুলতান সুলেমানের রাজপ্রাসাদে কী করছেন ফারিণ
শোবিজের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ক্যারিয়ারে অসংখ্য নাটকে-সিরিজে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। কাজ করেছেন পশ্চিমবঙ্গের চলচ্চিত্রেও। বর্তমানে অভিনয়ের পাশাপাশি নাম লিখিয়েছেন গানের জগতেও। এবার ফারিণকে দেখা গেল সুলতান সুলেমানের রাজপ্রাসাদে। হঠাৎ সেখানে কী করছেন তিনি? এমন প্রশ্ন রহস্যের জট বেঁধেছে অভিনেত্রীর ভক্তদের মনে।     উসমানীয় সাম্রাজ্যের দশম সুলতান ছিলেন সুলেমান। শুধু তা-ই নয়, এই সাম্রাজ্যের সুলতানদের মধ্যে প্রভাবশালী সুলতান ছিলেন তিনি। এমনকি তাকে নিয়ে টেলিভিশন সিরিজও নির্মিত হয়েছে।  সুলতান সুলেমানের বাবা সুলতান সেলিম খান মারা যাওয়ার পর ১৫২০ সালের ৩০ সেপ্টেম্বর বিশাল এই সাম্রাজ্যের দায়িত্ব নেন তিনি। তুরস্কে এখনও অক্ষত আছে এই রাজপ্রাসাদ।     জানা গেছে, প্রতি বছর অসংখ্য ভ্রমণপিপাসু মানুষ ঘুরতে যান সেখানে। চলতি বছর ঈদ উদযাপন করেছেন ফারিণ। মূলত বেড়ানো ও ঈদ পালনের ফাঁকে সেই রাজপ্রাসাদেও ঢুঁ মেরেছেন তিনি। ইতোমধ্যে নিজের ফেসবুকে সেখানে বেড়ানোর কয়েকটি ছবিও শেয়ার করেছেন তিনি। সেসব ছবি দেখে উচ্ছ্বসিত অভিনেত্রীর ভক্তরাও।      প্রসঙ্গত, ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে ‘রঙে রঙে রঙিন হব’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন ফারিণ। গায়ক তাহসানের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি গানের জন্যও প্রশংসার সাগরে ভাসছেন ফারিণ।
২৭ এপ্রিল ২০২৪, ১১:৩৮

তারকাদের বৈশাখী স্মৃতি / আগে কী সুন্দর দিন কাটাইতাম
বছরঘুরে আবারও এলো ‘পহেলা বৈশাখ’। এই বৈশাখ ঘিরে সবারই আছে কিছু-না কিছু স্মৃতি। শোবিজ অঙ্গনের তারকাদের সেই স্মৃতি নিয়ে আমাদের এই বৈশাখী আয়োজন।  ফেরদৌস চিত্রনায়ক ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। পহেলা বৈশাখের স্মৃতিচারণ করে বলেন, ছাত্রজীবন বিশেষ করে যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম তখনকার পহেলা বৈশাখ ছিল সবচেয়ে বেশি মজার; যা কখনও ভুলে যাওয়ার নয়। সে সময়ট রমনার বটমূল, টিএসসি, চারুকলায় সারাদিন বন্ধুদের নিয়ে মজা করতাম। এরপর দুপুরে বন্ধুরা মিলে হোটেল নীরবে খাবার খেতে যেতাম। বলতে গেলে সে সময়টার পহেলা বৈশাখের মজা ছিল একেবারেই ভিন্ন।   অপু বিশ্বাস ঢালিউড কুইন অপু বিশ্বাস। দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক হিট ছবি। পহেলা বৈশাখ নিয়ে তিনি বলেন, ছোটবেলায় পহেলা বৈশাখকে ঘিরে অন্যরকম এক ভালো লাগা কাজ করত। সারাবছর ধরে অপেক্ষা করতাম, কখন আসবে কাঙ্ক্ষিত দিনটি। কারণ, এদিন ঘুরে বেড়াতাম নানান জায়গায়, তাও আবার বাধাহীনভাবে। কিন্তু এখন চাইলেও আর সব জায়গায় যাওয়া হয় না। দিনগুলো সত্যিই আর ফিরে আসবে না। চঞ্চল চৌধুরী এপার-ওপার দুবাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। এবার ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত ওয়েব ফিল্ম ‘মনোগামী’। বৈশাখ নিয়ে পাবনার এই কৃতী সন্তান বলেন, আমার শৈশব কেটেছে গ্রামে। আমাদের গ্রামে বৈশাখে হালখাতা হতো। বাড়ির পাশে যে বাজার ছিল সেখানে আমরা বিভিন্ন দোকানে যেতাম। হালখাতার দিন বিভিন্ন দোকান থেকে জিলাপি, মিষ্টি, শিঙাড়া খেতে দিত। এটা এখন খুব মিস করি।  আরিফিন শুভ ঢালিউডের চিত্রনায়ক আরিফিন শুভ। সবশেষ মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’। বৈশাখের স্মৃতিচারণ করে এই চিত্রনায়ক বলেন, পহেলা বৈশাখে ছোটবেলায় কী যে আনন্দ করেছি তা বলে বোঝাতে পারব না। পুরো দিনটাই নিজের করে নিতাম। সকালবেলা ঘুম থেকে উঠে গোসল করে পান্তা-ইলিশ খাওয়া। এরপর বন্ধুদের নিয়ে মেলায় ঘুরতে যাওয়া। মফস্বল শহরে পহেলা বৈশাখের অন্যরকম আমেজ ছিল। শহরে যার ছিটেফোঁটাও নেই। সাইমন সাদিক চিত্রনায়ক সাইমন সাদিকের শৈশব-কৈশোর পুরোটাই কেটেছে কিশোরগঞ্জে। গ্রামীণ আবহের সেই বৈশাখ দেখেই তিনি বড় হয়েছেন। বন্ধুদের সাথে মেলায় ঘুরেছেন। পুতুলনাচ দেখেছেন, চড়েছেন নাগরদোলাতেও। এগুলো এখন খুব মিস করেন তিনি।
১৩ এপ্রিল ২০২৪, ১৩:৪৪

এ কী হাল দীপিকার!
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। চলতি বছরের সেপ্টেম্বরে প্রথম সন্তানের বাবা-মা হতে যাচ্ছেন তারা। কিন্তু তার আগেই বেবিমুনে বেঙ্গালুরুতে গিয়েছেন দীপিকা-রণবীর। সেখানেই নাকি তাদের প্রথম সন্তানকে স্বাগত জানাবেন এই দম্পতি। তবে বেবিমুনে গিয়ে এ কী হাল হলো দীপিকার।   বাফটার রেড কার্পেটে বেবি বাম্পের ছবি ধরা পড়ে দীপিকার। এরপর থেকেই অভিনেত্রীর মা হওয়া নিয়ে জল্পনা চলছিল। অবশেষে ফেব্রুয়ারিতে প্রেগন্যান্সির খবর জানান তারা। গত ২৯ ফেব্রুয়ারি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে রণবীর-দীপিকা জানান, তাদের প্রথম সন্তানের জন্য অপেক্ষা করছেন এই দম্পতি।  বেবিমুনে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন দীপিকা। আর সেই ছবি দেখেই হতবাক নেটিজেনরা। ওই ছবিটিতে দেখা যায়, পিছন ফিরে তাকিয়ে রয়েছেন দীপিকা। কিন্তু অভিনেত্রীর পিঠজুড়ে কালশিটের মতো দাগ। মূলত দীপিকার পিঠ রোদে পুড়ে গিয়েছে। আর দীপিকার এই ছবিটি ক্লিক করেছেন রণবীর।    সোশ্যাল মিডিয়ায় দীপিকার এমন ছবি দেখে অভিনেত্রীর কমেন্টসবক্সে রীতিমতো মন্তব্যের ঝড় তুলেছেন নেটিজেনরা। একজন লিখেছেন, আমাদের প্রিয় মেয়েটি সানট্যান উপভোগ করছে। আরেকজন লিখেছেন, হবু মা তার গর্ভাবস্থা উপভোগ করছেন। প্রসঙ্গত, বর্তমানে একাধিক কাজ রয়েছে দীপিকার হাতে। শিগগিরই প্রভাসের সঙ্গে ‘কল্কি ২৯৮৯ এডি’ সিনেমায় দেখা যাবে তাকে। সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন— অমিতাভ বচ্চন এবং কমল হাসান। চলতি বছরের মে মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এছাড়াও অমিতাভ বচ্চনের সঙ্গে ‘দ্য ইন্টার্নে’র হিন্দি রিমেকেও কাজ করবেন দীপিকা।  সূত্র : নিউজ ১৮ 
১৩ এপ্রিল ২০২৪, ১১:১৭

গরু আনতে যাওয়া সাইফুলের ভাগ্যে কী ঘটেছে 
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে গিয়ে নিখোঁজ হওয়া সাইফুল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশি যুবকের ভাগ্যে কি ঘটেছে, তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে নিহত হওয়ার আশঙ্কা পরিবার ও স্থানীয়রা করলেও বিজিবির পক্ষ থেকে এখনও বিষয়টি নিশ্চিত করা হয়নি।   সাইফুল ইসলামের বড় ভাই রবিউল ইসলাম জানান, গত সোমবার এশার নামাজের পর সাইফুল ইসলামসহ কয়েকজন ভারতে গরু আনতে গিয়েছিলো। এরপর থেকে সাইফুলের আর কোন খোঁজ তারা পাচ্ছিলেন না। বুধবার (৩ এপ্রিল) দুপুরে তার ভাইয়ের মরদেহের ছবি ফেসবুকে দেখার পর তারা এখন নিশ্চিত যে, তার ভাইয়ের মৃত্যু হয়েছে বিএসএফের গুলিতেই।  রবিউল ইসলাম আফসোস করে বলেন, সাইফুল কৃষি কাজ করতো। তার দুই ছেলে মেয়ে রয়েছে। কিভাবে যে ভারতে গরু আনতে গেল কিছুই বুঝতে পারছি না। যেন লাশটা আনার ব্যবস্থা করা হয়। এটাই বিজিবি আর সরকারের কাছে অনুরোধ।   এ বিষয়ে নওগাঁ ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাদিকুর রহমান জানান, সাইফুল ইসলাম নামে একজন মিসিং হয়েছে, এটা নিয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি। সাইফুল ইসলাম মারা গিয়েছে কিনা, বিষয়টি এখনও নিশ্চিত নয়। মঙ্গলবার রাতে সীমান্তে ফায়ারিং এর শব্দ শোনা গিয়েছিলো, এর প্রেক্ষিতে বিএসএফের কাছে জানতে চাওয়া হয়েছিলো। তারা আমাদের সন্ধ্যার মধ্যে জানাবে বলে জানিয়েছে। 
০৩ এপ্রিল ২০২৪, ১৫:৪৯

কেউ কারও মুখই দেখছেন না, হঠাৎ কী হলো সালমান-করণের
বলিউডের জনপ্রিয় দুই তারকা সালমান খান ও করণ জোহর। একজন প্রযোজক, আরেকজন অভিনেতা। দুজনেরই বেশ শক্ত অবস্থান রয়েছে বলিপাড়ায়। তবে সম্প্রতি শোনা যাচ্ছে— করণের সঙ্গে নাকি বনিবনা হচ্ছে না সালমানের। এমনকি কেউ কারও মুখও দেখছেন না। একসময় সালমানের সঙ্গে ভালো সম্পর্কই ছিল করণের। একটি রিয়্যালিটি টক শোতে করণ বলেছিলেন, তার ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমায় দুজন হিরো কাজ করেছিলেন। মূল ভুমিকায় অভিনয় করেন শাহরুখ এবং সেকেন্ড নায়ক ছিলেন সালমান।   তবে করণ যখন সিনেমাটির শুটিং করছিলেন, তখন সেখানে সেকেন্ড হিরোর রোল করতে নাকি কেউ রাজি হচ্ছিলেন না। একমাত্র সালমানই তখন এগিয়ে এসেছিলেন। এরপরই দুজনের মধ্যে মধুর সম্পর্ক তৈরি হয়। কিন্তু এখন হঠাৎ কি হলো সালমান-করণের? দুজনের মধ্যে দ্বন্দ্ব চলছে, এমন খবর সামনে আসার পর থেকেই চিন্তার ভাঁজ পড়েছে তাদের ভক্তদের কপালে।     জানা গেছে, ‘দ্য বুল’ সিনেমায় সালমানকেই কাস্ট করেছিলেন করণ। শোনা যাচ্ছে— এই সিনেমা নিয়েই নাকি যত ঝামেলা। ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমা মুক্তির ২৫ বছর পর একসঙ্গে কাজ করতে আগ্রহও প্রকাশ করেন সালমান। শুধু তাই নয়, সিনেমাটি নিয়ে ভীষণ উত্তেজিতও ছিলেন তিনি।    এমনকি ‘দ্য বুল’ সিনেমাটির জন্য কঠোর পরিশ্রমও করে নতুন লুক তৈরি করছিলেন সালমান। এর মাঝেই হঠাৎ ছন্দপতন। গুঞ্জন রয়েছে, সিনেমাটিতে কাজ করতে সালমান এত টাকা পারিশ্রমিক চেয়েছিলেন যে, চোখ কপালে উঠেছিল করণের।  অধিক পারিশ্রমিক দিয়ে সালমানকে রাখতে গিয়ে সিনেমার শ্যুটিংয়ের কাজ নাকি পিছিয়ে দিচ্ছিলেন করণ। এ নিয়ে দুজনের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। এছাড়াও সিনেমাটির কিছু বিষয় নিয়ে মেজাজও দেখাচ্ছিলেন সালমান। যেটা মোটেও পছন্দ হচ্ছিল না করণের।     মূলত এ কারণে ঝামেলা বেড়েই যাচ্ছিল সালমান-করণের। শেষ পর্যন্ত ‘দ্য বুল’ সিনেমা বেরিয়ে গেছেন সালমান। যদিও করণ বা সালমান— দুজনের কেউই বিষয়টি নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি।      সূত্র : দ্য ওয়াল     
৩১ মার্চ ২০২৪, ২০:০৫

সামিরা খান মাহির এ কী হাল!
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। সামাজিকমাধ্যমে বেশ সরব তিনি। পেশাগত ও ব্যক্তিগত মুহূর্তগুলো সেখানে প্রকাশ করেন। এবার এমন এক ছবি প্রকাশ করলেন যাতে যারপরনাই অবাক হতে হয়।   মঙ্গলবার (২৬ মার্চ) নিজের ফেসবুকে যে ছবি প্রকাশ করেছেন মাহি সেখানে দেখা গেছে, রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করছেন অভিনেত্রী। পরনে পুরোনো সাদা শাড়ি, হাতে ভিক্ষার থালা। ক্যাপশনে লিখেছেন, আজ আমাকে ভিক্ষা দে, মানবতা আর কিছু চাই না আমি, পেটের ক্ষুধা তৃষ্ণায় ভাত চাই না, আমাকে মানবতা ভিক্ষা দে। ছবিটি দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। কেননা এটি একটি নাটকের দৃশ্য। নাম ‘ফকির থেকে কোটিপতি’। রচনা ও পরিচালনায় প্রীতি দত্ত। নাটকটিতে মাহির বিপরীতে রয়েছেন নিলয় আলমগীর। নাটকটি নিয়ে মাহি বলেন, এটা আসলে ঈদের একটি নাটক। আমি বিভিন্ন সময়ে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছি। নানা চরিত্র ও গেটআপ নিতেও আমার ভালো লাগে। একটা চ্যালেঞ্জ থাকে। এখানে আসলে গল্পের প্রয়োজনেই ভিক্ষুকের লুক নিয়েছি। তবে ছবিটি পোস্ট করার পর দেখলাম আমি এমন লুকে কেন, এটা জানার আগ্রহ সবার। আসলে এমন বেশ কিছু চরিত্রেই আমি এবারের ঈদে হাজির হচ্ছি। পর্দায় চরিত্রকে জীবন্ত করে তুলতে জুড়ি নেই সামিরা খান মাহির। এক লহমায় দর্শক বন্দি হন তার সৌন্দর্য ও অভিনয় নৈপুণ্যের মায়াজালে। ছোটপর্দায় এরইমধ্যে নিজেকে সেরা প্রমাণ করেছেন তিনি। পাশাপাশি ওটিটিতেও প্রশংসিত হয়েছেন।
২৮ মার্চ ২০২৪, ১৯:৩৫

এশা না পড়ে তারাবির নামাজ পড়া যাবে কী
তারাবির নামাজ রমজানের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই নামাজ হলো সুন্নাতে মুয়াক্কাদা। অপারগতা ছাড়া তা পরিত্যাগকারী গুনাহগার হবে। রাসুল (সা.) নিজে তারাবির নামাজ আদায় করেছেন এবং সাহাবাদেরকেও তা আদায় করতে বলেছেন। রমজানে এশার নামাজের চার রাকাত ফরজ ও দুই রাকাত সুন্নতের পর এবং বিতর নামাজের আগে দুই রাকাত করে ১০ সালামে ২০ রাকাত তারাবির নামাজ আদায় করতে হয়। এশার নামাজের পর থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত তারাবির নামাজ পড়া যায়। তারাবির নামাজের ফজিলত ও মর্যাদা সম্পর্কে রাসুল (সা.) বলেন, যে ব্যক্তি  ঈমানের সঙ্গে পুণ্য অর্জনের আশায় রমজানে তারাবির নামাজ শেষ করে, তার অতীতের সব গুনাহ মাফ হয়ে যায়। বুখারি, (ইসলামিক ফাউন্ডেশন), হাদিস, ১৮৭৯ এশার নামাজ না পড়ে তারাবি পড়া প্রসঙ্গে ইসলামি আইন ও ফেকাহশাস্ত্রবিদরা বলেন, তারাবি নামাজ সহিহ হওয়ার জন্য আগে এশার ফরজ আদায় করা জরুরি। এশার ফরজ পড়ার আগে তারাবি পড়লে তা আদায় হয় না। তাই কেউ মসজিদে গিয়ে তারাবি নামাজ শুরু হয়ে গেছে দেখলে তার করণীয় হলো— আগে এশার ফরজ আদায় করা, এরপর তারাবির জামাত পেলে এতে শরীক হওয়া। -(আলফাতাওয়া মিন আকাবীলিল মাশায়েখ, পৃ. ৮৫; বাদায়েউস সানায়ে ১/৬৪৪; ফাতাওয়া খানিয়া ১/২৩৫; আল কাউসার অনলাইন, আলমুহীতুল বুরহানী ২/২৫২; রদ্দুল মুহতার ২/৪৪) তাই কেউ যদি রমজান মাসে এশার নামাজে মসজিদে যেতে দেরি করে। এবং মসজিদে গিয়ে দেখে এশার জামাত শেষে তারাবি শুরু হয়ে গেছে। তখন খতম ছুটে যাবে ভেবে এশার নামাজ না পড়েই তারাবিতে শরীক হয়ে যায় এবং পরে মসজিদ বা বাসায় এসে এশা ও বিতির আদায় করে তাহলে তার তারাবি নামাজ আদায় হবে না।
২৬ মার্চ ২০২৪, ১২:৩৩

রাস্তায় বিরিয়ানি রান্না, এ কী দুর্দশা সুপারস্টারের (ভিডিও)
রাস্তার ধারে বিরিয়ানি রাঁধছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির দাপুটে অভিনেতা অজিত কুমার। কয়েকদিন আগেই অস্ত্রোপচার হয়েছে তার। তারপরই হঠাৎ রাস্তার ধারে বিরিয়ানি রান্না করতে দেখা গেল অভিনেতাকে। ইতোমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।  কী কারণে রাস্তার ধারে বিরিয়ানি রান্না করছেন অজিত? সত্যিই কি অর্থাভাব নাকি বিরিয়ানি তৈরির নেপথ্যে রয়েছে অন্য কোনো কারণ? এমন প্রশ্ন রীতিমতো ঘুরপাক খাচ্ছে অভিনেতার ভক্তদের মনে।  নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়— বড় মাপের একটি পাত্রে বিরিয়ানি রান্না করছেন অজিত। পাশে আরও কয়েকটি স্টোভ রয়েছে। স্তরে স্তরে মাংস সাজিয়ে, ভাজা পেঁয়াজ ভাতের উপরে ছড়িয়ে দিচ্ছিলেন অজিত। ভাতের প্রতিটি লেয়ারও সুন্দর করে সাজাচ্ছিলেন তিনি। রাস্তার ওপর এভাবে তাকে বিরিয়ানি রান্না করতে দেখে রীতিমতো ভিড় জমায় সাধারণ মানুষ। জানা গেছে, বন্ধুদের সঙ্গে বাইক ট্রিপে গিয়েছিলেন অজিত। ওই ট্রিপের মাঝেই বন্ধুদের সঙ্গে বিরিয়ানি রান্নার প্ল্যানিং করেন তিনি। রীতিমতো ঘাম ঝরিয়ে বিরিয়ানি রান্না করতে দেখা গেছে অজিতকে। তবে এই ভিডিও থেকে এটা স্পষ্ট— দাপুটে অভিনেতা, ভিলেনের পাশাপাশি ভালো রাঁধুনিও তিনি।          প্রসঙ্গত, 'বিদা ময়ূর্চি' সিনেমার শুটিংয়ের জন্য আজারবাইজানে গিয়েছিলেন অজিত কুমার। অসুস্থতার কারণে কাজ শেষ হওয়ার আগেই দেশে ফিরে আসেন অভিনেতা। ছোট একটা অস্ত্রোপচারও হয় তার। চলতি মাসের শেষ দিকে আবার সিনেমাটির শুটিং শুরু করবেন অজিত। তার আগে বন্ধুদের সঙ্গে একটু কোয়ালিটি সময় কাটালেন এই অভিনেতা।    ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন সূত্র : এই সময়    
২২ মার্চ ২০২৪, ১৪:০৯

ফেসবুক লাইভে কী নিয়ে কথা বলবেন তামিম
নিজের ৩৫তম জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে আসার ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল।  বুধবার (২০ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি জানিয়েছেন দেশসেরা এই ওপেনার। এদিন সন্ধ্যা ৭টায় লাইভে আসবেন তিনি। তামিমের ভাষ্যমতে, ‘জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আমাকে মনে রাখার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। গতকাল থেকে একটা ফোন কল নিয়ে অনেক কথা হচ্ছে। আজ সন্ধ্যা ৭টায় লাইভে আসছি। এর আগে, মঙ্গলবার রাতে দেশের বেসরকারি একটি টিভি চ্যানেলে তামিম ও মেহেদী হাসান মিরাজের একটি ফোনালাপ প্রচারিত হয়। এরপর থেকেই বিষয়টি নানান আলোচনা-সমালোচনা চলছে। এদিকে ধারণা করা হচ্ছে, ফোনালাপের ঘটনা খোলাসা করতেই লাইভে আসছেন ড্যাশিং এই ওপেনার। একই সঙ্গে নিজের জন্মদিন এবং ক্রিকেট নিয়েও কথা বলতে পারেন চট্টগ্রামের এই ক্রিকেটার। অন্যদিকে বেসরকারি টেলিভিশনে প্রচারিত সেই ফোনালাপ কারা রেকর্ড করেছেন কিংবা কিভাবে তাদের হাতে এসেছে; সেই বিষয়ে স্পষ্টভাবে প্রতিবেদনে কিছুই বলা হয়নি। তবে অনেকের ধারণা, বিষয়টি পরিকল্পিত রেকর্ড। ধারণা করা হচ্ছে, ভাইরাল হওয়া সেই ফোনালাপ কোনো বিজ্ঞাপনী প্রচারণার অংশ। তবে দেশের ক্রীড়াপ্রেমীরা প্রত্যাশা করছেন, তামিমের লাইভের পরই বিষয়টি স্পষ্ট হবে।
২০ মার্চ ২০২৪, ১৪:৫৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়