• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo
তীরে এসে তরী ডুবলো পাকিস্তানের, সিরিজে এক হাত নিউজিল্যান্ডের
ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচের টি-টোয়েন্টি  সিরিজে প্রথম ম্যাচ পরিত্যক্ত হলেও, পরের তিন ম্যাচের দুটিতে হেরেছে পাকিস্তান। এতে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে কিউরা। চতুর্থ ম্যাচে বাবরদের চার রানে হারিয়েছে সফরকারীরা। তাই সিরিজ রক্ষা করতে হলে শেষ ম্যাচে পাকিস্তানকে জিততেই হবে। বৃহস্পতিবার ( ২৫ এপ্রিল) টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানকে ১৭৯ রানের লক্ষ্য দেয় নিউজিল্যান্ড। জবাবে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে আট উইকেট হারিয়ে ১৭৪ রান তুলতে পারে স্বাগতিকরা। এতে চার রানের জয় পায় সফরকারীরা। বড় লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই অধিনায়ক বাবর আজমকে হারায় পাকিস্তান। ৪ বলে ৫ রান করেন এই ডান হাতি ব্যাটার। আরেক ওপেনার সাইম আইয়ুব ১৫ বলে ২০ রান করে আউট হলে হাল ধরেন ফখর জামান। ইফতিখার আহমেদকে সঙ্গে নিয়ে পঞ্চম উইকেটে যোগ করেন ৪১ বলে ৫৯ রান।  উইকেটে থিতু হওয়া ইফতিখার ও ফখর পরপর ওভারে আউট হলে পাকিস্তানের জয়ের পথ কঠিন হয়ে যায়। দুজনও বলও খেলে যান বেশ কিছু। চারে নামা ফখর ৬১ রান করতে খেলেন ৪৫ বল, ইফতিখার ২৩ রান করেন ২০ বলে।  শেষ তিন ওভারে পাকিস্তানের দরকার ছিল ৩৯ রান, যা শেষ বলে নেমে আসে ৬ রানে। ইমাদ ১১ বলের ইনিংসে চারটি চার মারলেও শেষ বলে ছয়ের প্রয়োজন মেটাতে পারেননি। এতে চার রানের হার নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।  এর আগে নিউজিল্যান্ড ৭ উইকেটে ১৭৮ রানের সংগ্রহ গড়ে টিম রবিনসনের ৫১ ও ডিন ফক্সক্রফটের ৩৪ রানের সৌজন্যে। পাকিস্তানের হয়ে আব্বাস আফ্রিদি নেন ২০ রানে ৩ উইকেট।  
২৬ এপ্রিল ২০২৪, ০৪:৩০

মিয়ানমারের রাখাইনে সংঘাত, টেকনাফে এসে পড়লো গুলি
মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মি (এএ) ও কয়েকটি বিদ্রোহী সশস্ত্র গ্রুপ যুদ্ধ চালিয়ে যাচ্ছে। চলমান এই সংঘাতে কক্সবাজারের টেকনাফে আবারও একটি গুলি এসে পড়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে টেকনাফের জাদিমুড়া সিআইসি অফিসের জানালায় এসে গুলিটি পড়ে। জানা গেছে, মঙ্গলবার রাত থেকে ভোর পর্যন্ত মিয়ানমারের রাখাইনে চলমান সংঘাতে থেমে থেমে মর্টারশেল বিস্ফোরণ ও গোলাগুলির বিকট শব্দ আবারও টেকনাফের সীমান্তে ভেসে আসছে। এ ঘটনার জেরে গত রাতে হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া ২৭ নম্বর ক্যাম্পের সিআইসি অফিসের জানালায় এসে একটি গুলি লেগে ছিদ্র হয়ে যায়। হোয়াইক্যংয়ের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, রাতে চিংড়ির ঘেরে গেলে মিয়ানমারের ওপারে চলা গোলাগুলির শব্দের ভয়ে চিংড়ির ঘের থেকে চলে আসতে হয়েছে। গোলাগুলির বিকট শব্দে ঘেরে থাকতে পারিনি। রাতভর থেমে থেমে গোলাগুলি হয়েছে। হ্নীলা জাদিমুড়া ক্যাম্প-২৭ মাঝি নুর আহমদ বলেন, মিয়ানমার সীমান্তের ওপারে গোলাগুলি থেকে এপারের ক্যাম্প-২৭ সিআইসি অফিসের জানালায় একটি গুলি এসে পড়ে ছিদ্র হয়ে যায়। এ ঘটনার খবর পেলে আমরা সেখানে গিয়ে বিষয়টি দেখে ক্যাম্পের দায়িত্বরত সিআইসিকে অবগত করি। উল্লেখ্য, এর আগে গত তিন মাস আগে মিয়ানমার রাখাইনের সংঘাত থেকে ঘুমধুম-উখিয়া ও টেকনাফ সীমান্তে এসে পড়েছিল মর্টারশেল ও গুলি।
২৪ এপ্রিল ২০২৪, ১৪:২৩

জার্সি পরিবর্তনের দিনে তীরে এসে তরী ডুবলো বেঙ্গালুরুর, টানা সপ্তম হার
ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে কলকাতার বিপক্ষে জার্সি বদলে ফেলার ঘোষণা দিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবুও শেষ রক্ষা হয়নি কোহলিদের। শ্বাসরুদ্ধকর ম্যাচে তীরে এসে তরী ডুবেছে বেঙ্গালুরুর। শেষ ওভারের নাটকীয়তায় ১ রানে হারের তিতো স্বাদ পেয়েছে তারা। এতে টানা সপ্তম হারের দেখা পেলো দলটি। রোববার (২১ এপ্রিল) ঘরের মাঠে ব্যাট করতে নেমে বেঙ্গালুরুকে ২২৩ রানের লক্ষ্য দেয় কলকাতা। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ১০ উইকেট হারিয়ে ২২১ রান তুলতে পারে বেঙ্গালুরু। এতে ১ রানের জয় পায় কলকাতা। বড় লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে বেঙ্গালুরুর দুই ওপেনার বিরাট কোহলি এবং ফাফ ডু প্লেসিস। তবে ইনিংস বড় করতে পারেননি দুজনের কেউই। ৭ বলে ১৮ রান করে কোহলি আউট হলে ৭ বলে ৭ রান করে তাকে সঙ্গ দেন ডু প্লেসিস। এরপর বেঙ্গালুরু শিবিরে হাল ধরেন উইল জ্যাক এবং রজত পাতিদার। দুজনের ব্যাট থেকে আসে ১০২ রান। ৩২ বলে ৫৫ রান করে জ্যাক এবং ২৩ বলে ৫২ রান করে পাতিদার আউট হলে বিপাকে পড়ে বেঙ্গালুরু। ব্যাট হাতে ভরসা দিতে পারেননি গ্রিন (৬) এবং মাহিপাল লোমরোরও (৪)। সুয়াশকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন দিনেশ কার্তিক। দুজনের ব্যাটে ভর করে জয়ের স্বপ্ন দেখতে থাকে কোহলিরা। কিন্তু ১৮ বলে ২৪ রান করে সুয়াশ আউট লড়াই করতে থাকেন কার্তিক। শেষ ১২ বলে বেঙ্গালুরু লক্ষ্য দাঁড়ায় ৩১ রান। কিন্তু ১৯তম ওভারের শেষ বলে কার্তিক আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় বেঙ্গালুরু। ১৮ বলে ২৫ রান করেন তিনি।  ৬ বলে বেঙ্গালুরুর লক্ষ্য দাঁড়ায় ২১ রান। তবে ২৪ কোটি রুপির স্টার্কের চার বলে তিন ছক্কার হাঁকিয়ে চমক দেখান কারান শর্মা। তবে পঞ্চম বলে কারানকে দুর্দান্ত ক্যাচে আউট করেন স্টার্ক। পরের বলে জয়ের জন্য তিন দরকার থাকলেও ডাবল নিতে গিয়ে লকি ফার্গুসন রান আউট হলে ১ রানের জয় পায় কলকাতা। এতে টানা সপ্তম হারের স্বাদ পায় বেঙ্গালুরু। কলকাতা নাইট রাইডার্সের সর্বোচ্চ দিন উইকেট শিকার করেন আন্দ্রে রাসেল। হার্সিত রানা এবং সুনিল নারিন নেন দুটি করে উইকেট।  এছাড়াও ভারুণ চক্রবর্তী ও মিচেল স্টার্ক একটি করে উইকেট নেন। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে কলকাতার দুই ওপেনার ফিল সল্ট ও সুনিল নারিন। তবে দুই রানের আক্ষেপ নিয়ে সাজঘরে ফেরেন সল্ট। ১৪ বলে ৪৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে আউট হন তিনি। ১৫ বলে ১০ রান করে তাকে সঙ্গ দেন নারিনও। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি রাঘুভানশি। ৪ বলে ৩ রান করে এই ডান হাতি ব্যাটার আউট হলে ভেঙ্কাতিশ আইয়ারকে (১৬) সাজঘরে ফেরান ক্যামরুন গ্রিন। কিন্তু এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ১৬ বলে ২৪ রান করে তাকে সঙ্গ দেন রিঙ্কু সিং। তবে ৩৫ বলে ফিফটি তুলে নেন আইয়ার। পরের বলেই গ্রিনকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন আইয়ার। শেষ দিকে জুটি গড়েন আন্দ্রে রাসেল এবং রামানদ্বীপ সিং। রাসেলের ২০ বলে ২৭ রান এবং রামানদ্বীপের ৯ বলের অপরাজিত ২৪ রানে ভর করে ছয় উইকেট হারিয়ে ২২২ রানের বড় পুঁজি পায় কলকাতা।
২১ এপ্রিল ২০২৪, ২০:২৮

হাইমচরে ঘুরতে এসে বজ্রপাতে প্রাণ গেল যুবকের
চাঁদপুরে হাইমচর উপজেলায় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে উপজেলার গাজীপুর ইউনিয়নের নতুন মধ্য চর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোশাররফ (৪৫) বরিশালের হিজলা উপজেলার বাসিন্দা।  বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ। চেয়ারম্যান শাহাদাত বলেন, নিহত মোশাররফ হাইমচরের গাজীপুর ইউনিয়নে বেড়াতে আসেন। বিকেলে বজ্রপাতে তিনি মারা যান। তারা সঙ্গে আরও তিন জন ছিলেন। তারাও আহত হন। তাদের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে হাইমচর থানার ওসি মোহাম্মদ ইয়াছিন বলেন, শুনেছি বজ্রপাতে মোশাররফ নামে একজনের মৃত্যু হয়েছে। তবে ঘটনার স্থানটি চাঁদপুর সদর থানার অংশের।
১৭ এপ্রিল ২০২৪, ১২:৫২

নানা বাড়িতে বেড়াতে এসে ২ বোনের মৃত্যু
নাটোরের সিংড়ায় নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে মামাতো বোনসহ ২ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় উপজেলার লালোর ইউনিয়নের ঢাকঢোল ডাঙ্গাপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিংড়া থানার ওসি মো. আবুল কালাম। নিহতরা হলো ফারিয়া আক্তার (৮) ও ফাতেমা আক্তার (৮)। তারা মামাত-ফুফাত বোন। জানা যায়, ফারিয়া সৌদি প্রবাসী ফারুক হোসেনের মেয়ে এবং ফাতেমা নাটোর সদর উপজেলার তেবাড়িয়া হাট এলাকার রায়হান হোসেনের মেয়ে।  এ বিষয়ে ওসি আবুল কালাম বলেন, ঈদে উপলক্ষে নানা বাড়িতে বেড়াতে আসে ফাতেমা। সকালে মামাত বোন ফারিয়ার সঙ্গে খেলার এক ফাঁকে বাড়ির পাশে পুকুরে পড়ে যায় তারা। দীর্ঘ সময় তাদের না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে স্যান্ডেল ভাসতে দেখেন।  ওসি আবুল কালাম আরও বলেন, পরে স্থানীয়রা পুকুরে তল্লাশি চালিয়ে ২ শিশুকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কোনো অভিযোগ না থাকায় স্বজন ও স্থানীয়দের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই শিশুদের মরদেহ হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
১৩ এপ্রিল ২০২৪, ২০:২৭

নানা বাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু 
জামালপুরের ইসলামপুর উপজেলায় ঈদে নানার বাড়িতে বেড়াতে গিয়ে যমুনা নদীতে ডুবে মিনহাজ (৯) ও মিনাল (৭) নামে ২ ভাইয়ের মৃত্যু হয়েছে।  শনিবার (১৩ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার যমুনার দুর্গম চরাঞ্চল সাপধরী ইউনিয়নের চরশিশুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  নিহত ২ সহোদর মিনহাজ ও মিনাল ওই উপজেলার বেলগাছা ইউনিয়নের জারুতলা এলাকার আজহার আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার উপজেলা বেলগাছা ইউনিয়নের জারুল তলা এলাকা থেকে মা চায়না আক্তার ২ ছেলে ও স্বামী আজহার আলীকে সঙ্গে নিয়ে চরশিশুয়া গ্রামে তার বাবার বাড়িতে বেড়াতে যান। রোববার দুপুরে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া যমুনার শাখা নদীর পানিতে স্থানীয় ছেলে-মেয়েদের সঙ্গে মিনহাজ ও মিনাল মাছ ধরতে যান। সাঁতার না জানায় মাছ ধরার কোনো এক সময় নিখোঁজ হয়ে যান ২ সহোদর ভাই। পরে এলাকাবাসী অনেক খোঁজাখুঁজির পর দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করেন। সাপধরী ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মা-বাবার সঙ্গে ঈদের পরের দিন নানার বাড়িতে এসেছিল ২ ভাই।  ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার জানান, সহোদর ২ ভাইয়ের পানিতে ডুবে মৃত্যুর একটি সংবাদ পেয়েছি। তারা মা-বাবার সঙ্গে শনিবার নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল।  তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের বাবার বাড়ি যমুনার পূর্বপাড় জারুলতলা এলাকায়। যে এলাকায় ঘটনা ঘটেছে সেটি দুর্গম চরাঞ্চল। 
১৩ এপ্রিল ২০২৪, ২১:৫১

পুণ্যস্নানে এসে হিট স্ট্রোকে মতুয়া ভক্তের মৃত্যু 
গোপালগঞ্জের শ্রীধাম ওড়াকান্দি ঠাকুরবাড়িতে মহাবারুণীর পুণ্যস্নানে এসে হিট স্ট্রোকে মারা গিয়েছেন দীনেশ বিশ্বাস (৩৫) নামে এক মতুয়া ভক্ত।  শনিবার (৬ এপ্রিল) দুপুরের পর প্রচণ্ড গরমের মধ্যে ওড়াকান্দি ঠাকুরবাড়িতে আগত লক্ষ লক্ষ মানুষের ভীড়ে হিট স্ট্রোক হয়ে তিনি মারা যান।  রাত সাড়ে ৭টার দিকে ঘটনা নিশ্চিত করে কাশিয়ানী থানার ওসি জিল্লুর রহমান জানিয়েছেন, দীনেশ বিশ্বাসের বাড়ি গোপালগঞ্জেরই মুকসুদপুর উপজেলার টিকারডাঙ্গা গ্রামে। তিনি ওই গ্রামের বিষ্ণু বিশ্বাসের ছেলে।  জানা যায়, আধ্যাত্মিক পুরুষ পূণ্যব্রহ্ম শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৩তম জন্মতিথী উপলক্ষে শ্রীধাম ওড়াকান্দি ঠাকুরবাড়িতে মহাবারুণীর পূণ্যস্নানে অংশ নেন লক্ষ লক্ষ মতুয়াভক্ত। ভোর থেকেই ঠাকুরবাড়ির দু’টি পুকুরে দলবদ্ধ ভক্তদের স্নান শুরু হয়। দুপুরের পর প্রচন্ড গরম আবহাওয়া এবং অস্বাভাবিক ভীড়ের মধ্যে দীনেশ বিশ্বাস হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং একপর্যায়ে মারা যান।  কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক মাহমুদুল হাসান বলেছেন, ঠাকুরবাড়ির যে স্থানটিতে দীনেশ বিশ্বাস অসুস্থ হয়ে পড়ে সেখান থেকে প্রচন্ড ভীড়ের কারণে কেউ তাকে নিয়ে মেডিক্যাল ক্যাম্প পর্যন্ত পৌঁছাতে পারেনি। তিনি মারা যাওয়ার অনেক পরে আমরা খবর পেয়েছি। মারা যাওয়ার পর তার স্বজনরা তার মরদেহ নিজেদের বাড়িতে নিয়ে গেছে।  বাংলাদেশ মতুয়া মিশনের সভাপতি ও ঠাকুরবাড়ির অন্যতম সদস্য শ্রীশ্রী পদ্মনাভ ঠাকুর বলেছেন, দীনেশ আমাদের সুপরিচিত। তার মৃত্যুতে আমরা শোকাহত। আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাই।
০৬ এপ্রিল ২০২৪, ২৩:৩৮

ঈদের ছুটি কাটাতে এসে সড়কে প্রাণ গেল মা-ছেলের
নওগাঁর মান্দায় পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে রেশমা খাতুন (৩০) এবং তার পাঁচ মাস বয়সী শিশু ফারাবি হোসেন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক পত্নীতলা উপজেলার বাবনাবাজ গ্রামের ফিরোজ আলী ও তার মেয়ে ফারিয়া (৮)।  নিহত রেশমা খাতুন অধ্যাপক ফিরোজ আলীর স্ত্রী।  বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে মান্দা উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের বিজয়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।    তাদের উদ্ধার করে মান্দা হাসপাতালে নেওয়ার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  জানা গেছে, নিহত শিশুটির বাবা ফিরোজ হোসেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ঈদের ছুটি কাটাতে দুই শিশু সন্তানকে নিয়ে সপরিবারে তারা গ্রামের বাড়ি পত্নীতলা উপজেলার চকগোছাই গ্রামে যাচ্ছিলেন। পথে বিজয়পুর এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।  দুর্ঘটনায় ঘটনাস্থলে শিশুর মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় আহত রেশমা খাতুনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক। রাতে তিনিও মারা যান।  মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুরে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বিজয়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। পরে রাতে শিশুটির মাও রাজশাহী মেডিকেলে মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
০৫ এপ্রিল ২০২৪, ১০:০২

নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলার চরফ্যাশনে নানা বাড়ির পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।  বুধবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নে এ ঘটনা ঘটে। মৃতরা হলো মো. জুনায়েদ হোসেন (৫) ও মো. আরাফাত হোসেন (৫)। জুনায়েদ হোসেন উপজেরার চর মাদ্রাজ ইউনিয়নের মিয়াজানপুর গ্রামের মো. হারুনের ছেলে ও আরাফাত ঢাকার মো. স্বপনের ছেলে। দুজন সম্পর্কে খালাতো ভাই। স্থানীয়রা জানান, দুদিন আগে পরিবারের সঙ্গে তারা নানার বাড়িতে আসে। দুপুরে বাড়ির উঠানে খেলাধুলা করছিল তারা। কোনো একসময় তারা বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাদের দীর্ঘ সময় দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 
০৪ এপ্রিল ২০২৪, ১৪:৩৬

তীরে এসে তরী ডুবলো মুম্বাইয়ের, গিলের অভিষেক জয়
আইপিএলের ১৭তম আসরে চতুর্থ ম্যাচে গতবারের রানার্স আপ গুজরাট টাইটান্সের মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচে পাঁচবারের চ্যাম্পিয়নদের ছয় রানে হারিয়েছে গুজরাট টাইটান্স। এতে গিলের অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে জয় দিয়ে আসর শুরু করলো গুজরাট। রোববার (২৪ মার্চ) ঘরের মাঠ আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে মুম্বাই ইন্ডিয়ান্সকে ১৬৯ রানের লক্ষ্য দেয় গুজরাট টাইটান্স। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে নয় উইকেট হারিয়ে ১৬২ রান তুলতে পারে মুম্বাই। এতে ৬ রানের জয় পায় গুজরাট টাইটান্স। টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেন গুজরাট টাইটান্সের দুই ওপেনার ‍ঋদ্ধিমান সাহা ও শুভমান। তবে ইনিংস বড় করতে পারেনি দুজনের কেউই। ১৫ বলে ১৯ রান করে সাহা আউট হলে, ২২ বলে ৩১ রান তাকে অনুসরণ করে সাজঘরে ফেরেন গিল। তৃতীয় উইকেটে ব্যাটিংয়ে নেমে রান তুলতে থাকেন সাই সুদর্শন। কিন্তু অপর প্রান্তে ১১ বলে ১৭ রান করে আজমতুল্লাহ ওমারজাই ও ডেভিড মিলার ১১ বলে ১২ রান করে আউট হন। এরপর সুদর্শনকে সঙ্গ দেন রাহুল তেওয়াতিয়া। ৩৯ বলে ৪৫ রান করে সুর্দশন  এবং ১৫ বলে ২২ করে তেওয়াতিয়া আউট হলে ছন্দ হারায় গুজরাট। শেষ পর্যন্ত বিজয় শাঙ্কার ৫ বলে ৬ রান এবং রশিদ খানের ৩ বলে ৪ রানের ইনিংসে ভর করে ছয় উইকেটে ১৬৮ রানের লড়াকু পুঁজি পায় গুজরাট টাইটান্স। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন জাসপ্রিত বুমরাহ। এ ছাড়াও জেরাল্ড কোয়েটজি দুটি এবং পিয়ুশ চাওলা নেন এক উইকেট। জবাব দিতে নেমে শুরুতেই হোঁচট খায় মুম্বাই। ইনিংসের চতুর্থ বলে শূন্য হাতে সাজঘরে ফেরেন ঈশান কিষান। তৃতীয় উইকেটে ব্যাটিংয়ে এসে দ্রুত রান তুলতে থাকেন নামান ধীর। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। ১০ বলে ২০ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন এই ডান হাতি ব্যাটার। কিন্তু পিচের এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন মুম্বাইয়ের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। তাকে সঙ্গ দেন ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে খেলতে নামা ডেয়াল্ড ব্রেভিস। দুজনের ব্যাটে ভর করে জয়ে পথে এগোতে থাকে মুম্বাই ইন্ডিয়ান্স। তবে ফিফটি আক্ষেপ নিয়ে ফেরেন দুই ব্যাটারই। ২৯ বলে ৪৩ রানে রোহিত এবং ৩৮ বলে ৪৬ রান করে আউট হন ব্রেভিস। ১৮তম ওভারের শেষ বলে ১০ বলে ১১ রান করে টিম ডেভিড আউট হলে, ১২ বলে মুম্বাইয়ের লক্ষ্য দাঁড়াই ২৭ রান। ১৯তম ওভারে প্রথম বলে ছক্কা হাঁকালেও পরের বলে ক্যাচ আউট হন তিলক। ১৯ বলে ২৫ রান করেন তিনি। একই ওভারের শেষ বলে কোয়েটজি ১ রানে আউট হলে, ছয় বলে ১৯ রান দরকার ছিল মুম্বাইয়ের। ২০তম ওভারে প্রথম বলে ছক্কা মেরে দলকে জয়ের আশা দেখায় হার্দিক পান্ডিয়া। তবে তৃতীয় বলে এই ডান হাতি ব্যাটার ক্যাচ আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় মুম্বাই। নির্ধারিত ওভারে নয় উইকেট হারিয়ে ১৬২ রান তুলতে পারে মুম্বাই। এতে ৬ রানের জয় পায় গুজরাট টাইটান্স। গুজরাট টাইটান্সের হয়ে আজমতুল্লাহ ওমারজাই, জনসন, উমেশ যাদব এবং মোহিত শর্মা দুটি করে উইকেট নেন। এ ছাড়াও এক উইকেট নেন সাই কিশোর।
২৪ মার্চ ২০২৪, ২৩:৫৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়