• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

ঈদের ছুটি কাটাতে এসে সড়কে প্রাণ গেল মা-ছেলের

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৫ এপ্রিল ২০২৪, ০৯:১৭
ঈদের ছুটি কাটাতে এসে সড়কে প্রাণ গেল মা-ছেলের
ছবি : আরটিভি

নওগাঁর মান্দায় পিকআপ ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে রেশমা খাতুন (৩০) এবং তার পাঁচ মাস বয়সী শিশু ফারাবি হোসেন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক পত্নীতলা উপজেলার বাবনাবাজ গ্রামের ফিরোজ আলী ও তার মেয়ে ফারিয়া (৮)।

নিহত রেশমা খাতুন অধ্যাপক ফিরোজ আলীর স্ত্রী।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে মান্দা উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের বিজয়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাদের উদ্ধার করে মান্দা হাসপাতালে নেওয়ার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, নিহত শিশুটির বাবা ফিরোজ হোসেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। ঈদের ছুটি কাটাতে দুই শিশু সন্তানকে নিয়ে সপরিবারে তারা গ্রামের বাড়ি পত্নীতলা উপজেলার চকগোছাই গ্রামে যাচ্ছিলেন। পথে বিজয়পুর এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।

দুর্ঘটনায় ঘটনাস্থলে শিশুর মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় আহত রেশমা খাতুনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক। রাতে তিনিও মারা যান।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুরে নওগাঁ-রাজশাহী মহাসড়কের বিজয়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। পরে রাতে শিশুটির মাও রাজশাহী মেডিকেলে মারা গেছেন। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মৃত্যুর কারণ জানা গেল মহাসড়কে পড়ে থাকা সেই হাতির
মহাসড়কের পাশে পড়ে ছিল হাতির মরদেহ
দুই ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট
X
Fresh