• ঢাকা মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

তীব্র গরমে শ্রেণিকক্ষে ছাত্রী অসুস্থ, হাসপাতালে ভর্তি 

বাগেরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ এপ্রিল ২০২৪, ০৮:৫২
তীব্র গরমে শ্রেণিকক্ষে ছাত্রী অসুস্থ, হাসপাতালে ভর্তি 
ছবি : আরটিভি

বাগেরহাটে শ্রেণিকক্ষে সায়লা আক্তার সাথী নামের এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে বাগেরহাট সদরের উপজেলার মাহাফুজ খানম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। পরে অভিভাবক এসে হাসপাতালে নিয়ে যায়।

সায়লা ওই বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী এবং মগরাহাট গ্রামের মোশাররফের মেয়ে।

এ বিষয়ে দশম শ্রেণির শিক্ষার্থী আসমানী আক্তার বলেন, আমাদের ক্লাসে ৩০ জন শিক্ষার্থী রয়েছে। তবে এই গরমে মাত্র ৬-৭ জন ক্লাস করছি। ওপরে টিনশেড সঙ্গে লোডশেডিং, খুবই কষ্ট হয়। এই গরমে ছোট বোন অসুস্থ হয়ে পড়েছে। সরকার যদি মর্নিং স্কুল করে দেয় তাহলে সুন্দরভাবে ক্লাস করতে পারব।

অসুস্থ সায়লা আক্তার সাথী বলেন, অনেক দিন স্কুল বন্ধ থাকার পর আসছি। ক্লাসের টিনশেড এবং লোডশেডিং হওয়ায় প্রচণ্ড গরমে মাথা ঘুরে পড়ে যাই। এরপর হাসপাতালে নিয়ে আসে।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক হাসিবুর রহমান বলেন, আমাদের স্কুলে ১৫২ শিক্ষার্থীর মাঝে উপস্থিত ৪৮ জন। তীব্র গরমে অনেক শিক্ষার্থী উপস্থিত হচ্ছে না। ইতোমধ্যে একজন অসুস্থ হয়েছে। তাকে আমরা জেলা হাসপাতালে পাঠিয়েছি। নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চাই না। সরকার যদি মর্নিং স্কুলের ব্যবস্থা করে বা অনলাইনে ক্লাস করার মতো ব্যবস্থা করে, তাহলে বাড়িতে থেকে ক্লাস করতে পারবে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন বর্জনের ঘোষণা এক চেয়ারম্যান প্রার্থীর
বাগেরহাটে ট্রাকের ধাক্কায় ব্যবসায়ী নিহত
দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ১
বাগেরহাটে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু
X
Fresh