• ঢাকা মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

কক্সবাজারে র‍্যাব-ডাকাত গোলাগুলি, কৃষক নিহত 

কক্সবাজার প্রতিনিধি, আরটিভি নিউজ

  ৩০ এপ্রিল ২০২৪, ০৯:০৯
কক্সবাজারে র‍্যাব-ডাকাত গুলিবিনিময়, কৃষক নিহত 
ছবি : আরটিভি

কক্সবাজারের ভারুয়াখালীতে র‌্যাব-ডাকাতের গোলাগুলিতে বায়াত উল্লাহ নামের এক কৃষক নিহত হয়েছেন।

সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যার দিকে কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড মুরা পাড়ায় এ ঘটনা ঘটে।

বেসরকারি সংস্থা ‘প্রত্যাশী’ এর কর্মী মাসুদ চৌধুরীকে শেরে বাহিনী নামে পরিচিত ডাকাত দল অপহরণ করে। বিষয়টি জানার পর র‍্যাব এনজিওকর্মী মাসুদকে উদ্ধারে ভারুয়াখালীর ৯নং ওয়ার্ড মুরাপাড়া এলাকার পাহাড়ে অভিযান চালায়।

ওই অভিযানের সময় র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতরা। র‌্যাবও পাল্টা গুলি চালায়। দু’পক্ষের গোলাগুলিতে কৃষক বায়াত উল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান।

নিহত বায়াত উল্লাহর ভাই করিম উল্লাহ জানান, ডাকাত ফরহাদ বাহিনীর সদস্যরা একজন এনজিও কর্মীকে জিম্মি করে নিয়ে যায়। তাকে উদ্ধার করতে গেলে র‍্যাবকে লক্ষ্য করে তারা গুলি করে। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালায়। এতে কয়েকজন গুলিবিদ্ধ হয়। পরে হাসপাতালে আনা হলে আমার ভাই মারা যান।

তিনি বলেন, শেরে বাহিনীর প্রধান ডাকাত ফরহাদ মোস্তাক এ ঘটনা ঘটিয়েছে। তারা আমাদের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারা বাজারে আসলে সবার মোবাইল ফোনের ভিডিও ক্যামেরা বন্ধ রাখার নির্দেশ দিতো।

এদিকে আহত বেশ কয়েকজন চিকিৎসাধীন আছেন বলে জানান আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান।

জানা যায়, এনজিও কর্মী মাসুদ চৌধুরীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে র‍্যাব।

অভিযানে ডাকাত ফরহাদকে আটক করা হয়েছে বলে র‌্যাবের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা জানান, র‌্যাব পুরো বিষয়টি নিয়ে পরে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের জানাবে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেকনাফে অপহরণ চক্রের প্রধান অস্ত্রসহ গ্রেপ্তার
রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার ৪ সন্ত্রাসী আটক
রাজধানীতে কক্সবাজার এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন
সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউট পরিদর্শনে প্রধান বিচারপতি
X
Fresh