• ঢাকা বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
logo
৩০ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
আজ মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি: ১৪৯২ -  স্পেন ক্রিস্টোফার কলম্বাসকে নতুন এলাকা অনুসন্ধানের অনুমোদন দেয়। ১৭২৫ -  স্পেন চার মৈত্রীশক্তি থেকে সরে যায়। ১৭৮৯ -  জর্জ ওয়াশিংটন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট হন। ১৮৩৮ -  নিকারাগুয়া সেন্ট্রাল আমেরিকান ফেডারেশন থেকে স্বাধীনতার ঘোষণা দেয়। ১৮৬৩ -  ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতীয় নৌ বাহিনীকে ব্রিটিশ অ্যাডমিরাল্টির অধিনস্থ করা হয়। ১৮৯৪ -  বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রতিষ্ঠিত হয়। ১৯৩০ -  তৎকালীন সোভিয়েত ইউনিয়ন; ফ্রান্স ও গ্রেট ব্রিটেন এর কাছে একটি সামরিক চুক্তির প্রস্তাব দেয়। ১৯৩৯ -  এমপায়ার স্টেট বিল্ডিং থেকে প্রথম জনসমক্ষে টেলিভিশন সম্প্রচার করা হয়। ১৯৪৫ -  চূড়ান্ত পরাজয়ের পূর্বে ভূ-গর্ভস্থ বাঙ্কারে এডলফ হিটলার আত্মহত্যা করেন। ১৯৭২ -  উত্তর ভিয়েতনাম , দক্ষিণ ভিয়েতনামে আক্রমণ চালায়। ১৯৭৫ -  উত্তর ভিয়েতনাম ও ভিয়েত কং মুক্তি বাহিনীর কাছে সায়গলের তাঁবেদার সরকার বিনাশর্তে আত্মসমর্পণ করে। ১৯৭৬ -  বাংলাদেশ-পাকিস্তান প্রথম বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়। ১৯৮০ -  কিছু দুষ্কৃতিকারী লন্ডনে অবস্থিত ইরানের দূতাবাসে হামলা চালায়। ১৯৯৩ -  টেনিস তারকা মনিকা সেলেসকে জার্মানির হামবুর্গ শহরে ছুরিকাঘাত করা হয়। ২০০১ -  দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ওয়াহিদ ইমপিচমেন্টের সম্মুখীন হন। ২০০৫ -  নেপালের রাজা জ্ঞানেন্দ্র দেশটিতে জরুরী অবস্থা ঘোষণা করেন। জন্ম: ১২৪৫ -   তৃতীয় ফিলিপ, তিনি ছিলেন ফ্রান্সের রাজা। ১৭৭৭ -   ইয়োহান কার্ল ফ্রিডরিশ গাউস, তিনি ছিলেন জার্মান গণিতবিদ ও বিজ্ঞানী। ১৮৩৪ -  লেখক ও কীটতত্ত্ববিদ জন লবক । ১৮৭০ -   দাদাসাহেব ফালকে, তিনি ছিলেন ভারতীয় পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার। ১৮৯৩ -   জোয়াকিম ভন রিবেনট্রপ, তিনি ছিলেন জার্মান সৈনিক ও রাজনীতিক। ১৯০১ -   সাইমন স্মিথ কুজ্‌নেত্‌স, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইউক্রেনীয় বংশোদ্ভূত আমেরিকান অর্থনীতিবিদ। ১৯০২ -   থিওডোর উইলিয়াম শুল্ট্‌স, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ। ১৯১৬ -   ক্লদ শ্যানন, তিনি ছিলেন মার্কিন গণিতবিদ, তড়িৎ ও কম্পিউটার প্রকৌশলী ও বিজ্ঞানী। ১৯২৬ -   ক্লরিস লেয়াখমান, তিনি আমেরিকান অভিনেত্রী। ১৯৩৮ -   নাট্যকার শেখ আকরাম আলী। ১৯৪৩ -   ফ্রেডেরিক চিলুবা, তিনি জাম্বিয়ান রাজনীতিবিদ ও ২য় প্রেসিডেন্ট। ১৯৪৯ -   এন্টোনিও গুটেরেস, তিনি পর্তুগিজ শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও ১১৪তম প্রধানমন্ত্রী। ১৯৫৬ -   লারস ভন ট্রাইয়ার, তিনি ডেনিশ পরিচালক ও চিত্রনাট্যকার। ১৯৫৯ -   স্টিফেন হারপার, তিনি কানাডিয়ান অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ২২ তম প্রধানমন্ত্রী। ১৯৬৪ -   ইয়ান অ্যান্ড্রু হিলি, তিনি অস্ট্রেলীয় সাবেক ক্রিকেটার ও কোচ। ১৯৬৭ -   ফিলিপ কিরকোরোভ, তিনি বুলগেরিয় বংশোদ্ভূত রাশিয়ান গায়ক, অভিনেতা ও প্রযোজক। ১৯৮১ -   জন ফ্রান্সিস ও’শি, তিনি আইরিশ ফুটবলার। ১৯৮২ -   কিয়ের্স্টেন ডান্‌স্ট, তিনি চলচ্চিত্রভিনেত্রী, সংগীতশিল্পী, মডেল ও পরিচালক। ১৯৮৬ -   ডায়না আগরোন, তিনি আমেরিকান অভিনেত্রী, গায়ক ও ড্যান্সার। ১৯৮৭ -   রোহিত শর্মা, তিনি একজন ভারতীয় ক্রিকেটার। মৃত্যু: ০০৬৫ -   লুকান, তিনি ছিলেন রোমান কবি। ১০৩০ -   মাহমুদ গজনভি, তিনি ছিলেন গজনভি সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ শাসক। ১৮৬৫ -   রবার্ট ফিটযরয়, তিনি ছিলেন নিউজিল্যান্ড এডমিরাল, আবহাওয়াবিদ ও রাজনীতিবিদ। ১৮৮৩ -   এদুয়ার মানে, তিনি ছিলেন ফরাসি চিত্রশিল্পী। ১৯৪৩ -   অটো ইয়েসপার্সেন, তিনি ছিলেন একজন ডেনীশ ভাষাবিজ্ঞানী ও ইংরেজ ব্যাকরণ বিশেষজ্ঞ। ১৯৪৩ -   মার্থা বিয়াট্রিস ওয়েব, তিনি ছিলেন ইংরেজ সমাজবিজ্ঞানী ও অর্থনীতিবিদ। ১৯৪৫ -   ইভা ব্রাউন, তিনি ছিলেন অ্যাডলফ হিটলার এর স্ত্রী ও সবচেয়ে অন্তরঙ্গ সহচরী। ১৯৫৬ -   আলবেন ডব্লিউ. বারক্লেয়, তিনি ছিলেন আমেরিকান আইনজীবী, রাজনীতিবিদ ও ৩৫ তম উপ-রাষ্ট্রপতি। ১৯৮৩ -   জর্জ বালাঞ্চিনে, তিনি ছিলেন রাশিয়ান ড্যান্সার ও কোরিওগ্রাফার। ১৯৮৯ -   সের্জিও লেওনে, তিনি ছিলেন ইতালীয় পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার। ২০১৫ -   বেন ই কিং, তিনি ছিলেন আমেরিকান গায়ক, গীতিকার ও প্রযোজক।
৩০ এপ্রিল ২০২৪, ০১:৪২

ভয়াল ২৯ এপ্রিল : এখনও অরক্ষিত উপকূল 
আজ ভয়াল ২৯ এপ্রিল। ১৯৯১ সালের এ দিনে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলীয় অঞ্চলের প্রায় এক লাখ ৩৮ হাজার মানুষ নিহত এবং এক কোটি মানুষ তাদের সর্বস্ব হারান। নিহতের সংখ্যা বিচারে স্মরণকালের ভয়াবহ ঘূর্ণিঝড়গুলোর মধ্যে ’৯১-এর এই ঘূর্ণিঝড় একটি। ’৯১-এর এই ভয়াল ঘটনা এখনও দুঃস্বপ্নের মতো তাড়িয়ে বেড়ায় উপকূলবাসীকে। ঘটনার এত বছর পরও স্মৃতি থেকে মুছে ফেলতে পারছেন না সেই দুঃসহ দিনটি। গভীর রাতে বেঁচে যাওয়াদের আজও ঘুম ভেঙে যায় জলোচ্ছ্বাস আর ঘূর্ণিঝড়ের কথা মনে হলে। নিহতদের লাশ, স্বজন হারানোদের আর্তচিৎকার আর বিলাপ বারবার ফিরে আসে তাদের জীবনে। চারদিকে নদী আর সাগরবেষ্টিত সন্দ্বীপ দেশের মূলভূণ্ড থেকে বিচ্ছিন্ন। প্রকৃতির সঙ্গে লড়াই করে এখানকার মানুষদের নিত্য বসবাস। ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসে বারবার ক্ষতিগ্রস্ত এখানকার বাসিন্দারা। ভয়াল ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে সন্দ্বীপের প্রায় ৩০ হাজারেরও বেশি মানুষ মারা যান। বাড়িঘর, ফসলের মাঠ, রাস্তা-ঘাটসহ পুরো সন্দ্বীপ বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত হয়। এই দিনটির কথা আজও ভোলেনি সন্দ্বীপের মানুষ। দ্বীপবাসী আজও মুছে ফেলতে পারছেন না সেই দুঃসহ দিনটি। গভীর রাতে ঘুম ভেঙে যায় জলোচ্ছ্বাস আর ঘূর্ণিঝড়ের কথা মনে হলে। লাশ, স্বজন হারানোদের আর্তচিৎকার আর বিলাপ বারবার ফিরে আসে তাদের জীবনে। দীর্ঘ ৩৩ বছর পরেও অরক্ষিত দ্বীপের বেড়িবাঁধ। ৫৬ কিলোমিটার ব্লক বেড়িবাঁধের মধ্যে ব্লক বেড়িবাঁধ হয়েছে মাত্র ১০ কিলোমিটার। বাকি মাটির বেড়িবাঁধগুলো বেশিরভাগ জায়গা দিয়ে জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করেছে। জলোচ্ছ্বাসের সময় দ্বীপের সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো হলো- সন্দ্বীপ পৌরসভা, মগধরা ইউনিয়নের দক্ষিণ ও পূর্ব অংশ, সারিকাইত ইউনিয়নের দক্ষিণ ও মাইটভাঙ্গা, মুছাপুর, আজিমপুর, রহমতপুর, কালাপানিয়া ইউনিয়নের পশ্চিমাংশ। স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ার হলে এসব এলাকার লোকালয়ে পানি ঢোকে। সন্দ্বীপে বসবাসরত প্রায় সাড়ে চার লাখ মানুষের জন্য শতাধিক সাইক্লোন শেল্টার রয়েছে। প্রতি চার হাজার মানুষের জন্য সাইক্লোন শেল্টার একটি। একটি সাইক্লোন শেল্টারের ধারণ ক্ষমতা তিন শ’রও কম মানুষ। সন্দ্বীপের বেড়িবাঁধে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন প্রায় ৭০-৮০ হাজার মানুষ। মাঈটভাঙ্গা উচ্চবিদ্যালয়ের শিক্ষক কামরুল হাসান আরটিভিকে বলেন, ১৯৯১ সালের স্মৃতি আমরা সন্দ্বীপবাসী কখনও ভুলতে পারব না। এ দিনে আমরা অনেক স্বজন হারিয়েছি। সন্দ্বীপকে সুরক্ষিত করতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করার দাবি জানাচ্ছি। সারিকাইত ইউনিয়নের বাসিন্দা ফোরকান উদ্দিন আরটিভিকে বলেন, ‘সেদিনের স্মৃতি মনে পড়লে খুবই খারাপ লাগে। লাশ পানিতে ভাসতেছিল। এ ছাড়া অনেক গবাদি পশুও মারা যায়। দুঃখের বিষয় আমরা আজও আতঙ্কে দিন কাটাই টেকসই বেড়িবাঁধের অভাবে।’ ৬৫ বছরের বয়োবৃদ্ধ সারিকাইত বাংলাবাজার বেড়িবাঁধের বাসিন্দা বাসু জলদাস আরটিভিকে বলেন, ‘১৯৯১ সালের বন্যায় আমি আমার ২ ছেলেকে হারিয়েছি। আমি বর্তমানে খুবই মানবেতর জীবনযাপন করছি। এখনও এই বৃদ্ধ বয়সেও সাগরে যেতে হয়।’ সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা আরটিভিকে বলেন, ‘পানি উন্নয়ন বোর্ড ইতোমধ্যে সন্দ্বীপ সুরক্ষায় নতুনভাবে ৫৬২ কোটি টাকা ব্যয়ে আরও ১২ কিলোমিটার টেকসই ব্লক বেড়িবাঁধ নির্মাণ করবে। এ কাজ সম্পন্ন হলে সন্দ্বীপ সুরক্ষিত হবে।’
২৯ এপ্রিল ২০২৪, ১৮:০৭

২৬ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি: ১৫২৬ - মুঘল সম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহির উদ্দীন মোহাম্মাদ বাবর সিংহাসনে আরোহণ করেন। ১৫৫৫ - জার্মানীর অগসবার্গ শহরের নামে সেখানে কংগ্রেস গঠিত হয়। ১৭০১ - ব্রিটেনের জন মরিস মোগল সম্রাট আওরঙ্গজেবের সাথে সাক্ষাৎ করেন। ১৭৭০ - ক্যাপটেন কুক নিউ সাউথ ওয়েলসে পদার্পণ করেন। ১৭৮৯ - ফ্লেচার ক্রিশ্চিয়ানের নেতৃত্বে ব্রিটিশ জাহাজ বাউন্টিতে নাবিক বিদ্রোহ সংঘটিত হয়। ১৯১৯ - লীগ অব নেশনস প্রতিষ্ঠিত হয়। ১৯২০ - আজারবাইজানকে সোভিয়েত ইউনিয়নের সাথে যুক্ত করা হয়। ১৯২০ - পোল্যান্ড ও রাশিয়া যুদ্ধ ঘোষণা করে। ১৯২০ - আজারবাইজান কে সোভিয়েত ইউনিয়নের সাথে যুক্ত করা হয়। ১৯৫২ - জাপান সার্বভৌমত্ব ফিরে পায় এবং গণতান্ত্রিক জাপান প্রতিষ্ঠিত হয়। ১৯৬৫ - মার্কিন সরকার যুক্তরাষ্ট্রের জনস্বার্থ রক্ষার অজুহাত দেখিয়ে ডোমিনিকান প্রজাতন্ত্রের উপর সামরিক হামলা চালায়। ১৯৬৯ - ফ্রান্সের প্রেসিডেন্ট এর পদ থেকে দ্যগল ফ্যান্সের পদত্যাগ। ১৯৯২ - রোহিঙ্গা শরনার্থী প্রত্যাবর্তনে বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়। ১৯৯২ - সার্বিয়া ও মন্টেনেগ্রোকে নিয়ে নতুন যুগোস্লাভিয়া ঘোষণা। ১৯৯২ - সাবেক সোভিয়েত ইউনিয়নের সঙ্গে আফগান যোদ্ধাদের ১৩ বছরের যুদ্ধের পর তারা বিজয় লাভ করে । ১৯৯৫ - বাংলাদেশ সরকার হুমায়ুন আজাদের নারী বইটি নিষিদ্ধ ঘোষণা করে। ২০০১ - ডেনিশ টিটো পৃথিবীর সর্বপ্রথম মহাকাশ পর্যটকের মর্যাদা লাভ করেন। ২০০৪ - মার্কিন একটি গবেষণা সংস্থা সার্স ভাইরাসের ঔষধ আবিষ্কার করেন । জন্ম: ০০৩২ - ওঠো, তিনি ছিলেন রোমান সম্রাট। ১৪৪২ - চতুর্থ এডওয়ার্ড, তিনি ছিলেন ইংল্যান্ড রাজা। ১৭১২ - ফরাসী দার্শনিক জাঁ জ্যাক রুশোর জন্ম। ১৭৫৮ - জেমস মন্‌রো, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম রাষ্ট্রপতি। ১৭৯৫ - চার্লস স্টুর্ট, তিনি ছিলেন অস্ট্রেলিয়ার আবিষ্কারক। ১৮৩৮ - টবিয়াস আসের, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ডাচ আইনজীবী ও পণ্ডিত। ১৮৬৯ - দিনে ফ্রান্সিস মেরি হককিন, তিনি ছিলেন একজন নিউজিল্যান্ডের চিত্রশিল্পী। ১৮৮৯ - আন্টোনিও ডে অলিভেরা সালাজার, তিনি ছিলেন পর্তুগিজ অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ১০০ তম প্রধানমন্ত্রী। ১৯০০ - ইয়ান হেন্ডরিখ ওর্ট, তিনি ছিলেন একজন ওলন্দাজ জ্যোতির্বিদ। ১৯০৬ - কুর্ট গ্যোডেল, তিনি ছিলেন একজন মার্কিন যুক্তিবিদ, গণিতবিদ। ১৯০৮ - জন জ্যাক হেনরি ওয়েব ফিঙ্গলটন, তিনি ছিলেন অস্ট্রেলীয় ক্রিকেটার, সাংবাদিক ও ধারাভাষ্যে। ১৯২৪ - কেনেথ কাউন্ডা, তিনি ছিলেন জাম্বিয়ার শিক্ষাব্রতী ও রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি। ১৯৩০ - আল্ফ ভ্যালেন্টাইন, তিনি ছিলেন বিখ্যাত ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার। ১৯৩৭ - সাদ্দাম হুসাইন, তিনি ছিলেন ইরাকের সাবেক রাষ্ট্রপতি। ১৯৪১ - কার্ল ব্যারি শার্পলেস, তিনি নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ। ১৯৪৭ - হুমায়ুন আজাদ, তিনি ছিলেন ভাষাবিজ্ঞানী, কবি, ঔপন্যাসিক, সমালোচক, কিশোর সাহিত্যিক ও রাজনীতিক ভাষ্যকার লেখক। ১৯৫৩ - রবার্তঅ।বলানো, তিনি ছিলেন চিলির লেখক ও কবি। ১৯৬০ - ওয়াল্টার যেঙ্গা, তিনি ছিলেন সাবেক ইতালিয়ান ফুটবলার ও ম্যানেজার। ১৯৬৮ - অ্যান্ডি ফ্লাওয়ার, তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ইংরেজ সাবেক ক্রিকেটার ও কোচ। ১৯৭৪ - পেনেলোপে ক্রুজ সানচেজ, তিনি ছিলেন স্প্যানিশ অভিনেত্রী ও প্রযোজক। ১৯৮২ - কোয়েল মল্লিক, তিনি ভারতীয় বাংলার একজন বিখ্যাত অভিনেত্রী। ১৯৮৮ - হুয়ান ম্যানুয়েল মাতা গার্সিয়া, তিনি স্প্যানিশ ফুটবলার। মৃত্যু: ১৭৪০ - প্রথম বাজিরাও, তিনি ছিলেন ভারতীয় সেনাপতি। ১৮১৩ - মিখাইল কুটুযোভ, তিনি ছিলেন রাশিয়ান ফিল্ড মার্শাল। ১৮৫৩ - লুডভিগ টিয়েক, তিনি ছিলেন জার্মান লেখক ও কবি। ১৯৩৬ - মিসরের বাদশাহ ফুয়াদের (প্রথম) । ১৯৪৫ - বেনিতো মুসোলিনি, তিনি ছিলেন দ্বিতীয় মহাযুদ্ধ কালে ইতালির সর্বাধিনায়ক। ১৯৫৪ - লিওন জউহাউক্স, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি ইউনিয়ন নেতা। ১৯৭০ - এড বেগ্লেয়, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা। ১৯৭৮ - মোহাম্মদ দাউদ খান, তিনি ছিলেন আফগান কমান্ডার, রাজনীতিবিদ ১ম রাষ্ট্রপতি। ১৯৯৯ - আলফ রামসে, তিনি ছিলেন ইংরেজ ফুটবল খেলোয়াড় ও ম্যানেজার। ১৯৯৯ - আর্থার লিওনার্ড শলো, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান পদার্থবিদ। ২০১২ - মাটিল্ডে কামুস, তিনি ছিলেন স্প্যানিশ কবি।    
২৬ এপ্রিল ২০২৪, ০১:৪৫

টিপু-প্রীতি হত্যা: অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতিকে গুলি করে হত্যা মামলায় ৩৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামী ২৯ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।   বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ আলী হোসাইনের আদালত শুনানি শেষে এ দিন ধার্য করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর মো. রফিক উদ্দীন বাচ্চু।  এর আগে গত ৫ জুন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ইয়াসিন শিকদার আদালতে ৩৩ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটভুক্ত আসামিরা হলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মারুফ আহমেদ মনসুর, আন্ডার ওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী জিসান আহম্মেদ মন্টু, ফ্রিডম মানিক ওরফে জাফর, প্রধান সমন্বয়কারী সুমন সিকদার মুসা, শুটার মাসুম মোহাম্মদ আকাশ, শামীম হোসাইন, তৌফিক হাসান ওরফে বিডি বাবু, ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের বহিষ্কৃত সভাপতি মারুফ রেজা সাগর, ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আরিফুর রহমান ওরফে ‘ঘাতক’ সোহেল, মতিঝিল থানা জাতীয় পার্টির নেতা জুবের আলম খান রবিন, হাফিজুল ইসলাম হাফিজ, হাবীবুল্লাহ বাহার কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সোহেল শাহরিয়ার, মাহবুবুর রহমান টিটু, নাসির উদ্দিন মানিক, মশিউর রহমান ইকরাম, ইয়াসির আরাফাত সৈকত, আবুল হোসেন মোহাম্মদ আরফান উল্লাহ ইমাম খান, সেকান্দার শিকদার আকাশ, মতিঝিল থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম মাতবর, আবু সালেহ শিকদার, কিলার নাসির, ওমর ফারুক, মোহাম্মদ মারুফ খান, ইশতিয়াক আহম্মেদ জিতু, ইমরান হোসেন জিতু, রাকিবুর রহমান রাকিব, মোরশেদুল আলম পলাশ, রিফাত হোসেন, সোহেল রানা, ওয়ার্ড যুবলীগের সাবেক নেতা আমিনুল, সামসুল হায়দার উচ্ছল ও ১১ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি কামরুজ্জামান বাবুল। গত বছরের ২০ জুন ৩৩ জনের নামে চার্জশিট গ্রহণ করেন আদালত। এরপর মামলাটি শুনানির জন্য প্রস্তুত হওয়ায় পরবর্তী বিচারের জন্য এ আদালতে আসে। আসামিদের মধ্যে মুসা, শুটার আকাশ ও নাসির উদ্দিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আসামিদের মধ্যে ১৯ জন কারাগারে, ৭ জন জামিনে ও ৭ জন পলাতক রয়েছেন।   ২০২২ সালের ২৪ মার্চ রাত সোয়া ১০টার দিকে শাহজাহানপুরে ইসলামী ব্যাংকের পাশে বাটার শো-রুমের সামনে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যা করা হয়। এ সময় গাড়ির পাশে রিকশায় থাকা সামিয়া আফরান প্রীতি (১৯) নামে এক কলেজছাত্রীও নিহত হন। এছাড়া টিপুর গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন। এ হত্যাকাণ্ডের পর ওইদিন রাতেই শাহজাহানপুর থানায় নিহত টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংরক্ষিত কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে হত্যা মামলা করেন। এতে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করা হয়। মামলার এজাহারে টিপুর স্ত্রী অভিযোগ করেন, ২০২২ সালের ২৪ মার্চ রাত সোয়া ১০টার দিকে শাহজাহানপুর থানার ২০২ উত্তর শাহজাহানপুর মানামা ভবনের বাটার দোকানের সামনে পৌঁছামাত্র অজ্ঞাতনামা দুর্বৃত্তরা হামলা করেন। 
২৯ এপ্রিল ২০২৪, ১২:২১

২৫ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা এবং বিশিষ্ট ব্যক্তিদের জন্ম মৃত্যু ও আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়- ঘটনাবলি : ১৭৯২ - প্যারিতে প্রথম গিলেটিন স্থাপিত হয়। ১৮৫৯ - সুয়েজ খাল খননের কাজ শুরু হয়। ১৮৮২ - খুলনা জেলা গঠিত হয়। ১৯০১ - যুক্তরাস্ট্রের প্রথম রাজ্য হিসাবে নিউইয়র্কে অটোমোবাইলের প্লেট চালু হয়। ১৯১৫ - গ্যালিপলির যুদ্ধের সূচনা। ১৯৬৬ - ভয়ানক এক ভুমিকম্পে তাসখন্দ শহর ধ্বংসপ্রাপ্ত হয়। ১৯৭১ - ভিয়েতনামে সামরিক অভিযানের বিরোধীতা করে যুক্তরাষ্ট্রের প্রায় দুই লক্ষ জনতা ওয়াশিংটনে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করে। ১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় লাওস। ১৯৭৫ - ৫০ বছর পর পর্তুগালে প্রথম অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৮২ - ক্যাম্প ডেভিড চুক্তি অনুসারে ইসরায়েল সিসনাই উপত্যাকা থেকে সেনা প্রত্যাহার সম্পন্ন করে। ১৯৮৯ - ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে জাপানের প্রধানমন্ত্রী নোবোরু তাকাশিতা পদত্যাগ করেন। জন্ম : ১৫৯৯ - অলিভার ক্রমওয়েল, ইংরেজ জেনারেল ও রাজনীতিবিদ। ১৮৪৮ - টম আর্মিটেজ, ইংরেজ ক্রিকেটার। ১৮৪৯ - ফেলিক্স ক্লাইন, জার্মান গণিতবিদ ও শিক্ষাবিদ। ১৮৫০ - লুইসে আদলফা লি বেয়াউ, জার্মান সুরকার। ১৮৭২ - চার্লস বার্জেস ফ্রাই, ইংরেজ ক্রিকেটার। ১৮৭৪ - গুলিয়েলমো মার্কোনি, ১৯০৯ সালে নোবেলজয়ী ইতালীয় উদ্ভাবক এবং প্রকৌশলী। ১৮৮৬ - চার্লস কেলেওয়ে, অস্ট্রেলীয় ক্রিকেটার। ১৮৯২ - বিশিষ্ট বাঙালি শিক্ষাব্রতী জিতেন্দ্রমোহন সেন ।   ১৮৯৮ - ভিয়েসনতি আলেসান্দ্র, নোবেলজয়ী স্পেনীয় কবি। ১৯০০ - ভোল্‌ফগাং পাউলি, অস্ট্রীয় নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী। ১৯০০ - গ্লাডউইন জেব, ইংরেজ রাজনীতিবিদ, কূটনীতিক এবং জাতিসংঘের সেক্রেটারি-জেনারেল। ১৯০৩ - আন্দ্রেই কোলমোগোরোভ, রাশিয়ান গণিতবিদ ও শিক্ষাবিদ। ১৯১৮ - গেরারড ডে. ভাউচউলেউরস, ফরাসি জ্যোতির্বিজ্ঞানী। ১৯২১ - ক্যারেল অ্যাপেল, ডাচ চিত্রশিল্পী ও ভাস্কর। ১৯২৭ - অ্যালবার্ট উদেরজো, ফরাসি কমিক বই লেখক। ১৯৩০ - রয় মার্শাল, ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার। ১৯৩৮ - মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রখ্যাত বাঙালি কবি, প্রাবন্ধিক ও অনুবাদক। ১৯৪০ - আল পাচিনো, মার্কিন মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা। ১৯৪৫ - বিজোরন উল্ভায়েউস, সুইডিশ গায়ক, গীতিকার ও প্রযোজক। ১৯৪৬ - তালিয়া শায়ার, মার্কিন অভিনেত্রী। ১৯৪৭ - হেনড্রিক ইয়ুহানেস ক্রুইফ, ডাচ সাবেক ফুটবলার ও ম্যানেজার। ১৯৪৯ - ডমিনিকুয়ে স্ট্রস-কাহন, ফরাসি অর্থনীতিবিদ, আইনজীবী ও রাজনীতিবিদ। ১৯৫৫ - পারভিজ পারাস্তুই, ইরানী অভিনেতা ও গায়ক। ১৯৫৯ - অমিত চাকমা, বাংলাদেশী বংশোদ্ভূত কানাডীয় রাসায়নিক প্রকৌশলী ও শিক্ষাবিদ। ১৯৬৩ - ডেভিড উইলিয়াম মোয়েস, স্কটিশ ফুটবলার ও ম্যানেজার। ১৯৬৪ - জেমি সিডন্স, অস্ট্রেলীয় ক্রিকেটার ও ক্রিকেট কোচ। ১৯৬৪ - ফিওনা ব্রুস, ব্রিটিশ সাংবাদিক। ১৯৬৯ - রানে জেলওয়েগার, মার্কিন অভিনেত্রী ও চলচ্চিত্র প্রযোজক। ১৯৭০ - জেসন ফুসলান, আমেরিকান অভিনেতা। ১৯৭৬ - রেইনার সচুটলের, জার্মান সাবেক টেনিস খেলোয়াড় ও কোচ। ১৯৮০ - ব্রুস মার্টিন, নিউজিল্যান্ডীয় ক্রিকেটার। ১৯৮২ - মার্কো রাসো, ইতালিয়ান ফুটবলার। ১৯৮২ - মন্টি পানেসর, ইংরেজ ক্রিকেটার। ১৯৯০ - অ্যান্ড্রু পয়েন্টার, আইরিশ ক্রিকেটার। ১৯৯৩ - রাফায়েল ভারানে, ফরাসি ফুটবলার। মৃত্যু : ১০৭৭ - প্রথম গেযা, হাঙ্গেরির রাজা। ১৪৭২ - লেওন বাতিস্তা অ্যালবার্তি, ইতালীয় লেখক, কবি ও দার্শনিক। ১৭৭৪ - অ্যান্ডার্স সেলসিয়াস, সুয়েডীয় জ্যোতির্বিদ। ১৮০০ - উইলিয়াম কাউপার, ইংরেজ কবি। ১৮৪০ - সিম্যান ডেনিস পইসন, ফরাসি গণিতবিদ ও পদার্থবিজ্ঞানী। ১৮৭৮ - আন্না সেওয়েল, ইংরেজ লেখক। ১৯১১ - এমিলিও সালগারি, ইতালিয়ান লেখক। ১৯২০ - ভারতবর্ষে সর্বপ্রথম পালি ভাষার চর্চা ও বৌদ্ধশাস্ত্রানুরাগী বাঙালি ব্যক্তিত্ব সতীশচন্দ্র আচার্য বিদ্যাভূষণ। ১৯৪০ - প্রখ্যাত সাংবাদিক সাহিত্যিক মৌলভী মুজিবুর রহমান। ১৯৪৮ - ধ্রুপদী রাগসঙ্গীত শিল্পী গিরিজাশঙ্কর চক্রবর্তী। ১৯৬৮ - বাঙালি বিপ্লবী ও প্রখ্যাত চিকিৎসক যতীন্দ্রনাথ ঘোষাল। ১৯৬৮ - বড়ে গুলাম আলী খান, ভারতীয় গায়ক। ১৯৭২ - জর্জ স্যান্ডার্স, ইংরেজ অভিনেতা। ১৯৭৩ - বিনোদচন্দ্র চক্রবর্তী, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী। ১৯৭৫ - ফাল্গুনী মুখোপাধ্যায়, বাঙালি লেখক। ১৯৭৬ - ক্যারল রিড, ইংরেজ পরিচালক ও প্রযোজক। ১৯৮৮ - ভালেরি সলানাস, আমেরিকান লেখক। ১৯৯০ - ডেক্সটার গর্ডন, আমেরিকান স্যাক্সোফোননিস্ট, সুরকার এবং অভিনেতা ১৯৯২ - য়ুটাকা অযাকি, জাপানি গায়ক। ১৯৯৫ - জিঞ্জার রজার্স, মার্কিন অভিনেত্রী, নৃত্যশিল্পী ও গায়িকা। ২০০০ - লুচিন্‌ লে ক্যাম, ফরাসি গণিতবিদ। ২০০১ - ছায়া দেবী(চট্টোপাধ্যায়), প্রখ্যাত চলচ্চিত্রাভিনেত্রী। ২০০৭ - লেস জ্যাকসন। ২০০৭ - আর্থার মিল্টন, ইংলিশ ফুটবলার এবং ক্রিকেটার। ২০১২ - লুই লি ব্রকিয়, আইরিশ চিত্রকর। ২০১৪ - টিটো ভিলানোভা, স্প্যানিশ ফুটবলার ও ম্যানেজার।    
২৫ এপ্রিল ২০২৪, ০৬:১৯

২৪ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি: ১০৬১ - ইংল্যান্ডের আকাশে হ্যালির ধূমকেতু দেখা যায়। ১২৭১ - ভ্যানেশীয় বিখ্যাত পর্যটক ও ব্যবসায়ী মার্কো পোলো তার ঐতিহাসিক এশিয়া সফর শুরু করেন। ১৫৫৮ - ফ্রান্সের যুবরাজ ফ্রাঙ্কোইস মেরি স্টুয়ার্টকে বিয়ে করেন। ১৭৬২ - রাশিয়া ও প্রুশিয়া শান্তিচুক্তি করে। ১৮০০ - লাইব্রেরি অব কংগ্রেস প্রতিষ্ঠা করা হয়। ১৮৯৮ - মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্পেন যুদ্ধ ঘোষণা করে। ১৯১২ - ব্রিটিশ শাসিত আয়ারল্যান্ড স্বাধীনতার দাবিতে এবং সেদেশে ইংরেজদের আধিপত্যবাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করে। ১৯১৬ - ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আয়ারল্যান্ডের গণ-অভ্যুত্থান শুরু। ১৯২৬ - যক্ষার ভ্যাকসিন বিসিজি আবিষ্কার হয়। ১৯৪৫ - সাবেক সোভিয়েত সেনাবাহিনী বার্লিনে প্রবেশ করে। ১৯৫৪ - রাজশাহীর কারাগারের খাপড়া ওয়ার্ডে নির্বিচারে গুলি চালিয়ে কম্পরাম সিং, আনোয়ার হোসেন প্রমুখ ৭ জন রাজবন্দীকে হত্যা করা হয়। ১৯৫৫ - প্রথম বান্দুং সম্মেলন সমাপ্ত হয়। ১৯৭০ - গাম্বিয়া প্রজাতান্ত্রিক দেশ হিসেবে ঘোষিত হয়। ২০১৩ - বিশ্বের অন্যতম ভয়াবহ শিল্প-দুর্ঘটনা রানা প্লাজা ট্রাজেডি ঘটে। এতে আট তলা রানা প্লাজা ভেঙে পড়ে ১১শ'র বেশি পোশাক শ্রমিকের নির্মম মৃত্যু ঘটে। জন্ম: ৭০২ - ইমাম জাফর আল-সাদিক, শিয়া ইমাম। ১৮৯৭ - বেনজামিন হোর্ফ, মার্কিন ভাষাবিজ্ঞানী। ১৯৭৩ - শচীন টেন্ডুলকার, ভারতীয় ক্রিকেটার। মৃত্যু: ১৯৭২ - যামিনী রায়,চিত্রশিল্পি। ২০০৬ - নাসরীন পারভীন হক, বাংলাদেশের অন্যতম মানবাধিকার নেত্রী। দিবস: বিশ্ব মেধা সম্পদ দিবস। রানা প্লাজা ট্র্যাজেডি দিবস (বাংলাদেশ)।
২৪ এপ্রিল ২০২৪, ০২:৫৮

২৩ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি: ১৬৬১ - ওয়েস্টমিনস্টার অ্যাবেতে দ্বিতীয় চার্লস ইংল্যান্ড, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের রাজা হিসাবে অভিষিক্ত হন। ১৬৩৫ - যুক্তরাষ্ট্রে বোস্টন ল্যাটিন স্কুল নামে প্রথম পাবলিক স্কুল প্রতিষ্ঠিত হয়। ১৭৯৫ - ভারতের ব্রিটিশ গভর্নর ওয়ারেন হেস্টিংস রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ থেকে বেকসুর খালাস পান। ১৮২৭ - আইরিশ গণিতজ্ঞ ও পদার্থবিদ উইলিয়াম রোয়ান হ্যামিল্টন আলোকরশ্মির তত্ত্ব প্রদান করেন। ১৮৯৬ - নিউ ইয়র্ক শহরে জনসমক্ষে প্রথম চলচ্চিত্র প্রদর্শিত হয়। ১৯২০ - মোস্তফা কামাল আতাতুর্ক তুরস্কের নেতা নির্বাচিত। ১৯২০ - তুরস্কের স্বাধীনতা যুদ্ধ চলাকালে ঐদেশের এক কক্ষবিশিষ্ট জাতীয় সংসদ আংকারা শহরে প্রতিষ্ঠিত হয়। ১৯২৩ - গদানস্ক উপসাগরের তীরে পোলীয় বন্দর গদানিয়া প্রতিষ্ঠিত হয়। ১৯২৭ - তুরস্ক একমাত্র দেশ, যেখানে শিশু দিবসকে জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়। ১৯৩২ - লন্ডনে শেক্সপিয়র মেমোরিয়াল থিয়েটার উদ্বোধন করা হয়। ১৯৬১ - চল্লিশের দশকের সেনাপতির পোষাক পরে ফ্রান্সের প্রেসিডেন্ট চার্লস দ্য গল ফ্রান্সের সামরিক বাহিনী ও সাধারণ মানুষের কাছে আবেদন জানান, তারা যেন আলজিয়ার্সে উদ্ভূত অভ্যুত্থান প্রচেষ্টার বিরোধিতা করেন। ১৯৬৮ - নিউ ইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটির ছাত্ররা এই দিনে ইউনিভার্সিটি বন্ধ করে দিয়ে ভিয়েতনাম যুদ্ধের প্রতিবাদ করে। ১৯৬৮ - ব্রিটেনে প্রথম দশমিক মুদ্রা চালু হয়। ১৯৭১ - ভারতে প্রথম সুপার এক্সপ্রেস টেলিগ্রাফ সার্ভিসের উদ্বোধন করা হয়। ১৯৭১ - বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার ও রাজাকাররা প্রায় তিন হাজার হিন্দু হত্যা করেছিল জোতিভাঙ্গা নামক এলাকায়। ১৯৭৭ - বাংলাদেশ সংবিধানের ৫ম সংশোধনী গৃহীত হয়। ১৯৮৮ - লিবিয়ায় বিস্ফোরক ভর্তি ট্রাক বিস্ফোরণে ৫৪ জন নিহত হন। ১৯৯০ - ২৬ বছরের মধ্যে প্রথম চীনের সরকার প্রধান, প্রধানমন্ত্রী লি পেং সোভিয়েত ইউনিয়ন সফরে যান।   জন্ম: ১৭৭৫ -   উইলিয়াম টার্নার, তিনি ছিলেন প্রখ্যাত ইংরেজ আর্টিস্ট। ১৭৯১ -   জেমস বিউকানান, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চদশ রাষ্ট্রপতি। ১৮৫৮ -   মাক্স প্লাংক, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিজ্ঞানী। ১৮৬৭ -   জোহানেস ফিবিগের, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ডেনিশ পদার্থবিজ্ঞানী। ১৮৯১ -  রাশিয়ার প্রখ্যাত সংগীত রচয়িতা, সুরকার এবং পিয়ানোবাদক সের্গেই প্রোকোফিভ ইউক্রেনের একটি গ্রামে জন্মগ্রহণ করেন। ১৮৯৩ -  মৃত্তিকাবিজ্ঞানী জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন। ১৮৯৭ -   লাস্টের বি. পিয়ারসন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী কানাডিয়ান রাজনীতিবিদ ও ১৪ তম প্রধানমন্ত্রী। ১৮৯৯ -   বারটিল অহলীন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী সুইডিশ অর্থনীতিবিদ ও রাজনীতিবিদ। ১৯০২ -   হাল্ডর লাক্সনেস্‌, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আইসল্যান্ডিক লেখক ও কবি। ১৯১৮ -   মরিস দরুন, তিনি ছিলেন ফরাসি লেখক। ১৯২৮ -   শার্লি টেম্পল, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী, গায়িকা, ড্যান্সার ও কূটনীতিক। ১৯৪১ -   রেমন্ড স্যামুয়েল টমলিনসন, তিনি ছিলেন মার্কিন কম্পিউটার প্রোগ্রামার ও বিশ্বের প্রথম ই-মেইল প্রবর্তনকারী। ১৯৪১ -   পাভো লিপোনেন, তিনি ফিনিশ সাংবাদিক, রাজনীতিবিদ ও ৩৮ তম প্রধানমন্ত্রী। ১৯৫৪ -   মাইকেল মুরে, তিনি আমেরিকান পরিচালক, প্রযোজক ও সমাজ সেবী। ১৯৫৫ -   জুডি ডেভিস, তিনি অস্ট্রেলিয়ান অভিনেত্রী। ১৯৬২ -   জন হান্নাহ, তিনি স্কটিশ অভিনেতা ও প্রযোজক। ১৯৬৮ -   টিমোথি ম্যাকভেই, তিনি ছিলেন আমেরিকান সন্ত্রাসী, ওকলাহোমা শহরের হামলার ঘটনার সহ-অপরাধী। ১৯৭৭ -   কাল পেন্‌, তিনি ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা। ১৯৮৯ -   নিকলে ভাইডিসোভা, তিনি চেক টেনিস খেলোয়াড়।   মৃত্যু: ০৭১১ -  তৃতীয় চিল্ডেবেরট, তিনি ছিলেন ফ্রাঙ্কিশ রাজা। ১৬১৬ -  উইলিয়াম শেক্সপিয়র, তিনি ছিলেন বিশ্ববরেণ্য কবি ও নাট্যকার। ১৬১৬ -  মিগেল দে থের্ভান্তেস, তিনি ছিলেন স্পেনীয় ঔপন্যাসিক, কবি ও নাট্যকার। ১৮৫০ -  উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তিনি ছিলেন একজন অন্যতম ইংরেজ রোমান্টিক কবি। ১৯১৫ -  রুপার্ট ব্রুক, তিনি ছিলেন ইংরেজ কবি। ১৯৫১ -  চার্লস জি. ডাওস, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান ব্যাংকার, রাজনীতিবিদ ও ৩০ তম ভাইস প্রেসিডেন্ট। ১৯৬৮ -  বড়ে গোলাম আলী খাঁ, তিনি ছিলেন উপমহাদেশের খ্যাতনামা সঙ্গীতশিল্পী। ১৯৭৫ -  উইলিয়াম হার্টনেল, তিনি ছিলেন ইংরেজ অভিনেতা। ১৯৮১ -  জোসেপ প্লা ই কাসাডেভেল, তিনি ছিলেন কাতালান সাংবাদিক ও লেখক। ১৯৮৬ -  অটো লুডভিগ প্রেমিঙার, তিনি ছিলেন ইউক্রেনীয় বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা, পরিচালক ও প্রযোজক। ১৯৮৭ -  কবি ও প্রাবন্ধিক সুফি জুলফিকার হায়দার মৃত্যুবরণ করেন। ১৯৯০ -  পাউলেটে গডার্ড, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী ও সমাজসেবী। ১৯৯২ -  সত্যজিৎ রায়, তিনি ছিলেন বাংলা চলচ্চিত্র পরিচালক, সাহিত্যিক ও চিত্রকর| ১৯৯৩ - শ্রীলঙ্কার শীর্ষ বিরোধীদলীয় নেতা ললিত আথুলাথ মুদালি আততায়ীর গুলিতে নিহত হন। ১৯৯৭ -  ডেনিস কম্পটন, তিনি ছিলেন ইংরেজ ক্রিকেটার। ২০০৭ -  বরিস ইয়েল্টসিন, তিনি ছিলেন রাশিয়ান রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি। ২০১৪ -  পাট্রিক স্টান্ডফরড, তিনি ছিলেন ইংরেজ সুরকার ও শিক্ষক।   দিবস: আজ আন্তর্জাতিক বই ও কপি রাইট দিবস।
২৩ এপ্রিল ২০২৪, ০১:৫৮

মিয়ানমারে আটকে পড়াদের ২৪ এপ্রিল ফিরিয়ে আনা হবে : পররাষ্ট্রমন্ত্রী
মিয়ানমারে আটকে পড়া বাংলাদেশিদের ২৪ এপ্রিল জাহাজে করে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। সোমবার (২২ এপ্রিল) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ২৪ এপ্রিল মিয়ানমারের একটি জাহাজ বাংলাদেশে আসবে। দেশটিতে নানাভাবে আটকা পড়া ১৪৪ জন বাংলাদেশিকে ওই জাহাজে করে নিয়ে আসা হবে।  জানা গেছে, বিভিন্ন সময়ে মিয়ানমারে গিয়ে ১৭০ জনের মত বাংলাদেশি আটকা পড়েছেন। তাদের কেউ জেলে আছেন এবং কারও বিচার প্রক্রিয়া চলমান। এর মধ্যে কেউ কেউ মাছ ধরতে গিয়েও মিয়ানমার সীমান্তে ঢুকে আটক হয়েছিলেন। তাদের মধ্যে ১৪৪ জনকে ফেরানোর বিষয়টি চূড়ান্ত হয়েছে। হাছান মাহমুদ আরও বলেন, মিয়ানমার থেকে আসা ওই জাহাজে করেই ২৫ এপ্রিল বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সীমান্তরক্ষীদের ফেরত পাঠানো হবে। যদিও আশ্রয় নেওয়া ২৮৫ জনকে আজ (সোমবার) ফেরত পাঠানের কথা ছিল, সেটা পিছিয়ে ২৫ এপ্রিল করা হয়েছে।  উল্লেখ্য, মিয়ানমারে সেনাবাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে চলা সংঘর্ষ সম্প্রতি ভয়াবহ আকার ধারন করে। যার প্রভাব বাংলাদেশেও পড়ে। ওই সংঘাতের মধ্যে মিয়ানমারের অনেক সীমান্তরক্ষী ও সশস্ত্র বাহিনীর সদস্য বাংলাদেশে পালিয়ে আসে।
২২ এপ্রিল ২০২৪, ১৫:৫২

২২ এপ্রিল : ইতিহাসে আজকের এই দিনে
আজ রোববার, ২২ এপ্রিল, ২০২৪। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ঘটনাবলি: ১৩৫৮ - ইসলামী প্রজাতন্ত্র ইরানের গণতন্ত্রের প্রতিষ্ঠা ইমাম খোমেনী ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী গঠনের ফরমান জারী করেন। ১৫০০ - পেডো আলভারেজ কাবরাল ব্রাজিল আবিষ্কার করেন। ১৬৬২ - লন্ডনে রয়াল সোসাইটি গঠিত হয়। ১৮৩৪ - সেন্ট হেলেনা ব্রিটিশ সাম্রাজ্যের অঙ্গীভূত হয়। ১৮৫৭ - দক্ষিণ অস্ট্রেলিয়ার প্রথম পার্লামেন্ট বসে। ১৮৯০ - কিউবার জনগণ সেদেশে স্পেনের আধিপত্য বিস্তারের বিরুদ্ধে বিদ্রোহ করে। ১৯১২ - রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে ‘প্রাভদা’ পত্রিকা প্রকাশ পায়। ১৯১৫ - প্রথম মহাযুদ্ধে জার্মানরা বিষাক্ত গ্যাস ব্যবহার শুরু করে। ১৯৩০ - বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে চট্টগ্রাম জালালাবাদ পাহাড়ে ইংরেজ সৈন্যদের সঙ্গে সম্মুখ যুদ্ধ। ১৯৪৪ - দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রবাহিনী নিউ গিনিতে প্রবেশ করে। ১৯৪৮ - অবৈধ রাষ্ট্র ইহুদীবাদী ইসরাইল ফিলিস্তিনের উত্তর পশ্চিমাঞ্চালে অবস্থিত বান্দর নগরী হাইফাতে হামলা চালায়। ১৯৭০ - মার্কিন সিনেটর গেইলর্ড নেলসন ধরিত্রী দিবসের প্রচলন করেন। ১৯৮৮ - টানা পাঁচ বছর বৈরিতার পর পিএলও ও সিরিয়ার মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়। ১৯৯৮ - যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের অরলান্ডোতে ডিজনি এনিম্যাল ওয়ার্ল্ড উদ্বোধন করা হয়। জন্ম: ১৪৫১ - প্রথম ইসাবেলা, তিনি ছিলেন কাস্টাইল রানী। ১৫৯২ - উইলহেল্ম শিকার্ড, তিনি ছিলেন জার্মান জ্যোতির্বিজ্ঞানী ও গণিতবিদ। ১৭০৭ - হেনরি ফিন্ডিং, তিনি ছিলেন ইংরেজ ঔপন্যাসিক ও নাট্যকার। ১৭২৪ - ইমানুয়েল কান্ট, তিনি ছিলেন জার্মান নৃতত্ত্ববিদ, দার্শনিক ও শিক্ষাবিদ। ১৭৬৬ - গেরমাইনে ডি স্টায়েল, তিনি ছিলেন ফরাসি দার্শনিক ও লেখক। ১৮৫৪ - অঁরি লা ফন্তেইন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী বেলজিয়ান আইনজীবী। ১৮৭০ - ভ্লাদিমির ইলিচ লেনিন, তিনি ছিলেন রুশ বিপ্লবের রূপকার ও প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের প্রতিষ্ঠাতা। ১৮৭৬ - রবার্ট বারানি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী অস্ট্রিয়ান পদার্থবিদ। ১৮৯৯ - ভ্লাদিমির ভ্লাদিমিরভিচ নাবকফ, তিনি ছিলেন রাশিয়ান বংশোদ্ভূত সুইস পতঙ্গবিজ্ঞানী, লেখক ও সমালোচক। ১৯০৪ - রবার্ট ওপেনহেইমার, তিনি ছিলেন মার্কিন পদার্থবিদ। ১৯০৯ - রিতা লেভি-মোন্টালচিনি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইতালিয়ান স্নায়ু। ১৯১৬ - কানন দেবী, তিনি ছিলেন ভারতীয় অভিনেত্রী ও গায়িকা। ১৯১৯ - ডোনাল্ড জেমস ক্র্যাম, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রসায়নবিদ। ১৯২৯ - মাইকেল ফ্রান্সিস আটিয়া, তিনি ছিলেন ফিল্ডস পদক বিজয়ী একজন প্রথিতযশা ইংরেজ গণিতবিদ। ১৯৩৭ - জ্যাক নিকলসন, তিনি আমেরিকান অভিনেতা ও প্রযোজক। ১৯৪৫ - গোপালকৃষ্ণ গান্ধী, তিনি ভারতীয় বুদ্ধিজীবী ও পশ্চিমবঙ্গের ২২তম রাজ্যপাল। ১৯৫৭ - ডোনাল্ড টুস্ক, তিনি পোলিশ সাংবাদিক ও রাজনীতিবিদ ও ১৪ তম প্রধানমন্ত্রী। ১৯৬০ - মার্ট লার, তিনি এস্তোনিয়ার, রাজনীতিবিদ ও ৯ম প্রধানমন্ত্রী। ১৯৭৪ - চেতন ভগত, তিনি ভারতের প্রখ্যাত ঔপন্যাসিক, নিবন্ধকার, বক্তা ও চিত্ৰনাট্যকার। ১৯৭৭ - মার্ক ভ্যান বমমেল, তিনি ডাচ ফুটবলার। ১৯৮২ - কাকা, তিনি ব্রাজিলিয়ান ফুটবলার। ১৯৮৭ - ডেভিড লুইজ, তিনি ব্রাজিলিয়ান ফুটবলার। ১৯৮৭ - জন অবি মিকেল, তিনি নাইজেরিয়া ফুটবল। ১৯৮৯ - জ্যাসপার কিলেসেন, তিনি ডাচ ফুটবলার। ১৪৫১ - প্রথম ইসাবেলা, তিনি ছিলেন কাস্টাইল রানী। ১৫৯২ - উইলহেল্ম শিকার্ড, তিনি ছিলেন জার্মান জ্যোতির্বিজ্ঞানী ও গণিতবিদ। মৃত্যু: ৫৪৫ - গৌতম বুদ্ধ (আনুমানিক)। ১৬১৬ - মিগেল দে থের্ভান্তেস সাভেদ্রা, তিনি ছিলেন স্প্যানিশ ঔপন্যাসিক, কবি ও নাট্যকার। ১৮৩৩ - রিচার্ড ট্রেভিথিক, তিনি ছিলেন ইংরেজ প্রকৌশলী ও এক্সপ্লোরার। ১৮৯২ - এডউয়ারড লালো, তিনি ছিলেন ফরাসি বেহালাবাদক ও সুরকার। ১৯০৮ - হেনরি ক্যাম্পবেল-ব্যানারম্যান, তিনি ছিলেন স্কটিশ বংশোদ্ভূত ইংরেজ বণিক, রাজনীতিবিদ ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। ১৯৩০ - হরিগোপাল বল, মধুসূদন দত্ত, পুলিনচন্দ্র ঘোষ, নির্মল লালা ও ত্রিপুরা সেনগুপ্ত তারা ছিলেন বাঙালি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বিপ্লবী। ১৯৩৩ - হেনরি রয়েস, তিনি ছিলেন মোটর গাড়ির নকশাকার। ১৯৪৫ - কাথে কল্বিটয, তিনি ছিলেন জার্মান চিত্রশিল্পী ও ভাস্কর। ১৯৮৬ - মিরকেয়া এলিয়াদ, তিনি ছিলেন রোমানিয়ান ইতিহাসবিদ ও লেখক। ১৯৮৯ - এমিলিও জিনো সেগরে, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইতালিয়ান বংশোদ্ভূত আমেরিকান পদার্থবিদ। ১৯৯৪ - মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৭তম রাষ্ট্রপতি রিচার্ড নিক্সন। ১৯৯৮ - ইরাকে প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ মুর্তজা বুরুজার্দী ৭০ বছর বয়সে নাজাফে শাহাদাত বরণ করেন। ২০০৬ - আলিডা ভালি, তিনি ছিলেন ইতালিয়ান অভিনেত্রী।
২২ এপ্রিল ২০২৪, ০০:৪৬
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়