• ঢাকা সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
logo
মোদি হয়ে পর্দায় আসছেন বাহুবলীর ‘কাটাপ্পা’
বাহুবলী সিনেমার কাটাপ্পাখ্যাত অভিনেতা সত্যরাজ। এবার তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিকে নাম ভূমিকায় অভিনয় করবেন।  ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, মোদির আসন্ন বায়োপিক সম্পর্কে বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে। শুধুমাত্র নাম ভূমিকায় যিনি অভিনয় করছেন, সেই সত্যরাজের কাস্টিং ছাড়া। বলাই বাহুল্য সত্যরাজের ক্যারিয়ারে মোদির বায়োপিকে খোদ তার চরিত্রে অভিনয়ের বিষয়টি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে চলেছে। প্রসঙ্গত, নরেন্দ্র মোদির এটা দ্বিতীয় বায়োপিক হতে চলেছে। এর আগে ২০১৯ সালে মোদির প্রথম বায়োপিকে অভিনয় করেন বিবেক ওবেরয়। 
১৮ মে ২০২৪, ২১:৩৯

ঢাকায় আসছেন কানাডার ইন্দো-প্যাসি‌ফিক বা‌ণিজ্য প্রতি‌নি‌ধি
তিন দিনের সফরে আজ শ‌নিবার (১৮ মে) সন্ধ্যায় ঢাকায় আসছেন কানাডার ইন্দো-প্যাসি‌ফিক বা‌ণিজ্য প্রতি‌নি‌ধি পল থো‌পিল। এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানায় ঢাকায় কানাডার হাইক‌মিশন। বিজ্ঞ‌প্তি‌তে হাইক‌মিশন জানায়, কানাডার ই‌ন্দো-প্যাসি‌ফিক বা‌ণিজ্য প্রতি‌নি‌ধি পল থো‌পিল রোববার (১৯ মে) থে‌কে তিন দিনের সফরে আজ (শ‌নিবার) সন্ধ্যায় ঢাকায় আসবেন। বাংলাদেশ সফরের সময় তিনি সরকা‌রি কর্মকর্তা এবং অংশীজনেদের সঙ্গে সাক্ষাৎ ক‌রবেন। এ সময় ইন্দো-প্যাসিফিক কৌশলের মাধ্যমে এই অঞ্চলের প্রতি কানাডার প্রতিশ্রুতি বাস্তবায়ন, দু’দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিমুখী বি‌নি‌য়োগে উৎসাহিত করার জন্য কীভাবে একসঙ্গে কাজ করা যায়, তা নিয়ে আলোচনা করবেন তিনি।
১৮ মে ২০২৪, ১৫:৫৩

বাংলাদেশে আসছেন কুরুলুস উসমানের নায়ক
তুরস্কের বেশ কয়েকটি ইসলামিক সিরিজ বাংলাদেশে তুমুল জনপ্রিয়তা পেয়েছে। যার মধ্যে ‘কুরুলুস উসমান’ অন্যতম। নতুন খবর হলো, এই সিরিজের প্রধান চরিত্র উসমানের ভূমিকায় অভিনয় করা অভিনেতা বুরাক অ্যাজিভিট বাংলাদেশে আসছেন। আর বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (১৬ মে) এক ভিডিওবার্তায় তিনি বলেন, সালাম বাংলাদেশ, কেমন আছেন আপনারা? খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে। জানা গেছে, একটি বহুজাতিক প্রতিষ্ঠানের আমন্ত্রণে তিনি বাংলাদেশে আসতে যাচ্ছেন। তবে ঠিক কবে আসবেন,তা এখনো জানানো হয়নি। প্রসঙ্গত, উসমানী সাম্রাজ্যের প্রথম সম্রাট উসমানের ভূমিকায় অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি লাভ করেছেন বুরাক অ্যাজিভিট। সোশ্যাল মিডিয়ায় তার ভক্ত-অনুসারীর সংখ্যা অনেক। 
১৭ ঘণ্টা আগে

আজ ঢাকায় আসছেন ডোনাল্ড লু
ভারত ও শ্রীলঙ্কা হয়ে মঙ্গলবার (১৪ মে) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। গত ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে ডোনাল্ড লুর ঢাকা সফরটি হতে যাচ্ছে উচ্চপর্যায়ের প্রথম সফর। কূটনৈতিক সূত্র জানায়, ডোনাল্ড লু মঙ্গলবার দুদিনের সফরে ঢাকায় আসবেন। এ সফরে সরকারি ও বেসরকারি নানা পর্যায়ে কয়েকটি বৈঠক ও মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়া মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বাসভবনে নৈশভোজে অংশ নেবেন লু। এছাড়া নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের কথা রয়েছে তার। মার্কিন পররাষ্ট্র দপ্তরদপ্তরের ওয়েবসাইটে বলা হয়, ঢাকা সফরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সহযোগিতার সম্পর্ক ছাড়াও জলবায়ু সংকট ও দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করা নিয়ে আলোচনা করবেন ডোনাল্ড লু। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে আরও বলা হয়, ১০ থেকে ১৫ মে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ সফর করবেন ডোনাল্ড লু। তার এ সফরে দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার হবে বলে প্রত্যাশা করছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র যে একটি মুক্ত, অবাধ ও সমৃদ্ধ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল দেখতে চায়, সেটাই গুরুত্ব পাবে ডোনাল্ড লুর সফরে।
১৪ মে ২০২৪, ০৮:৫১

নতুন পরিচয়ে আসছেন তাহসান
মার্কিনের জনপ্রিয় পারিবারিক রিয়েলিটি শো ‘ফ্যামিলি ফিউড। বিশ্বের ৫০টিরও বেশি দেশে সাড়া জাগানো প্রতিযোগিতামূলক এই অনুষ্ঠানটি। এবার বাংলাদেশি সংস্করণ আসছে এটির। প্রচারিত হবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। আর এই অনুষ্ঠানের মাধ্যমেই নতুন পরিচয়ে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান।  অনুষ্ঠানটি সঞ্চালনা করতে যাচ্ছেন তিনি। দেশে ‘ফ্যামিলি ফিউড’-এর আয়োজনকে আরও জমজমাট করে তুলতে সঞ্চালক হিসেবে এই গায়ককেই নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছে বঙ্গ।   জানা গেছে, ‘ফ্যামিলি ফিউড’ অনুষ্ঠানে দুটি পরিবারের সদস্যরা অংশ নেন। পাশাপাশি একশ জনের ওপর পরিচালিত বিভিন্ন জরিপের ফলাফল অনুমানের চেষ্টা করেন। প্রতিযোগীদের মূল লক্ষ্য থাকে জরিপে পাওয়া সবচেয়ে জনপ্রিয় উত্তরগুলো খুঁজে বের করা এবং এর ভিত্তিতে তাদের পয়েন্ট বণ্টন করা হয়। অনুষ্ঠানে প্রথম যে পরিবারটি ৩০০ পয়েন্ট সংগ্রহ করতে সক্ষম হয়, তার সদস্যরা বোনাস রাউন্ড ‘ফাস্ট মানি’ তে অংশ নেওয়ার বিশেষ সুযোগ পান। এ প্রসঙ্গে তাহসান বলেন,  বঙ্গর প্রযোজনায় বাংলাদেশে ফ্যামিলি ফিউড-এর মতো দুর্দান্ত একটি অনুষ্ঠানের প্রথম সিজনে যুক্ত হতে পেরে ভীষণ আনন্দিত আমি। আশা করছি আমরা একটি সফল আয়োজন উপহার দিতে পারব। যেখানে সব দর্শকরা অংশ নিতে পারবেন এবং পারিবারিক বিনোদনের অভিজ্ঞতা নতুন করে ফিরে পাবেন।   বিষয়টি নিয়ে বঙ্গর চিফ অপারেটিং অফিসার ফায়াজ তাহের বলেন, আমরা এমন একটি আয়োজন নিয়ে আসছি যেখানে পরিবারের সদস্যরা সকলে মিলে উপভোগ করতে পারবেন। বাংলাদেশে এখনও অনেক যৌথ পরিবার রয়েছে। আমরা তাদেরকে স্মরণীয় অভিজ্ঞতা তৈরির সুযোগ দিতে চাই। অনুষ্ঠানটির মূল আয়োজনের সঞ্চালক স্টিভ হার্ভি। তার হাস্যরসাত্মক পরিবেশনা ‘ফ্যামিলি ফিউড’কে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছে জনপ্রিয়তার শীর্ষে। বিজয়ীর মুকুট অর্জনের জন্য পরিবারের সদস্যদের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মজার পাশাপাশি অনুষ্ঠানটি পারিবারিক সম্পর্কের উষ্ণতা ও ভালোবাসা উদযাপনেরও উপলক্ষ তৈরি করে। বাংলাদেশেও অনুষ্ঠানটি একইরকম উত্তেজনা আর বিনোদন উপহার দিতে যাচ্ছে। শিগগিরই বঙ্গর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই অনুষ্ঠানে অংশগ্রহণের আবেদন জানাতে পারবেন আগ্রহীরা।
১২ মে ২০২৪, ১০:১৮

ছয় মাস পর সংবাদ সম্মেলনে আসছেন মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৬ মাসের বেশি সময় পর সংবাদ সম্মেলনে আসছেন।  শনিবার (১১ মে) দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত বছরের ২৭ অক্টোবরের পর এই প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে আসছেন মির্জা ফখরুল। গত বুধবার অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে রোববার (১২ মে) গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে অংশ নেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রসঙ্গত, ২০২৩ সালের ২৮ অক্টোবর ঢাকায় দলটির মহাসমাবেশকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে ২৯ অক্টোবর সকাল নিজের গুলশানের বাসা থেকে গ্রেপ্তার হন মির্জা ফখরুল।
১১ মে ২০২৪, ১৩:৫৩

রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করতে ঢাকা আসছেন ডোনাল্ড লু
আগামী ১৪ মে দুইদিনের জন্য বাংলাদেশ সফরের উদ্দেশে ঢাকা আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সব দলকে সংলাপে অংশগ্রহণের চিঠি লেখার পর এটিই তার প্রথম বাংলাদেশ সফর। তার এ সফরের খবরে ইতোমধ্যে ব্যাপক কানাঘুষা শুরু হয়েছে দেশের কূটনৈতিক পরিমণ্ডলে। তবে পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, মার্কিন এ কূটনীতিকের ঢাকা সফর রাজনৈতিক নয়। বরং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করতেই তিনি বাংলাদেশে আসছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।  বুধবার (৮ মে) সাংবাদিকদের হাছান মাহমুদ বলেন, ডোনাল্ড লুর ঢাকা সফরের মূল ইস্যু রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করা। তার এ সফরে আগামীতে ঢাকা ও ওয়াশিংটনের মধ্যকার দ্বি-পাক্ষিক সম্পর্ক আরো গভীর ও জোরদার হবে বলেও এসময় আশাবাদ ব্যক্ত করেন পররাষ্ট্রমন্ত্রী।  দুইদিনের এ সফরকালে ডোনাল্ড লু দেশের বিভিন্ন পর্যায়ে কয়েকটি বৈঠক ও মতবিনিময় করবেন বলে ধারণা করছে কূটনৈতিক মহল। গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ টানা চতুর্থবারের মতো সরকার গঠনের পর এটাই হতে যাচ্ছে ডোনাল্ড লুর প্রথম ঢাকা সফর। এর আগে গত বছরের ১৪ জানুয়ারি তিনি ঢাকা সফর করেন। 
০৮ মে ২০২৪, ১৬:০২

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বহুরূপী’ নিয়ে আসছেন ফরহাদ-ইয়াশা
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'বহুরূপী'তে 'বহুরূপী' শিরোনামের একটি গান সম্প্রতি প্রকাশ পেয়েছে। বহুরূপী গানের কথা লিখেছেন ফরহাদ হোসেন। সুর ও সঙ্গীত করেছেন এ সময়ের তরুন মেধাবী মিউজিক ডিরেক্টর সালমান জাইম। গানটিতে কন্ঠ দিয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় শিল্পী খায়রুল ওয়াসি। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বহুরূপীতে অভিনয় করেছেন ফরহাদ হোসেন ও ইয়াশা হাসান। বহুরূপী গানটিতে তাদের দুজনের সাবলিল উপস্থিতি দর্শকেদের মন ছুঁয়ে যাবে।  স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বহুরূপী’ গল্প ও সংলাপ লিখেছেন ফরহাদ হোসেন। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সৈকত বর্দ্ধন সেতু। তিনি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বহুরূপী’ সর্ম্পকে বলেন, ‘বহুরূপী খুবই সুন্দর লোকেশনে দৃশ্য ধারণ করা হয়েছে এর মূল শক্তি গল্প। গল্প দর্শকদের হাসাবে, কাঁদাবে আবার আবেগী করেও তুলবে। গল্পের কারণে এটা দর্শক নন্দিত হবে। প্রসঙ্গত, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বহুরূপী’ রিলিজ হবে আগামী ৯ মে ২০২৪। 
০৭ মে ২০২৪, ২৩:০৬

ফের ঢাকায় আসছেন ডোনাল্ড লু
আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে ফের ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী সেক্রেটারি অফ স্টেট হিসেবে দায়িত্বে থাকা ডোনাল্ড লু। মঙ্গলবার (৭ মে) দুই দেশের কূটনৈতিক সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করেছে।  জানা গেছে, নির্বাচন নিয়ে সব সব দলকে সংলাপে অংশগ্রহণের চিঠি লেখার পরে এটিই তার প্রথম বাংলাদেশ সফর। ইতোমধ্যে তার এই সফরকে ঘিরে আলোচনা শুরু হয়েছে কূটনৈতিক অঙ্গনে। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিষয়ে দেখভালকারী লু বেশ আলোচিত। এর আগে, বাংলাদেশের নির্বাচন এবং মার্কিন ভিসা নীতিসহ নানামুখী তৎপরতার মধ্য দিয়ে ২০২৩ সালের জুলাইতে বাংলাদেশ সফর করেন ডোনাল্ড লু।    
০৭ মে ২০২৪, ১৯:০০

ভারতের পররাষ্ট্রসচিব ঢাকায় আসছেন বুধবার
দুদিনের সফরে আগামীকাল বুধবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রসচিব বিনয় মোহন কোয়াত্রা। বুধবার (৮ মে) সন্ধ্যায় তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তবে বিনয় মোহন কোয়াত্রা বৃহস্পতিবার (৯ মে) তার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাঠানো দিল্লি সফরের আমন্ত্রণপত্র তুলে দেবেন। ওই দিন তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন। ভারতের পররাষ্ট্রসচিব বিনয় কোয়াত্রা ঢাকা সফরের সময় পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আলোচনা করবেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশ ও ভারত আগামী জুন মাসের শেষ দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরের বিষয়টি মোটামুটি চূড়ান্ত করেছিল। এখন প্রধানমন্ত্রীর ওই সফর পিছিয়ে জুলাইয়ে আয়োজন করতে চাইছে ভারত। ঢাকা সফরের সময় বিনয় কোয়াত্রা এটি বাংলাদেশের কাছে তুলে ধরতে পারেন। উল্লেখ্য, গত ২০ এপ্রিল বিনয় কোয়াত্রার ঢাকায় আসার কথা ছিল। তবে অনিবার্যকারণে ওই সফর স্থগিত হয়ে যায়।
০৭ মে ২০২৪, ১৮:১২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়