logo
  • ঢাকা মঙ্গলবার, ২৬ মে ২০২০, ১২ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু ২১, আক্রান্ত ১৯৭৫ জন, আর সুস্থ হয়েছেন ৪৩৩ জন: স্বাস্থ্য অধিদপ্তর

মুখ খুললেন রাকুল প্রীত সিং

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০৯ মে ২০২০, ২৩:৪০ | আপডেট : ১০ মে ২০২০, ১০:১৭
রাকুল প্রীত সিং
রাকুল প্রীত সিং
ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী রাকুল প্রীত সিংয়ের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, কোনও একটি দোকান থেকে কিছু কিনে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে ফিরছেন।

এদিকে ওই ভিডিও দেখে নেটিজ়েনরা প্রশ্ন তুলেছেন, অভিনেত্রী কি মদ কিনতে বেরিয়েছিলেন? তা-ও লকডাউনের মধ্যেই? বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়াতে তুমুল বিতর্ক চলছে।

এবার আর চুপ রইলেন না রাকুল প্রীত। বিষয়টি নিয়ে ২৯ বছর বয়সী এই অভিনেত্রী বলেছেন, ‘আমি জানতামই না ওষুধের দোকানেও মদ বিক্রি হয়।’

এদিকে করোনা সংকটে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ প্রধান করেছেন তিনি। পাশাপাশি প্রায় ২০০ মানুষকে দু’বেলা খাবার দিয়েছেন রাকুল। অভিনেত্রীর বাড়িতেই রান্না  করা খাবার প্রতিদিন ২০০ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন তিনি।

কলেজ জীবন থেকেই রাকুল মডেলিংয়ের সঙ্গে যুক্ত। তিনি কর্ণাঠক সিনেমা গিল্লি’র মাধ্যমে ২০০৯ সালে অভিনয় জীবন শুরু করেন। ২০১১ সালে  ফেমিনা মিস্ ইন্ডিয়াতে নাট্যাভিনয়ে পঞ্চম স্থান পান এবং ‘মিস ইন্ডিয়া (জনতার বিচারে)’-সহ পাঁচটি নাট্য পদবী লাভ করেন।

তেলুগু সিনেমায় বেশি দেখা গেলেও এই অভিনেত্রী তামিল, বলিউডে এবং কর্ণাঠক চলচ্চিত্রে কাজ করে থাকেন।

এম

 

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৩৩৬১০ ৬৯০১ ৪৮০
বিশ্ব ৫৫৮৯৭১২ ২৩৬৬৫৫১ ৩৪৭৯০৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়