logo
  • ঢাকা সোমবার, ০৬ এপ্রিল ২০২০, ২৩ চৈত্র ১৪২৬

করোনা আপডেট

  •     ভারতে গত ২৪ ঘণ্টায় ৪৭২ জনসহ মোট আক্রান্ত ৩৩৭৪, মৃত্যু ১১ জনসহ বেড়ে ৭৯: স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ২৪ ঘণ্টায় দেশে একদিনে রেকর্ড সংখ্যক আক্রান্ত ১৮ জন, মৃত্যু ১, সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫৫ জন: স্বাস্থ্যমন্ত্রী। আক্রান্তের সংখ্যায় সবার উপরে যুক্তরাষ্ট্র যার সংখ্যা ৩ লাখ ৮ হাজার ৬০৮ জন, মৃত্যু হয়েছে ৮ হাজার ৩৯৭ জনের, বিশ্বব্যাপী মোট মৃত্যু ৬৪ হাজার ৬৬৭ জনের, সাড়ে ১২ লাখেরও বেশি মানুষ আক্রান্ত: ওয়ার্ল্ডোমিটার। সবচেয়ে খারাপ অবস্থা নিউইয়র্কের, আক্রান্ত ১ লাখ ১৪১৭৪, মৃত্যু ২৬২৪ জন: সিএএএন।

করোনা আতঙ্কে সফর বাতিল করলেন দীপিকা

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০৪ মার্চ ২০২০, ১৪:৫৯ | আপডেট : ০৪ মার্চ ২০২০, ১৫:১৩
দীপিকা পাড়ুকোন
দীপিকা পাড়ুকোন

বিশ্বজুড়েই করোনা ভাইরাস আতঙ্ক বিরাজ করছে। জীবন-যাপনে এর প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। করোনার জের ধরেই বহুল প্রতীক্ষিত প্যারিস ফ্যাশন উইকে যাওয়া হলো না দীপিকা পাড়ুকোনের।

ভারতীয় গণমাধ্যমের খবর, লুই ভিতোঁ ব্র্যান্ডের সঙ্গে যুক্ত দীপিকা। সেই সূত্রেই প্যারিস ফ্যাশন উইকে যোগ দিতে এ সপ্তাহেই ফ্রান্সে পৌঁছনোর কথা ছিল নায়িকার। কিন্তু শেষ মুহূর্তে ট্রিপ বাতিল করতে হয়েছে তাকে, কারণ ইউরোপেও এখন করোনা ভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ফলে ঝুঁকি নিতে চাননি তিনি। এক বিবৃতি দিয়ে দীপিকা জানিয়ে দিয়েছেন খবরটি। এবারের প্যারিস ফ্যাশন উইকের রেড কার্পেটে দীপিকার অ্যাপিয়ারেন্স মিস করলেন তার ভক্তরা।

এছাড়া করোনা আতঙ্কে পাল্টে গিয়েছে বরুণ ধাওয়ান-নাতাশা দালালের বিয়ের লোকেশনও। জানা গেছে, থাইল্যান্ডে ডেস্টিনেশন ওয়েডিংয়ের পরিবর্তে নতুন জায়গা ঠিক করা হচ্ছে।

এম

corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৮৮ ৩৩
বিশ্ব ১২৩৭৪২০ ২৫২৯৪৪ ৬৭২৬০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়