• ঢাকা বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১
logo

‘মানুষ বিনোদন পাচ্ছে, পেতে থাকুক, সমস্যা কী?’

  ১৫ মে ২০২৪, ১৯:৫১
ছবি: সংগৃহীত

মন্দিরা চক্রবর্তী। গেলো ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম সিনেমা ‘কাজলরেখা’। ‘মনপুরা’খ্যাত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত এই সিনেমায় তিনি অভিনয় করেছেন নাম ভূমিকায়। সম্প্রতি কাজসহ নানা বিষয় নিয়ে এই অভিনেত্রী মুখোমুখি হয়েছিলেন আরটিভি অনলাইনের

আরটিভি: ‘কাজলরেখা’ সিনেমায় যুক্ত হলেন কীভাবে?

মন্দিরা চক্রবর্তী: করোনার সময় সেলিম ভাইয়ের (গিয়াস উদ্দিন সেলিম) সঙ্গে আমার একটা কাজ হয়েছিল। ওখানেই উনি আমাকে দেখেন এবং অনেক দিন পরে ডাকেন। এরপর অডিশন নেওয়া হয়। তারপর আমাকে জানানো হয়, আমি ‘কাজল রেখা’ সিনেমায় নাম ভূমিকায় কাজ করছি। এইতো এভাবেই যুক্ত হওয়া। তারপর শুটিং, সম্পাদনা শেষে সিনেমা মুক্তি পেলো।

আরটিভি: কাজের অভিজ্ঞতা কেমন ছিল?

মন্দিরা চক্রবর্তী: খুবই ভালো। অনেক দিনের শুটিং ছিল। সবমিলিয়ে ভালো অভিজ্ঞতা।

আরটিভি: সহশিল্পীদের কাছ থেকে কেমন সহযোগিতা পেয়েছেন?

মন্দিরা চক্রবর্তী: শরিফুল রাজ, রাফিয়াত রশিদ মিথিলা আপু, ইরেশ যাকের ভাইসহ সবাই অনেক হেল্পফুল ছিলেন। যতটা আশা করিনি, তার চেয়েও তারা বেশি হেল্প করেছেন।

আরটিভি: নিজের চরিত্র নিয়ে যদি কিছু বলতেন...

মন্দিরা চক্রবর্তী: মন্দিরা থেকে ‘কাজল রেখা’ হয়ে ওঠা বিষয়টি সহজ ছিল না। অনেক চ্যালেঞ্জিং ছিল। তবুও নিজের সবটুকু দিয়ে চেষ্টা করেছি। কতটুকু পেরেছি তার উত্তর দর্শকরাই ভালো দিতে পারবেন।

আরটিভি: মুক্তির পর থেকে ‘কাজলরেখা’ সিনেমার রেসপন্স কেমন পাচ্ছেন?

মন্দিরা চক্রবর্তী: দর্শকদের অনেক অনেক ভালোবাসা পাচ্ছি। তারা পাগলের মতো আমাকে ভালোবাসছে। মন্দিরা চক্রবর্তীকে ডাকছে ‘কাজলরেখা’ নামে। বিষয়টি খুবই ভালো লাগার।

আরটিভি: সম্প্রতি শরিফুল রাজের সঙ্গে আপনার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। বিষয়টি কি শুধুই গুঞ্জন?
মন্দিরা চক্রবর্তী: বিনোদন জগৎ বিনোদন পাচ্ছে, মানুষও বিনোদন পাচ্ছে। পেতে থাকুক, সমস্যা কী?

আরটিভি: আপনার কাছে প্রেমের সংজ্ঞাটা কী?

মন্দিরা চক্রবর্তী: প্রেম মানে ভালোবাসা, অনুভূতি, লয়ালিটি- এটাই তো।

আরটিভি: বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন, প্রেম করছেন। বিয়ে করছেন কবে?

মন্দিরা চক্রবর্তী: বিয়ে নিয়ে কোনো রকম কোনো প্ল্যানিং নেই।

আরটিভি: বিয়ের জন্য কেমন পাত্র পছন্দ?

মন্দিরা চক্রবর্তী: এই মুহূর্তে ঠিক বলতে পারব না কেমন পাত্র পছন্দ। কারণ, দেখা গেলো যখন বিয়ে করবো, তখন আমার মুড সুইং হলো। অন্য কাউকে পছন্দ হলো, ভালো লাগলো। তাই পরেরটা পরেই দেখা যাবে।

আরটিভি: নতুন সিনেমার কি খবর? কি কি সিনেমা আসছে?

মন্দিরা চক্রবর্তী: কোরবানি ঈদে আসছে ‘নীলচক্র’। আরেকটার শুটিং শিগগিরই শুরু হবে। তখন বিস্তারিত বলবো।

আরটিভি: ভবিষ্যৎ পরিকল্পনা কী?

মন্দিরা চক্রবর্তী: বেছে বেছে ভালো কাজ করতে চাই। ভালো অভিনেত্রী হয়ে দর্শকদের হৃদয়ে থেকে যেতে চাই।

মন্তব্য করুন

Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেটদুনিয়া কাঁপাচ্ছেন মন্দিরা চক্রবর্তী
‘নীলচক্র’ মুক্তির অপেক্ষায় আছি: মন্দিরা
এবার উত্তর আমেরিকায় বাংলার রূপকথা ‘কাজলরেখা’ 
মন্দিরার সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন শরীফুল রাজ