logo
  • ঢাকা শুক্রবার, ২২ জানুয়ারি ২০২১, ৮ মাঘ ১৪২৭

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ ডিসেম্বর ২০১৯, ১৭:২৬
আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৯, ১৭:৫২

এন্ড্রু কিশোরের মৃত্যু গুজবে পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা বিরক্ত

এন্ড্রু কিশোর, মৃত্যু, গুজব, পরিবার, শুভাকাঙ্ক্ষী, বিরক্ত
এন্ড্রু কিশোর। ফাইল ছবি।
জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে এখনও চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা ভালো নয়। তবে শিল্পীকে নিয়ে যে গুজব ছড়িয়েছে তা ভিত্তিহীন।

আজ (১৪ ডিসেম্বর) দুপুরের পর থেকে হঠাৎ করেই মৃত্যুর গুজব ছড়িয়েছে কিংবদন্তী এই শিল্পীর। কিছু অসাধু ইউটিউব চ্যানেল ভিউ বাড়ানোর জন্য এন্ড্রু কিশোর মারা গেছেন বলে ভিডিও প্রকাশ করেছে। সেইসব ভিডিওর সূত্রে ফেসবুকে অনেকেই মৃত্যুর খবরটি ছড়িয়ে যাচ্ছেন যাচাই-বাছাই না করেই। বিগত কয়েকদিন ধরে এমনটি করছে বিভিন্ন মহল।

খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন এই নন্দিত গায়ক এমনটা জানান শিল্পীর ঘনিষ্ঠজন মোমিন বিশ্বাস।  

গণমাধ্যমকে তিনি বলেন, একটু আগেও আমি দাদার সঙ্গে কথা বলেছি। সবার দোয়ায় ও আল্লাহর রহমতে এখনও তিনি ভালো আছেন। তার চিকিৎসা চলছে। কেউ মিথ্যে তথ্য ছড়িয়ে বিভ্রান্ত করবেন না। তার পরিবার এতে বিরক্ত হয়, বিব্রতও হয়। নিজেরা ভালো থাকুন আমাদের ও ভালো থাকতে দিন প্লিজ।

উল্লেখ্য, গেল ৯ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছেড়েছিলেন নন্দিত এ শিল্পী। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ১৮ সেপ্টেম্বর তার শরীরে ক্যানসার ধরা পড়ে। এরপর থেকে নিয়মিত কেমোথেরাপি দেয়া হচ্ছে তাকে।

জিএ/পি

RTV Drama
RTVPLUS