• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

সাপের কামড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু

রাবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ মে ২০২৪, ২০:৩৮
ছবি : সংগৃহীত

বিষধর রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া) সাপের কামড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (৬ মে) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত ওই শিক্ষার্থীর নাম শাকিনুর রহমান সাব্বির। তিনি বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলায়।

সাব্বিরের সহপাঠি সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যায় কয়েকজন বন্ধু মিলে পদ্মার পাড়ে বসে আড্ডা দিচ্ছিলেন সাব্বির। এসময় বিষধর রাসেলস ভাইপার সাপ সাব্বিরকে কামড় দেয়। তখন সাপটিকে মেরে দ্রুত সাব্বিরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সোমবার সাব্বির আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফএম শামীম আহম্মদ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী রাসেলস ভাইপার সাপের কামড়ে মারা গেছেন। তাকে আইসিইউতে রাখা হয়েছিল। শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।


মন্তব্য করুন

daraz
  • শিক্ষা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাওয়া হলো না বাজারে, সাপের কামড়ে প্রাণ গেল বৃদ্ধের 
শ্যামনগরে সাপের কামড়ে শিশুর মৃত্যু
গাঁজা সেবন নিয়ে সংঘর্ষ, আহত ৩
রাবিতে ২৩তম আন্তর্জাতিক গণিত সম্মেলন শুরু
X
Fresh