logo
  • ঢাকা মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২০, ২৪ চৈত্র ১৪২৬

করোনা আপডেট

  •     ওয়ার্ল্ডওমিটারসের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি মৃত্যু ইতালিতে- ১৬৫২৩ জন, এরপর স্পেনে মৃত্যু ১৩৩৪১ জন, যুক্তরাষ্ট্রে ১০৮৭১ জন, ফ্রান্সে ৮৯১১ জন, যুক্তরাজ্যে ৫৩৭৩ জন, ইরানে ৩৭৩৯ জন, চীনে ৩৩৩১ জন। গত ২৪ ঘণ্টায় দেশে ৩ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে ৩৫ জন, এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১২ মোট আক্রান্ত ১২৩, তবে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত কেউই সুস্থ হননি: আইইডিসিআর। ভারতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৫৪ জন, মোট আক্রান্ত ৪৪২১ মোট মৃত্যু ১১৪: স্বাস্থ্য মন্ত্রণালয়।

চমকে দিলেন সানি

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ০৯ সেপ্টেম্বর ২০১৯, ২২:১০ | আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ২২:১৮
সানি লিওন
সাবেক নীল সিনেমার অভিনেত্রী সানি লিওন। বর্তমানে ভারতীয় সিনেমায় নিয়মিত কাজ করে চলেছেন। খোলামেলা দৃশ্যে অভিনয়ের জন্য বরাবরই বিতর্কিত হয়েছেন এই অভিনেত্রী। 

সম্প্রতি একটি সিনেমার রিহার্সালে শিল্পীদের জুতা ছুঁড়ে মারলেন তিনি। ঘটনাটি এমন, সিনেমার স্ক্রিপ্ট পড়া ও ওয়ার্কশপ চলছিল। সেখানে সানিও ছিলেন। নতুন আরও এক অভিনেত্রীকে স্ক্রিপ্ট বোঝাচ্ছিলেন অন্য এক অভিনেতা। 

তারা দুজনেই দাঁড়িয়ে প্রাথমিক পর্যায়ের অভিনয়টাও করে দেখছিলেন। সবই ঠিক ছিল। কিন্তু সানি লিওন হঠাৎই অদ্ভুত এক কাণ্ড করে বসলেন। নিজের ব্যাগ থেকে একটা লাল জুতা বের করে ছুঁড়ে মারলেন ওই অভিনেত্রী ও অভিনেতার দিকে। 

সানির এমন কর্মকাণ্ড দেখে উপস্থিত সবাই চমকে যান। ঠিক পর মুহূর্তেই শব্দ করে হেসে ওঠেন তারা। এই অভিনেত্রী নাকি এমন সব মজা প্রায়ই করে থাকেন। 

নীল সিনেমায় অভিনয়ের জন্য বলিউডে এসে বহু সমালোচনার শিকার হতে হয়েছে সানিকে। কিন্তু সেসব পাত্তা না দিয়ে নিয়মিত কাজ করে গেছেন তিনি। আইটেম গানে পারফর্ম করেও তুমুল জনপ্রিয়তা পান তিনি। 

এম 

 

corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ১২৩ ৩৩ ১২
বিশ্ব ১৩৪৬২৯৯ ২৭৬৬৩৬ ৭৪৬৭৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়