logo
  • ঢাকা বুধবার, ১৬ অক্টোবর ২০১৯, ১ কার্তিক ১৪২৬

ঈদের দিন আরটিভির বিশেষ আয়োজনে যা থাকছে

বিনোদন ডেস্ক, আরটিভি অনলাইন
|  ১১ আগস্ট ২০১৯, ১৭:০৭ | আপডেট : ১১ আগস্ট ২০১৯, ১৭:১৭
ঈদ উল আজহার অনুষ্ঠানে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি বর্ণাঢ্য আয়োজন রেখেছে। ঈদের ঈদ কী থাকছে অনুষ্ঠানমালায় তা নিচে তুলে ধরা হলো। 

ঈদের দিন সকাল ১০টা ৫ মিনিটে সিসিমপুর (সরাসরি)। সকাল ১০টা ৪০ মিনিটে   বাংলা ছায়াছবি ‘লাভ ম্যানেজ’। পরিচালনা শাহীন সুমন। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ।

দুপুর ২টায় ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘ম্যানেজ মকবুল’। রচনা পলাশ মাহবুব এবং পরিচালনা সাজ্জাদ সুমন। অভিনয়ে জাহিদ হাসান, অপর্ণা ঘোষ, আরফান আহমেদ, কাজী উজ্জ্বল, শফিক খান দিলু, হিমে হাফিজ, সিদ্দিক মাস্টার প্রমুখ।

দুপুর ২টা ২৫ মিনিটে বাংলা ছায়াছবি ‘টাইগার নাম্বার ওয়ান’। পরিচালনায় ওয়াকিল আহমেদ। অভিনয়ে শাকিব খান, সাহারা, নিপুণ প্রমুখ।

বিকেল ৫টা ৪৫ মিনিটে একক নাটক ‘বেস্ট ফ্রেন্ড ২’। রচনা ও পরিচালনা প্রবীর রায় চৌধুরী। অভিনয়ে ফারহান আহমেদ জোভান, তানজিন তিশা, মনোজ কুমার প্রমুখ।

রাত ৭টা ৫০ মিনিটে ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘আনমাইন্ডফুল’। রচনা আশরাফুল চনচল এবং  পরিচালনায় শামীম জামান। অভিনয়ে মোশাররফ করিম, শখ, হান্নান শেলী, শামীম জামান, শিল্পী সরকার অপু, কাজল সুবর্ণা প্রমুখ।

---------------------------------------------------------------------
আরও পড়ুন : ডেঙ্গু জ্বরে আক্রান্ত তবুও ছবির প্রচারণায় নায়িকা 
---------------------------------------------------------------------

রাত ৮টা ৩০ মিনিটে একক নাটক ‘জোকার জসিম’। রচনা ও পরিচালনা ইমরাউল রাফাত। অভিনয়ে মোশাররফ করিম, সাবিলা নূর প্রমুখ।

রাত ৯টা ৩৫ মিনিটে ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘হেভিওয়েট মিজান’। রচনা বৃন্দাবন দাস। পরিচালনায় সাগর জাহান। অভিনয়ে জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, তানজিকা আমিন, আরফান আহমেদ, শাহনাজ খুশি, আহসান হাবীব নাসিম, সাজু খাদেম, নাবিলা ইসলাম, মাসুদ হারুন প্রমুখ।

রাত ১০টায় একক নাটক ‘অহংকার’। রচনায় রিয়াজুল আলম শাওন। পরিচালনা শেখ সেলিম। অভিনয়ে নোবেল, শখ প্রমুখ।

রাত ১১টা ৫ মিনিটে বউ কাহিনি অরিজিনাল সিরিজ-এর একক নাটক ‘রূপা ভাবি’। রচনা মেজবাহ উদ্দিন সুমন। পরিচালনায় আবু হায়াত মাহমুদ। অভিনয়ে চঞ্চল চৌধুরী, তারিন জাহান প্রমুখ।

রাত ১১টা ৪৫ মিনিটে টেলিফিল্ম ‘কোন এক বিকেলে হলুদ শাড়ি’। রচনা ও পরিচালনা সাগর জাহান। অভিনয়ে তাহসান খান, নুসরাত ইমরোজ তিশা প্রমুখ।

এম

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়