• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

হাসপাতাল ছাড়লেন ‘রূপবান’ অভিনেত্রী

বিনোদন ডেস্ক

  ০১ ডিসেম্বর ২০২০, ১৭:২৬
সুজাতা,
সুজাতা।

‘রূপবান’ খ্যাত অভিনেত্রী সুজাতা গুরুতর অসুস্থ অবস্থায় গেলোও ২৫ নভেম্বর হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে শারীরিকভাবে সুস্থ মনে করায় চিকিৎসকের পরামর্শে বাসায় ফিরেছেন তিনি।

২৮ নভেম্বর বাসায় ফিরেছেন সুজাতা।

এ ব্যাপারে তার ছেলে ফয়সাল জানান, সবকিছু স্বাভাবিক। মা এখন সুস্থ আছেন। তার মাইনর স্ট্রোক হয়েছিল। চিকিৎসকরা তিন মাসের বিশ্রামে থাকতে বলেছেন তাকে।

ষাটের দশকে চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা সুজাতা। তিনি উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট সিনেমা।

১৯৬৫ সালে মুক্তি পাওয়া ‘রূপবান’ চলচ্চিত্রের জন্য তিনি রাতারাতি তারকাবনে যান। মাত্র বারো বছর বয়সী নায়িকার চরিত্রে অভিনয় করেন তিনি। তার নাম তন্দ্রা মজুমদার। পরিচালক সালাহউদ্দিন তন্দ্রা মজুমদারের নাম রাখেন সুজাতা। আজও যিনি ‘রূপবান’ হয়েই আছেন দর্শকের হৃদয়ে। চলচ্চিত্র তার অভিষেক ১৯৬৩ সালে সালাউদ্দিন পরিচালিত ‘ধারাপাত’র মাধ্যমে। ১৯৭৮ সাল পর্যন্ত অসংখ্য হিট চলচ্চিত্রের নায়িকা সুজাতা। মাঝে এক যুগেরও বেশি সময় দূরে ছিলেন বড় পর্দা থেকে।

সুজাতার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে- ‘রূপবান’, ‘ডাক বাবু’, ‘জরিনা সুন্দরী’, ‘অপরাজেয়’, ‘আগুন নিয়ে খেলা’, ‘কাঞ্চনমালা’, ‘আলিবাবা’, ‘বেঈমান’, ‘অনেক প্রেম অনেক জ্বালা’, ‘প্রতিনিধি’ ইত্যাদি।

চলচ্চিত্রে অবদান রাখার বিভিন্ন পুরস্কারের পাশাপাশি তিনি আজীবন সম্মাননা পেয়েছেন।

এম

মন্তব্য করুন

daraz
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
নিলামে উঠতে যাচ্ছে ম্যারাডোনার ‘গোল্ডেন বল’
বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপে স্কটল্যান্ড
অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধ প্রসঙ্গে যা বলল বিটিআরসি
X
Fresh