smc
logo
  • ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২০, ১৬ কার্তিক ১৪২৭

সালমানের ‘বিগ বস’-এ আসছেন বিতর্কিত রাধে মা

  বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

|  ০১ অক্টোবর ২০২০, ২০:২৮ | আপডেট : ০১ অক্টোবর ২০২০, ২০:৪৮
Salman Khan, mother of controversial Radhe
সালমান খান ও রাধে মা
সালমান খানের পরিচালনায় জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘বিগ বস ১৪’ তে এবার প্রতিযোগী হিসেবে উপস্থিত হবেন স্বঘোষিত ধর্মগুরু রাধে মা। আর বিষয়টি নিয়েই এখন আলোচনা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রাধে মা’র একটি ভিডিও। তাতে প্রতিযোগী হিসেবে রাধে মা’র ‘বিগ বস’-এ প্রবেশ নিয়ে জল্পনা আরও জোরদার হয়েছে।

৫৫ বছরের স্বঘোষিত ধর্মগুরু রাধে মা’। তার আসল নাম সুখবিন্দর কৌর। স্কুলের পড়াশোনা চতুর্থ শ্রেণি পর্যন্ত। বছর কুড়ি বয়সে নিজেকে ধর্মগুরু বলে ঘোষণা করেন রাধে মা।

কখনও হিন্দি সিনেমার চটুল গানের সঙ্গে আপত্তিকর নাচ, কখনও আবার থানায় ঢুকে পুলিশ অফিসারের চেয়ারে বসে পড়া, কখনও আবার স্বল্প পোশাকে তোলা ছবি ভাইরাল হয়ে যাওয়া। বরাবর বিতর্কই তার নিত্যসঙ্গী।

প্রসঙ্গত, ‘বিগ বস’-শোয়ে স্বঘোষিত ধর্মগুরুর যোগদান এই প্রথম অবশ্য নয়। এর আগে দশম সিজনে দেখা গিয়েছিল স্বামী ওমকে। রিয়ালিটি শোয়ে যতদিন ৬২ বছরের স্বঘোষিত ধর্মগুরু ছিলেন, দর্শকদের বিনোদনে কোনও ঘাটতি ছিল না। ৮১ দিনের মাথায় শো থেকে বের হতে হয়েছিল তাকে। 

আরও পড়ুন: সাব্বির নাসিরের ‘তুমি দমে দম’

জিএ

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৪০৩০৭৯ ৩১৯৭৩৩ ৫৮৬১
বিশ্ব ৪,৪৩,৫৭,৬৭১ ৩,২৫,০৫,১৫৫ ১১,৭৩,৮০৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়