logo
  • ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০, ১৩ আশ্বিন ১৪২৭

ফিট থাকতে নিয়মিত ‘গোমূত্র’ পান করেন অক্ষয়! (ভিডিও)

  বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

|  ১০ সেপ্টেম্বর ২০২০, ২১:২৪ | আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ১৭:১২
Akshay Kumar
অক্ষয় কুমার
কিছুদিন আগে বিয়ার গ্রিলসের সঙ্গে অভিযান করতে গিয়ে হাতির মলের তৈরি চা পান করে আলোচনায় এসেছিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। এবার অভিনেতা জানালেন ফিট থাকতে নিয়মিত ‘গোমূত্র’ পান করেন তিনি। 

এক ইনস্টাগ্রাম চ্যাটে বিয়ার গ্রিলস আর হুমা কুরেশির সঙ্গে কথা প্রসঙ্গে অক্ষয় বলেছেন, তিনি প্রতিদিন গোমূত্র পান করতেন। আর সেই ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। 

আরও পড়ুন: করোনায় মারা গেলেন কোনালের বাবা

অক্ষয় যে মার্শাল আর্ট বিশারদ, তা অনেকের জানা। শরীর চর্চাও করেন নিয়মিত। কাজেই শরীর ঠিক রাখতে করলার রস, লাউয়ের জুসের মতো অনেক কিছুই এর আগে পান করার কথা জানিয়েছিলেন তিনি। তবে গোমূত্র পানের বিষয়টি ভক্তদের জানা ছিল না? তবে গোমূত্র পান করার বিষয়টি কিন্তু কিছুতেই হজম করতে পারছেন না অনেকেই।

উল্লেখ্য, ‘ইনটু দ্য ওয়ার্ল্ড উইথ বিয়ার গ্রিলস’-এ অক্ষয় কুমারকে দেখা যাবে গ্রিলসের সঙ্গে বন্য অভিযানে। সেই সুবাদে সংশ্লিষ্ট ইনস্টাগ্রাম চ্যাটে এবার গোমূত্র পান করার কথা স্বীকার করছেন অভিনেতা।  এমন কথা শুনে হুমা কুরেশিও অবাক হয়েছেন।

সূত্র- ইন্ডিয়ান এক্সপ্রেস, মুম্বাই মিরর, ইন্ডিয়া টুডে। 

 

জিএ 

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৩৫৫৪৯৩ ২৬৫০৯২ ৫০৭২
বিশ্ব ৩,২১,৯৬,৬৫৫ ২,৩৭,৫১,১৩৪ ৯,৮৩,৬০৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বিনোদন এর সর্বশেষ
  • বিনোদন এর পাঠক প্রিয়