• ঢাকা শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১
logo
দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২
ঘোড়াঘাটে কুখ্যাত ৪ ডাকাতসহ ট্রাক জব্দ
দিনাজপুরের ঘোড়াঘাটে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দুটি নাম্বার প্লেটসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাতে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- দিনাজপুরের বিরল উপজেলার রতন মিয়া (৩৭) ওরফে গাল কাটা কালু, কুমিল্লা জেলার সদরের রুবেল মিয়া (৩৬), পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার ইউসুব মিয়া (৪৮), নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার আল-আমিন (৩০)।  জানা গেছে, শনিবার রাত আনুমানিক ৩টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের পাশে সাহেবগঞ্জ ভাঙ্গা মসজিদ সংলগ্ন মেসার্স বর্ণমালা ট্রেডার্সের ভুট্টা বোঝায় গুদাম ঘরে কতিপয় ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে ট্রাকে করে ডাকাতির উদ্দেশে অবস্থান করছে। এ সময় স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ও স্থানীয় লোকজন মিলে সেখানে অভিযান চালিয়ে ট্রাকের ভেতরে থাকা চাপাতি ও কাতানী, লোহার রডসহ ৪ জনকে আটক করা হয়। ট্রাকে থাকা ডাকাত দলের আরও বেশ কয়েকজন পালিয়ে যায়। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান, তাদের জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে জানতে পারি, তারা ট্রাকে করে দেশীয় অস্ত্র ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি করত। তাদের নামে একাধিক ডাকাতি মামলা রয়েছে। আটকদের বিরুদ্ধে থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং পলাতকদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। আরটিভি/এফআই
ঘোড়াঘাট থানা থেকে সরিয়ে নেওয়া হলো সেনা সদস্যদের
এইচএসসির প্রশ্নপত্র দেখে তৈরি হচ্ছিল উত্তর, আটক ২ শিক্ষক 
ঘোড়াঘাটে ট্রান্সফরমার চোর চক্রের ৫ জন গ্রেপ্তার
ঘোড়াঘাটের পৌর মেয়রসহ বিএনপির ৪ নেতাকর্মী কারাগারে
ঘোড়াঘাটে ভ্যানচালকের মরদেহ উদ্ধার
দিনাজপুরের ঘোড়াঘাটে ফরহাদ হোসেন (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।  বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে উপজেলার রাণীগঞ্জ-ডুগডুগিহাট সড়কের মহিলা কলেজ এলাকা থেকে প্রায় ১ কিলোমিটার অদূরে আবাদি জমি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  নিহত ফরহাদ হোসেন পাঁচবিবি উপজেলার গণেশপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক। স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার বিকেলে নিজবাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়ে ভ্যানসহ নিখোঁজ হন নিহত ফরহাদ। রাতভর তার খোঁজ না পাওয়ায় পরের দিন সোমবার তার ভাই ইউপি সদস্য (মেম্বার) শাহজাহান আলী পাঁচবিবি থানায় সাধারণ ডায়েরি করেন। পরে আবাদি জমির মাঝে সেচের ড্রেনের মাঝখানে অজ্ঞাত ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে থানায় খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তিটির বাড়ি পাঁচবিবি পৌর শহরের গণেশপুর গ্রামে। পরে নিহতের ভাই ঘটনাস্থলে এসে পরিচয় শনাক্ত করেন। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, মরদেহ শীতে শক্ত হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, তাকে গতকাল হত্যা করা হয়েছে। তার ভ্যানটি পাওয়া যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পাঁচবিবি অথবা ঘোড়াঘাট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
শ্বশুরের মৃত্যু, সেই খবর শুনে মারা গেলেন পুত্রবধূ
দিনাজপুরের ঘোড়াঘাট এলাকায় শারীরিক নানা রোগে আক্রান্ত হয়ে সাহেব আলী (৭১) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শ্বশুরের মৃত্যু শোক সইতে না পেরে পুত্রবধূ ছমিরন বেগম (৪৩) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। চিকিৎসকদের ধারণা, হার্ট অ্যাটাকে ছমিরন বেগম মারা গেছেন। শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার কালিঞ্জিরা (ওহিউড়া) গ্রামে এ ঘটনা ঘটেছে।  এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সাহেব আলী ওই গ্রামের মৃত কসর আলী ছেলে। ছমিরন বেগম সাহেব আলীর ছেলে ছানাউল মিয়ার স্ত্রী।  । নিহত সাহেব আলী ওই গ্রামের মৃত কসর আলীর ছেলে এবং ছমিরন বেগম ছানাউল মিয়ার স্ত্রী।  নিহত সাহেব আলী এবং ছমিরন বেগম শ্বশুর-পুত্রবধূর বাহিরে সম্পর্কে চাচা-ভাতিজিও ছিলেন। অর্থাৎ সাহেব আলী ভাইয়ের মেয়ের সঙ্গে নিজের ছেলের বিবাহ দিয়েছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্যারালাইসিসে আক্রান্ত ছিলেন সাহেব আলী। এছাড়া বয়সের কারণে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন এই বৃদ্ধ। শনিবার বিকেলে নিজ বাড়িতেই মারা যান সাহেব আলী। এর কিছু সময় পরে শ্বশুরের মৃত্যুর শোক সইতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলেন পুত্রবধূ ছমিরন বেগম। পরে পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। নিহতদের প্রতিবেশী লিটন মিয়া জানান, নিহত ছমিরন বেগম ইতোপূর্বে একবার হার্ট অ্যাটাক করেছিলেন। আজ বিকেলে কিছু সময়ের ব্যবধানে শ্বশুর এবং ছেলের বউ মারা যান। রোববার সকাল ১১টায় দুজনের দাফন হবার কথা রয়েছে। ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. পার্থজ্বীময় সরকার জানান, সন্ধ্যার আগে পরিবারের লোকজন ছমিরন বেগমকে হাসপাতালে নিয়ে এসেছিল। তবে আমরা তাকে মৃত্যু অবস্থায় পেয়েছি। ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা গেছেন।