• ঢাকা শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১
logo
ধানখেত থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে যুবকের কারাদণ্ড
দিনাজপুরের বিরামপুরে গাঁজা সেবনের দায়ে আলামিন হোসেন নামে (৩০) এক যুবককে পঞ্চাশ টাকা জরিমানা ও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।  বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজিয়া নওরীন এ দণ্ডাদেশ দেন।  দণ্ডাদেশপ্রাপ্ত আলামিন বিনাইল ইউনিয়নের অচিন্তপুর গ্রামের গোলাম রব্বানীর ছেলে। এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজিয়া নওরীন বলেন, প্রকাশ্যে গাঁজা সেবনের অভিযোগে অচিন্তপুর বিওপির বিজিবি সদস্যরা তাকে আটক করে। এ সময় আলামিন তার কাছে থেকে ৮ গ্রাম গাঁজা বের করে দেয় এবং প্রকাশ্যে সেবনের কথা স্বীকার করে। ওই অপরাধে তাকে জরিমানা ও তিন মাসের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। পরে উদ্ধারকৃত মাদক আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বিরামপুরে গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু
বিরামপুর সীমান্তে স্বর্ণের বারসহ যুবক আটক
বিরামপুরে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
কলেজে বিয়ে, মাঠে খাওয়া-দাওয়া
বিরামপুর সীমান্তে সোয়া কোটি টাকার সাপের বিষ উদ্ধার
দিনাজপুরের বিরামপুর উপজেলার ঘাসুড়িয়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টাকালে সাপের বিষ উদ্ধার করা হয়েছে। এ সময় জড়িত কাউকে আটক করা যায়নি।  বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা বুধবার (১০ এপ্রিল) মধ্যরাতে অভিযান চালিয়ে সোয়া কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জয়পুরহাট ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া। তিনি জানান, ঘাসুড়িয়া সীমান্ত এলাকা দিয়ে রাতে ভারতে সাপের বিষ পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর আফিক হাসানের সমন্বয়ে ঘাসুরিয়া বিওপির টহল কমান্ডার নায়েক আসাদুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষ টহল দলকে ঘাসুড়িয়া সীমান্তে অভিযানে পাঠানো হয়। এ সময় বিজিবির দলটি সীমান্তের ২৮৯ এর ১নং সাব পিলার থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ওসমান মোড় নামক স্থানে অভিযান চালায়। পরে সেখান থেকে ১ কেজি পরিমাণ সাপের বিষ উদ্ধার করে। তিনি আরও জানান, পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি। তবে জড়িতদের আটকের চেষ্টা চলছে। উদ্ধারকৃত সাপের বিষের আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা।  ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।
বিরামপুরে ট্রেনের ধাক্কায় ব্যবসায়ী নিহত
দিনাজপুরের বিরামপুরে ট্রেনের ধাক্কায় শফিকুল ইসলাম নয়ন (৪০) নামে এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার (৯ র্মাচ) সকাল সাড়ে ১১টায় বিরামপুর রেল স্টেশন প্লাট ফরমে এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম নয়ন পৌর শহরের পূর্বজগন্নাথ পুর নতুন বাজার এলাকার হাসান আলীর ছেলে। বিরামপুর রেলওয়ে স্টেশন মাস্টার আনন্দ কুমার চক্রবর্তী বলেন, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস আন্ত:নগর ট্রেনটি বিরামপুর স্টেশন ছেড়ে যাচ্ছিল। এ সময় নয়ন চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে প্লাট ফরমের নিচে পড়ে যায়। এতে ট্রেনের ধাক্কায় তার শরীরের বিভিন্ন অংশ থেঁতলে যায়। পরে বিরামপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. মনিরা পারভীন তাকে মৃত ঘোষণা করেন। নিহত নয়ন দীর্ঘদিন থেকে পরিবার নিয়ে ঢাকায় অবস্থান করে কাপড়ের ব্যবসা করতেন। তিনি বিরামপুরে একটি মাহফিলে যোগ দিয়ে ঢাকায় ফেরার সময় ট্রেন উঠতে গিয়ে দুর্ঘটনায় পড়েন। বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, ট্রেনে কাটা পড়ে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। লাশের সুরতহাল শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হবে।
ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে চালক নিহত
দিনাজপুরের বিরামপুরে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ধানের তুষবাহী ট্রাক উল্টে রুবেল হোসেন (৪৪) নামে এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকের সহকারীসহ তিনজন আহত হয়েছেন। শনিবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর ফায়ার স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার।  আরও পড়ুন : ওমানে বাংলাদেশি তরুণের আত্মহত্যা   নিহত ট্রাকচালক রুবেল হোসেন দিনাজপুর সদর উপজেলার বড়ইল মোল্লাপাড়া এলাকার লতি মুগুলের ছেলে। আহতরা হলেন ট্রাকচালকের সহকারী সদর উপজেলার শফিকুল ইসলাম (১৮), বিরামপুর উপজেলার পলিখাপুর এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে নুরনবী (২৫) এবং ফজলুল হকের ছেলে মোস্তাফিজুর রহমান (৪৮)। আরও পড়ুন : শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার জানান, রাতে মহাসড়কে ধানের তুষবোঝাই একটি ট্রাক উল্টে চালক নিহত হন। এ ঘটনায় তিনজন আহত হয়েছে। আহতরা বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কাছে হস্তান্তর করা হবে।