• ঢাকা মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
logo
বিরামপুরে গলায় লিচুর বিচি আটকে শিশুর মৃত্যু
বিরামপুর সীমান্তে স্বর্ণের বারসহ যুবক আটক
দিনাজপুরের বিরামপুর সীমান্ত থেকে ভারতে পাচারের সময় একটি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বিজিবি। শুক্রবার (১০ মে) রাতে উপজেলার দক্ষিণ দাউদপুর কবিরাজপাড়া নামক স্থানে এ স্বর্ণের বার উদ্ধার করা হয়।  আটককৃত যুবক হারুন হোসেন উপজেলার দক্ষিণ দাউদপুর গ্রামের বাসিন্দা।  শনিবার (১১ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাহিদ নেওয়াজ। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, বিরামপুর সীমান্ত দিয়ে স্বর্ণের বার পাচার করা হচ্ছে। পরে সেখানে গোপনে বিজিবি মোতায়েন করা হয়। একপর্যায়ে যুবককে তল্লাশি করে একটি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ৯ ভরি ১৫ আনা।  তিনি আরও বলেন, জব্দ করা স্বর্ণের আনুমানিক মূল্য ১১ লাখ ৫৪ হাজার ১৪০ টাকা। আটককৃত যুবকের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে। তাকে বিরামপুর থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।  ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান লে. কর্নেল নাহিদ। 
বিরামপুরে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
কলেজে বিয়ে, মাঠে খাওয়া-দাওয়া
বিরামপুর সীমান্তে সোয়া কোটি টাকার সাপের বিষ উদ্ধার
বিরামপুরে ট্রেনের ধাক্কায় ব্যবসায়ী নিহত
ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে চালক নিহত
দিনাজপুরের বিরামপুরে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে ধানের তুষবাহী ট্রাক উল্টে রুবেল হোসেন (৪৪) নামে এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রাকের সহকারীসহ তিনজন আহত হয়েছেন। শনিবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর ফায়ার স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার।  আরও পড়ুন : ওমানে বাংলাদেশি তরুণের আত্মহত্যা   নিহত ট্রাকচালক রুবেল হোসেন দিনাজপুর সদর উপজেলার বড়ইল মোল্লাপাড়া এলাকার লতি মুগুলের ছেলে। আহতরা হলেন ট্রাকচালকের সহকারী সদর উপজেলার শফিকুল ইসলাম (১৮), বিরামপুর উপজেলার পলিখাপুর এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে নুরনবী (২৫) এবং ফজলুল হকের ছেলে মোস্তাফিজুর রহমান (৪৮)। আরও পড়ুন : শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার জানান, রাতে মহাসড়কে ধানের তুষবোঝাই একটি ট্রাক উল্টে চালক নিহত হন। এ ঘটনায় তিনজন আহত হয়েছে। আহতরা বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কাছে হস্তান্তর করা হবে।