দিনাজপুরের বিরামপুরে গাঁজা সেবনের দায়ে আলামিন হোসেন নামে (৩০) এক যুবককে পঞ্চাশ টাকা জরিমানা ও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজিয়া নওরীন এ দণ্ডাদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত আলামিন বিনাইল ইউনিয়নের অচিন্তপুর গ্রামের গোলাম রব্বানীর ছেলে।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজিয়া নওরীন বলেন, প্রকাশ্যে গাঁজা সেবনের অভিযোগে অচিন্তপুর বিওপির বিজিবি সদস্যরা তাকে আটক করে। এ সময় আলামিন তার কাছে থেকে ৮ গ্রাম গাঁজা বের করে দেয় এবং প্রকাশ্যে সেবনের কথা স্বীকার করে। ওই অপরাধে তাকে জরিমানা ও তিন মাসের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। পরে উদ্ধারকৃত মাদক আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।