• ঢাকা শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১
logo
দুর্গাপূজা উপলক্ষে হিলি সীমান্তে মিষ্টি দিয়ে শুভেচ্ছা 
হিলি স্থলবন্দরে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ
দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ছয় দিন বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের রপ্তানিকারক ও কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টরা এই সিদ্ধান্ত নেন।  বুধবার (৯ অক্টোবর) থেকে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত এই বন্দরের মাধ্যমে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে এই সময়ে বৈধ পাসপোর্ট-ভিসায় যাত্রীরা পারাপার করতে পারবেন। হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী জানান, দুর্গাপূজা বুধবার থেকে শুরু হচ্ছে। ফলে ভারতের আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টরা ছয় দিন হিলি স্থলবন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি তারা আমাদের জানিয়েছেন। এ জন্য এই ছয়দিন বন্দরে আমদানি-রপ্তানি হবে না। ১৫ অক্টোবর থেকে পুনরায় শুরু হবে। তবে ভারত থেকে আমদানি হয়ে আসা পণ্য ছুটির দিন ছাড়া ব্যবসায়ীরা খালাস করে নিতে পারবেন। হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক শাহিনুর ইসলাম মণ্ডল জানান, ৯-১৪ অক্টোবর পর্যন্ত বন্ধের বিষয়টি ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি রাজেশ আগরওয়ালা একটি পত্রের মাধ্যমে আমাদের জানিয়েছেন। এই প্রেক্ষিতে আমরাও বন্দর সংশ্লিষ্ট সকলের বন্ধ থাকার বিষয়টি জানিয়ে দিয়েছি। হিলি স্থল শুল্ক স্টেশনের একটি সূত্র জানায়, পূজায় সরকারি ছুটির দিন ছাড়া কাস্টমসের কার্যক্রম অন্যান্য দিনে মতো স্বাভাবিক থাকবে। ব্যবসায়ীরা চাইলে তাদের পণ্য সরকারী ট্যাক্স পরিশোধ করে বন্দরের ওয়্যারহাউজ থেকে খালাস করে নিতে পারবেন। এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ (ওসি) মো. বদিউজ্জামান জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্ট-ভিসা নিয়ে যাত্রীরা বাংলাদেশ ও ভারতের মধ্যে পারাপার করতে পারবেন। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ইমিগ্রেশনের সকল কার্যক্রম চালু থাকবে। আরটিভি/এএএ-টি  
‘দেশের প্রতি দায়বদ্ধতা থাকলে শেখ হাসিনা আইনের আশ্রয় নিতেন’
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
হিলিতে কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা কমেছে পেঁয়াজের দাম
হিলিতে ২ শিক্ষার্থী হত্যা মামলার আসামি সুরুজ গ্রেপ্তার
নিখোঁজের ৪ দিন পর ধানখেতে মিলল মুয়াজ্জিনের মরদেহ
দিনাজপুরের ঘোড়াঘাটে নিখোঁজের চার দিন পর হায়দার আলী (৮৫) নামে এক মসজিদের মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় মরদেহটি উপজেলার সিংড়া ইউনিয়নের নিশিরঘাট এলাকার ধানখেত থেকে উদ্ধার করা হয়। মৃত হায়দার আলী উপজেলার নিশিরঘাট পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।  পুলিশ ও পরিবার জানায়, হায়দার আলী স্থানীয় এক মসজিদের মুয়াজ্জিন ছিলেন। গত শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি থেকে ঘাস কাঁটার জন্য বের হন। তারপর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার দুপুরে স্থানীয়রা ধানখেতের আইলের পাশে মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশে খবর দেন তারা। এরপর পুলিশ মরদেহটি উদ্ধার করে। এ সময় মরদেহের পাশে বস্তাভর্তি ঘাস, কাঁচি ও তার ব্যবহৃত একটি লাঠি পাওয়া যায়। স্থানীয়দের ধারণা, হায়দার আলী দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। জমিতে ঘাস কাটার কোনো এক সময়ে খিঁচুনি হয়ে তার মৃত্যু হয়।  ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, মরদেহের শরীরে কোনো প্রকার আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।  আরটিভি/এমকে/এসএ
রেলপথ অবরোধ করে হিলিতে অবস্থান-অনশন
দিনাজপুরের হিলিতে ব্রিটিশ আমলের স্টেশনে আন্তনগর ট্রেনসহ সব ট্রেনের যাত্রাবিরতির দাবিতে তিতুমীর এক্সপ্রেস এবং খুলনাগামী রুপসা ট্রেন থামিয়ে অবরোধ করে অবস্থান ও অনশন করেছেন স্থানীয় জনতা। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় হিলি রেলস্টেশনে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। এতে উত্তরবঙ্গের দিনাজপুর, নীলফামারী, সৈয়দপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুরসহ বেশ কয়েকটি জেলার সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।  এর আগে, গত বছরের অক্টোবর মাসে রেলপথ অবরোধ করে মানববন্ধন করা হলে স্থানীয় প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। কিন্তু এক বছর অতিবাহিত হয়ে গেলেও কোনো সুরাহা না হওয়ার কারণে আবারও রেলপথ অবরোধ করে অনশন করছেন সর্বস্তরের জনগণ। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, হিলি স্থলবন্দর থেকে যেখানে কোটি কোটি টাকা রাজস্ব পায় সরকার। অথচ রাস্তাঘাটের বেহাল দশা। রেলস্টেশন আছে ব্রিটিশ আমলের, এই রেলস্টেশনের ওপর দিয়ে প্রতিদিন ১২ জোড়া ট্রেন চলাচল করে অথচ ট্রেন থামে না, এটা দুঃখজনক। তাই আজ সাধারণ মানুষকে নিয়ে আমরা আন্দোলন করছি ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই অবস্থান ও অনশন চলবে।  আরটিভি/এমকে-টি
যে কোনো ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেবে বিএনপি: ডা. জাহিদ
জনগণকে সঙ্গে নিয়ে সকল প্রকার ষড়যন্ত্র ও অপকর্মের জবাব দেওয়ার জন্য বিএনপি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।  শনিবার (২১ সেপ্টেম্বর) দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মতিহারা গ্রামে নিজ বাসভবনে দিনাজপুর-৬ আসনের বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত এবং জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত রাজপথে থেকে বিএনপি সকল ষড়যন্ত্র ও অপকর্মের জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে।  এ ছাড়াও অন্তবর্তীকালীন সরকার দ্রুত সময়ে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। তারেক রহমান দেশে কবে ফিরবেন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আন্দোলন সংগ্রামে দীর্ঘদিন থেকে এই দেশের মানুষের সঙ্গে আমাদের নেতা তারেক রহমান ছিলেন, আছেন। খুব দ্রুত সময়ের মধ্যে তিনি দেশে ফিরবেন বলেও জানান।  তিনি আরও বলেন, জনগণের মনের ভাষা না বুঝতে পারলে শেখ হাসিনা সরকারের মতো ক্ষমতা থেকে পালাতে হয়। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির নেতা আতিকুর রহমান রাজা, হাকিমপুর থানা বিএনপির সাবেক সভাপতি আকরাম হোসেন, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী, হাকিমপুর থানা পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনসহ নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।  আরটিভি/এমকে
হিলিতে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম
পেঁয়াজ রপ্তানির ওপর আরোপ করা ৪০ শতাংশ শুল্ক অর্ধেক করে ২০ শতাংশে নামিয়ে এনেছে ভারত সরকার। দুই দিন বন্ধ থাকার পর নতুন শুল্কে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। এর ফলে কমতে শুরু করেছে সব ধরনের পেঁয়াজের দাম। কেজি প্রতি ৫ থেকে ১০ টাকা কমেছে পেঁয়াজের দাম। বর্তমানে দেশি পেঁয়াজ ৫ টাকা কমে ১০৫ টাকায় এবং ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি ১০ টাকা ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।  ভারত থেকে নতুন শুল্কে পেঁয়াজ আমদানির কারনে কমেছে দাম বলছেন খুচরা ব্যবসায়ীরা। কেজি প্রতি পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকার মধ্যে আসছে স্বস্তি ফিরবে সাধারণ ক্রেতাদের মাঝে বলছে ভোক্তারা। বুধবার (১৮ সেপ্টম্বর) দুপুরে হিলির বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।  হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা আশিকুল আলম বলেন, দেশের বাজারে নিত্যপণ্যের দামের কোনো ঠিক নেই। প্রতি দিন কোনো পণ্যের দাম কমে আবার কোনো নিত্যপণ্যের দাম বৃদ্ধি পায়। বাজার নিয়ন্ত্রণ থাকে না। আমরা চাই, নিয়মিত বাজার মনিটরিং করা হোক। তবে আগে উপজেলা প্রশাসন, ভোক্তা অধিদপ্তর মাঝে মাঝে বাজার মনিটরিং করতো। কিন্তু এখন সেটাও করেনা। ফলে বাজার নিয়ন্ত্রণ থাকছে না। কিছু কিছু ব্যবসায়ী নিজের খেয়াল খুশি মতো বাজারে নিত্যপণ্যের দাম রাখছে। ফলে কষ্ট পোহাতে হচ্ছে সাধারণ ভোক্তাদের। তবে ভারত থেকে পেঁয়াজ আমদানির কারণে কিছুটা কমেছে পেঁয়াজের দাম। যদি প্রতি কেজি পেঁয়াজ ৫০ থেকে ৬০ টাকার মধ্যে থাকতো তাহলে সাধারণ ভোক্তাদের জন্য অনেক সুবিধা হতো।  হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা রায়হান কবির বলেন, ভারত থেকে নতুন শুল্কে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। যার ফলে দাম কিছুটা কমতে শুরু করেছে। আমরা বর্তমানে দেশি পেঁয়াজ খুচরা বাজারে ১০৫ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ৮০ টাকা কেজি দরে বিক্রি করছি। তকে ক্রেতা সংখ্যা অনেক কম।  আমদানি অব্যাহত থাকলে পেঁয়াজের দাম আরও কমতে পারে বলেও জানান এ বিক্রেতা।  হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারন গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ভারত সরকার ৪০ শতাংশ শুল্ক কমিয়ে ২০ শতাংশ করেছে। সেই সঙ্গে প্রতি টন পেঁয়াজ আমদানিতে ৫৫০ মার্কিন ডলার থেকে ৪০৫ মার্কিন ডলার করেছে। এতে করে দেশের পেঁয়াজ আমদানিকারকরা বেশি পরিমাণ পেঁয়াজ আমদানি করবে এবং দামও কমে যাবে।  হিলি কাস্টমসের তথ্য মতে, বুধবার (১৮ সেপ্টম্বর) দুপুরে রিপোর্ট লেখা পর্যন্ত ভারতীয় ৩টি ট্রাকে ৭৫ টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে। আরটিভি/এমকে
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
পবিত্র ঈদে মিলাদুন্নবি উপলক্ষে একদিন বন্ধের পর দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ বন্দর অভ্যন্তরীণ সব কার্যক্রম শুরু হয়েছে। স্বাভাবিক আছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপারও। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী। তিনি জানান, আমাদের প্রিয় নবি হজরত মোহাম্মদ (সা.)-এর জন্মদিন উপলক্ষে একদিন বন্ধের পর আজ বেলা সাড়ে ১১টা থেকে ভারতের সঙ্গে এই বন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। স্বাভাবিক হয়েছে বন্দরের সব কার্যক্রম। ভারতীয় পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করতে শুরু করেছে।  এদিকে হিলি ইমিগ্রেশন ওসি বদিউজ্জামাল বলেন, ঈদে মিলাদুন্নবি উপলক্ষে বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল এবং আজও সেটি স্বাভাবিক আছে। 
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। হিলি কাস্টসম সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি থাকায় সোমবার (১৬ সেপ্টম্বর) একদিন হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) থেকে পুনরায় আমদানি-রপ্তানি চালু হবে। এ দিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি বদিউজ্জামান বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধযাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।