• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo
খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে আহত ১
খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে মো. নাসির (৩০) নামে একজন আহত হয়েছেন। সোমবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মরাটিলা এলাকায় এ ঘটনা ঘটে।  পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।  কর্তব্যরত ডাক্তার জানান, নাসিরের পেটে একটি গুলি পেয়েছি। তাই প্রাথমিক চিকিৎসার পর তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এ বিষয়ে পানছড়ি থানার ওসি শফিউল আজম জানান, পুলিশের টহল দল নাসিরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। আমরা তদন্ত করছি। তদন্তের প্রেক্ষিতে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৪৭

খাগড়াছড়িতে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত
খাগড়াছড়িতে ইটবোঝাই ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে নুরুল কাদের চৌধুরী নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তিনি খাগড়াছড়ি সদরের মো. আফতাবের ছেলে। রোববার (২৮ জানুয়ারি) বিকেলে খাগড়াছড়ি মেডিকেল সেন্টারের সামনে এই দুর্ঘটনা ঘটে।  আহত মোটরসাইকেল চালককে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। খাগড়াছড়ি সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) তানভীর হাসান জানান, ইটবোঝাই ট্রলিটিকে আটক করা হয়েছে এবং ড্রাইভার পলাতক রয়েছেন। ড্রাইভারকে আটক করার প্রক্রিয়া চলছে।
২৮ জানুয়ারি ২০২৪, ১৭:৪০

খাগড়াছড়িতে ইউপিডিএফের ২ জনকে গুলি করে হত্যা
খাগড়াছড়ির মহালছড়িতে ইউপিডিএফের ২ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে।   বুধবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় মহালছড়ির দূরছড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।   আরও পড়ুন : চুরি হওয়া ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা জানান, খাগড়াছড়ির মহালছড়ির সীমান্তবর্তী দূরছড়ি গ্রামে দুটি পাহাড়ি আঞ্চলিক সংগঠনের মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনায় ইউপিডিএফ এর ২ সদস্য রবি কুমার চাকমা (৬৫), শান্ত চাকমা ওরফে বিমল (৫২) নিহত হয়েছেন। এছাড়াও রহিন্তু চাকমা ওরফে টিপন (৩২) নামের একজন নিখোঁজ রয়েছে। ঘটনার জন্য প্রতিপক্ষ সংস্কারপন্থীদের দায়ী করেন এ ইউপিডিএফ নেতা। মহালছড়ি থানার ওসি নাসির উদ্দিন জানায়, গুলিতে দুজন মারা গেছেন। কাদের মাঝে গোলাগুলি হয়েছে তা এখনও জানি না। তদন্ত চলছে, তদন্ত করে আপনাদের জানাবো।
২৪ জানুয়ারি ২০২৪, ১৪:০৫

খাগড়াছড়িতে শিক্ষিকাকে কু-প্রস্তাব, শিক্ষক গ্রেপ্তার
খাগড়াছড়িতে সাইবার বুলিংয়ের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত শিক্ষক উদয়ন ত্রিপুরা (২৭) খাগড়াছড়ি উপজেলা সদরের বলং হামারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। তিনি অমৃত পাড়ার রঞ্জিত ত্রিপুরার ছেলে। সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ সুপার মুক্তা ধর জানান, ভুয়া ফেসবুক আইডি খুলে অভিযুক্ত শিক্ষক ভিকটিমের বিরুদ্ধে আপত্তিকর পোস্ট করেছেন। এ ছাড়াও ওই শিক্ষিকাকে অশ্লীল ও কুরুচিপূর্ণ ম্যাসেজ দেন অভিযুক্ত। ব্যক্তিগত ছবিকে এডিট করে অশালীনভাবে উপস্থাপন করে ভিকটিমের ফেসবুক আইডিতে মেসেজ দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হওয়ায় ভিকটিমের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন উদয়ন। গ্রেপ্তারকৃত এই শিক্ষকের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তিনি আরও জানান, অভিযোগ দায়ের করার ৩৬ ঘন্টার মধ্যে সাইবার প্রযুক্তি ব্যবহার করে আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামিকে জিজ্ঞাসাবাদ করার জন্য সাত দিনের রিমাণ্ড আবেদন করা হবে জানান পুলিশের এ কর্মকর্তা।
১৫ জানুয়ারি ২০২৪, ১৯:২৭

খাগড়াছড়িতে নৌকার প্রচারণায় হামলা, আহত ৫
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি ইউপিতে নির্বাচনী প্রচারণার প্রস্তুতিকালে আওয়ামী লীগের গাড়িবহরে গুলি করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার বর্মাছড়ি ইউপির মুখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীদের গুলির শব্দে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায় নেতাকর্মীরা। এদিকে লক্ষ্মীছড়ি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারীসহ ১১ জন নেতাকর্মীকে অপহরণ করার চেষ্টা করে। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেবব্রত তালুকদারসহ আহত হয়েছে ৫ জন। লক্ষ্মীছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বলেন, খবর পেয়ে সেনাবাহিনীকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ১১ জন নেতাকর্মীকে উদ্ধার করে বর্মাছড়ি আর্মি ক্যাম্পে নিরাপদে নিয়ে আসেন। আমাদের বাকি নেতাকর্মীরা নাজিরহাট নানুপুর হয়ে লক্ষ্মীছড়িতে ফিরছেন বলে মুঠোফোন খবর পেয়েছি। লক্ষ্মীছড়ি থানার অফিসার্স ইনচার্জ মো. জাকির হোসাইন জানান, বর্মাছড়ি এলাকায় নির্বাচনী প্রচারণার প্রস্তুতিকালে গাড়িবহরে গুলি করা হয়েছে বলে লোকমুখে শুনেছি। অভিযোগ হওয়ার পর, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
০২ জানুয়ারি ২০২৪, ২৩:১১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়