• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

খাগড়াছড়িতে নৌকার প্রচারণায় হামলা, আহত ৫

পানছড়ি সংবাদদাতা

  ০২ জানুয়ারি ২০২৪, ২৩:০০
ছবি : আরটিভি

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি ইউপিতে নির্বাচনী প্রচারণার প্রস্তুতিকালে আওয়ামী লীগের গাড়িবহরে গুলি করেছে সন্ত্রাসীরা।

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার বর্মাছড়ি ইউপির মুখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সন্ত্রাসীদের গুলির শব্দে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায় নেতাকর্মীরা।

এদিকে লক্ষ্মীছড়ি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারীসহ ১১ জন নেতাকর্মীকে অপহরণ করার চেষ্টা করে। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেবব্রত তালুকদারসহ আহত হয়েছে ৫ জন।

লক্ষ্মীছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বলেন, খবর পেয়ে সেনাবাহিনীকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ১১ জন নেতাকর্মীকে উদ্ধার করে বর্মাছড়ি আর্মি ক্যাম্পে নিরাপদে নিয়ে আসেন। আমাদের বাকি নেতাকর্মীরা নাজিরহাট নানুপুর হয়ে লক্ষ্মীছড়িতে ফিরছেন বলে মুঠোফোন খবর পেয়েছি।

লক্ষ্মীছড়ি থানার অফিসার্স ইনচার্জ মো. জাকির হোসাইন জানান, বর্মাছড়ি এলাকায় নির্বাচনী প্রচারণার প্রস্তুতিকালে গাড়িবহরে গুলি করা হয়েছে বলে লোকমুখে শুনেছি। অভিযোগ হওয়ার পর, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘সংসদ সদস্য কোনো প্রার্থীর নির্বাচনী প্রচারণায় যেতে পারবেন না’
পানছড়িতে রাতের আঁধারে করাত কলে আগুন
নির্বাচনী সহিংসতায় নিহত ১ : বরগুনায় চেয়ারম্যান প্রার্থীসহ কারাগারে ৫
পাংশায় বসতবাড়িতে সন্ত্রাসী হামলা, গুলিবিদ্ধ ৩
X
Fresh