• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo
সাকিবকে টপকে নাম্বার ওয়ান শরিফুল
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ ঘরে তুলেছে বাংলাদেশ। যেখানে দুর্দান্ত পারফরম্যান্স করেছে টাইগার পেসাররা। ফলে ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়েও উন্নতি করেছেন তাসকিন-শরিফুলরা। অন্যদিকে এই সিরিজ না খেলায় অবনতি হয়েছে সাকিব আল হাসানের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৫ উইকেট শিকার করেছেন শরিফুল। তাতেই আইসিসি ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১১ ধাপ এগিয়েছেন এই বাঁহাতি পেসার। বর্তমানে তার অবস্থান ২৪ নম্বরে। ওয়ানডেতে বাংলাদেশের বোলারদের মধ্যে তিনিই সেরা অবস্থানে আছেন। উন্নতি করেছেন মেহেদি হাসান মিরাজও। ১২ ধাপ এগিয়ে ৩২ নম্বরে উঠে এসেছেন এই স্পিনার। এই সিরিজে ৮ উইকেট নিয়ে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তাসকিন আহমেদ। তিনি ২৭ ধাপ এগিয়ে ৪২ নম্বরে উঠে এসেছেন। এদিকে বিশ্বকাপের পর থেকে কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলায় প্রভাব পড়েছে সাকিবের বোলিং র‌্যাঙ্কিংয়ে। ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ পিছিয়ে ৩১ নম্বরে নেমে গেছেন তিনি। তবে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে আগের মতোই দুইয়ে আছেন সাকিব। ওয়ানডে ব্যাটারদের হালনাগাদ র‌্যাঙ্কিংয়ে ভালো উন্নতি হয়েছে নাজমুল হাসান শান্ত, মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়ের। লঙ্কানদের বিপক্ষে সিরিজে অপরাজিত সেঞ্চুরিসহ ১৭৭ রান করেছিলেন শান্ত। ১০ ধাপ এগিয়ে তিনি উঠে এসেছেন ৩৯তম স্থানে। সিরিজে ১২১ রান করা তাওহিদ হৃদয় এক লাফে ১২ ধাপ এগিয়ে আছেন ৭৬তম স্থানে।   শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ১৩৫ রান করা মুশফিকুরের উন্নতি হয়েছে ছয় ধাপ (২৬তম স্থানে)। সিরিজে সেঞ্চুরিসহ ১৫১ রান করে তিন ধাপ এগিয়ে সেরা দশে (আট নম্বরে) উঠে এসেছেন শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কা।
২০ মার্চ ২০২৪, ১৯:৩৪

ওয়ান ব্যাংকে চাকরির সুযোগ
জনবল নিয়োগ দেওয়া হবে ওয়ান ব্যাংক পিএলসিতে। প্রতিষ্ঠানটিতে ‘অ্যাসিস্ট্যান্ট অফিসার-সিনিয়র অফিসার’ পদে একাধিক লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা আবেদন করতে পারবেন অনলাইনে। যা যা প্রয়োজন- প্রতিষ্ঠানের নাম: ওয়ান ব্যাংক পিএলসি বিভাগের নাম: রিটেইল সিআরএম ডিপার্টমেন্ট পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার-সিনিয়র অফিসার পদসংখ্যা: ৩ জন শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর অভিজ্ঞতা: ৩ বছর বেতন: আলোচনা সাপেক্ষে চাকরির ধরন: ফুল টাইম প্রার্থীর ধরন: নারী-পুরুষ বয়স: ৩৫ বছর কর্মস্থল: ঢাকা আবেদনের নিয়ম: আগ্রহীরা ONE Bank PLC এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ২১ মার্চ ২০২৪ পর্যন্ত।
১২ মার্চ ২০২৪, ১২:২০

ওয়ান এন্ড অনলি এ টি এম শামসুজ্জামান
বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামানের ৩য় মৃত্যুবার্ষিকী মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) । ২০২১ সালের এই দিনে  ৮০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান এ শিল্পী। আরটিভির পক্ষ থেকে রইলো এই অভিনেতার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।  এটিএম শামসুজ্জামানের জন্ম ১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর নোয়াখালীর দৌলতপুরে নানা বাড়িতে। তবে তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের ভোলাকোটের বড় বাড়ি। চলচ্চিত্রে এটিএম শামসুজ্জামান নামে তাকে সবাই চিনলেও তার পুরো নাম আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান। তার বেড়ে ওঠা তথা শৈশব-কৈশোর কেটেছে পুরান ঢাকার দেবেন্দ্রনাথ দাস লেন এলাকায়। তিনি পড়াশোনা করেছেন ঢাকার পগোজ স্কুল, কলেজিয়েট স্কুল ও রাজশাহীর লোকনাথ হাই স্কুলে। ময়মনসিংহ সিটি কলেজিয়েট হাই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাস করার পর এটিএম জগন্নাথ কলেজ থেকে উচ্চতর শিক্ষা লাভ করেন। পরিবারের কোনো সূত্র ছিল না বিনোদন দুনিয়ায়। কিন্তু এটিএম শামসুজ্জামান নিজের ভবিষ্যত এই জগতেই ভেবেছেন। সেই লক্ষে ১৯৬১ সালে পরিচালক উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’ চলচ্চিত্রে সহকারি পরিচালক হিসেবে কাজ শুরু করেন। এরপর তিনি খান আতাউর রহমান, কাজী জহির, সুভাষ দত্তের মতো বিখ্যাত পরিচালকদের সহকারি হিসেবে কাজ করেছেন। চিত্রনাট্যকার ও কাহিনিকার হিসেবেও সফল এটিএম শামসুজ্জামান। তার চিত্রনাট্যে প্রথম সিনেমা হচ্ছে ‘জলছবি’। পরবর্তীতে তিনি শতাধিক সিনেমার চিত্রনাট্য লিখেছেন। এটিএম শামসুজ্জামানের অভিনয় জীবন শুরু হয়েছিল কৌতুক অভিনেতা হিসেবে। সে সময় তিনি বেশ কয়েকটি সিনেমায় কৌতুকাভিনেতার ভূমিকায় অভিনয় করেছেন। এই চরিত্রে তার অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে—‘জলছবি’, ‘যাদুর বাঁশি’, ‘রামের সুমতি’, ‘ম্যাডাম ফুলি’, ‘চুড়িওয়ালা’ ইত্যাদি। কৌতুক চরিত্রে তিনি সে সময় দারুণ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এরপর নিজের অবস্থান আরও বেশি পোক্ত করেন খল অভিনেতা হিসেবে। খল চরিত্রে এটিএম শামসুজ্জামানের অভিষেক হয় ১৯৭৬ সালে চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেনের ‘নয়নমণি’ সিনেমার মাধ্যমে। এই সিনেমার পর তিনি বহু বছর ধরে খল চরিত্রে অভিনয় করেছেন। আর কুড়িয়েছেন প্রশংসা। নেতিবাচক ভূমিকায় এটিএম যেসব সিনেমায় অভিনয় করেছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে—‘অনন্ত প্রেম’, ‘দোলনা’, ‘অচেনা’, ‘মোল্লা বাড়ির বউ’, ‘হাজার বছর ধরে’ ও ‘চোরাবালি’। এটিএম শামসুজ্জামান অভিনীত সিনেমার তালিকাটা দীর্ঘ। সেই তালিকায় সফল সিনেমার সংখ্যাই বেশি। তার মধ্যে রয়েছে—‘বড় বউ’, ‘ওরা ১১ জন’, ‘লাঠিয়াল’, ‘নয়নমনি’, ‘অশিক্ষিত’, ‘সূর্য দীঘল বাড়ি’, ‘ছুটির ঘণ্টা’, ‘লাল কাজল’, ‘দায়ী কে?’, ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’, ‘স্বপ্নের নায়ক’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’, ‘আমার স্বপ্ন তুমি’, ‘দাদীমা’, ‘ডাক্তার বাড়ি’, ‘চাঁদের মতো বউ’, ‘গেরিলা’, ‘লাল টিপ’ ইত্যাদি। চলচ্চিত্রে এটিএম শামসুজ্জামানের প্রাপ্তি অনেক। শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনবার, শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে একবার, শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে একবার এবং আজীবন সম্মাননা হিসেবে একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। এছাড়া, ২০১৫ সালে শিল্পকলায় অসামান্য অবদান রাখায় রাষ্ট্রীয় সম্মান একুশে পদক লাভ করেন এই গুণী অভিনেতা। টিভি নাটকেও এটিএম শামসুজ্জামানের অবস্থান প্রথম দিকে। দীর্ঘদিন তিনি সিনেমার পাশাপাশি নাটক, টেলিফিল্মে অভিনয় করেছেন। তার অভিনীত শত শত নাটক রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে—‘রঙের মানুষ’, ‘ভবের হাট’, ‘শিলবাড়ি’, ‘ঘর কুটুম’, ‘বউ চুরি’, ‘নোয়াশাল’, ‘শতবর্ষে দাদাজান’, ‘সেরা কিপ্টুস’, ‘নাপিত’, ‘গরু চোর’, ‘মুরুব্বি জামাই’, ‘আমার বউ বেশি বুঝে’, ‘পিতা পুত্র’, ‘সিন্দুকনামা’, ‘ওস্তাদজি’, ‘আক্কেল আলীর নির্বাচন’, ‘ইলু ইলু’, ‘শোধবোধ’, ‘এই যে দুনিয়া’, ‘তরিক আলী হাডারি’ ইত্যাদি। এটিএম শামসুজ্জামানের স্ত্রী রুনী জামান। এই দম্পতির ৩ ছেলে ও ৩ মেয়ে রয়েছে। ২০১২ সালের ১৩ মার্চ এটিএম শামসুজ্জামানের ছোট ছেলে এটিএম খলিকুজ্জামান কুশল নিজ বড় ভাই এটিএম কামালুজ্জামান কবিরকে ছুরিকাঘাতে হত্যা করেন। হত্যাকাণ্ডের পর এটিএম শামসুজ্জামান নিজেই ছেলে কুশলের বিরুদ্ধে মামলা করেন। হত্যার অভিযোগে এটিএম খলিকুজ্জামান কুশলকে ২০১৩ সালে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। এটিএম শামসুজ্জামান ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি ঢাকার সূত্রাপুরের দেবেন্দ্রনাথ দাস লেনে নিজ বাসায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন। তার মরদেহ জুরাইন কবরস্থানে তার বড় ছেলে কামরুজ্জামান কবীরের পাশে সমাহিত করা হয়।  একটা জীবন এটিএম শামসুজ্জামান বিলিয়ে দিয়েছেন দেশের সংস্কৃতির জন্য। কয়েক প্রজন্মকে মাতিয়ে রেখেছেন তার কর্মনৈপুণ্যে। আজ তিনি নেই। কিন্তু কিংবদন্তিদের তো প্রস্থান নেই। তারা চলে গিয়েও থেকে যান। এটিএম শামসুজ্জামানও থেকে যাবেন সবার মনে, দেশের অভিনয় ইতিহাসের স্বর্ণালী এক অধ্যায় হিসেবে।
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২৫

গায়িকার সঙ্গে দীর্ঘদিন রাত কাটিয়ে বিয়ে না করার সিদ্ধান্ত গায়কের
পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী গৌরব সরকার। জি বাংলার গানের শো ‘সা রে গা মা পা’র সুবাদে বেশ পরিচিতি পান তিনি। দিদি নম্বর ওয়ান থেকে শুরু করে দাদাগিরির মঞ্চেও গান গেয়ে মন ছুঁয়ে গেছেন শ্রোতাদের। এবার এই গায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন শ্রেয়সী চট্টোপাধ্যায় নামের এক উঠতি গায়িকা।  তিনি দাবি করেছেন— বিয়ের প্রতিশ্রুতিতে দিনের পর দিন একসঙ্গে থেকেও এখন আর আমাকে বিয়ে করতে চাচ্ছেন না গৌরব। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন শ্রেয়সী।    শ্রেয়সী জানান, গত কয়েক মাস ধরেই গৌরবের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। এমনকি দুজনের বিয়ের কথাও চূড়ান্ত ছিল। কয়েকদিন আগে দার্জিলিংয়েও ঘুরতে গিয়েছিলেন তারা। কিন্তু সেখান থেকে ফেরার পরই বেঁকে বসেছেন গৌরব। ভেঙে দিতে চাচ্ছে সম্পর্কটা।  শুধু তাই নয়, জানিয়ে দিয়েছেন এই গায়িকাকে বিয়ে করা সম্ভব নয় তার জন্য।     সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রেয়সী লেখেন, দীর্ঘদিন ধরেই গৌরব সরকারের সঙ্গে সম্পর্কে আছি আমি। সেটা অনেকেই জানেন। এমনকি ২০২৫ সালের ২৪ জানুয়ারি বিয়ে এবং চলতি বছরের সেপ্টেম্বরে এনগেজমেন্টের পরিকল্পনা ছিল আমাদের।    গায়িকা লেখেন, সবই ঠিক ছিল। শুরুতে আমার মা রাজি না হলেও দার্জিলিং ট্রিপে যাওয়ার অনুমতি দেয়। গৌরবও তার মাকে রাজি করিয়ে নেয়। কিন্তু বুঝতে পারিনি, এই ট্রিপটাই আমার জীবনের কাল হয়ে দাঁড়াবে। ট্রিপ থেকে ফিরে গৌরবের মনে হয়, আমি নাকি তার জন্য একদম পারফেক্ট নই। আমরা ভবিষ্যতে একসঙ্গে ভালো থাকতে পারব না। এর আগেও একসঙ্গে ঘুরতে গিয়েছেন এই জুটি। তবে তখন এমনটা মনে হয়নি গৌরবের। এবারই তার মনে হচ্ছে এসব।   তিনি আরও লেখেন, কাল রাতে গৌরব তার সিদ্ধান্ত জানিয়ে দেয় আমাকে। সে আমাকে বিয়ে করতে পারবে না। আমাদের সম্পর্কটাও আর রাখতে চায় না। এই ট্রিপটা তার জন্য ট্রায়াল ছিল। আমাকে ব্যবহার করল। আমার যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। কিন্তু সেলিব্রিটি বলে এইভাবে সে কোনো নারীর ক্ষতি করতে পারে না।  শ্রেয়সী তার পোস্টে আরও লেখেন, ঘুরতে গিয়ে সে যখন আমার সঙ্গে এতগুলো রাত থেকেছে, তখন তার মনে হয়নি আমার সঙ্গে আর থাকতে পারবে না। বিয়ের সব কথাবার্তা চূড়ান্ত করার জন্য গৌরবের বাবা-মাকে বাড়ি আসার কথা বললেই সম্পর্ক ভেঙে দেওয়ার কথা বলেন গৌরব।   এদিকে শ্রেয়সীর সব অভিযোগ অস্বীকার করে ভারতীয় গণমাধ্যমকে গৌরব বলেন, আমার কাছে এটা আলোচনা করার মতো কোনো বিষয়ই নয়। আমার কাছের মানুষরা আমাকে চেনেন। তাই অন্যের কাছ থেকে আমার চরিত্রের সার্টিফিকেট নেওয়ার দরকার নেই। শ্রেয়সীর সঙ্গে আমার পরিচয় ছিল, কিন্তু সে যা লিখেছে তার অধিকাংশই মিথ্যা।    শ্রেয়সীর সঙ্গে কি আপনার বিয়ের কথা হয়েছিল?  এমন প্রশ্নের জবাবে গৌরব বলেন, না, না। আমার পরিবারের কেউ তাকে দেখেইনি। বর্তমানে তার সঙ্গে আমার কোনো রকম সম্পর্ক নেই। সূত্র : হিন্দুস্তান টাইমস 
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৮

আলুখেত থেকে ওয়ান শুটার গান উদ্ধার
নওগাঁয় অভিযান চালিয়ে তিনটি ওয়ান শুটার গান উদ্ধার করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে র‌্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এর আগে বুধবার (৩১ জানুয়ারি) রাত ১১টার দিকে সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের চাকলা-শ্যামপুর রাস্তার মাঝের একটি আলুরখেত থেকে শুটার গান উদ্ধার করা হয়। বিজ্ঞপ্তিতে জানা যায়, বুধবার রাতে বক্তারপুর এলাকায় অভিযান পরিচালনা করেন র‌্যাবের একটি দল। এ সময় গোপনে মাদক ও অস্ত্র সরবরাহ সংক্রান্ত তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযানের সময় অজ্ঞাত মাদক ও অস্ত্র কারবারি র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আলুরখেতে ৩টি ওয়ান শুটার গান ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়দের উপস্থিতিতে পরিত্যক্ত অবস্থায় ৩টি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, শুটার গান উদ্ধারের পর নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
০১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়