• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo
নাঙ্গলকোট উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত
দুর্যোগপূর্ণ আবহাওয়া   / কক্সবাজারে জরুরি অবতরণ করল ইউএস-বাংলার ফ্লাইট
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রামে নামতে না পেরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে ইউএস বাংলার একটি ফ্লাইট। সোমবার (৬ মে) বিকেল পৌনে ৫টার দিকে ইউএস বাংলার ফ্লাইটটি জরুরি অবতরণ করে। তবে বিমানের কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা যান্ত্রিক ত্রুটি হয়নি বলে দাবি কর্তৃপক্ষের। বিষয়টি নিশ্চিত করেছেন ইউএস-বাংলার কক্সবাজার বিমানবন্দরের ইনচার্জ মুছা আহমেদ।  তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে চট্টগ্রামে নামতে না পেরে কক্সবাজারে অতরণ করেছে ফ্লাইটটি। অন্য কোনো সমস্যা হয়নি। ইউএস-বাংলা সূত্রে জানা গেছে, কলাকাতার নেতাজী সুভাষ চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটে ইউএস-বাংলার বিএস ২০৪ নম্বর ফ্লাইটটি উড়াল দেয়। যেটি ২ ঘণ্টা ২৫ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল। কিন্তু দুর্যোগপূর্ণ আবওয়ার কারণে দীর্ঘ সময় চেষ্টা করেও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি ফ্লাইটটি। পরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করা হয়।  পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত যাত্রী নিয়ে ফ্লাইটটি কক্সবাজারে অবস্থান করবে বলে জানা গেছে। তবে ওই ফ্লাইটে কতজন যাত্রী রয়েছে এবং তাদেরকে নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে সেই বিষয়ে মন্তব্য করেনি ইউএস বাংলা কর্তৃপক্ষ। এ দিকে সোমবার বিকেল ৫টা থেকে কক্সবাজারেও কালবৈশাখী ঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। বাতাসের গতিও কিছুটা বৃদ্ধি পেয়েছে। বৃষ্টিও হচ্ছে থেমে থেমে। এর ফলে অন্ধকারাচ্ছন্ন হয়ে রয়েছে পুরো শহর।
চাঁদপুরে পৃথক ঘটনায় নববধূসহ ২ মরদেহ উদ্ধার
ঝড়ে গাছ পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ
চাঁদপুরে পিকআপ-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
সেনবাগে পুলিশ পরিচয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি
কক্সবাজারে পাহাড়ি ছড়ায় গোসলে নেমে ২ শিশুর মৃত্যু
কক্সবাজারের রামুতে পাহাড়ি ছড়ায় গোসলে নেমে ২ শিশুর মৃত্যু হয়েছে।  সোমবার (৬ মে) সকাল ১০টায় রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নে চেইন্দা এলাকায় এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকার ফজল আহমদের ছেলে আব্দুস শুক্কুর (১২) ও একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে সালাহ উদ্দিন খোকা (১০)। বিষয়টি নিশ্চিত করেছেন রামু থানার ওসি আবু তাহের দেওয়ান। তিনি বলেন, দক্ষিণ মিঠাছড়িতে পাহাড়ি ছড়ায় গোসলে নেমে দুই শিশুর মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুদের মরদেহ নিজ নিজ বাড়িতেই আছে। ঘটনার বর্ণনা দিয়ে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চেইন্দা ইউপি সদস্য জাফর আলম বলেন, রাতে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িসহ বিভিন্ন এলাকায় হালকা ও মাঝারি বৃষ্টিপাত হয়েছে। শুষ্ক মৌসুমে শুকিয়ে যাওয়া পাহাড়ি ছড়ার বিভিন্নস্থানে সৃষ্ট গর্তে বৃষ্টির পানি জমেছিল। সকালে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেইন্দা এলাকার একটি পাহাড়ি ছড়ায় জমে থাকা পানিতে স্থানীয় ৬ থেকে ৭টি শিশু মিলে গোসলে করতে নামে। এক পর্যায়ে ৪ শিশু ছড়ার পানিতে ডুবে যায়। পরে ঘটনাস্থলে থাকা অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা ৪ জনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসে। এ সময় কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
টেকনাফ সীমান্তজুড়ে গোলার শব্দ, আতঙ্কে স্থানীয়রা
মিয়ানমারের জান্তাবিরোধী বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে দেশটির সেনাবাহিনীর তুমুল সংঘর্ষ চলছে। উভয়পক্ষই রাখাইন রাজ্যে নিজেদের নিয়ন্ত্রণ টিকিয়ে রাখতে বোমা ও মর্টার শেল হামলা চালাচ্ছে।  সোমবার (৬ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত টেকনাফের হ্নীলা ও সাবরাং সীমান্তসহ পৌরসভার বিভিন্ন এলাকায় রাখাইন থেকে বোমা বিস্ফোরণ ও মর্টার শেলের বিকট শব্দ শোনা যাচ্ছে। গোলার শব্দে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন টেকনাফের পৌরভার কাউন্সিলর মো. মনিরুজ্জামান।  তিনি বলেন, রাখাইনে চলমান যুদ্ধে এ পারে অনেক ভারী গোলার বিকট শব্দ শোনা যাচ্ছে। সীমান্তের ওপারে মিয়ানমারে গোলার শব্দে এ পার কেঁপে উঠছে। বেশ কিছু দিন গোলার শব্দ শোনা না গেলেও আজ ভোর থেকে বিকট গোলার শব্দ পাচ্ছি। মনে হচ্ছে বোমা এসে এ পারে পড়ছে। এ ধরনের গোলার আওয়াজ মানুষের মাঝে আতঙ্ক বাড়াচ্ছে।  টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সালাম বলেন, রাখাইনের গোলাগুলির শব্দ এ পারে শোনা যাচ্ছে। নাফ নদের সীমান্তে আইন প্রয়োগকারী সংস্থা সতর্ক অবস্থানে রয়েছে।  এ বিষয়ে কোস্টগার্ড চট্টগ্রাম পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট তাহসিন রহমান বলেন, সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত আছি। মিয়ানমার থেকে পালিয়ে আসা ৮৮ জন বিজিপি সদস্যকে আমরা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) কাছে হস্তান্তর করেছি।  টেকনাফ ব্যাটালিয়ন (বিজিবি-২) অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, ‘রাখাইনের সংঘাত মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়। তবে সংঘাতের জের ধরে যাতে আর কেউ বাংলাদেশে ঢুকতে না পারে সেজন্য নাফ নদ ও সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।’
প্রেমিকার অশ্লীল ছবি ফেসবুকে ছড়ালেন প্রেমিক, এলাকাবাসীর প্রতিবাদ
নোয়াখালী সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের উত্তর শুল্লুকিয়া গ্রামে তরুণীকে ধর্ষণের ছবি মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে প্রতিবাদে অভিযুক্ত ধর্ষক টোকাই মো. আলাউদ্দিনকে গ্রেপ্তারপূর্বক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। সোমবার (৬ মে) বেলা ১১টার দিকে উপজেলার জালাল মাঝি জামে মসজিদ-সংলগ্ন সড়কে উত্তর শুল্লুকিয়া ও চরকরমূল্যা গ্রামের বাসিন্দারা এ মানববন্ধন ও বিক্ষোভ করেন। অভিযুক্ত যুবক আলাউদ্দিন চরকরমূল্যা গ্রামের মো. হানিফ ওরফে ভুলুর ছেলে। মানববন্ধনে বক্তারা বলেন, চরকরমূল্যা গ্রামের টোকাই আলাউদ্দিন দীর্ঘদিন থেকে এলাকার স্কুল-মাদরাসায় পড়ুয়া মেয়েদের নানানভাবে ইভটিজিং করে আসছে। সম্প্রতি আলাউদ্দিন ও তার এক সহযোগী উত্তর শুল্লুকিয়া গ্রামের জনৈক এক তরুণীকে বাগানের মধ্যে ধর্ষণ ও মোবাইলে ছবি ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। এ ঘটনায় স্থানীয় লোকজন প্রতিবাদ করলে উল্টো প্রতিবাদকারীদের ওই যুবতীকে দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেয় আলাউদ্দিন। স্থানীয়রা বলেন, আলাউদ্দিন ক্ষমতাসীন দলের কর্মী হওয়ায় ধর্ষণের ঘটনা ঘটিয়ে ছবি তুলে ফেসবুকে প্রকাশ করে। পাশাপাশি বীরদর্পে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। এখন ওই মেয়ে (ভিকটিম) যদি মামলা না করে, তাহলে কেউ কিছুই করতে পারবে না। এ বিষয়ে ভিকটিমের বাবা জানান, আমি বড়ই অসহায়, আমার মেয়ে এবং স্ত্রীকে ওই ছেলে (আলাউদ্দিন) তার নিয়ন্ত্রণে নিয়ে গেছে। এ ব্যাপারে আমি কিছুই করতে পারছি না। অভিযুক্ত আলাউদ্দিন নিজেকে আওয়ামী লীগের কর্মী দাবি করে বলেন, ‘আমি আওয়ামী লীগ করার কারণে বিএনপির লোকজন আমাকে ফাঁসাতে ওই ছবি ফেসবুকে দিয়েছে।’  স্থানীয় কালাদরাপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাদাত উল্যাহ সেলিম বলেন, ফেসবুকে ছবি ছড়িয়ে পড়ার বিষয়টি জেনে স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে ভিকটিমের পরিবারকে থানায় মামলা করার পরামর্শ দিয়েছি। পরবর্তীতে তারা মামলা করেছেন কি না, সে বিষয়ে আমাকে কিছুই জানাননি।
অস্ত্র নিয়ে ভোটকেন্দ্রে যেতে বললেন ইউপি মেম্বার
ভোটের দিন অস্ত্র নিয়ে কেন্দ্রে যেতে বলেছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার (সদস্য) মো. কবির হোসেন।  শুক্রবার (৩ মে) উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকার পশ্চিম পাড়ায় এক নির্বাচনী সভায় এ আহ্বান জানান তিনি। এক মিনিট ১৯ সেকেন্ডের এ সংক্রান্ত একটি ভিডিও প্রতিবেদকের হাতে রয়েছে। ভিডিওতে কবির হোসেনকে বলতে শোনা যায়, ‘আমাদের কিন্তু ভোটের দিন প্রত্যেকে যার যার ব্যাগে যার যার অস্ত্র লয়া মাঠে আসতে হবে।’  এ সময় তিনি ওই এলাকার কেন্দ্র থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী ছাইদুর রহমান স্বপনকে ৫০০ ভোটে জয়ী করার আহ্বান জানান। পাশাপাশি ছাইদুর রহমানের পক্ষে কাজ করার জন্য উপস্থিত সবার প্রতিশ্রুতি আদায় করেন। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক দুবরাজ। এ বিষয়ে কবির হোসেন বলেন, ‘আমি ব্যাগে বলতে গতি (বেগ) বুঝিয়েছি। আর অস্ত্র বলতে ভোটকে বুঝিয়েছি। আসলে গ্রামের ভাষায় আবেগ নিয়ে বলতে গিয়ে বিষয়টা অন্য রকম শোনা গেছে। ইউএনও রোববার (৫ মে) আমাকে বিষয়টি নিয়ে ডাকিয়েছেন।’  আমি এভাবেই ইউএনওকে বলে এসেছি বলে জানান এই ইউপি মেম্বার।
পাহাড়ের দুর্গম ৯ ভোটকেন্দ্রে হেলিকপ্টারে গেলো নির্বাচনী সরঞ্জাম
আগামী ৮ মে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম পর্যায়ের সাধারণ নির্বাচনে রাঙ্গামাটির চারটি উপজেলায় ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে সোমবার (৬ মে) সকালে দুর্গম জুরাছড়ি ও বরকল দুই উপজেলায় হেলিকপ্টারযোগে বিভিন্ন ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের পৌঁছানোর কাজ শুরু হয়েছে।  সকালে জুরাছড়ি যক্ষ্মা বাজার আর্মি ক্যাম্প থেকে হেলিকপ্টারযোগে রাঙ্গামাটির জুরাছড়ির ৭টি ও বরকলে ২টি দুর্গম ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তাদের পাঠানোর কাজ শুরু হয়। নির্বাচনী অন্যান্য সরঞ্জামের মধ্যে রয়েছে ব্যালট পেপার, ব্যালট বক্স, স্ট্যাম্প প্যাড এবং অমুচনীয় কালি। ৮ মে ভোটগ্রহণ ও ফলাফল গণনা শেষে পুনরায় নির্বাচনী কর্মকর্তারা ফিরে আসবেন। এ বিষয়ে রাঙ্গামাটি রির্টানিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মনির হোসেন বলেন, প্রথম ধাপে ৮মে ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে ৪টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর প্রথম ধাপের এ নির্বাচনে রাঙ্গামাটি সদরসহ চার উপজেলায় সর্বমোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি আরও বলেন, মূলত দুর্গম এলাকার কথা বিবেচনা করে আগেই নির্বাচন কর্মকর্তাদের মাধ্যমে ব্যালেট পেপার এবং অন্যান্য সরঞ্জাম পাঠিয়ে দেওয়া হচ্ছে। মঙ্গলবার জেলার অন্যান্য উপজেলায় ব্যালেট পেপার এবং নির্বাচনী সরঞ্জাম পাঠানো হবে। এ সময় বিভিন্ন কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ উপস্থিত থেকে এই নির্বাচনী সরঞ্জাম গ্রহণ করে বিভিন্ন কেন্দ্রের উদ্দেশ্যে রওনা দেন। উল্লেখ্য, রাঙ্গামাটির ১০ উপজেলা, দুটি পৌরসভা এবং ৫০টি ইউনিয়ন মিলে মোট ভোটার রয়েছে ৪ লাখ ৭৪ হাজার ৩৫৪ জন।
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ১২ ঘণ্টার ব্যবধানে ২ খুন
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ১২ ঘণ্টার ব্যবধানে দুই রোহিঙ্গা যুবককে গুলি করে ও জবাই করে হত্যা করেছে দুষ্কৃতকারীরা।  রোববার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ২০ নম্বর বর্ধিত ক্যাম্পের ‘বি’ ব্লকে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জাফর আহমদ ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ‘জি’ ব্লকের বাসিন্দা।  গত ১২ ঘণ্টার ব্যবধানে রোহিঙ্গা ক্যাম্পে এ নিয়ে দুই রোহিঙ্গা খুনের শিকার হলো। এর আগে সকালে ১৮ নম্বর ক্যাম্পে নুর কামাল নামে অপর এক রোহিঙ্গা যুবককে গলা কেটে হত্যা করে দুষ্কৃতকারীরা।  ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো শামীম হোসেন। তিনি জানান, নিহত জাফর রোববার সন্ধ্যার দিকে ৪ নম্বর ক্যাম্পের বর্ধিত অংশে তার দ্বিতীয় স্ত্রীর ঘরে যান। এ সময় একদল দুষ্কৃতকারী জাফরকে অস্ত্রের মুখে জিম্মি করে পার্শ্ববর্তী ২০ নম্বর ক্যাম্পে একটি খালি জায়গায় নিয়ে গিয়ে উপর্যুপরি গুলি করে পালিয়ে যায়। গুলিতে ঘটনাস্থলেই নিহত হন জাফর। গুলির শব্দ পেয়ে ক্যাম্পের রোহিঙ্গা, এপিবিএন পুলিশ ও পরে উখিয়া থানা পুলিশ এসে নিহত জাফরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করে। পুলিশ জানায়, রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে মিয়ানমারের রাখাইনে একটি সন্ত্রাসী গ্রুপের দুষ্কৃতকারীরা এই হত্যাকাণ্ড ঘটাতে পারে। ক্যাম্পে এপিবিএন পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।