• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

ঝড়ে গাছ পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ মে ২০২৪, ১৮:৩৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বিসিক সংলগ্ন এলাকায় গাছ উপড়ে যান চলাচল বন্ধ রয়েছে।

চট্টগ্রামের সীতাকুণ্ডে কালবৈশাখীতে গাছ উপড়ে পড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে প্রায় ৫ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা গাছটি কেটে সরিয়ে ফেলার চেষ্টা করছেন।

সোমবার (৬ মে) বেলা ৩টার দিকে ফেনীর মহিপাল হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেলা সাড়ে ১২টার দিকে কালবৈশাখী শুরু হয়। তীব্র ঝড়ে দুই স্থানে গাছ উপড়ে পড়ে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে প্রায় ৫ কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। মহাসড়ক থেকে গাছ অপসারণের কাজ চলছে। ফায়ার সার্ভিস ও পুলিশ কাজ করছে। অল্প সময়ের মধ্যেই অপসারণ করা সম্ভব হবে বলে আমরা আশা করছি। এ ঘটনায় ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। তবে ঢাকামুখী লেন দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ফেনী ফায়ার স্টেশনের লিডার উজ্জ্বল বণিক জানান, একপাশ বন্ধ আছে। আরেক পাশের লেন চালু আছে। গাছটি পুরোপুরি সরিয়ে নেওয়ার চেষ্টা করছে ফায়ার সার্ভিস। অল্প সময়ের মধ্যে চট্টগ্রামমুখী লেন যান চলাচলের উপযোগী করা সম্ভব হবে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বাস্থ্য সহকারী পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা
শিক্ষক পেটানো সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার
নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে লরি, প্রাণ গেল মামা-ভাগনের
ঝরনায় ডুবে প্রাণ গেল স্কুলছাত্রের
X
Fresh