• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

সেনবাগে পুলিশ পরিচয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি

সেনবাগ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ মে ২০২৪, ১৭:২৬
সেনবাগে পুলিশ পরিচয়ে প্রবাসীর বাড়িতে ডাকাতি
ছবি : আরটিভি

পুলিশ পরিচয় দিয়ে নোয়াখালীর সেনবাগে এক ফ্রান্স প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।

রোববার (৫ মে) রাত ২টার দিকে উপজেলার বীজবাগ ইউপির উত্তর বালিয়াকান্দীর ফজু মুন্সীর বাড়িতে ফ্রান্স প্রবাসী সুজনের ঘরে ওই ডাকাতির ঘটনা ঘটে।

এ সময় মুখোশপরা ৫-৬ জনের একদল সশস্ত্র ডাকাত কলাপসিবল গেইট ও কাঠের দরজা ভেঙে বসতঘরের ভেতরে প্রবেশ করে। তারা প্রবাসীর স্ত্রী ইশরাত জাহান দিপা, মেয়ে জান্নাতুল নাঈম অর্পা, শাশুড়ি জাহানারা বেগমকে মারধর করে এবং শিশু হুজাফকে জিম্ম করে আলমারি চাবি নিয়ে নগদ ৮৫ হাজার টাকা, ৪ ভরি স্বর্ণালংকার, ২টি মোবাইলফোন নিয়ে যায়। পরে তারা জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে সেনবাগ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজিম উদ্দিন।

তিনি জানান, পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে টাকা, স্বর্ণালংকার নিয়ে যাওয়ার কথা শুনেছি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টাঙ্গাইলে পুলিশ পিটিয়ে আসামি ছিনতাই
জঙ্গি ও সন্ত্রাস সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে: আইজিপি
তেজগাঁও অঞ্চলের পুলিশকে নিয়ে আশার আলোর মতবিনিময় 
রিকশাচালকের পা ভেঙে দেওয়ার দায়ে ট্রাফিক পুলিশ ক্লোজড
X
Fresh