• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

এশিয়া কাপের আয়োজক আরব আমিরাত!

স্পোর্টস ডেস্ক

  ১০ এপ্রিল ২০১৮, ১৬:৫৭
ফাইল ছবি

বিগত কয়েক বছর ধরে এশিয়া কাপের আয়োজক ছিল বাংলাদেশ। গেলো চার বছর ধরে এশিয়ার সেরাদের লড়াইয়ে সফল আয়োজক বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০১৮ সালের এশিয়া কাপের আয়োজক হবার কথা ছিল ভারতের।

কিন্তু সম্প্রীতি ভারত-পাকিস্তান রাজনৈতিক পরিস্থিতির কারণে ভারতের বদলে সরিয়ে অন্য কোনো দেশে আয়োজন করার কথা চলছিল। ওই তালিকায় অন্যদের থেকে অনেক এগিয়ে ছিল বাংলাদেশ। পাশাপাশি শ্রীলঙ্কার নামও চলে আসছিল।

তবে আজ মঙ্গলবার এবারের এশিয়া কাপের আয়োজক হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এমনটাই জানাচ্ছেন পাকিস্তানের গণমাধ্যম কর্মী ফাইজান লাখনি।

--------------------------------------------------------
আরও পড়ুন : অস্ত্রোপচারের জন্য অস্ট্রেলিয়া যাচ্ছেন নাসির
--------------------------------------------------------

জিও স্পোর্টসের এই সাংবাদিক নিজ অফিসিয়াল টুইটারে জানান, ভারতের বদলে ইউএইতে হচ্ছে চলতি বছরের এশিয়া কাপ। আগামী সেপ্টেম্বরে বসছে এই টুর্নামেন্ট।

টুইট পোস্টে তিনি আরও জানান, এবারের ইমার্জিং এশিয়া কাপের যৌথ আয়োজক হচ্ছে পাকিস্তান ও শ্রীলঙ্কা।

এদিকে ২০১৮ সালের এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বার্ষিক সাধারণ সভা পাকিস্তানে হবে বলে জানিয়েছেন দেশটির প্রভাবশালী এই সাংবাদিক।

এর আগে ১৯৮৩ ও ১৯৯৫ সালে এশিয়া কাপ আয়োজন করেছিল মধ্যপ্রাচ্যের দেশটি।

আরও পড়ুন :

এমআর/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এশিয়া কাপ আয়োজন করতে পারবে না ভারত-পাকিস্তান!
৪৫৫ রানের লিডে দিন শেষ করল শ্রীলঙ্কা
ভালো শুরুর পর ফিরলেন জয়
ফিল্ডিংয়ে বাংলাদেশ, হাসানের অভিষেক
X
Fresh