• ঢাকা রোববার, ১৬ জুন ২০২৪, ২ আষাঢ় ১৪৩১
logo

মাঠে বল লেগে ফুটবলারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক

  ২৬ মার্চ ২০১৮, ১৫:৩৪

আরেকটি ট্রাজেডির জন্ম দিলো খেলার মাঠ। ক্রোয়েশিয়ার তৃতীয় বিভাগ ফুটবলের ম্যাচে ঘটেছে এমন দুঃখজনক ঘটনা। ম্যাচের ১৫তম মিনিটে বুকে বলের আঘাতে দম বন্ধ হয়ে চিরনিদ্রায় চলে যান ২৫ বছর বয়সী ফুটবলার ব্রুনো বোবান। ক্রোয়েশিয়ায় মারসোনিয়া দলের হয়ে খেলতেন তিনি।

ম্যাচের সময়ে বল নিয়ে প্রতিপক্ষের ডি-বক্সে প্রবেশ করেন ব্রুনো। এই সময়ে প্রতিপক্ষ দলের একজন খেলোয়াড় গোল ঠেকাতে বল কিক করেন। যা এসে ঠেকে ব্রুনোর বুকের মাঝখানে। বল লাগার সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়েন এই ফুটবলার।

--------------------------------------------------------
আরও পড়ুন: আজীবন নিষিদ্ধের পথে স্মিথ-ওয়ার্নার!
--------------------------------------------------------

এরপর সেখান থেকে একটু সরে ডি-বক্সে গিয়ে বসে পড়েন তিনি। পরে আবারও উপুর হয়ে লুটিয়ে পড়ে যান এই তরুণ খেলোয়াড়। সাথে সাথেই চিকিৎসকরা অ্যাম্বুলেন্স নিয়ে মাঠে চলে আসেন। প্রাথমিক চিকিৎসা দেবার পরেও শেষ রক্ষা হয়নি ব্রুনোর। হাসপাতালে নেবার আগেই দম বন্ধ হয়ে না ফেরার দেশে চলে গেলেন তিনি।

দলের সহকর্মীরা এবং প্রতিদ্বন্দ্বীরা নিজেদের অশ্রুতে বিদায় দিলো সতীর্থ ব্রুনো বোবানকে। ২৫ বছর বয়সী এই ফুটবলারের মৃত্যুর কারণ এখনও ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন:

এএ/ওয়াই

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টাইন ভক্তদের দুঃসংবাদ দিলেন মেসি
বড় হার দিয়ে বিশ্বকাপ বাছাই শেষ বাংলাদেশের
৭ বছর পর পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন
ফুটবল খেলার সময় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু