• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

ভিন্ন ম্যাচে জয় পেয়েছে রিয়াল-বার্সা

স্পোর্টস ডেস্ক

  ১১ মার্চ ২০১৮, ১১:৪১

মেসিহীন বার্সা জয় পেয়েছে মালাগার বিপক্ষে ২-০ গোলে। অপর দিকে এইবারের বিপক্ষে রোনালদোর জোড়া গোলে জয় নিশ্চিত করেছে জিদানের শিষ্যরা।

শনিবার লা লিগায় প্রথমার্ধে এইবারের বিপক্ষে বল পেতেই কষ্ট হয় রিয়ালের। গোল পেতে অপেক্ষা করা লাগে ৩৪ মিনিট। সুযোগ আসে ৩৩ মিনিটে। গ্যারেথ বেলের নেয়া শর্ট ঠেকিয়ে দেন এইবারের গোল রক্ষক। এর পরের মিনিটে সুযোগ আর মিস করেননি রোনালদো।

প্রথমার্ধে আর কোনো গোল না হলে ১-০ নিয়েই বিরতিতে যায় দু’দল। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে এইবারের হয়ে রামিসের গোলে সমতায় ফেরে ম্যাচ। কিন্তু ম্যাচ শেষ হওয়ার ঠিক ৬ মিনিট আগে নিজের দ্বিতীয় গোল করে ২-১ এর জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

অন্যদিকে মেসিহীন বার্সার মালাগার বিপক্ষে জয় পেতে কোনো সমস্যা হয়নি। তৃতীয় সন্তানের বাবা হওয়ায় ক্লাব থেকে ছুটি দেয়া হয় মেসিকে।

মালাগার বিপক্ষে দুই গোলের একটি আসে লুইস সুয়ারেজ (১৫) এবং অন্যটি করেন পিলিপ কুতিনহো (২৮)।

২৮ ম্যাচে ২২ জয়ে সঙ্গে ছয় ম্যাচে ড্রয়ে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। ২৮ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে রিয়াল মাদ্রিদ।

আরও পড়ুন:

এমআর/এসএস

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আয়ে সবার শীর্ষে রোনালদো, মেসি কোথায়?
লা লিগায় জাভির শততম ম্যাচটি জয় দিয়ে রাঙালো বার্সেলোনা
বার্সেলোনার ম্যাচসহ টিভিতে আজকের খেলা
যাওয়ার আগে ফ্রান্সসেরার পুরস্কার জিতলেন এমবাপ্পে
X
Fresh