• ঢাকা সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১
logo

লেভারকুসেনের আরেকটি ইতিহাস

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৬ মে ২০২৪, ১৩:৫৬
লেভারকুসেন
ছবি-এএফপি

জার্মান কাপের ফাইনালে কাইজারস্লটার্নকে ১-০ গোলে হারিয়ে মৌসুমের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো বায়ার লেভারকুসেন। টানা ৫১ ম্যাচে অপরাজিত মৌসুমের পর প্রথমবারের মতো ‘ডাবল’ শিরোপা উদযাপন করলো তারা।

শনিবার (২৫ মে) বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে লেভারকুসেনের শুরুটা মোটেই সুখকর হয়নি। ম্যাচ শুরুর আগেই হলুদ কার্ড দেখেন ডিফেন্ডার ওদিলিন কোসনুনু। প্রথমার্ধের শেষদিকে আরেকটি হলুদ কার্ড দেখে তিনি মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত লেভারকুসেন। এরপর বাকিটা সময় ১০ জনের দলই নিয়েই খেলতে হয়েছে তাদের।

ম্যাচের ১৭তম মিনিটেই ডি-বক্সের বাইরে থেকে নেওয়া দারুণ শটে দলকে এগিয়ে নেন গ্রানিত জাকা। তার দ্রুতগতির এই বুলেট শটটাই শেষ অবধি ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

এরপর ১০ জনের দল নিয়েও দ্বিতীয়ার্ধে ব্যবধান ধরে রাখতে সক্ষম হয় জাবি আলোনসর শিষ্যরা। ফলে ৩১ বছর পর জার্মান কাপ পুনরুদ্ধার করলো দলটি।

এই নিয়ে মৌসুমের ৫৩ ম্যাচের ৫২টিতেই অপরাজিত থাকলো দলটি। একমাত্র পরাজয়টি এসেছিল আটালান্টার বিপক্ষে ইউরোপা কাপের ফাইনালে।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতিহাস গড়ে সুপার এইটে বাংলাদেশ
ইতিহাস গড়া ম্যাচে আলবেনিয়াকে উড়িয়ে ইতালির জয়
১৬ জুন : ইতিহাসে আজকের এই দিনে
১৫ জুন: ইতিহাসে আজকের এই দিনে