• ঢাকা সোমবার, ১৭ জুন ২০২৪, ৩ আষাঢ় ১৪৩১
logo

পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের চ্যালেঞ্জিং পুঁজি

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ২৫ মে ২০২৪, ২১:৩৩
পাকিস্তান-ইংল্যান্ড
ছবি- গেটি ইমেজ

বিশ্বকাপের প্রস্তুতি নিতে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে পাকিস্তান। বৃষ্টির কারণে প্রথম ম্যাচ মাঠে না গড়ালেও, দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ১৮৪ রানের লক্ষ্য দিয়ে ইংল্যান্ড।

শনিবার (২৫ মে) টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করে ইংল্যান্ডের দুই ওপেনার ফিল সল্ট এবং জস বাটলার। তবে ইনিংস বড় করতে পারেননি সল্ট। ৯ বলে ১৩ রান করে আউট হন তিনি।

তৃতীয় উইকেটে উইল জ্যাককে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন অধিনায়ক জস বাটলার। ২৩ বলে ৩৭ রান করে জ্যাক আউট হলেও ৩৪ বলে ফিফটি তুলে নেন বাটলার।

১৮ বলে ২১ রান করে জনি বেয়ারস্টো আউট হলে ২ বলে ১ রান করে তাকে সঙ্গ দেন হ্যারি ব্রুক। তবে এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন বাটলার। তবে ৫১ বলে ৮৪ রান করে ক্যাচ আউট হন এই ইংলিশ অধিনায়ক।

এরপর শুরু হয় ইংল্যান্ডের উইকেট মিছিল। মঈন আলী ৪ রান এবং ৩ বলে ৩ রান করে ফেরেন ক্রিস জর্দান। শেষ পর্যন্ত আর্চারের ৪ বলে ১২ রানের ভর করে ১৮৩ রানের লড়াকু পুঁজি পায় ইংল্যান্ড।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন শাহিন আফ্রিদি। এছাড়াও ইমাদ ওয়াসিম এবং হারিস রাউফ দুটি করে উইকেট নেন।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আয়ারল্যান্ডের বিপক্ষে কষ্টার্জিত জয়ে বিশ্বকাপ শেষ পাকিস্তানের 
পাকিস্তানের বিপক্ষে আইরিশদের মামুলি পুঁজি
টস হেরে ফিল্ডিংয়ে পাকিস্তান
পাকিস্তানের বিদায়ে তামিমের আবেগঘন পোস্ট