• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

আগ্রাসী ঋষভ ও ধৈর্যশীল জাদেজার রেকর্ড জুটিতে এগিয়ে ভারত

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ০২ জুলাই ২০২২, ০০:২৮
আগ্রাসী ঋষভ ও ধৈর্যশীল জাদেজার রেকর্ড জুটিতে এগিয়ে ভারত
ছবি- ক্রিকইনফো

ঋষভ পান্ত, বয়স মাত্র ২৪ বছর। টেস্ট ক্যারিয়ারে ৪ বছরে খেলছেন মোটে ৩১টি টেস্ট। এখুনি তাকে বড় মঞ্চের ক্রিকেটার কিংবা বড় ম্যাচের প্লেয়ার বললে কী ভুল হবে? নিশ্চয়ই না, অন্ততপক্ষে ঋষভ যে কীর্তি করে চলছেন, তাকে নিয়ে প্রশ্ন তোলাটাই বরং ঔদ্ধত্যপূর্ণ আলোচনা বলেই মনে হবে।

বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে চলমান এজবাস্টন টেস্টে আবারও সব আলো নিজের দিকে কেড়ে নিলেন ভারতীয় এই উইকেটরক্ষক। দল যখন একের পর এক উইকেট হারিয়ে দিশেহারা, তখনই ফ্ল্যামবয়েন্ট ঋষভের আগ্রাসনে দৃশ্যপটই বদলে গেলো। এজবাস্টন টেস্টের প্রথম দিনে তাই ঋষভের ঝড়ো শতক ও রবীন্দ্র জাদেজার ধৈর্যশীল ইনিংসে ভারত এগিয়ে থেকেই শেষ করলো।

এজবাস্টন টেস্টের প্রথম দিনে ঋষভের ১৪৬ ও জাদেজার অপরাজিত ৮৩ রানে ভর করে ইংল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটে ৩৩৮ রানে দিন শেষ করলো এশিয়ান জায়ান্টরা।

দুই দলের মধ্যকার টেস্ট ম্যাচটিতে টস জিতে ভারতকে আগে ব্যাটিং করতে পাঠায় ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। সকালের সেশনে ভারতের ৫৩ রানের মধ্যে ২ উইকেট তুলে নিয়ে স্টোকসের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন ৩৯ বছর বয়সী তরুণ জেমস অ্যান্ডারসন।

লাঞ্চের পর বৃষ্টি বাধা খেলা থমকে থাকে। সেখান থেকে ভেজা মাঠে ব্যাটিংয়ে নেমে ১০০ রানের আগে ৫ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে ভারত। ১১ রানে বোল্ড হয়ে ফেরে ফর্মে ফেরার প্রহর বাড়ান বিরাট কোহলিও।

২৮ ওভারে ৯৮ রানে ৫ উইকেট হারানো ভারত যখন কোণঠাসা, তখনই পাল্টা আক্রমণে ইংলিশদের কচুকাটা করতে শুরু করেন ঋষভ। ষষ্ঠ উইকেটে জাদেজাকে নিয়ে মাত্র ৩৯ ওভারে ২২২ রানের রেকর্ড জুটি গড়েন ঋষভ। ইংলিশদের বিপক্ষে ষষ্ঠ উইকেটে ভারতীয়দের মধ্যে এটি সর্বোচ্চ।

এই জুটিতে ঋষভ ছিলেন খুনে মেজাজে। নিজের সামর্থ্যের মধ্যে কিংবা বাইরে থাকা সব শট একের পর এক খেলতে থাকেন ঋষভ। ৫১ বলে ফিফটি করা ঋষভ ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি পূর্ণ করেন মাত্র ৮৯ বলে। যেখানে ১৫ চারের পাশে ১টি ছয়ের মার ছিল এই মারকুটে ব্যাটসম্যানের।

শেষ পর্যন্ত পার্ট টাইমার জো রুটের বলে ফেরার আগে ১৯ চার ও ৩ ছয়ে ১১১ বলে ১৪৬ রান করেন ঋষভ। এক প্রান্তে ঋষভকে হারালেও অপর প্রান্তে ধৈর্যশীল ইনিংস খেলে দলকে এগিয়ে নিতে থাকেন জাদেজা। ১০৯ বলে ফিফটি পূর্ণ করা জাদেজা দিন শেষ করেন ৮৩ রানে অপরাজিত থেকে। ইংলিশদের পক্ষে অ্যান্ডারসন তিনটি ও ম্যাথু পট ২টি উইকেট শিকার করেন।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
'ভারত-চীনকে যুক্ত করতে পারলেই রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব'
চিকিৎসার জন্য ভারতে গিয়ে নিখোঁজ এমপি আনার
‘গ্লোবাল ডিসরাপ্টর্স’ তালিকায় প্রথম ভারতীয় হিসেবে দীপিকার নাম
মোদি বাংলাদেশ থেকে শিক্ষা নিয়ে ভোট করার চেষ্টা করছেন: কেজরিওয়াল
X
Fresh