• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
কলকাতাকে হারাতে জার্সি বদল কোহলিদের
‘অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট’ প্রবাদটি যেনো শতভাগ মিলে গেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্ষেত্রে। বিশ্বসেরা তারকা ক্রিকেটারদের নিয়ে দল গড়েও এখন পর্যন্ত শিরোপা জয়ের স্বাদ পায়নি আইপিএলের ইতিহাসে অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিটি। আগের ১৬টি আসরের মতো এবারেও টেবিলের তলানিতে রয়েছে কোহিল-সিরাজরা। চলতি আসরে এখনও পর্যন্ত সাত ম্যাচ খেলে ছয়টিতেই হেরেছে বেঙ্গালুরু। আগামী (রোববার) হাইভোল্টেজ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে কোহলিরা। ভাগ্য বদলাতে এই ম্যাচে জার্সি বদলে খেলবেন কোহলি-ফাফরা। ২০১১ সাল থেকে প্রতি বছর আইপিএলে একটি ম্যাচ সবুজ জার্সি পরে খেলে বেঙ্গালুরু। প্রকৃতির প্রতি যত্ন এবং আরও বেশি গাছ লাগানোর বার্তা দেওয়ার জন্যই সবুজ জার্সি পরে নামেন কোহলিরা। সাধারণত, ঘরের মাঠে এই জার্সি পরে নামে বেঙ্গালুরু। কিন্তু এবার অ্যাওয়ে ম্যাচে সবুজ জার্সি পরে খেলার সিদ্ধান্ত নিয়েছে তারা। নিজেদের ভেরিভায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি দিয়েছে নতুন জার্সি পরে নামার কথা নিশ্চিত করেছে বেঙ্গালুরু। সেখানে নতুন জার্সিতে দেখা যাচ্ছে কোহলি, ডু প্লেসি এবং দিনেশ কার্তিককে।  পোস্টে বেঙ্গালুরু লিখেছেন, আশা করছি জার্সির রঙে বদল করায় ভাগ্যও বদলাবে। ২১ তারিখ দেখা হচ্ছে। চলতি মৌসুমে বেঙ্গালুরুর ঘরের মাঠ চিন্নাস্বামীতে আরও ৩টি ম্যাচ খেলা বাকি রয়েছে। অন্যদিকে এই মৌসুমে কলকাতা বেশ ভালো ফর্মে রয়েছে। ৬ ম্যাচ খেলে তারা ইতিমধ্যেই ৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। ঘরের মাঠে তিনটি ম্যাচ খেলে দুটিতেই জয় পেয়েছে কলকাতা। শেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে হারলেও শেষ বল পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছে তারা। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে বেঙ্গালুরুর ভাগ্যবদল বেশ কঠিনই হবে!  
১৯ এপ্রিল ২০২৪, ১৬:৩০

জেমিনির ভুলে বিপাকে গুগল সিইও, হারাতে পারেন চাকরি 
নিজেদের সর্বশেষ এআইভিত্তিক প্রকল্প জেমিনি নিয়ে বেশ বিপাকেই পড়েছে গুগল করপোরেশন। ওপেনএআইয়ের জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটিকে টেক্কা দিতে গুগল বার্ড নিয়ে আসে প্রযুক্তি বাজারে আধিপত্য করে চলা সংস্থাটি। পরবর্তীতে এই গুগল বার্ডের নাম হয়ে যায় জেমিনি। কিন্তু প্রকল্পটি বুমেরাং হয়ে দেখা দিলো গুগলের জন্য। নিজেদের সর্বশেষ এ প্রকল্পের এক ভুলেই বিতর্কের মুখে পড়ে গেছে গুগল। পড়ে গেছে কোম্পানির শেয়ার। আর এই জেরে রোষানলে পড়েছেন গুগল এবং এর মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাইও। দাবি উঠেছে গুগলের পরিচালনা পর্ষদ থেকে তাকে সরিয়ে দেওয়ার। জেমিনির ভুল ছবি তৈরি নিয়েই বিতর্কের সূত্রপাত। কারিগরি ত্রুটির কারণে বাধ্য হয়েই জেমিনি চ্যাটবটে ছবি তৈরির সুবিধা বন্ধ করে দিয়েছে গুগল। আর এই সেবা বন্ধ হয়ে যাওয়ার পরই অনেকটা কমে গেছে শীর্ষ এই প্রযুক্তি কোম্পানির শেয়ারের দাম। ফলে প্রশ্ন উঠেছে প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাইয়ের নেতৃত্ব ও দক্ষতা নিয়ে। ফলস্বরূপ গুগলের পরিচালনা পর্ষদ থেকে তাকে সরিয়ে দেওয়ার দাবিও উঠেছে। প্রযুক্তি-সংশ্লিষ্টরা বলছেন, গুগলের মতো প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠানের জন্য এই ভুল গ্রহণযোগ্য নয়। অবকাঠামো ও জনবল বিবেচনায় অনেক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি প্রতিষ্ঠানের তুলনায় এগিয়ে গুগল। তাই এই প্রতিষ্ঠানে ব্যর্থতার দায়ভারও সুন্দর পিচাইকেই নিতে হবে। এই অবস্থায় ব্যবসা পুনরুদ্ধারে গুগলের পরিচালনা পর্ষদে বড় রদবদলের কথাও হচ্ছে। প্রসঙ্গত, গত দুই বছরে বহু কর্মী ছাঁটাই হয়েছে গুগলে। গেল বছরের ডিসেম্বর মাসেই ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেন সুন্দর পিচাই। কিন্তু পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ ওই মাসেই বেতন বাড়ে পিচাইয়ের। একদিকে নিজের বেতন বৃদ্ধি, অন্যদিকে হাজারে হাজারে কর্মী ছাঁটাই- সব মিলিয়ে পিচাইয়ের ভূমিকা নিয়ে তখনই প্রশ্ন উঠেছিল। এবার জেমিনি নিয়ে ব্যবসা ধসের মুখে পড়ায় গুগল থেকে ভারতীয় বংশদ্ভূত এ প্রযুক্তিবিদকে সরিয়ে দেওয়ার দাবি উঠলো।
০৫ মার্চ ২০২৪, ১২:১২

চলার ক্ষমতা হারাতে পারেন মায়োসাইটিস রোগে!
হঠাৎ করে হাতে-পায়ে অক্ষমতা দেখা দিলে অথবা ধীরে ধীরে অঙ্গ সঞ্চালন বিকল হলে, প্রায় পঙ্গু হয়ে শয্যাশায়ী এমন পরিস্থিতি হলে বুঝতে হবে হয়তো বড়সড় অসুখই বাসা বেঁধেছে শরিরে। মায়োসাইটিস এমনই এক অসুখ। অনেক কারণেই হতে পারে।  জেনে নিন মায়োসাইটিস রোগের লক্ষণ এবং করণীয়গুলো- চিকিৎসকদের তথ্যমতে, রোগী বেশ কিছুক্ষণ চেয়ারে বসে আছেন, যেই উঠতে যাবেন মনে হবে শরীর আর চলছে না।’ যদি খাদ্যনালির পেশি কিংবা ডায়াফ্রাম পেশিতে এই সমস্যা হয়, তবে খাবার খেতে বা শ্বাস নিতেও সমস্যা হতে পারে। ঠিক মতো চিকিৎসা না হলে, শ্বাস-প্রশ্বাসের সমস্যা থেকে মৃত্যুর আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। কোন কোন লক্ষণে চেনা যায় এই রোগ? প্রথম প্রথম দেহের বিভিন্ন অঙ্গে শুরু হয় ব্যথা। হাত, পা, ঘাড়ের পেশিতে যন্ত্রণা হয়। তবে যে কোনো পেশিতেই বাসা বাঁধতে পারে এই রোগ। পেশি এতই দুর্বল হয়ে যায় যে, রোগী মাঝেমধ্যেই পড়ে যেতে পারেন। একটানা দাঁড়িয়ে থাকলে কিংবা দীর্ঘক্ষণ বসে থাকলে ক্লান্ত লাগে শরীর। ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া – কিছু ওষুধ রয়েছে যেগুলো খেলে তার প্রভাবে পেশিতে প্রদাহ শুরু হতে পারে। ট্রমা বা ইনজুরি – শারীরিক ট্রমা বা আঘাত থেকে পেশিতে মায়োসাইটিস হতে পারে। এই ধরনের মায়োসাইটিসের চিকিৎসা আলাদা। ক্যানসার – মারণরোগে আক্রান্ত হলে তার প্রভাবে শরীরের অটোইমিউন রিঅ্যাকশন বেড়ে যায়। ফলত পেশিতে প্রদাহ তৈরি হয়। একে বলা হয় প্যারানিওপ্লাস্টি সিনড্রোম। ফলে হাঁটাচলায় সমস্যা শুরু হয়। এছাড়া বয়সজনিত কারণেও বয়সকালে মায়োসাইটিস হতে পারে। অনেক সময় কোনও সিফুড খেয়ে তা থেকে পয়জনিং হয়ে এমন হতে পারে। অথবা কারও কারও ক্ষেত্রে কোনও ভাইরাস বা ব্যাকটিরিয়া থেকে সংক্রমণ হয়েও এমন হয়। যে লক্ষণ দেখা দিলে সাবধান হতে হবে-  পেশির দুর্বলতা – এই অসুখ শরীরের বিভিন্ন পেশিতে প্রভাব ফেলে। যার জেরে প্রতিদিনের কাজকর্মে ব্যাঘাত ঘটে। পেশিতে ব্যথা – অসহ্য পেশিতে ব্যথা হয়। পেশি শিথিল হয়ে যাওয়া – এক্ষেত্রে পেশি শিথিল হয়ে পড়ে। তাই কোনও অঙ্গই নাড়ানো যায় না। ত্বকে র‌্যাশ – এক্ষেত্রে স্কিনে লাল লাল র‌্যাশ বের হয়। যা খুবই বাড়াবাড়ি পর্যায়ে যায়। এক্ষেত্রে চোখের ওপরের পাতায় র‌্যাশ বের হতে পারে। নীলচে একটা প্রদাহ তৈরি হয়। এতে হিলিওট্রোপ র‌্যাশ বলে। জয়েন্ট পেইন – এই অসুখ হলে শরীরের গিরায় গিরায়ও কারও কারও ক্ষেত্রে ব্যথা হয়। অনেকেই তাই আর্থ্রাইটিস ভেবে ভুল করেন। ক্লান্তি – পেশি দুর্বল হলে, ব্যথা শুরু হলে তা থেকে অনেকেই ক্লান্ত হয়ে পড়ে। ফলে প্রতিদিনের কাজ ব্যাহত হয়। এই সমস্যা বাড়াবাড়ি পর্যায়ে গেলে রোগীর হাঁটাচলা বন্ধ হয়ে যায় সঙ্গে নিশ্বাসের সমস্যা শুরু হয়। এতটাই সমস্যা হয় যে ভেন্টিলেশনের দরকার হয়। রোগ নির্ণয়ে- এই রোগ নির্ণয় করতে গেলে রোগীর পেশিতে বায়োপসি করার দরকার পড়ে। এছাড়া কিছু রক্ত পরীক্ষা করে রোগ নির্ণয় করার দরকার পড়ে। ইমেজিং টেস্ট ও ইলোকট্রোমায়োগ্রাফি করেও রোগ নির্ণয় করা হয়। তবে কখন কার কী টেস্ট দরকার সেটা চিকিৎসক রোগীর অবস্থা বুঝে নির্দেশ দেন। চিকিৎসা- চিকিৎসকরা জানান, মূলত ইমিউনো সাপ্রেসিভ ও স্টেরয়েড জাতীয় ওষুধ দিয়ে চিকিৎসা হয় এই রোগের। তবে রোগের প্রকারভেদ রয়েছে। রোগের প্রকৃতি এবং রোগী চিকিৎসায় কতটা সাড়া দিচ্ছেন, তার ওপর নির্ভর করছে অনেক কিছুই। কখনো কখনো সারা জীবনও ওষুধ খেতে হতে পারে রোগীকে। সূত্র : সংবাদ প্রতিদিন
১৫ জানুয়ারি ২০২৪, ১৭:০৭

ফাইনালে বার্সেলোনাকে হারাতে মোটা অঙ্কের বোনাস ঘোষণা 
সুপার কাপের প্রথম সেমিফাইনালে গত বুধবার আতলেতিকো মাদ্রিদকে ৫-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। পরদিন দ্বিতীয় সেমিফাইনালে ওসাসুনার বিপক্ষে ২-০ গোলে জেতে বার্সেলোনা। ফলে আগামী রোববার সৌদি আরবের রিয়াদের কিং সাউদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে নামবে স্পেনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব। ফাইনালে বার্সেলোনাকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিততে পারলে মোটা অঙ্কের বোনাস পাবেন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা। পুরো দলের জন্য মোট ৪০ লাখ ইউরো বোনাস ঘোষণা করেছেন মাদ্রিদের ক্লাবটির সভাপতি ফ্লোরেন্তিনো পেরেস। গত আসরের ফাইনালে বার্সেলোনার কাছে ৩-১ গোলে হেরেছিল মাদ্রিদ। এবার নিশ্চয় প্রতিশোধ নিতে চাইবে তারা, পুনরুদ্ধার করতে চাইবে শিরোপা। তাই দলকে অনুপ্রাণিত করতেই বোনাস ঘোষণা করেছেন পেরেস।  স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্তের প্রতিবেদন থেকে জানা গেছে, ফাইনালে বার্সেলোনাকে হারাতে পারলে প্রত্যেক খেলোয়াড় পাবেন দেড় লাখ ইউরো। মোট ৪০ লাখ ইউরো খেলোয়াড়দের সঙ্গে পাবেন কোচিং স্টাফের সদস্যরাও। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য স্প্যানিশ ফেডারেশন থেকে তারা যে অর্থ পাবেন, তার প্রায় অর্ধেক এই বোনাস।
১২ জানুয়ারি ২০২৪, ২১:১২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়