• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
ফের বাংলাদেশের সিনেমায় পাওলি
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন ‘সত্তা’ সিনেমায়। লম্বা সময় পর ফের বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। ‘ভুবন মাঝি’ খ্যাত নির্মাতা ফাখরুল আরেফীন খানের নতুন সিনেমা ‘নীল জোছনা’য় অভিনয়ের জন্য ইতোমধ্যে চুক্তিবদ্ধ হয়েছনে এই অভিনেত্রী। এটি নির্মিত হচ্ছে মোশতাক আহমেদের প্যারাসাইকোলজি বিষয়ক উপন্যাস ‘নীল জোছনার জীবন’ অবলম্বনে। আর এর প্রধান নারী চরিত্র লায়লার ভূমিকায় পাওয়া যাবে পাওলি দামকে। বুধবার (২৪ এপ্রিল) কলকাতার ডিকালগ ম্যানেজমেন্ট সেন্টারে পাওলির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেন নির্মাতা ফাখরুল আরেফীন খান। তবে সিনেমায় তার বিপরীতে কে থাকছেন, তা এখনও চূড়ান্ত হয়নি। নির্মাতা জানিয়েছেন, পাওলির বিপরীতে দেশের একজন অভিনয়শিল্পীকে দেখা যাবে। যা খুব শিগগিরই চূড়ান্ত করা হবে। এদিকে বাংলাদেশের সিনেমায় আবার অভিনয় করার প্রসঙ্গে পাওলি বলেন, গত বছর নির্মাতা ফাখরুল আরেফিন খান আমার সঙ্গে এই সিনেমা নিয়ে যোগাযোগ করেন। প্রথমে তার কাছ থেকে গল্পটি শুনেছি, যেহেতু তখনও মোশতাক আহমেদের সেই বইটি আমার পড়া ছিল না, এরপর যখন বইটি পড়লাম, তখন দারুণ লাগল। বলা যায়, এই সিনেমার সঙ্গে সেদিন থেকেই জড়িয়ে আছি। যার আনুষ্ঠানিকতা গতকাল হয়েছে। এই অভিনেত্রী আরও বলেন, সত্যি বলতে কী প্যারালাল ইউনিভার্স নিয়ে বাংলায় কাজ হয়নি বললেই চলে। হলিউডে কিছু কাজ হয়েছে। যেগুলোর মধ্যে রয়েছে ক্রিস্টোফার নোলানের ‘ইন্টারেস্টলার’, ‘ইনসেপশন’র উদাহরণ দেওয়া যেতে পারে। নির্মাতা ফাখরুল আরেফীন খান বলেন, এই সিনেমার কাজ শুরু করেছিলাম প্রায় ৬ বছর আগে। সেই ২০১৮ সালের শেষের দিকে। প্যারাসাইকোলজি নিয়ে আমার ধারণা এর আগে বাংলাদেশে কোনো কাজ হয়নি। আর সে কারণেই আমি মোশতাক আহমেদের উপন্যাসটি পড়ি, তখনই চিন্তা করি সিনেমা বানানোর। এরপর ২০১৯ সালে করোনা এবং আমার ‘জেকে ১৯৭১’ সিনেমার কারণে কাজটি বন্ধ ছিল। এরপর আবারও গত বছরের শুরু থেকে কাজটি শুরু করি। পাওলি দাম প্রসঙ্গে এই নির্মাতা বলেন, আমাদের গল্পের অন্যতম নারী চরিত্র লায়লা, যা পাওলি দামের সঙ্গে অনেক বেশি যায়, যার কারণে আমরা তাকে এই চরিত্রের জন্য প্রথমে নির্বাচিত করি। এরপর পাওলির সঙ্গে যোগাযোগ হয়, তাকে চিত্রনাট্য পাঠানো হলে তিনিও আমাদের সিনেমায় অভিনয়ের জন্য রাজি হন। আশা করছি, আমরা পাওলিকে নিয়ে কাজটি খুব ভালোভাবে শেষ করতে পারব। নির্মাতা জানান, সরকারি অনুদানের সিনেমা ‘নীল জোছনা’র দৃশ্যধারণ শুরু হবে আগামী মাসের শেষ দিকে।
২৫ এপ্রিল ২০২৪, ১৮:০৫

নতুন সিনেমায় বুবলী
অবশেষে আলোচনা থামল। জানা গেল, আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাওয়া সিনেমা ‘জংলি’-তে নায়িকা হচ্ছেন কে। এম. রাহিম পরিচালিত এই সিনেমায় সিয়ামের বিপরীতে দেখা যাবে বুবলীকে। বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় বুবলীর অভিনয়ের বিষয়টি সামনে আনে টিম ‘জংলি’। তারা একটি পোস্টার প্রকাশ করে। সেখানে দেখা যায়, সিয়াম চেয়ে আছেন আগ্রাসী চাহনিতে। আর তার ঠিক পেছনেই চশমা পরা ভীত-সন্ত্রস্ত বুবলীর মুখচ্ছবি। পরে পোস্টারটি নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্ট করেন সিয়াম। ক্যাপশনে লেখেন, আমাদের দলে বুবলীকে স্বাগত। ‘জংলি’ আসছে। দেখা হবে কোরবানির ঈদে। বুবলীও অনুরূপভাবে পোস্টারটি শেয়ার করেন নিজের ফেসবুক অ্যাকাউন্টে। সেখানে তিনি লেখেন, জংলি আসছে। দেখা হবে কোরবানির ঈদে। বিষয়টি নিয়ে ‘জংলি’ সিনেমার নির্মাতা এম. রাহিম বলেন, জংলি যে ধরনের গল্প, সে অনুযায়ী সিয়ামের বিপরীতে এখানে বুবলীই বেশি মানানসই। তাই তাকেই চুক্তিবদ্ধ করা হয়েছে। ইতোমধ্যে তিনি শুটিংও শুরু করেছেন। আশা করি সবাই মিলে আমরা দারুণ কিছু উপহার দিতে পারব। এর আগে সিয়ামের বিপরীতে বুবলীকে ওয়েব ফিল্মে দেখা গেলেও এবারই তাদেরকে প্রথমবার দেখা যাবে বড় পর্দায়।
২৫ এপ্রিল ২০২৪, ১৪:৪৭

‘ঈদে দুই সিনেমায় কাজ করে আমি অভিনেতা হিসেবে তৃপ্ত’
শোবিজের জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও বেশ সরব তিনি। নিজ অভিনয়গুণে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এই অভিনেতা। আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার দুটি সিনেমা।  ঈদে মুক্তি পেতে যাচ্ছে ফজলুর রহমান বাবু অভিনীত দুই সিনেমা ‘ওমর’ এবং ‘মেঘনা কন্যা’। ‘ওমর’ সিনেমাটি নির্মাণ করেছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। অন্যদিকে 'মেঘনা কন্যা' পরিচালনা করেছেন ফুয়াদ চৌধুরী।  এ প্রসঙ্গে ফজলুর রহমান বাবু বলেন, ‘দুই সিনেমায় দুরকম চরিত্রে অভিনয় করেছি। ‘ওমর’ সিনেমার গল্প একেবারেই অন্যরকম। চরিত্রটি নিয়ে এখনই বলতে চাই না। বলা যায় সবকিছুতেই নতুনত্ব আছে।’   অভিনেতা আরও বলেন, ‘সবসময়ই দর্শক ভালো গল্প চায়। ‘ওমর’ সিনেমায় শক্তিশালী একটি গল্প পাওয়া যাবে। অন্যদিকে ‘মেঘনা কন্যা’ সিনেমাটিও দারুণ গল্পে সাজানো হয়েছে। আসলে দুটি সিনেমা করে আমি অভিনেতা হিসেবে তৃপ্ত।’ ফজলুর রহমান বাবু বলেন, ‘দুটি সিনেমা নিয়েই আমি আশাবাদী। আশা করছি ঈদের ছুটিতে দর্শকরা প্রেক্ষাগৃহে যাবেন এবং সিনেমা দুটি দেখবেন।’  প্রসঙ্গত, ঈদুল ফিতরে এই দুটি চলচ্চিত্র ছাড়াও ফজলুর রহমান রহমান বাবু অভিনীত কয়েকটি নাটক প্রচারিত হবে বিভিন্ন চ্যানেলে।   
০৭ এপ্রিল ২০২৪, ১৫:০৯

প্রথম সিনেমায় যত টাকা পারিশ্রমিকে অভিনয় করেছিলেন শর্মিলা
বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর। অভিনয় জীবনে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। অভিনেত্রীর ক্যারিয়ারের প্রথম সিনেমা ছিল সত্যজিৎ রায় নির্মিত ‘অপুর সংসার’।  তবে জীবনের প্রথম অভিনয় করে কত টাকা পারিশ্রমিক পেয়েছিলেন শর্মিলা? এমন প্রশ্ন রীতিমতো ঘুরপাক খাচ্ছে অভিনেত্রীর ভক্তদের মনে।   সম্প্রতি ভারতীয় এক গণমাধ্যমের সাক্ষাৎকারে জীবনের প্রথম উপার্জন এবং সেই সময়ের সমাজে দ্রব্যমূল্য প্রসঙ্গে কথা বলেছেন শর্মিলা।   শর্মিলা বলেন, আমার প্রথম সিনেমায় অভিনয়ের জন্য সত্যজিৎ রায়ের কাছ থেকে ৫ হাজার রুপি পারিশ্রমিক পেয়েছিলাম। অল্প বয়সে আমি আয় করতে শুরু করি। তখন এখনকার মতো পারিশ্রমিক পাইনি ঠিকই, তবে এ কথাও মানতে হবে যে, সে সময় দ্রব্যমূল্যও আজকের মতো ছিল না। শুধু টাকা নয়, শর্মিলাকে একটি শাড়ি এবং ঘড়িও উপহার দেন সত্যজিৎ। অভিনেত্রী বলেন, টাকা পাওয়ার পর আমি সঙ্গে সঙ্গেই সোনার দোকানে গিয়ে সেই টাকা দিয়ে গয়না কিনেছিলাম। তবে সেসময় ওই টাকাটা কম হলেও তখন জিনিসপত্রের দামও খুব কম ছিল।     শর্মিলা আরও জানান, ক্যারিয়ারের শুরুতে হিন্দি সিনেমায় অভিনয় করে ১০ থেকে ১৫ হাজার টাকা পারিশ্রমিক পেতেন তিনি। কিন্তু তার প্রথম হিন্দি সিনেমার জন্য ২৫ হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন শর্মিলা।  জানা গেছে, শর্মিলার প্রথম হিন্দি সিনেমা ছিল শক্তি সামন্ত নির্মিত ‘কাশ্মীর কি কলি’। এ প্রসঙ্গে তিনি বলেন, নির্মাতা এই সিনেমায় পারিশ্রমিকের বদলে মুম্বাইয়ের বর্তমান ভিলে পার্লে অঞ্চলে জমি কিনে দিতে চেয়েছিলেন আমাকে।  তবে আমি রাজি হইনি।    হিন্দি সিনেমায় পা রাখার পর মুম্বাইয়ে শর্মিলার কোনো বাড়ি ছিল না। ক্যারিয়ার শুরু প্রথম কয়েক বছর তাজমহল হোটেলে ছিলেন।  অভিনেত্রীর ভাষ্য, এর কয়েক বছর পর ৩ লাখ টাকা দিয়ে বাড়ি কিনি আমি। কিন্তু সেই টাকা জোগাড় করতে রীতিমতো হিমশিম খেতে হয়েছিল আমাকে। কারণ তখন আমাদের বিপুল হারে কর দিতে হত। তাই সেসময় টাকা জমানো ছিল খুব কঠিন কাজ। সূত্র : আনন্দবাজার     
০৩ এপ্রিল ২০২৪, ১৪:৫৫

ঈদের ‘ওমর’ সিনেমায় হুমায়ূন আহমেদ ও মান্না
ঈদ আসলেই সিনেমা মুক্তি দেওয়ার হিড়িক দেখা যায়। ঈদের ছুটিতে দেশের প্রেক্ষাগৃহে তুলনামূলক দর্শকের আনাগোনা বেড়ে যায় বছরের অন্য সময় থেকে। যে কারণে আগের তুলনায় প্রেক্ষাগৃহ এখন কম থাকলেও ঈদকে কেন্দ্র করে অনেক বন্ধ হল চালু হয়। যার ফলে নির্মাতা, প্রযোজকরা ঈদকেই সিনেমা মুক্তির অন্যতম সময় বলে মনে করেন। এবার ঈদেও রেকর্ড পরিমাণ সিনেমা মুক্তির তালিকায় আছে। এখন পর্যন্ত প্রায় ১৩টি সিনেমা ঈদে মুক্তির প্রস্তুটি নিচ্ছে। তবে এরই মধ্যে ৬-৭টি সিনেমা নিয়েই আলোচনা চলছে দর্শক মহলে। এবারের ঈদে মুক্তির তালিকায় আছে শরিফুল রাজের ‘ওমর’ সিনেমা। সিনেমাটিতে জাদরেল অভিনেতাদের ছড়াছড়ি। তাদের সঙ্গে যুক্ত হলো প্রয়াত ঢালিউড সুপারস্টার মান্না ও জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নাম। নড়েচড়ে উঠলেও এটাই সত্যি। কেননা ‘ওমর’ সিনেমার সদ্যপ্রকাশিত পোস্টারে জানানো হয়েছে ছবিটি উৎসর্গ করা হয়েছে কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদ এবং চিত্রনায়ক ও প্রযোজক আসলাম তালুকদার মান্নাকে। ‘ওমর’-এর পোস্টারটি আলাদাভাবে নজরে পড়ার মতো। কেননা একই সঙ্গে ৭ অভিনেতা অর্থাৎ শরিফুল রাজ, নাসির উদ্দিন খান, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, এরফান মৃধা শিবলু, আবু হুরায়রা তানভীর ও নাফিস আহমেদকে দেখলে কিছুক্ষণ তাকিয়ে থাকা অস্বাভাবিক না।  ছবিটি মান্না ও হুমায়ূন আহমেদকে উৎসর্গের কারণ হিসেবে নির্মাতা রাজ মোস্তফা কামাল রাজ বলেন, এই দুজন মানুষকে ছবিটি উৎসর্গ করার মূল কারণ, তাদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করা। হুমায়ূন আহমেদ আমার সবচেয়ে প্রিয় লেখক। ওনার লেখা এবং নির্মাণ আমাকে অনেক ইন্সপায়ার করেছে। আর নায়ক মান্না আমার অনেক প্রিয়, এমনকি আমার সিনেমার নায়ক শরিফুল রাজেরও প্রিয়। কেন এতো প্রিয়, জানতে হলে সিনেমা হলে গিয়ে দেখতে হবে। ‘ওমরে’র প্রযোজক খোরশেদ আলম। এটি নির্মাণ করা হবে মাস্টার কমিউনিকেশনস-এর ব্যানারে। এতে রাজের নায়িকা দর্শনা। ছবিটির চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। ছবিটির সংগীত পরিচালনা করবেন নাভেদ পারভেজ ও স্যাভি।
৩১ মার্চ ২০২৪, ২৩:৪৩

এক সিনেমায় তিন খান!
সদ্যই মুকেশ আম্বানির ছেলের বিয়েতে মঞ্চে একসঙ্গে দেখা গেছে বলিউডের তিন মহারথীকে। শাহরুখ, সালমান ও আমির খান। এবার সিনেমার পর্দায়ও কি আসতে চলেছেন তিন খান? যদি তাই হয় তবে ভারতীয় সিনেমার ইতিহাসে এটিই হবে সবচেয়ে আলোচিত ফ্রেম। যদিও এই তিন মহাতারকাকে একফ্রেমে দেখার স্বপ্ন গত কয়েক দশক ধরেই পুষে আসছেন অনুরাগীরা। তবে সেই স্বপ্ন পূরণ হয়নি কখনো। কিন্তু হঠাৎ করেই আমির খানের মুখে শোনা গেল আশার বানী! তবে কি সিনেমাপ্রেমীদের সেই স্বপ্ন সত্যি হওয়ার পালা?  বৃহস্পতিবার ছিল (১৪ মার্চ) আমির খানের ৫৯তম জন্মদিন। এদিন সকালে মিডিয়ার কর্মীদের সঙ্গে কেক কাটেন তিনি। সেই সময় পাশে ছিলেন প্রাক্তন দ্বিতীয় স্ত্রী কিরণ রাও। অনেকের মনেই প্রশ্ন, আমিরের জন্মদিনে শাহরুখ আর সালমান কীভাবে শুভেচ্ছা জানালেন! তবে তখন তা না জানা গেলেও জন্মদিন উপলক্ষে লাইভে এসে দুই খান বন্ধুকে নিয়ে মুখ খুললেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট।  জন্মদিন উপলক্ষে আমির খান তার প্রোডাকশন হাউসের অফিসিয়াল পেজ থেকে লাইভে আসেন। ভক্তদের সঙ্গে আড্ডা গল্পে মেতে ওঠেন। নিজের কাল্ট ক্লাসিক ‘আন্দাজ আপনা আপনা’-এর বহুল প্রত্যাশিত সিক্যুয়েল নিশ্চিত করে ভক্তদের আনন্দিত করেন। সেই সঙ্গে ভবিষ্যতে শাহরুখ খান এবং সালমান খানকে নিয়ে একসঙ্গে কাজ করার ইচ্ছাও প্রকাশ করেন।  লাইভে ভক্তদের সঙ্গে কথোপকথনে তিন খানের একসঙ্গে পর্দায় আবির্ভূত হওয়ার সম্ভাবনা সম্পর্কে প্রশ্নের জবাবে আমির জানান, তারা অনেক দিন ধরেই এটা নিয়ে চিন্তা করছেন। তারা ৩ জনই একসঙ্গে কাজ করা এবং তাদের দর্শকদের জন্য বিশেষ কিছু তৈরি করার জন্য মুখিয়ে আছেন।  আমির বলেন, আমিও মনে করি আমাদের একসঙ্গে একটি ফিল্ম করা উচিত। আমরা যখন একসঙ্গে ছিলাম, শাহরুখ, সালমান এবং আমি, আমরাও ভাবছিলাম যে আমাদের ক্যারিয়ারে একসঙ্গে একটি সিনেমা করতে হবে। আমাদের চেষ্টা করা উচিত যাতে সেরকম একটা সিনেমা বানানো যায়। আমাদের দর্শকদের জন্য এমন ভাবনা আমাদের মাথাতেও আছে। আমি আশা করি, ভালো স্ক্রিপ্ট পেলে তাতে তিনজনই হ্যাঁ বলব। আমি শাহরুখ আর সালমান, তিন জনই একসঙ্গে কাজ করতে খুব আগ্রহী। ২০২২ সালের ‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পরে অভিনয় থেকে বিরতি নিয়েছেন আমির খান। তবে সম্প্রতি নিজের ফেরার কথা জানিয়েছেন অভিনেতা। তার প্রযোজনা সংস্থা আমির খান প্রোডাকশনস এখন দুটি নতুন প্রজেক্টে কাজ করেছে। এর মধ্যে একটি হলো ‘লাপাতা লেডিজ’ যা মুক্তি পেয়েছে। এটি পরিচালনা করেছেন আমিরের সাবেক স্ত্রী কিরণ রাও। অন্য প্রজেক্টটি হলো ‘লাহোর ১৯৪৭’। রাজকুমার সন্তোষী পরিচালিত এই সিনেমাতে দেখা যাবে সানি দেওল, অভিমন্যু সিং, প্রীতি জিন্তা এবং শাবানা আজমিকে। এছাড়া ‘সিতারে জামিন পার’ দিয়ে সরাসরি পর্দায় ফিরছেন আমির খান। সিনেমাটির শুটিং শুরু হবে শিগগিরিই।
১৫ মার্চ ২০২৪, ১৪:৩৭

শাকিবের ‘রাজকুমার’ সিনেমায় ‘ক্যামিও’ চরিত্রে মাহি!
ঢালিউডের ‘অগ্নিকন্যা’ খ্যাত নায়িকা মাহিয়া মাহি। বেশ কয়েক দিন ধরেই ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায়ন আছেন তিনি। এসবের মাঝেই পাওয়া গেল নতুন খবর। ঈদে মুক্তি প্রতীক্ষিত বিগ বাজেটের ‘রাজকুমার’ সিনেমায় ‘ক্যামিও’ চরিত্রে দেখা যাবে মাহিকে। যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক শাকিব খান।  বিভিন্ন মাধ্যমে জানা গিয়েছে কয়েক দফায় পরিচালক-প্রযোজকরা তার সঙ্গে মিটিংও করেছেন মাহি। দেশীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে বড় তারকাদের ক্যামিও চরিত্রে দেখা যায় না। তবে বলিউডে অমিতাভ বচ্চন, শাহরুখ, সালমানরা নিয়মিতই এমন চরিত্রে অভিনয় করেন। এর আগে শাকিব-মাহি ‘ভালোবাসা আজকাল’-এ জুটি বেঁধেছিলেন। ২০১৩ সালের ৯ আগস্ট ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পায়। প্রয়াত পরিচালনা পি এ কাজলের এই সিনেমার পর শাকিব-মাহিকে আর কখনো একসঙ্গে দেখা যায়নি। ‘রাজকুমার’ সিনেমায় ‘ক্যামিও’ চরিত্রে দেখা যাওয়ার গুঞ্জনে মাহির সঙ্গে আরটিভির কথা হলে তিনি বলেন, বিষয়টি নিয়ে এখন কোন কিছুই বলতে চাচ্ছি না। সময় হলে বিস্তারিত জানাবো।  এদিকে মাহি সম্প্রতি তার লুক চেঞ্জ নিয়ে বেশ উঠে পড়ে লেগেছেন। সম্প্রতি নতুন চুলের কাট দিয়ে বেশ কিছু ছবিও ফেসবুকে পোস্ট করেছেন মাহি। আর এরপর দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা করছেন অনেকেই। 
০৫ মার্চ ২০২৪, ১৮:০৯

একই সিনেমায় শাকিব-মারুফ!
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক কাজী মারুফ। ক্যারিয়ারের প্রথম সিনেমা দিয়েই বাজিমাত করেছিলেন এই তারকা। জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জনের পাশাপাশি দর্শকমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে মারুফের বেশ কিছু সিনেমা। এবার ভক্তদের জন্য সুখবর দিলেন এই অভিনেতা। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। সেখানেই ‘গ্রিন কার্ড’ নামের একটি সিনেমা নির্মাণ করেছেন এই নায়ক। ফিল্ম ফ্যাক্টরির ব্যানারে বাংলা ও হিন্দি ভাষায় নির্মিত হয়েছে এটি। আর এই সিনেমার মাধ্যমেই নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন মারুফ। যুক্তরাষ্ট্র থেকে সম্প্রতি দেশের গণমাধ্যমগুলোকে  সিনেমার নানান বিষয় নিয়ে কথা বলেন মারুফ। তিনি জানান, ‘গ্রিন কার্ড’ সিনেমার নির্মাণকাজ শেষ হয়েছে। এটি প্রথম বাংলা সিনেমা, যার পুরোপুরি দৃশ্যধারণ করা হয়েছে যুক্তরাষ্ট্রে। মূলত যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালিদের জীবন নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। বর্তমানে এটি মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন।  চলতি মাসের শেষ সপ্তাহে অথবা মার্চের প্রথম সপ্তাহে দেশে ফিরবেন মারুফ। আর দেশে ফিরেই  সিনেমাটি মুক্তির সব প্রস্তুতি সম্পন্ন করবেন বলে জানান এই অভিনেতা । ‘গ্রিন কার্ড’র চিত্রনাট্য রচনা এবং পারিচালনার পাশাপাশি অভিনয়ও করেছেন মারুফ। সিনেমাটি নির্মাণে অভিনেতার সঙ্গে পরিচালনায় আরও ছিলেন রওশান আরা নিপা। অনলাইনে পরামর্শ দিয়েছেন মারুফের বাবা নির্মাতা কাজী হায়াৎ।
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৩২

মেয়ের পরিচালিত সিনেমায় মিনিটে কোটি টাকা নিলেন রজনীকান্ত
নতুনভাবে পর্দায় ফিরছেন রজনীকান্ত। মেয়ে ঐশ্বর্যা রজনীকান্তের পরিচালনায় ‘লাল সালাম’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। এ সিনেমা নিয়ে ইতোমধ্যে ভক্তদের আগ্রহ ও আশা বেড়েছে। রজনীকান্তের পারিশ্রমিক যে আকাশছোঁয়া তা অজানা নয়। ভারতের দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিকে বিশ্বের দরবারে তুলে আনার নেপথ্যে তার অবদান অনস্বীকার্য। তার মতো জনপ্রিয় অভিনেতা পর্দায় থাকা মানেই সিনেমা হিট, তা ধরে নেওয়া যেতে পারে।  ঐশ্বর্যা রজনীকান্তের পরিচালনায় ‘লাল সালাম’ ১৬৩ মিনিটের সিনেমায় রজনীকান্ত পর্দায় থাকবেন ৩০-৪০ মিনিট মতো। মেয়ের সিনেমা হলেও পারিশ্রমিক নিয়ে আপস করেননি তিনি। প্রতি মিনিট শুটিংয়ের জন্য ১ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি। সিনেমাতে মোট ৪০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন তিনি। এই সিনেমার সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন এ আর রহমান। ‘লাল সালাম’ সিনেমার একটি গান ‘থিমিরি ইয়েজুদা’ ইতোমধ্যেই মুক্তি পেয়েছে। গান কোনো জীবিত শিল্পীকে দিয়ে গাওয়াননি তিনি। কৃত্রিম মেধা প্রযুক্তির মাধ্যমে (এআই) প্রয়াত দুই শিল্পী বাম্বা বাক্য ও শাহুল হামিদের গলার স্বর তৈরি করে গান গাইয়েছেন।
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪৭

একই সিনেমায় টাবু-কারিনা-কৃতি শ্যানন
লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান, আমি আপনাদের ক্যাপ্টেন কথা বলছি। আজকের উড়ানে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের ক্রু আপনাদের খেয়াল রাখবেন। কিন্তু আপনারা দয়া করে চোলি টাইট করে বেঁধে রাখুন যাতে আপনাদের হৃদয় বাইরে না বেরিয়ে আসে। সম্প্রতি অন্তর্জালে মুক্তি পেয়েছে ‘দ্য ক্রু’ সিনেমার টিজার। আর সেই ভিডিওতেই একজন পুরুষের কণ্ঠে শোনা যায় এমনই এক সংলাপ। টিজারের প্রথমে একে একে ফুটে উঠতে দেখা যায় সিনেমার তিন অভিনেত্রীর নাম। কয়েকটি বিমান উড়ে এসে টিজারে লিখে দেয় কারিনা কাপুর, টাবু এবং কৃতি শ্যাননের নাম। নায়িকাদের নামের সঙ্গে বাজতে থাকে ‘চোলি কে পিছে কেয়া হ্যায়’ গানটির ধুন। এরপরই পর্দায় একে একে ফুটে ওঠে তিন নায়িকার ছবি। পরনে বিমানসেবিকার লাল পোশাক, হাতে ধরা ট্রলি। যদিও তাদের কারও মুখ এই ভিডিওতে দেখা যায়নি। শেষে দেখা যায় সিনেমার মুক্তির তারিখ ২৯ মার্চ। টিজার মুক্তির পর থেকেই সিনেপ্রেমীদের আগ্রহ পৌঁছেছে তুঙ্গে। ধুঁকতে থাকা এয়ারলাইন ইন্ডাস্ট্রির প্রেক্ষাপটে তৈরি কমেডি ড্রামা ঘরানার সিনেমা ‘দ্য ক্রু’। তিন নারী, যারা কাজের মাধ্যমে নিজেদের জীবন চালানোর আপ্রাণ চেষ্টা করে। কিন্তু তাদের জীবনের গতি অন্যদিকেই মোড় নেয়, যার ফলে তারা ধীরে ধীরে মিথ্যার জালে জড়িয়ে পড়েন। এমনই গল্প নিয়ে নির্মাতা রাজেশ কৃষ্ণন নির্মান করেছেন এই সিনেমাটি। এ ছাড়াও কারিনা কাপুর তার ইনস্টাগ্রামে ‘দ্য ক্রু’র টিজার পোস্ট করে লিখেছেন, তৈরি হয়ে যান, পপকর্ন রেডি রাখুন। আর পরিবেশনার জন্য প্রস্তুত হন। দ্য ক্রিউ এই মার্চে মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে।
০৫ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০০
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়