• ঢাকা শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
logo
সন্দ্বীপে পথচারীদের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ 
চট্টগ্রামের সন্দ্বীপে হাজী ছায়েদ উল্লাহ সামাজিক সংস্থার উদ্যোগে ৫ শতাধিক পথচারী, স্কুল কলেজের শিক্ষার্থী, গাড়ির ড্রাইভারদের মাঝে ঠান্ডা পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।  মঙ্গলবার (৩০ এপ্রিল) উপজেলার মাঈটভাঙ্গা ইউনিয়নের শিবেরহাটে এগুলো বিতরণ করা হয়।  এ সময় উপস্থিত ছিলেন মাঈটভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবুল হোসেন মেম্বার, শিবেরহাট উত্তর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণ ধন দাশ, হাজী ছায়েদ উল্লাহ সামাজিক সংস্থার সাধারণ সম্পাদক আকরাম হোসেন মাঈনউদ্দীন, মাওলানা আবদুল ওহাব মুনসুরসহ অনেকেই।  আয়োজকরা জানান, তীব্র তাপ প্রবাহের মধ্যে শ্রমজীবী দিনমজুর, রিকশাচালকদের কিছুটা স্বস্তি দিতে এ ক্ষুদ্র প্রয়াস। এ সংকট মুহূর্তে যাতে সবাই এগিয়ে আসে। বিশেষ করে এ প্রোগ্রামের মাধ্যমে জনসাধারণের মাঝে হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় বিষয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করা হয়েছে।
৩০ এপ্রিল ২০২৪, ২৩:১৫

সন্দ্বীপে ইসতিসকার নামাজ আদায় 
তীব্র তাপদাহ থেকে মুক্তি পেতে বৃষ্টি প্রার্থনায় সন্দ্বীপে ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। এ সময় ধর্মপ্রাণ মুসল্লিরা বৃষ্টি প্রার্থনায় অঝোরে কান্না করেন।  শনিবার (২৭ এপ্রিল) স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে বাদ আছর মুছাপুর ইউনিয়নের জেবেননুর সুলতান উচ্চ বিদ্যালয় মাঠে এ নামাজের আয়োজন করা হয়।  নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা খবিরুল ইসলাম।  এ সময় উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ ফোরকান উদ্দিন আহমেদ, মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল খায়ের নাদিম, মুছাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মমতাজুল করিম, অধ্যক্ষ বেলায়েত হোসেন তালুকদার প্রমুখ। 
২৭ এপ্রিল ২০২৪, ২৩:১৯

সন্দ্বীপে শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ 
সন্দ্বীপে স্বেচ্ছাসেবী সংগঠন ড্রিমস এলাইভ এর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সন্দ্বীপের মুছাপুর ইউনিয়নের শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে সেমাই, চিনি, দুধ, কিসমিস বিতরণ করা হয়েছে। সোমবার (৮ এপ্রিল) বিকাল ৩ টায় মুছাপুর ৫ নং ওয়ার্ডের আজিম শাহ ফকিরের তেমাথা সংলগ্ন দিলদার আজিমের বাসভবনে এ ঈদ উপহার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আহসান জামিল টেকনিক্যাল সেন্টারের অধ্যক্ষ প্রকৌশলী কামরুল হাসান, সন্দ্বীপ অধিকার আন্দোলনের সভাপতি হাসানুজ্জামান সন্দ্বীপি, সংগঠনের ফাউন্ডার সাংবাদিক অপু ইব্রাহিম, সাংবাদিক ইলিয়াছ সুমন, সংগঠনের স্বেচ্ছাসেবক দিলদার আজিম, মেহেদী হাসান রাব্বি, জাহিদ আরমান জিসান, আজিম শাহ ফকির জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মহিউদ্দিন, ধোপারহাটের ব্যবসায়ী ইসমাইল হোসেন কবির সওদাগর, সংগঠক মাসুদ ফারভেজ, ছাত্রনেতা মো. শরীফ, ফাহিম নেওয়াজ ইপ্তু।
০৯ এপ্রিল ২০২৪, ০৯:২২

সন্দ্বীপে বিদেশি মদসহ অটোরিকশাচালক গ্রেপ্তার 
চট্টগ্রামের সন্দ্বীপে বিদেশি মদসহ আবু তাহের (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  সোমবার দিবাগত রাত ১টার দিকে থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। তাহের হারামিয়া ৮ নম্বর ওয়ার্ডের রুহুল আমিনের ছেলে। সে পেশায় একজন অটোরিকশাচালক।  সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, থানা পুলিশের বিশেষ অভিযানে এনাম নাহার মোড়ের পাশে এক বাড়ি থেকে ২৩ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ সময় আবু তাহের নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সন্দ্বীপ থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামির স্বীকারোক্তিতে মো. ফয়সাল নামে আরও একজনকে আসামি করা হয়েছে। আসামি ফয়সাল হারামিয়া ৮ নম্বর ওয়ার্ডস্থ সেলিমের নতুন বাড়ির সেলিমের পুত্র। অভিযান পরিচালনা করেন এসআই রমজান আলী।
০২ এপ্রিল ২০২৪, ১৯:৫০

সন্দ্বীপে রাতের আঁধারে কাটা হচ্ছে খাসজমির মাটি 
সন্দ্বীপের রাতের আঁধারে খাসজমির মাটি কেটে বিক্রি করছে প্রভাবশালী সিন্ডিকেট। সন্দ্বীপ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, রাত ১০ টার পর থেকে ভোর পর্যন্ত আইন অমান্য করে এস্কেভেটর দিয়ে বেড়িবাঁধ এর বাহির থেকে ও ফসলি জমির থেকে মাটি কাটা হচ্ছে। উপজেলার প্রতিটি এলাকায় সিন্ডিকেট করে মাটি কাটার মহোৎসব চলছে। পরিবেশ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রভাবশালীদের ছত্রছায়ায় একাধিক চক্র দেদারছে রাতে মাটি কেটে বিক্রি করলেও তেমন কোনো আইনি পদক্ষেপ নেই সংশ্লিষ্ট প্রশাসনের। স্থানীয় প্রশাসন মাঝে মধ্যে দু’য়েকটি স্থানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করলেও তা আমলে নিচ্ছেন না মাটি ব্যবসায়ীরা। এসব অভিযান আর জরিমানা তার গায়ে মাখছে না। এতে চুনোপুঁটিরা আইনের আওতায় আসলেও অধিকাংশ মাটিখেকো রাঘববোয়ালরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। গত ১৮ মার্চ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) সৈয়দ মুরাদ ইসলাম অবৈধ মাটি কাটার দায়ে ২টি ট্রাক জব্দ করে ২ লাখ টাকা জরিমানা করেছেন বলে জানান।  তিনি বলেন, অবৈধ মাটি কাটা বন্ধে অভিযান পরিচালনা করে ট্রাক মালিকদের জরিমানার আওতায় আনা হচ্ছে। তবুও থামছে না মাটি কাটা।  ২০-৩০ ফুট গভীর করে মাটি কাটার ফলে ধীরে ধীরে ফসলি জমি পুকুরে পরিণত হচ্ছে। সন্দ্বীপের বিভিন্নপ্রান্তে  এভাবে লাগামহীন মাটিকাটা হলে পুনরায় ভাঙ্গন শুরু হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পরিবেশ ও মানবতাবাদী আইজীবী অ্যাডভোকেট আকবর মাহমুদ বাবর বলেন, মৃত্তিকার (মাটি) এভাবে ক্ষতি করা মারাত্নক ধরনের অপরাধ। আইন প্রয়োগকারী সংস্থাসহ সন্দ্বীপের প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।  উপজেলার রহমতপুর, মগধরা, আজিমপুরসহ বিভিন্ন ইউনিয়নের সরকারি খাস জমি ও ব্যক্তিমালিকানাধীন জমি  মাটি কেটে বিক্রি করা হচ্ছে। মাটি ব্যবসায়ীরা রাতের সময়কে উত্তম সময় হিসেবে বেছে নিয়েছে। পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫-এর ৬ (খ) ধারা অনুযায়ী কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, সরকারি বা আধাসরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মালিকানাধীন বা দখলাধীন বা ব্যক্তি মালিকানাধীন জমি ও পাহাড়, ফসলি জমি এবং টিলা কর্তন বা বিলুপ্ত করা নিষিদ্ধ থাকলেও মাটিখোকে সিন্ডিকেটরা তা মানছে না। এ বিষয়ে সন্দ্বীপ অধিকার আন্দোলনের সভাপতি হাসানুজ্জামান সন্দ্বীপি বলেন, বালিমহাল ও মাটিব্যবস্থাপনা আইন অতিক্রম করে দিনে রাতে মাটিকাটছে একটি চক্র। কাঁচা-রাস্তাগুলো ধ্বংস করে ও রোজাদারদের ঘুম হারাম করার পরও কেউ যেন দেখার নেই। উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। মাটিকাটা বন্ধে আমরা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। অধিকাংশ এলাকায় প্রকাশ্যে রাতে ও দিনে দেদারছে মাটি মাটলেও রহস্যজনক কারণে ওইসব স্থানে কোনো অভিযান পরিচালনা করা হয় না। জনস্রোতি আছে মাটি ব্যবসায়ীরা এসব করছেন প্রশাসনকে ম্যানেজ করে।   এ বিষয়ে সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন পিপিএম বলেন, মাটি কাটার জন্য এখন আর কেউ বলে কয়ে কাটে না। আমরা যতটুকু পারছি ব্যবস্থা নিচ্ছি।  এ ব্যাপারে সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা বলেন, সরকারি খাসজমির মাটি কাটা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তবে ব্যক্তি নিজের জমিতে থেকে কী পরিমাণ মাটি কেটে নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারবে সেটা আইনে পরিষ্কারভাবে বলা আছে। কিন্তু কোনো অবস্থায়ও সে মাটি বিক্রি করা যাবে না। তিনি সদ্য যোগদান করেছেন উল্লেখ করে বলেন, সার্বিক বিষয়ে জেনে তিনি সরকারি খাসজমি ও বেড়িবাঁধের বাইরের জমি থেকে মাটি কাটা ও বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালনা করবেন।
২২ মার্চ ২০২৪, ১২:২৮

সন্দ্বীপে যাত্রী বোটে ডাকাতি
চট্টগ্রামের সন্দ্বীপে নৌরুটে ডাকাতির ঘটনা ঘটেছে।  বুধবার (১৩ মার্চ) দুপুর আড়াইটায় সন্দ্বীপ থেকে উড়িরচরমুখী বোটে এ ডাকাতি হয়।  জানা যায়, সন্দ্বীপ উড়িরচর চ্যানেলের মাঝামাঝি স্থানে স্পিডবোট যোগে একদল ডাকাত এ বোটটিকে আক্রমণ করে। স্পিডবোটে আসা ৮-১০ জনের একটি ডাকাত দল আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে যাত্রীদের জিম্মি করে। ডাকাত দলটি তাদের কাছ থেকে টাকা, স্বর্ণালংকার, মুঠোফোনসহ মালামাল ছিনিয়ে নেয়। এ সময় বোটে থাকা যাত্রীদের থেকে প্রায় ১২ লাখ টাকা লুট করে তারা। ডাকাতি শেষে চলে যাওয়ার সময় যাত্রীবাহী বোট থেকে যাত্রীরা একটি ভিডিও ধারণ করে। ভিডিওটি আরটিভির হাতে আসে। ভিডিওতে দেখা যায়, ৬ জন ডাকাত এবং তাদের মধ্যে একজন অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে। অস্ত্র হাতে দাঁড়ানো ডাকাতের নাম আশরাফ প্রকাশ  (জলদস্যু আশরাফ) বলে জানিয়েছেন স্থানীয়রা। তাছাড়া অন্যদের মধ্যে চরবালুয়া ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু তাহেরের ছেলে শাহীন প্রকাশ (ছোট শাহীন), চরবালুয়া ৬নং ওয়ার্ডের বাসিন্দা দুলাল মেম্বারের ছেলে নূরনবী প্রকাশ (জলদস্যু নূরনবী)। ভাইয়ের পাকা ঘর তৈরির জন্য সন্দ্বীপ থেকে ৭ লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন শাহাদাত। সেই টাকা নিয়ে গেছে ডাকাতদল। শাহাদাত বলেন, আমি শেষ ভাই। আমাকে সর্বহারা করে দিয়েছে। আমার ৭ লাখ টাকা নিয়ে গেছে। এরা সবাই চরবালুয়া রাজ্জাক চেয়ারম্যানের লোক। আর ডাকাতিতে ব্যবহৃত স্পিডবোট রাজ্জাক চেয়ারম্যানের। শাহীন জলদস্যু আমার সব লুট করে নিয়ে গেছে। শাহীনের সঙ্গে আশরাফ, নূরনবী এবং আরও ডাকাত ছিল। এ ব্যাপারে দীর্ঘাপাড় ঘাট কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছে। তবে ডাকাতির বিষয়টি মানতে নারাজ সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ কবির হোসেন। তিনি আরটিভিকে বলেন, ডাকাতির কোনো ঘটনা ঘটেনি। মূলত উড়িরচরে দু’গ্রুপের আধিপত্যে এ ঘটনা ঘটেছে। রাহাদ গ্রুপ ও শাহীন গ্রুপের দীর্ঘদিন উড়িরচরে আধিপত্য করে আসছে। তিনি আরও বলেন, রাহাদ গ্রুপ থেকে শাহীন গ্রুপ অস্ত্র ছিনিয়ে নিয়েছে। দু’গ্রুপই সমান অপরাধী, আমরা মাঠে নেমেছি তাদের গ্রেপ্তার করতে। 
১৪ মার্চ ২০২৪, ১৭:৪৫

সন্দ্বীপে শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
চট্টগ্রামের সন্দ্বীপের মুছাপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।   সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল বিদ্যালয়ে প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। মুছাপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম রানার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক সন্দ্বীপ শাখার ব্যবস্থাপক আক্তারুজ্জামান সুজন, সাউথ সন্দ্বীপ কলেজ প্রভাষক আবু ছায়েদ মিশু, মুছাপুর ৫ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য নিজাম উদ্দিনসহ অনেকেই। পরে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার প্রদান করা হয় । 
২০ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৫২

সন্দ্বীপে দোকানে হামলা, ব্যবসায়ী আহত
চট্টগ্রামের সন্দ্বীপে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় মো. হৃদয় (২২) নামে এক ব্যবসায়ী আহত হয়েছে। সোমবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে মগধরা ৩ নম্বর ওয়ার্ডের বালুর ডিল এলাকায় এ ঘটনা ঘটে। মগধরা ৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ রিয়াদ আরটিভিকে বলেন, আহত হৃদয় রাতে নিজেদের ব্যবসায় প্রতিষ্ঠানে ছিলেন। যতটুকু জানতে পেরেছি তাস খেলাকে কেন্দ্র করে দুই দিন আগে হৃদয় ও করিমের সঙ্গে ঝগড়া হয়। রাতে করিম হৃদয়ের দোকানে হামলা করে তাকে গুরুতর আহত করে। করিম এখন পলাতক রয়েছে। এ বিষয়ে আমরা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করে আসছি।  আহত হৃদয়ের ভগ্নিপতি আবদুল মজিদ বলেন, আমার শ্যালক খুবই সহজ ছেলে। তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা করা হয়েছে। আমরা আপাতত তাকে চিকিৎসা করাচ্ছি। তার অবস্থা সংকটাপন্ন। প্রশাসনকে অনুরোধ করবো যারা এ ঘটনায় জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার করা হোক। সন্দ্বীপ থানার তদন্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে। যারা এ ঘটনায় জড়িত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। 
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৪৬

সন্দ্বীপে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি এ প্রতিপাদ্যে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে সন্দ্বীপে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলা কমপ্লেক্স মাঠে ২ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়েছে। উদ্ধোধনীয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সন্দ্বীপ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাঈন উদ্দীন মিশন৷ বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ওমর ফারুক। এতে আরও উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শফিউল আজম, গাছুয়া আদর্শ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনসহ অনেকেই। মেলায় সন্দ্বীপের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছেন। শেষে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ স্টলগুলো পরিদর্শন করেন।
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:১০

সন্দ্বীপে বিদ্যুতের কাজ করতে গিয়ে যুবকের মৃত্যু
চট্টগ্রামের সন্দ্বীপে বিদ্যুতের কাজ করতে গিয়ে মো. আমিন রসুল দিলদার (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত দিলদার মুছাপুর ৬নং ওয়ার্ড ধোপার হাটের পূর্ব পাশে হিরার গো পুরাতন বাড়ির মৃত নুর হাদির ছোট ছেলে।  জানা গেছে, দিলদার বিদ্যুতের কাজ করতে গিয়ে পিলার থেকে পড়ে গুরুতর আহত হয়। চিকিৎসার জন্য সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক গতকাল রোববার দিবাগত রাত ২টায় তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় এলাকার বাসিন্দা ও ধোপারহাটের ব্যবসায়ী মো. রিয়াদ আরটিভিকে বলেন, দিলদার বিদ্যুতের কাজ করতো। ধোপারহাটের হাকিমের দোকানে বিদ্যুতের সংযোগের সমস্যা ঠিক করতে গিয়ে খুঁটিতে ওঠে। গত ৬ মাস আগে সে বিয়ে করেছে। তার স্ত্রী ৩ মাসের অন্তঃসত্ত্বা বলে জানতে পেরেছি। স্থানীয় জনপ্রতিনিধি ও মুছাপুর ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ বাবুল আরটিভিকে বলেন, ছেলেটা আমার এলাকার। খুবই ভালো ছেলে ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। 
২৯ জানুয়ারি ২০২৪, ১৫:৫৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়