• ঢাকা মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

‘সবসময় দেশের জন্য ভালো খেলতে চেয়েছি’

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

  ১০ মে ২০২৪, ২৩:৫৩
ঢাকা
ছবি : সংগৃহীত

বল হাতে চলতি আইপিএলে দুর্দান্ত সময় কাটিয়েছেন মোস্তাফিজুর রহমান। এবারের আসরে ধোনির দলের হয়ে ৯ ম্যাচে ১৪ উইকেট শিকার করেন তিনি। তবে জাতীয় দলের খেলা থাকায় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মাঝপথেই দেশে ফেরেন কাটার মাস্টার।

আইপিএলের মাঝপথে দেশে ফিরেই লাল-সবুজের জার্সিতে মাঠে নামেননি দ্য ফিজ। সিরিজের প্রথম তিন টি-টোয়েন্টিতে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। চতুর্থ ম্যাচে মাঠে নেমেই জাদু দেখিয়েছেন টাইগার এই পেসার।

মিরপুরের উইকেটের ফায়দা তুলে নিয়ে ৪ ওভার বোলিং করে ১৫টি ডট দিয়েছেন। সেই সঙ্গে তিনটি উইকেটও শিকার করেছেন তিনি।

ম্যাচ শেষে দ্য ফিজের দাবি, দেশ হোক বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট- সবসময় ভালো খেলতে চান তিনি।

কাটার মাস্টারের ভাষ্যমতে, ‘আমি সবসময় দেশের জন্য ভালো খেলতে চেয়েছি। আমি যেখানেই খেলি সেটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট হোক কিংবা জাতীয় দল- আমার লক্ষ্য ভালো ক্রিকেট খেলা। জাতীয় দল তো সবার আগে। উইকেট কিছুটা মন্থর ছিল। সত্যি বলতে আমার পরিকল্পনা বাস্তবায়ন করতে যেটা কিনা আমাকে সহযোগিতা করেছে।’

উল্লেখ্য, মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৯ দশমিক ৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৪৩ তুলে বাংলাদেশ। দলের হয়ে ৩৭ বলে সর্বোচ্চ ৫২ রান করেন তানজিদ।

জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ দশমিক ৪ ওভারে ১৩৮ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। এতে ৫ রানের জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে আগামী ১২ মে মিরপুর শের-ই বাংলায় সকাল ১০টায় মাঠে নামবে দল দুটি।

মন্তব্য করুন

daraz
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এইচপির ট্রেনিং ক্যাম্পের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা বিসিবির
হাওসটনে সাকিব-শান্তদের অনুশীলন
মোস্তাফিজকে না পাওয়ার আক্ষেপ চেন্নাই অধিনায়কের
‘ফিজ’ নামটা কীভাবে এলো, নিজেই জানালেন মোস্তাফিজ
X
Fresh