• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
এক ম্যাচেই ৭ উইকেট শিকার, যা বললেন রনি
পেসার আবু হায়দার রনির বিধ্বংসী বোলিংয়ে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) বল বিবেচনায় বড় জয়ের রেকর্ড গড়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। শনিবার (৬ এপ্রিল) বিকেএসপির তিন নম্বর মাঠে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির বিপক্ষে ২৬২ বল বাকি রেখে ৯ উইকেটের জয় পায় মোহামেডান। ২০১৩-২০১৪ সালে লিস্ট ‘এ’ মর্যাদা পাবার পর ডিপিএলের ইতিহাসে বল বিবেচনায় এটিই সবচেয়ে বড় জয়। প্রথমে ব্যাট করতে নেমে রনির বোলিং তোপে টুর্নামেন্ট ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন মাত্র ৪০ রানে অলআউট হয় গাজী টায়ার্স। ৬ ওভারে ১ মেডেন ও ২০ রান দিয়ে ৭ উইকেট নেন রনি। এটি ডিপিএল ইতিহাসের দ্বিতীয় সেরা বোলিং ফিগার। এর আগে, ২০১৭-২০১৮ মৌসুমে ডিপিএলে আবাহনী লিমিটেডের বিপক্ষে ৪০ রানে ৮ উইকেট নিয়েছিলেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের তরুণ পেসার ইয়াসিন আরাফাত। ম্যাচ শেষে গণমাধ্যমে রনির ভাষ্য, ‘আলহামদুলিল্লাহ আল্লাহ সো ফার খুব ভালো দিচ্ছে। আজকের ম্যাচটা তো আলহামদুলিল্লাহ খুব ভালো, আমার লিস্ট ‘এ’ ক্যারিয়ারের সবচেয়ে ভালো (বোলিং) ফিগার। ভালো করতে সবসময় ভালো লাগে। যেহেতু এই ফরম্যাটে সবচেয়ে ভালো বোলিং ফিগার। আজকের দিনটা অবশ্যই আমার জন্য স্পেশাল।’ নিজের সামনের বড় লক্ষ্য নিয়ে তার মন্তব্য, ‘আসলে বড় টার্গেট নিলে কী হয় মাঝখানে একটু স্লিপ করার চান্স থাকে। আমি সবসময় প্ল্যান করি যে ম্যাচ বাই ম্যাচ যাতে সামনে এগোনো যায়। একটা করে ম্যাচ চিন্তা করছি। ঈদের পর প্রথম ম্যাচ শাইনপুকুরের সঙ্গে। তো এখন চিন্তাভাবনা ওইটা নিয়েই। যদি ওইটা ওভারকাম করতে পারি, তাহলে হয়ত পরের ম্যাচ নিয়ে চিন্তা করব।’ রনি যোগ করেন, ‘অবশ্যই ভালো করতে থাকলে তো তখন সামনে খেলার চিন্তাগুলা আসে। প্রক্রিয়া তো একটাই থাকে মাঝখানে হয়তো একটু খারাপ সময় গিয়েছিল। এখন আলহামদুলিল্লাহ ওভারকাম করেছি। গত ২ বছর খুব চেষ্টা করছিলাম যে কীভাবে ওভারকাম করা যায়। পরিশ্রম করে বলের পেসটা একটু বাড়ানোর চেষ্টা করেছি। লাইন লেংথ ঠিক করার চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ ওই ২ বছরের চেষ্টার হয়তো আমি এখন ফলটা পাচ্ছি। সবকিছু কিন্তু একটা প্রক্রিয়া। আমি প্রক্রিয়ার মধ্যে আছি। এটা ধরে রাখতে পারলে আশা করি সামনে ইনশাল্লাহ আরও ভালো কিছু হবে।’
০৭ এপ্রিল ২০২৪, ১০:৪৭

১৩ বলে ৫ উইকেট, রনির রেকর্ড
প্লে-অফে জায়গা করে নেওয়ার লড়াইয়ে প্রথমে ব্যাট করতে নেমে বরিশালকে ২৫ বলে ৩৮ রানের ঝোড়ো শুরু এনে দেন অধিনায়ক তামিম ইকবাল। পঞ্চম ওভারে আক্রমণে এসে তামিমকে প্যাভিলিয়নের পথ দেখান সাকিব আল হাসান। ফেরার আগে ৩ চার ও ২ ছক্কায় ২০ বলে ৩৩ রান করেন তামিম। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ১১ ওভারে ১০৪ রান তুলে বরিশালকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন ইংল্যান্ডের টম ব্যান্টন ও ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স। তবে ব্যক্তিগত ২৬ রানে ব্যান্টনকে শিকার করে রংপুরকে ব্রেক-থ্রু এনে দেন নিউজিল্যান্ডের নিশাম। এরপরই বড় ধাক্কা খায় বরিশাল। তামিমের ইকবালের দলে ব্যাটিং ধস নামান এবারের আসরে দ্বিতীয় ম্যাচ খেলতে নামা আবু হায়দার রনি। তার বিধ্বংসী বোলিংয়ে ১২৯ রানে অষ্টম উইকেট হারায় বরিশাল। ১৩তম ওভারে প্রথমবার আক্রমণে এসেই তিনটি উইকেট তুলে নেন রনি। মুশফিকুর রহিমকে ৫, সৌম্য সরকারকে শূন্য এবং ৪ চার ও ৩ ছক্কায় ২৭ বলে ৪৬ রান করা মায়ার্স শিকার হন রনির। নিজের পরের ওভারে মাহমুদুল্লাহ রিয়াদকে ৯ রানে থামান তিনি। তৃতীয় ওভারে মেহেদি হাসান মিরাজকে ৩ রানে বিদায় করে টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো ফাইফার নেন রনি। সব মিলিয়ে ১৩ বল ব্যবধানে ৫ উইকেট আর শেষ পর্যন্ত ৪ ওভারে ১২ রানে ৫ উইকেট নেন রনি।  এবারের বিপিএলে তৃতীয় বোলার হিসেবে ইনিংসে ৫ উইকেট নিয়ে সেরা বোলিং ফিগারের নজির গড়েছেন বাঁ-হাতি এই পেসার। আর বিপিএলের ইতিহাসে চতুর্থ এবং বাংলাদেশিদের মধ্যে সেরা বোলিং ফিগারের মালিক এখন রনি।  এতে ভেঙে গেছে সাকিবের রেকর্ড। ২০১৭ সালে মিরপুরে রংপুরের বিপক্ষে ৩ দশমিক ৫ ওভারে ১৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন ঢাকা ডায়নামাইটসের হয়ে খেলতে নামা সাকিব।
২০ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৩৫

সাংবাদিক রনি রেজার বই ‘গণমাধ্যমের মোহ ও দায়বদ্ধতা’
  কথাশিল্পী, গীতিকার ও সাংবাদিক রনি রেজার লেখা গণমাধ্যম বিষয়ক বই ‘গণমাধ্যমের মোহ ও দায়বদ্ধতা’ আসছে এবারের বইমেলায়। ঘাসফুল প্রকাশনী থেকে প্রকাশ হবে এটি। গণমাধ্যমের নানা দিক নিয়ে রচিত ২১টি প্রবন্ধ ঠাঁই পেয়েছে বইটিতে। প্রচ্ছদ করেছেন শামীম আরেফিন। এ বিষয়ে রনি রেজা বলেন, ‘সাংবাদিকতা পেশা নিয়ে বেশ ধ্রুমজাল রয়েছে। কারো কাছে এটি প্রচুর টাকা উপার্জনের মাধ্যম, কারো দৃষ্টিতে সাংবাদিকতা কোনো পেশাই নয়, কেবলমাত্র ক্ষমতা প্রদর্শনের মাধ্যম, আবার কেউ কেউ তো মনে করেন- সাংবাদিকতা মানেই অন্যকে জিম্মি করে টাকা উপার্জন করা, এদের নির্দিষ্ট কোনো বেতন-ভাতা নেই। এইসব ধ্রুমজাল সাংবাদিকতা পেশাটিকে বিতর্কিত করে। অনেকে না বুঝেই বা নিজের মতো বুঝেই এ পেশার প্রতি আকৃষ্ট হন। আমার চাওয়া যিনি এ পেশায় আসবেন, জেনে-বুঝেই আসুক যে, এ পেশায় কতটুকু মধু আছে আর কতটুকু বিষ আছে। কোনো মোহ বা বিভ্রান্ত থেকে নয়।’ বইটি সাংবাদিকদের পেশাদারিত্বের ক্ষেত্রে খুবই কাজে আসবে বলে মনে করেন ঘাসফুলের প্রকাশক মাহাদী আনাম। তিনি বলেন, ‘যারা সাংবাদিকতায় আসতে চান, তাদের প্রত্যকের পড়া উচিত বইটি। আশা করছি বইটিতে ব্যাপক সাড়া মিলবে।’ রনি রেজার প্রকাশিত বইগুলো হলো: ‘এলিয়েনের সঙ্গে আড্ডা’ (গল্পগ্রন্থ), ‘পাখিবন্ধু’ (শিশুতোষ গল্প), ‘মস্তিষ্কের তৃতীয় মুদ্রণ’ (গল্পগ্রন্থ) ও ‘খালুইভর্তি হাহাকার (গল্পগ্রন্থ)’।  ‘সাংবাদিকতার মোহ ও দায়বদ্ধতা’ তার পঞ্চম বই হলেও প্রবন্ধের বই হিসেবে এটিই প্রথম। রনি রেজা দীর্ঘদিন ধরেই দৈনিক সমকাল, মানবকণ্ঠ, ভোরের কাগজ, যায়যায়দিন, দৈনিক সংবাদ ও ইত্তেফাকসহ বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত কলাম লিখছেন। গণমাধ্যমের নানা দিক নিয়ে রচিত কলামগুলোও বিভিন্ন পত্রিকায় প্রকাশ হয়েছে। কাজ করেছেন, দৈনিক ভোরের পাতা, আরটিভি, যমুনানিউজসহ বেশ কয়েকটি গণমাধ্যমে। বর্তমানে অনলাইন গণমাধ্যম ডেইলি বাংলাদেশ-এ কর্মরত। গীতিকার হিসেবেও বেশ সুনাম রয়েছে রনি রেজার। তার লেখা গানে কণ্ঠ দিয়েছেন- কিংবদন্তী অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবু, কামরুজ্জামান রাব্বী, খায়রুল ওয়াসী, দীপ্র বড়ুয়া ও দুর্জয় বড়ুয়াসহ অনেকেই।  তিনি সাহিত্যের ছোটকাগজ ‘কিচ্ছা’ সম্পাদনা করেন। অর্জন করেছেন ‘বেহুলা বাংলা বেস্ট সেলার বই সম্মাননা’, ‘ঢাকা সাব-এডিটর কাউন্সিল লেখক সম্মাননা’ এবং ‘সাহিত্য দিগন্ত লেখক সম্মাননা’।
২৪ জানুয়ারি ২০২৪, ১৪:২০

সাকিব ও রংপুরের দল নিয়ে যা বললেন রনি
আগামী ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়াবে বিপিএলের দশম আসর। আর মাঠের লড়াইয়ে নামার আগেই নিজেদের প্রস্তুত করতে অনুশীলন শুরু করেছে ক্রিকেটাররা। বাকিরা মিরপুরে পালা বদল করে অনুশীলন করলেও নিজের মাঠে অনুশীলন করছে রংপুর রাইডার্স। এটা তাদের বাড়তি সুযোগ হিসেবে দেখছেন রংপুরের ওপেনার ব্যাটার রনি তালুকদার। বুধবার (১০ জানুয়ারি) অনুশীলন শেষে রনি বলেন, আমাদের একটা বড় সুযোগ হলো আমরা নিজেদের মতো করে অনুশীলন করতে পারছি। আপনারা জানেন গতবারও আমরা এখনে অনুশীলন করেছিলাম। তার ফলও পেয়েছিলাম। এবারও আশা করছি ভালো কিছু হবে। এবারের বিপিএলের পরিকল্পনা নিয়ে জানতে চাওয়া হলে এই ব্যাটার বলেন,  প্রতিবারই আমার একটা পরিকল্পনা থাকে। এবারও একই রকম পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চাই। আমি চাই, যেন ম্যাচ জেতানো ইনিংস খেলতে পারি। এটাই আমার মূল লক্ষ্য। আমার পরিকল্পনা আছে সর্বোচ্চ রান করার। তার চেয়েও বেশি আমি ম্যাচ উইনিং পারফরম্যান্স করতে চাই। এদিকে দলে সতীর্থ হিসেবে পেয়েছেন জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ক সাকিব আল হাসানকে। যে কারণে উচ্ছ্বসিত রনি। বিশ্বসেরা অলরাউন্ডার দলে থাকায় ভারসাম্য বেড়েছে তাদের এমনটি জানিয়ে বলেন, সাকিব নম্বর ওয়ান খেলোয়াড়, এটা আপনারাও জানেন। সে থাকায় আমাদের দলের ভারসাম্য তৈরি হয়েছে। একটা ব্যালেন্স টিম তৈরি করেছে রংপুর রাইডার্স। ওভাবে এখনও পরিকল্পনা হয়নি (বিপিএল নিয়ে)। কারণ, উনিও তো ব্যস্ত ছিলেন নির্বাচন নিয়ে। দেখা যাক, আবার কথা হবে বিপিএল নিয়ে। তবে এবারের আসরে রংপুর রাইডার্সে বিশ্বসেরা সাকিব আল হাসানসহ বেশ কয়েক জন অভিজ্ঞ অলরাউন্ডার রয়েছেন। দীর্ঘ বছরের শিরোপা না উঁচিয়ে ধরার আক্ষেপ এই অভিজ্ঞদের দিয়ে ফেরাতে পারবে কি না, জানতে চাইলে রনি বলেন, দেখেন, চ্যাম্পিয়ন হতে হলে আপনাকে ধারাবাহিকভাবে ভালো খেলতে হবে। এখানে নবী ভাই আছে, হজরতউল্লাহ জাজাই আছে। তো এরা অবশ্যই ভালো প্লেয়ার। আমাদের এখন মাঠের পারফরম্যান্স করতে হবে। আমরা চাইব মাঠে ভালো কিছু করার।
১১ জানুয়ারি ২০২৪, ১৯:৩১

সাকিবকে ফুল দিয়ে বরণ করল অপু ও রনি
ক্রিকেট মাঠে জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসান। সফলও হন তিনি। এবার রাজনীতির মাঠে প্রবেশ করেই বড় জয় পেয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী সাকিব আল হাসান মাগুরা-১ আসনে বেসরকারি ফলাফল অনুযায়ী বড় ব্যবধানে জয় পেয়েছেন।  আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান নৌকা প্রতীক নিয়ে এক লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট পেয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান কাজী রেজাউল হোসেন ডাব প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৯৭৩ ভোট। মাগুরা-১ আসনে মোট ভোটার ৪ লাখ ৪৮৫ জন। আসটিতে মোট কেন্দ্র রয়েছে ১৫২টি। ভোট গণনার শুরু থেকেই প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অনেকটাই এগিয়ে ছিলেন সাকিব। একেকটি কেন্দ্রের ফলাফল আসার পর থেকেই শুরু হয় সাকিব ভক্তদের বিজয়ের উল্লাস। সাকিবকে একপর্যায়ে ফুল দিয়ে বরণ করে নেন জাতীয় দলের দুই ক্রিকেটার নাজমুল হোসেন অপু এবং রনি তালুকদার। নির্বাচনের শুরু থেকেই সাকিবের সঙ্গেই ছিলেন জাতীয় দলের এই দুই তারকা।   
০৭ জানুয়ারি ২০২৪, ২৩:০৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়