• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo
জামিন পেলেন বিএনপি ভাইস প্রেসিডেন্ট আলতাফ
গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় জামিন পেয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।  বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত। এ নিয়ে ২৮ অক্টোবরের পর দায়ের করা সব মামলায় জামিন পাওয়ায় বিএনপির এ নেতার কারামুক্তিতে কোনও বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী আনিসুর রহমান।  প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় আলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে চারটি মামলা হয়। মামলায় প্রধান বিচারপতির বাসভবনে হামলা, যানবাহন ভাঙচুর, রাস্তায় বেআইনি জমায়েত, সহিংসতা, সম্পদের ক্ষয়ক্ষতি সাধন, পুলিশ সদস্যদের লাঞ্ছনা এবং তাদের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়। এরপর গত ৫ নভেম্বর ভোরে গাজীপুরের টঙ্গী এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব। ওইদিন তাকে প্রধান বিচারপতির বাসভবনের সামনে নাশকতা ও ভাঙচুরের এক মামলায় আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।   
২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:০৭

উপজেলা ভাইস চেয়ারম্যানের হয়ে প্রক্সি দিতে গিয়ে আটক তরুণী
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতুর পক্ষে প্রক্সি দেওয়ার সময় সালমা খাতুন নামে এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।  শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে আলমডাঙ্গা মহিলা কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ১ বছরের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত সালমা খাতুন (২৪) একই উপজেলার রাধিকাগঞ্জ গ্রামের জহুরুল ইসলামের মেয়ে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএ/বিএসএস কোর্সের চতুর্থ বর্ষের পরীক্ষা চলছিল। এ পরীক্ষায় অংশ নেন আলমডাঙ্গা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু। কিন্তু তার পরিবর্তে পরীক্ষার হলে প্রক্সি দিচ্ছিলেন সালমা খাতুন নামে এক নারী।  খবর পেয়ে পরীক্ষার হলে উপস্থিত হন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ। সেখান থেকে আটক করা হয় সালমা খাতুনকে।  ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা নাহিদ বলেন, তাৎক্ষণিকভাবে অভিযোগের প্রমাণ পাওয়ায় ভুয়া পরীক্ষার্থী সালমা খাতুনকে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন, ১৯৮০  এর ৩ ধারা অনুযায়ী তাকে ১ বছরের জেল ও ২০০ টাকা জরিমানা করা হয়। যিনি প্রকৃত পরীক্ষার্থী তাকেও শনাক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
১০ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৫১

হাছান মাহমুদের সঙ্গে সৌদির পররাষ্ট্রবিষয়ক ভাইস মিনিস্টারের বৈঠক
উগান্ডার কাম্পালায় ন্যাম এবং ৭৭ জাতি গ্রুপ ও চীনের তৃতীয় দক্ষিণ শীর্ষ সম্মেলনে দেশের প্রতিনিধি দলনেতা পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে সাক্ষাত করেছেন সৌদি আরবের পররাষ্ট্রবিষয়ক ভাইস মিনিস্টার ওয়ালিদ এল খেরেজি। রোববার (২১ জানুয়ারি) সকালে এ বৈঠকে ভাইস মিনিস্টার এল খেরেজি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের জন্য ড. হাছান মাহমুদকে অভিনন্দন জানান। দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং সংযোগ বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয়ে তারা আলোচনা করেন। উগান্ডার কাম্পালায় জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) ১৯তম শীর্ষ সম্মেলন এবং জি ৭৭ ও চীনের তৃতীয় দক্ষিণ শীর্ষ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রয়েছেন পররাষ্ট্র সচিব (সিনিয়র সচিব) মাসুদ বিন মোমেন, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ এ মুহিত, কেনিয়া ও উগান্ডায় বাংলাদেশের হাইকমিশনার তারেক মুহাম্মদসহ অনেকে।
২১ জানুয়ারি ২০২৪, ১৬:১০

শিক্ষামন্ত্রীর সঙ্গে হাবিপ্রবি ভাইস চ্যান্সেলরের শুভেচ্ছা বিনিময়
শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। শনিবার (১৩ জানুয়ারি) ঢাকায় শিক্ষামন্ত্রীর বাসভবনে তাকে এই ফুলেল শুভেচ্ছা জানান ভাইস-চ্যান্সেলর। এসময় ভাইস-চ্যান্সেলর শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। হাবিপ্রবি ভাইস-চ্যান্সেলর বলেন, শিক্ষা পরিবারে তারুণ্যদ্বীপ্ত একজন মন্ত্রী পেয়ে আমরা আনন্দিত ও গর্বিত। তার যোগ্য ও দক্ষ নেতৃত্বে শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক রূপান্তর ঘটবে।
১৫ জানুয়ারি ২০২৪, ০০:১৪

দাউদকান্দি উপজেলা ভাইস চেয়ারম্যানের ওপর হামলা
কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়নকে মারধর করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ছড়িয়ে পড়েছে।  অভিযোগ ওঠেছে, পাওনা টাকা আদায়ে ভুক্তভোগীরা তার উপর চড়াও হয়।  শুক্রবার (১২ জানুয়ারি) দুপুরে  দাউদকান্দি বিশ্ব রোড এলাকায় কেন্দ্রীয় ঈদগার সামনে এ ঘটনা ঘটে তারিকুল ইসলাম নয়নের ওপর হামলার এ ঘটনা ঘটে। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভাইস চেয়ারম্যান তরিকুল ইসলাম নয়ন হেঁটে আসার সময় ৪ থেক ৫ যুবক তার গতিরোধ করে কিল, ঘুষি ও লাথি মারে। পরে ওই ভাইস চেয়ারম্যান হেঁটে ঘটনাস্থল থেকে চলে যান। হামলার ঘটনা প্রসঙ্গে ভাইস-চেয়ারম্যান নয়ন বলেন, নির্বাচনে আমি স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার নাঈম হাসানের পক্ষে কাজ করেছিলাম, এটাই আমার অপরাধ। এ কারণে নবনির্বাচিত সাংসদ ইঞ্জিনিয়ার আব্দুস সবুর সাহেবের কর্মীসমর্থকরা আমার ওপর হামলা করে। এ বিষয়ে আমি মডেল থানায় অভিযোগ দায়ের করেছি। দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এ বিষয়ে দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মহিউদ্দিন সিকদার  জানান, ভাইস চেয়ারম্যান যা বলছে তা মিথ্যা কথা। আওয়ামী লীগের কর্মী বা সমর্থকেরা তার ওপর হামলা করেনি। ব্যক্তিগত শত্রুতার কারণে কে বা কারা তার ওপর হামলা করেছে, আর দোষ দেয়া হচ্ছে নৌকার কর্মী সমর্থকদের ওপর। তবে এলাকাবাসীর অভিযোগ, পাওনা টাকা আদায়ে ভুক্তভোগীরা তারিকুল ইসলাম নয়নের উপর চড়াও হয়। এ বিষয়ে ভুক্তভোগী মঞ্জু  জানান, আমি রাজমিস্ত্রীর কাজ করি। নয়ন আমাকে ঠিকাদারি কাজ পাইয়ে দিবে বলে,আমার কাছ থেকে ৩ লাখ টাকা নেয়। ঠিকাদারী কাজ না দিয়ে উল্টো পাওনা টাকা চাইতে গেলে তারিকুল ইসলাম নয়ন আমাকে প্রাননাশের হুমকি দিত। ভুক্তভোগী মন্জু কান্নাজড়িত কন্ঠে আরও বলেন,আমি দরিদ্র মানুষ। দিন এনে দিন খাই। অনেক কষ্টে সুদে লাভে টাকা এনে নয়নকে দিয়েছিলাম।  গত শুক্রবার আমি তার কাছে পাওনা টাকা ফেরত চাইলে,নয়ন প্রথমে আমাকে মারধর করে।  পরে আমার চেনাপরিচিতরা আমাকে রক্ষা করতে এগিয়ে আসে। এ ঘটনার অনেকে সাক্ষী আছে। 
১৩ জানুয়ারি ২০২৪, ১৭:১৪
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়