• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
বন্ধুদের সঙ্গে গোসলে নেমে আর ফিরল না লিয়ন
নেত্রকোণার আটপাড়া উপজেলায় বন্ধুদের সঙ্গে মগড়া নদীতে গোসলে নেমে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (২০ এপ্রিল) রাতে নদী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।   নিহত কিশোর মো. লিয়ন মিয়া (১৪) উপজেলার মঙ্গলশ্রী গ্রামের দিপু মিয়ার ছেলে। লিয়ন মদন টি আমিন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।  স্বজনদের বরাতে আটপাড়া থানার এসআই আরাফাত বলেন, শনিবার সকালে সোয়া ১০টার দিকে মাঠ থেকে গরুর খাওয়ার জন্যে ঘাস কাটা শেষ করে বাড়ি ফিরে লিয়ন। পরে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশে মগড়া নদীতে গোসলে নামে। এ সময় বন্ধুরা গোসল সেরে যার যার মতো নিজেদের বাড়িতে চলে যায়। পরে দুপুর ২টার দিকে চাচা সেলিম মিয়া নদীর পাড়ে লিয়নের কাপড় দেখতে পান। তখন তারা লিয়নের খোঁজ শুরু করেন। খবর পেয়ে মদন ফায়ার সার্ভিসের একটি ইউনিট নদীতে লিয়নের খোঁজ চালান। পরে তাদের সঙ্গে যোগ দেন ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরিরা। এক পর্যায়ে রাত পৌনে ৮টার দিকে ডুবুরিরা মগড়া নদী থেকে লিয়নের মরদেহ উদ্ধার করে বলে জানান এসআই আরাফাত। তিনি আরও জানান, পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই কিশোরের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
২১ এপ্রিল ২০২৪, ১৩:১৪

বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে আর ফিরল না সোহান
রাজবাড়ীতে বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নেমে সরোয়ার উদ্দিন সোহান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (১৯ এপ্রিল) বিকেলে জেলা সদর উপজেলার বরাট ইউনিয়নের অন্তরমোড়ের এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহান পাঁচুরিয়া ইউনিয়নের চর আন্ধার মানিক গ্রামের মৃত রশিদ মোল্লার ছেলে। সোহান ফরিদপুর পলিটেকনিক্যালের (সিভিল) ছাত্র। সোহানের মামাতো ভাই পারভেজউল্লাহ জানান, বন্ধুদের নিয়ে বৃহস্পতিবার বিকেলে পদ্মা নদীতে গোসল করতে যান সোহান। সেখানে আরও অনেকেই গোসল করছিলেন। এরইমধ্যে হঠাৎ নিখোঁজ হয়ে যায় সোহান। অনেক খোঁজাখুঁজির পর তার দেহ পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী থানার ওসি (তদন্ত) মো. এসরাকুল ইসলাম জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।  
১৯ এপ্রিল ২০২৪, ১১:৪১

বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেললেন মাশরাফী, হলেন ম্যাচসেরা
মাশরাফী বিন মোর্ত্তজা ফিরলেন কৌশরের প্রিয় স্কুলে। স্কুলের দূরন্তপনায় যে সহপাঠীরা ছিল প্রাণের বন্ধু, তাদের নিয়ে টেপ টেনিস বলে ক্রিকেট খেললেন। ফিরে গেলেন সেই ছোট্টবেলায়।  নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে ৩২টি ব্যাচের সাবেক শিক্ষার্থীদের নিয়ে শুরু হয়েছে তিনদিনের টি-এইট ক্রিকেট টুর্নামেন্ট। যেখানে ১৯৯৯-এর হয়ে অংশ নিয়ে দলকে জেতাতে বল হাতে ১ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে ৩০ রানও করেন।   দীর্ঘ সময় পর স্কুল বন্ধুদের দেখা পেয়ে আবেগাপ্লুত জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। তার ভাষ্য, এই টুর্নামেন্টের উদ্দেশ তিনটা। এর মধ্যে অন্যতম ঈদের পরে পুনর্মিলনীর সঙ্গে ক্রিকেটকে উজ্জীবিত করা, যাতে আমাদের ছেলেরা অন্য কোনো বাজে দিকে মন না দিয়ে খেলায় ফিরতে পারে। সর্বোপরি এতগুলো ব্যচের ছেলেরা নিজেদের স্কুলের মাঠে খেলছে, এটা অনেক আনন্দের। আমি এবং আমার স্কুলের বন্ধুরাও খুব আনন্দ পেয়েছে এই টুর্নামেন্ট খেলে। ম্যাশ বলেন, সুস্থ সমাজ গঠনে যুব সমাজকে মাদকের পাশাপাশি অসামাজিক কার্যকলাম থেকে দুরে রাখতে হবে। তার মতে খেলাধুলাই পারে যুবকদের সঠিক পথে রাখতে। উল্লেখ্য, টুর্নামেন্টের প্রথম খেলায় ১৯৯৮ ব্যাচ প্রথমে ব্যাট করে মাশরাফীর দলকে ৭৩ রানের টার্গেট দেয়। জবাবে ১৯৯৯ ব্যাচ ৭ ওভারে ৮ উইকেট হারিয়ে ৭৪ রান করে জয়ের বন্দরে পৌঁছে যায়।  
১৩ এপ্রিল ২০২৪, ১৮:২৬

বন্ধুদের সঙ্গে মাদক সেবন, এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
বগুড়ার শিবগঞ্জে স্কুলের বিদায় অনুষ্ঠানের আগের রাতে বন্ধুদের সঙ্গে মাদক সেবনের পর সিহাব হাসান সৈকত (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী মারা গেছেন। সোমবার (১২ ফেব্রুয়ারি) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সিহাব শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের সেলিম হোসেনের ছেলে। মৃত সিহাবের চাচা মিলু হোসেন জানান, সিহাব উপজেলার মহাস্থান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। শনিবার (১০ ফেব্রুয়ারি) স্কুলে তাদের বিদায় অনুষ্ঠান ছিল। সিহাব ওই অনুষ্ঠানের আয়োজন সম্পূর্ণ করার কথা বলে শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়। ওইদিন সিহাব বন্ধুদের সঙ্গে স্কুল এলাকায় মাদক সেবন করে অসুস্থ হয়ে পড়ে ও মহাস্থান এলাকায় এক বন্ধুর বাড়িতে গিয়ে থাকে। তিনি আরও জানান, বিষয়টি জানতে পেরে শনিবার অসুস্থ অবস্থায় তাকে বাড়ি আনা হয়। রোববার সকালে সে আরও বেশি অসুস্থ হয়ে পড়লে শজিমেক হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে মারা যায় সিহাব। মহাস্থান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, ‌একজন পরীক্ষার্থী মারা গেছেন বলে জানি। তবে কী কারণে মারা গেছেন তা আমার জানা নেই। বগুড়া শজিমেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নুরে শেফা শাহিনা জানান, বিষক্রিয়ায় সিহাবের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের বিস্তারিত জানা যাবে। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ বলেন, স্কুলছাত্র সিহাব বিষক্রিয়ায় হাসপাতালে মারা গেছেন বলে শুনেছি। তার পরিবারের অভিযোগ সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৩

বন্ধুদের সঙ্গে জন্মদিনের কেক কেটে বাসায় ফিরে ছাত্রলীগ নেত্রীর আত্মহত্যা
শরীয়তপুরের নড়িয়ায় জন্মদিন উদযাপন করে বাসায় ফিরে শেখ সুমাইয়া সুমু (২০) নামে এক ছাত্রলীগ নেত্রী আত্মহত্যা করেছেন।  বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে নড়িয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বৈশাখীপাড়া এলাকার নিজ বাড়ি থেকে ওই ছাত্রলীগ নেত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ।   শেখ সুমাইয়া নড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি দুই নম্বর ওয়ার্ডের আবু বকর শেখের মেয়ে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (৭ ফেব্রুয়ারি) ছিল শেখ সুমাইয়ার জন্মদিন। বন্ধুদের সঙ্গে জন্মদিন উদযাপন শেষে রাতে বাসায় ফিরে নিজ ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়েন তিনি। এরপর মধ্যরাত থেকে সুমাইয়ার মোবাইল ফোনে একাধিকবার কল আসা শুরু করে। রিংটোনের শব্দে ঘুম ভেঙে যায় সুমাইয়ার পরিবারের সদস্যদের। তারা দরজার বাইরে থেকে সুমাইয়াকে ডাকাডাকি করতে থাকেন। তবে রুমের ভেতর থেকে কোনো সারা না পেয়ে একপর্যায়ে দরজা ভেঙে ভেতরে গিয়ে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় সুমাইয়ার মরদেহ ঝুলে থাকতে দেখেন তারা। বিষয়টি থানায় জানালে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর আবু জাফর শেখ বলেন, সুমাইয়া সম্পর্কে আমার ভাতিজি হয়। ওদের বাসা থেকে ফোন পেয়ে রাতে দ্রুত আমি ছুটে যাই। ঘরের দরজা বাহির থেকে আটকানো দেখে সবাই দরজা ভেঙে ফেলি। পরে ওকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। প্রেমঘটিত কারণে সুমাইয়া এই আত্মহত্যা করে থাকতে পারে। নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ থাকলে বিষয়টি খতিয়ে দেখা হবে।
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৬

‘নির্বাচন বর্জনকারীরা বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে’
নির্বাচন বর্জনকারীরা বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন। কাদের বলেন, যারা নির্বাচন বর্জন করেছে তারা নতুন করে ষড়যন্ত্র করছে। এ সরকারকে হঠাতে তারা বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে। তারা আশা করছে কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা আসবে। তিনি আরও বলেন, শেখ হাসিনা কোনো নিষেধাজ্ঞা, কোনো ভিসা নিষেধাজ্ঞার পরোয়া করেন না। ‘সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’ এই নীতিতে শেখ সরকারের কার্যাবলী পরিচালিত হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রাজনীতিতে কেউ সন্ত্রাস ও অস্থিরতা তৈরি করলে মোকাবিলা করতে হবে। বিরোধীদলকে রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে। ইশতেহারের বিষয়ে তিনি বলেন, ইশতেহার বাস্তবায়ন করায় আমাদের মূল চ্যালেঞ্জ। অনেক বাধা আসতে পারে। কারণ যারা নির্বাচন বর্জনকারীরা নতুন করে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। এর আগে, সকাল ৯টায় সড়কপথে ঢাকা থেকে রওনা হয়ে বেলা সাড়ে ১১ টার দিকে গোপালগঞ্জে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও নতুন মন্ত্রীসভার সদস্যরা। পরে বেলা পৌনে ১২টার দিকে বঙ্গবন্ধু সমাধিতে শ্রদ্ধা জানান তারা।  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠনের পর এই প্রথম নিজ জেলা গোপালগঞ্জ গেছেন শেখ হাসিনা। সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এরপর শনিবার নিজ বাড়িতে রাত্রিযাপন করবেন। পরদিন রোববার কোটালীপাড়ায় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
১৩ জানুয়ারি ২০২৪, ১৬:৪৮

বন্ধুদের ধার দেওয়া টাকা তুলতে হালখাতা
গ্রাম বাংলার ঐতিহ্য হালখাতা। ১২ মাস বেচা কেনার পর বছর শেষে বাকি টাকা তুলতে হালখাতার আয়োজন করে থাকে ছোট-বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান। এমনকি এই হালখাতায় এখন যুক্ত হয়েছে অনেক আর্থিক প্রতিষ্ঠান থেকে শুরু করে নদীর ঘাট পর্যন্ত। প্রতিষ্ঠানের গ্রাহকদের হালখাতার চিঠি দিয়ে অনুষ্ঠানের দিন তারিখ জানিয়ে দেওয়া হয়।  এসব ছাড়িয়ে হালখাতায় এবার যুক্ত হয়েছে ব্যক্তিগত ধার দেওয়া টাকা উত্তোলন প্রক্রিয়া। হালখাতার মাধ্যমে ধারের টাকা তোলার এই নতুন ধারণার সৃষ্টি করেছেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় এম এ এম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল আউয়াল। ইতিমধ্যে দেনাদারদের কাছে হালখাতার চিঠি পৌঁছে দিয়েছেন তিনি। আগামী ১২ জানুয়ারি হালখাতার অনুষ্ঠান হবে। এরকম একটা চিঠি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই হালখাতা আয়োজনে তাকে নিয়ে চলছে আলোচনা ও সমালোচনা। চিঠিতে তিনি দেনাদারদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। এবং লিখেছেন ‘আপনাদের টাকা হাওলাত দিয়ে আমি আনন্দিত। আগামী ১২ জানুয়ারি হালখাতার আয়োজন করা হয়েছে। উক্ত হালখাতায় আপনি উপস্থিত হয়ে ঋণ পরিশোধ করে ঋণ মুক্ত থাকুন।’ এই ঋণ পরিশোধের হালখাতায় ৩৫জন দেনাদারদের চিঠি দিয়েছেন ওই শিক্ষক। এসব মানুষের মধ্যে বেশিরভাগ ওই শিক্ষকের বন্ধু- বান্ধব, আত্মীয়স্বজনসহ কাছের মানুষ। চিঠি পাওয়া কয়েকজন নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিরা জানান, আমরা হালখাতার চিঠি পেয়ে প্রথমে হতভম্ব হলেও পরে বুঝতে পেরেছি ধারের টাকা ফেরত দিতে দেরি হয়েছে। আশা করছি হালখাতায় তার টাকা পরিষদ করে দিব। হালখাতার আয়োজক শিক্ষক আব্দুল আউয়াল জানান, তিন বছর যাবত বন্ধু বান্ধব ও নিকটজনরা বিভিন্ন সময়ে আমার কাছ থেকে টাকা হাওলাত নিয়েছেন। যাদের সঙ্গে প্রতিদিন একসঙ্গে উঠাবসা রয়েছে। লজ্জায় তাদের কাছে টাকা ফেরতও চাইতে পারি না তারাও দেওয়ার নাম করে না। পরে তাদের টাকা ফেরত দেওয়ার মাধ্যম হিসেবে হালখাতার ধারণা মাথায় আসে। এতে তাদের সঙ্গে মনোমালিন্যও হলোনা আবার টাকা উঠার সম্ভাবনা শতভাগ রয়েছে।  তিনি আরও জানান, এ যাবত ৩৫ জনকে চিঠি দিয়েছি। এদের মধ্যে কেউ তিন বছর আগে টাকা নিয়েছে। সব মিলিয়ে তার ৩ লাখ টাকার মতো ধার দেওয়া আছে। চিঠি পেয়ে অনেকে টাকা পরিশোধ করতে উদ্যোগী হয়েছেন।  
০৩ জানুয়ারি ২০২৪, ১৮:৫৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়