• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
প্রকাশ্যে শাকিবের ‘তুফান’র ফার্স্ট লুক
বর্তমানে শাকিব খান অভিনীত ‘রাজকুমার’ সিনেমা মুক্তিতে তোড়জোড় চলছে। আসন্ন ঈদে মুক্তি পাবে সিনেমাটি। এর মাঝেই  প্রকাশ্যে এলো শাকিবের ‘তুফান’ সিনেমার ফার্স্ট লুক। পোস্টারটি প্রকাশ পেতেই রীতিমতো ঝড় উঠেছে নেটদুনিয়ায়।  ‘তুফান’ সিনেমার মাধ্যমেই প্রথমবারের মতো রায়হান রাফির নির্দেশনায় অভিনয় করছেন শাকিব। সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে আলফা আই, চরকি এবং পশ্চিমবঙ্গের এসভিএফ। বুধবার (২৭ মার্চ) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দেন রাফি। পোস্টে ‘তুফান’ সিনেমায় শাকিব খানের ফার্স্ট লুক প্রকাশ করেন এই নির্মাতা। ক্যাপশনে রাফি লিখেছেন, ‘অগ্রিম শুভ জন্মদিন সুপারস্টার শাকিব খান। আপনাদের জন্য উপস্থাপন করছি ‘তুফান’র ফার্স্ট লুক।’  শুধু তিনিই নন, ‘তুফান’র ফার্স্ট লুকের পোস্টারটি নিজের ফেসবুকে শেয়ার করে শাকিব লেখেন—তুফান লোডিং। সঙ্গে জুড়ে দেন একটি আগুনের ইমোজিও।  এদিকে সিনেমার ফার্স্ট লুক প্রকাশ্যে আসার পর থেকে নেটিজেনদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন শাকিব। পোস্টারে এই নায়কের লুক দেখে বেশ প্রসংশাও করছেন নেটিজেনরা। বোঝাই যাচ্ছে— ‘রাজকিমার’র পরে ‘তুফান’র মাধ্যমে আরেকটি ধামাকা দিতে চলেছেন শাকিব।    প্রসঙ্গত, ‘তুফান’ সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ঈদ-উল-আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাকিবের বিগ বাজেটের এই সিনেমা।      
২৭ মার্চ ২০২৪, ২০:০০

প্রথা ভেঙে পাকিস্তানের ফার্স্ট লেডি হচ্ছেন প্রেসিডেন্ট কন্যা
সাধারণত একটি রাষ্ট্রের প্রেসিডেন্টের স্ত্রীই সেখানকার ফার্স্ট লেডি হিসেবে বিবেচিত হন। কিন্তু এ প্রথা এবার ভাঙতে যাচ্ছেন পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। নিজ কন্যা আসিফা ভুট্টোকে পাকিস্তানের পরবর্তী ফার্স্ট লেডি হিসেবে ঘোষণা করতে যাচ্ছেন তিনি। মূলত স্ত্রী বেনজির ভুট্টো জীবিত না থাকার কারণেই এ সিদ্ধান্ত তার।  জারদারির দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) তথ্য সম্পাদক ফয়সাল করিম কুন্ডির বরাতে এ তথ্য দিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।  সংবাদমাধ্যমটিকে কুন্ডি বলেছেন, ‘আসিফা ভুট্টোকে ফার্স্ট লেডি হিসেবে ঘোষণা করা হবে এবং এ বিষয়ে সরকারি ঘোষণা আসবে শিগগিরই।’ তিনি জানিয়েছেন, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি পিপিপির নেতাদের সঙ্গে পরামর্শ করেই ৩১ বছর বয়সী আসিফা ভুট্টোকে ফার্স্ট লেডি করার সিদ্ধান্ত নিয়েছেন।  গতকাল সোমবার পাকিস্তানের ১৪ তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন আসিফ আলী জারদারি। পাকিস্তানের ইতিহাসে তিনিই একমাত্র বেসামরিক ব্যক্তি, যিনি দুই মেয়াদে পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।  আসিফ আলী জারদারি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর জামাতা। ভুট্টোর কন্যা বেনজির ভুট্টোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জারদারি। বেনজিরও দুই মেয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৭ সালে বেনজির আততায়ীর গুলিতে নিহত হন।  উল্লেখ্য, আসিফা ভুট্টো আসিফ আলী জারদারি-বেনজির ভুট্টো দম্পতির দ্বিতীয় সন্তান। তিনি ১৯৯৩ সালে জন্মগ্রহণ করেন। ২০০৭ সালে মায়ের হত্যাকাণ্ডের ১ বছর পর পাকিস্তানের প্রেসিডেন্ট হন আসিফার বাবা জারদারি। সে সময় তার বয়স ছিল মাত্র ১৫ বছর। আসিফ আলী জারদারির সেই মেয়াদে পাকিস্তানের কোনও ফার্স্ট লেডি ছিল না।  স্ত্রীর জায়গায় অন্য কাউকে ফার্স্ট লেডি ঘোষণা করার ঘটনা পাকিস্তানের ইতিহাসে অবশ্য এই প্রথম নয়। এর আগে পাকিস্তানের প্রথম স্বৈরশাসক আইয়ুব খান ১৯৫৮ সালে প্রেসিডেন্ট হওয়ার পর তার কন্যা নাসীম আওরঙ্গজেবকে ফার্স্ট লেডি হিসেবে ঘোষণা করেছিলেন।  পাকিস্তানের বাইরেও বিশ্বের বিভিন্ন দেশ বিশেষ করে যুক্তরাষ্ট্রে স্ত্রীর পরিবর্তে অন্য কাউকে ফার্স্ট লেডি মনোনীত করার ইতিহাস আছে। মার্কিন প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসন তার ভাতিজি এমিলি ডোনেলসনকে ফার্স্ট লেডি মনোনীত করেছিলেন। এ ছাড়া, আরও দুই মার্কিন প্রেসিডেন্ট চেস্টার আর্থার ও গ্রোভার ক্লিভল্যান্ডের আমলে তাদের বোনেরা যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি হিসেবে দায়িত্ব পালন করেছেন।  
১২ মার্চ ২০২৪, ১২:৩৪

‘রঙ্গনা’র ফার্স্ট লুকে নজর কাড়লেন শাবনূর
ঢাকাই সিনেমার নব্বই দশকের দাপুটে নায়িকা শাবনূর। ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। যা আজও সিনেমাপ্রেমীদের মনে দাগ কেটে আছে। তবে দীর্ঘদিন ধরেই সিনেমা থেকে দূরে রয়েছেন শাবনূর। অবশেষে বিরতি ভেঙে শিগগিরই রুপালি পর্দায় ফিরছেন এই নায়িকা। তাকে পুনরায় পর্দায় দেখতে অপেক্ষার প্রহর গুনছেন ভক্তরা। সম্প্রতি শাবনূর ঘোষণা দিয়েছেন ‘রঙ্গনা’ নামের নতুন সিনেমায় অভিনয় করবেন তিনি। এবার সেই সিনেমার ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে। পোস্টারে শাবনূরের লুক নজর কেড়েছে নেটিজেনদের।   এদিকে রঙ্গনা দিয়ে প্রথমবারের মতো সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন আরাফাত হোসাইন। পাশাপাশি এই সিনেমা দিয়েই দীর্ঘ বিরতি পেরিয়ে ক্যামেরার সামনে ও প্রেক্ষাগৃহে আসছেন শাবনূর। শুক্রবার (৫ জানুয়ারি) প্রকাশ্যে এসেছে ‘রঙ্গনা’র ফার্স্ট লুক। এতে তিনভাবে শাবনূরকে দেখা গেছে। কখনও নেকাবে মুখ ঢাকা, তার চোখে ক্ষোভের চিহ্ন। অন্য ছবিতে পিস্তল হাতে, আবার কখনও ফুল হাতে হাস্যোজ্জ্বল ব্যস্ত তিনি। তবে কি তিনটি চরিত্রে পর্দায় হাজির হচ্ছেন শাবনূর? এমন প্রশ্ন রীতিমতো রহস্যের জট বেঁধেছে নেটিজেনদের মনে। অন্যদিকে রহস্য জিইয়ে রাখতে চাচ্ছেন নবাগত এই নির্মাতা। এ প্রসঙ্গে আরাফাত বলেন, দশের-দেশের এবং আপনার হৃদয়ের রক্তক্ষরণের গল্প বলবে ‘রঙ্গনা’।  বর্তমানে সিনেমার শুটিংয়ে নামার প্রস্তুতি নিচ্ছেন শাবনূর। সবকিছু ঠিক থাকলে ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হবে এর নির্মাণকাজ। দুই ঈদের যে কোনোটিতে সিনেমাটি মুক্তি পাবে।   তবে সিনেমায় শাবনূরের নায়ক কে হচ্ছেন, তার আভাসই দেননি পরিচালক। শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আরাফাত। মূলত নারীকেন্দ্রিক গল্পে নির্মিত হবে শাবনূরের ‘রঙ্গনা’।
০৬ জানুয়ারি ২০২৪, ১২:০৯

সেদিন রাতে আতঙ্কে ছিল আমার মেয়ে : ফারুকী
তারকা নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব। প্রায় সময়ই কাজ, অভিজ্ঞতা কিংবা নানান বিষয়ে নিজের মতামত ভক্তদের সঙ্গে শেয়ার করেন। এবারও তার ব্যতিক্রম হয়।  ডিসেম্বরের ৩১ তারিখ ছিল ২০২৩ সালের শেষ দিন। তাই নতুন বছরকে স্বাগত জানাতে বিশ্বজুড়েই ‘থার্টি ফার্স্ট নাইট’ উদযাপন করেছেন সবাই। নানান ধরনের আতশবাজি আর ফানুস উড়িয়ে ওয়েলকাম জানিয়েছে ২০২৪ সালকে।  তবে এসব আতশ বাজির কারণে অনেক সময়ই ক্ষতির সম্মুখীন হতে হয়। পাশাপাশি ছোট ছোট বাচ্চারাও ভয় পেয়ে যায়। সেই তালিকায় ছিল ফারুকী-তিশা দম্পতির মেয়ে ইলহাম। ওই দিন রাতে আতঙ্কে ছিল ছোট ইলহাম। মূলত এ কারণেই একটি স্ট্যাটাস দিয়েছিলেন এই নির্মাতা। এবার সে প্রসঙ্গেই একটি সমাধান জানিয়ে ফের পোস্ট দিলেন ফারুকী।   সোমবার (১ জানুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুকে স্ট্যাটাস দেন ফারুকী। সেখানে আতঙ্ক না ছড়িয়ে সুন্দরভাবে ‘থার্টি ফার্স্ট নাইট’ উদযাপনের একটি সমাধানের কথা জানান এই নির্মাতা।     পাঠকদের সুবিধার জন্য ফারুকীর পোস্টটি হুবহু তুলে ধরা হলো-  ‘ওকে, আই হ্যাভ অ্যা সাজেশন।   উৎসব যেহেতু থাকবে, আবার এই শহরে ছোট শিশু-বয়স্ক, মানুষ-রোগী-পশু-পাখীদেরও থাকতে হবে, তাহলে একটা উপায় বের করা যায়?  পুরো শহরটাকে যুদ্ধক্ষেত্র না বানিয়ে শহরের তিনটা জায়গা নির্দিষ্ট করে দেওয়া যায়।  যেখানে উৎসব করার জন্য মানুষ জড়ো হবে। আমাদের এখানে তো আর সিডনি হারবারের মতো কোনো জায়গা নাই। আমাদের সব জায়গাইতো আবাসিক। সেই জন্য জায়গার পাশাপাশি সময়টাও বেঁধে দেওয়া দরকার! উচ্চশব্দ হয় এমন কোনো কিছু করলে এই বেঁধে দেওয়া সময়ের মধ্যে করতে হবে। তাতে করে নির্দিষ্ট করে দেওয়া জায়গাগুলোর আশপাশের ভবনের মানুষেরা জানবে কোন সময়টাতে এ রকম শব্দ হতে পারে এবং সেই অনুযায়ী একটা প্রস্তুতি রাখতে পারে। কালকে রাতে যেমন দুইটার পরেও চলছে এই বিভৎস তাণ্ডব! শেষ করতে চাই একটা কথা বলে, আমি আনন্দ-উৎসবের বিরুদ্ধে না। কিন্তু ভাইয়েরা একটা কথা বলি—  আমরা যখন কোনো ছাদে দাঁড়াই, আমরা কিন্তু সেখান থেকে একটা আস্ত ইট নিয়ে বাইরের দিকে ছুড়ে মারি না! কারণ, আমরা চিন্তা করি নিচে দিয়ে হেঁটে যাওয়া কারও না কারও মাথায় এটা পড়তে পারে, একটা অ্যাকসিডেন্ট হতে পারে। এই যে আমরা এটা ভাবি, এটাই সভ্য মানুষের বৈশিষ্ট্য হওয়া উচিত। আমার কোনো কাজে অন্যের ক্ষতি হতে পারে কিনা, এইটা ভাবা মানুষের বেসিক জিনিস হওয়া উচিত। সবার নতুন বছর আনন্দের হোক, এমনকি যারা কালকে আমার মেয়েকে  আতঙ্কের ওপর রেখেছিলেন, তাদেরও!’
০২ জানুয়ারি ২০২৪, ০৯:৪৯

থার্টি ফার্স্ট নাইটে এক ঘণ্টায় বায়ুদূষণ বেড়েছে ৩৫ শতাংশ
থার্টি ফার্স্ট নাইটে ঢাকায় এক ঘণ্টায় বায়ুদূষণ ৩৫ শতাংশ বেড়েছে বলে এক গবেষণায় উঠে এসেছে। সোমবার (১ জানুয়ারি) বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাপস চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জমান মজুমদারের নেতৃত্বে পরিচালিত এ গবেষণায় নববর্ষ উদযাপনের কয়েক ঘণ্টা আগে ও পরে বায়ু এবং শব্দদূষণের মাত্রা পরিমাপ করা হয়। এতে দেখা গেছে, রোববার (৩১ ডিসেম্বর) দিনগত রাত ১১টা থেকে ১২টার তুলনায় পরবর্তী এক ঘণ্টা রাত ১২টা থেকে ১টায় বায়ুদূষণের পরিমাণ প্রায় ৬৪ মাইক্রোগ্রাম বা ৩৫ শতাংশ বৃদ্ধি পায়। এসময় সর্বোচ্চ বায়ুদূষণ রেকর্ড হয় ২৪৯ মাইক্রোগ্রাম/ঘনমিটার, যা বায়ুমান সূচকে ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। ক্যাপস জানায়, আতশবাজি, পটকা বা এ জাতীয় শব্দ সৃষ্টিকারী বস্তু সাধারণত পটাসিয়াম পারক্লোরেট, বিষাক্ত বেরিয়াম নাইট্রেট, পার্লাইট পাউডার, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম খাদ ও মাটি-পাথর ইত্যাদি দিয়ে তৈরি হয়। এগুলো পোড়ানোর ফলে উল্লেখযোগ্য পরিমাণে বায়ুদূষণকারী পদার্থ নির্গত হয়। যা হাঁপানি, ব্রঙ্কাইটিস এবং ফুসফুসের ক্যানসারসহ বিভিন্ন ধরনের শ্বাসকষ্টের কারণ হতে পারে। ক্যাপসের গবেষণা বলছে, ৩১ ডিসেম্বর রাত সাড়ে ১১টা থেকে শুরু করে ভোর ৫টা পর্যন্ত আতশবাজি ও পটকা ফুটানো হয়েছে। তবে সবচেয়ে বেশি শব্দদূষণ হয়েছে রাত ১২ থেকে সাড়ে ১২টা পর্যন্ত। ২০২৪ সালের প্রথম ঘণ্টায় শব্দদূষণের হার আগের দিন ৩০ ডিসেম্বরের তুলনায় প্রায় ৪২ শতাংশ বৃদ্ধি পায় এবং বেশিরভাগ সময় শব্দের মাত্রা ৮০ থেকে ৯০ ডেসিবলের মধ্যে ছিল।  ৭০ ডেসিবলের অধিক শব্দ মানুষসহ পশু-পাখির কানের বধিরতা সৃষ্টি করতে সক্ষম। এমনকি এই শব্দ গর্ভপাত, শিশুমৃত্যু ও বয়স্কদের হার্টের ঝুঁকিও বাড়ায় বলে জানায় গবেষণা প্রতিষ্ঠানটি।
০১ জানুয়ারি ২০২৪, ২৩:৪৭

থার্টি ফার্স্ট নাইট : সাউন্ড বক্সে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কিশোরের মৃত্যু
গাজীপুরের কালীগঞ্জে থার্টি ফার্স্ট নাইট উদযাপনে সাউন্ড বক্সে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোর মিরাজ হোসেনের (১৭) মৃত্যু হয়েছে। সে কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের চুয়াড়িয়াখোলা (বড়বাড়ী) গ্রামের মোবারক হোসেনের ছেলে। রোববার রাত পৌনে ৮টার দিকে তার নিজবাড়িতে এ দুর্ঘটনা ঘটে।  সোমাবর (১ জানুয়ারি) সকাল ৭টায় কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের বড় ভাই মিনহাজ জানান, থার্টি ফার্স্ট নাইটের আয়োজন করতে রাত পৌনে ৮টার দিকে নিজ বাড়ির পাশে সাউন্ড বক্সে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত হয় মিরাজ। পরে বাড়ির পাশে কাউকে পড়ে থাকতে দেখে তিনি এগিয়ে গিয়ে দেখেন তারই ছোট ভাই মিরাজ পড়ে আছে। স্থানীয়দের সহযোগিতায় আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত পৌনে ৯টার দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিরাজকে মৃত ঘোষণা করেন। কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন বলেন, কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
০১ জানুয়ারি ২০২৪, ১৫:৪১

‘ওমর’র ফার্স্ট লুকে নজর কাড়লেন শরিফুল রাজ
ঢালিউডের জনপ্রিয় নির্মাতা মোস্তফা কামাল রাজ। অন্যদিকে এ প্রজন্মের অভিনেতা শরিফুল রাজ। বছরের শেষ মূহুর্তে এসে চমক নিয়ে হাজির হলেন দুই রাজ। অভিনেতার পরবর্তী সিনেমা ‘ওমর’র ফার্স্ট লুকের পোস্টারে রীতিমতো দর্শকদের নজর কাড়লেন রাজ।    রোববার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্টার শেয়ার করেছেন নির্মাতা রাজ। আর সেই পোস্টারে নতুন লুকে ধরা দিয়েছেন অভিনেতা রাজ। ‘ওমর’র প্রধান চরিত্রে পর্দায় দেখা যাবে তাকে। ক্যাপশনে নির্মাতা লিখেছেন, ‘সাপলুডু খেলায় প্রতিপক্ষ কে সেটা জরুরি না, জরুরি সাপের মুখে না পড়াটা। নতুন বছর নতুন ধামাকা।’    ওই পোস্টারে দেখা অভিনেতা রাজকে দেখা যাচ্ছে অফ হোয়াইট হুডিতে এক চোখ ঢাকা। চোখে মুখে যেন এক ধরনের নির্লিপ্ত ভাব। আর পোস্টারটি প্রকাশের পর নায়কের এই লুক বেশ নজর কেড়েছে নেটিজেনদের। ‘ওমর’ সিনেমা রাজ ছাড়া আরও অভিনয় করছেন সময়ের অন্যতম শক্তিশালী তিন অভিনেতা শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু ও নাসিরউদ্দিন খান।  প্রসঙ্গত, গেল বছরের জুলাইতে শুরু হয় ‘ওমর’ সিনেমার শুটিং। ইতোমধ্যে শেষ হয়েছে শ্যুটিং। শিগগিরই ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা রাজ। এছাড়া দেশের পাশাপাশি ইন্টারন্যাশনালি রিলিজ দেওয়ারও পরিকল্পনাও রয়েছে প্রযোজনা সংস্থা মাস্টার কমিউনিকেশন্সের। 
০১ জানুয়ারি ২০২৪, ১৪:০২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়