• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
রশিদের প্রত্যাবর্তনের দিনে আফগানিস্তানের শোচনীয় পরাজয়
ইনজুরি কাটিয়ে প্রায় ৪ মাস পর রশিদ খানের ফেরার ম্যাচে শোচনীয় পরাজয় দেখেছে আফগানিস্তান। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আয়ারল্যান্ডের কাছে ৩৮ রানে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে আফগানরা। প্রত্যাবর্তন ম্যাচে বল হাতে ১৯ রানে ৩ উইকেট নেন রশিদ। এর মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫০ উইকেট পূর্ণ করেন তিনি। শারজাহতে টস জিতে প্রথমে আয়ারল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় আফগানিস্তান। দুই ওপেনার অ্যান্ডু বালবির্নি ২২ ও অধিনায়ক পল স্টার্লিং ২৫ রান করে আউট হন। ২৭ বল খেলে দুটি চার ও একটি ছক্কা মারেন স্টার্লিং। এই ইনিংসের মাধ্যমে টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটার হিসেবে ৪০০ বাউন্ডারির মাইলফলক স্পর্শ করেন স্টার্লিং। এরপর রশিদ ও অভিষিক্ত নানগেয়ালিয়া খারোতে তোপে লরকান টাকার ৪, কার্টিস ক্যাম্ফার শূন্য ও নিল রক ১ রানে আউট হলে চাপে পড়ে আইরিশ মিডল-অর্ডার। এতে ৭২ রানে পঞ্চম উইকেট হারায় আয়ারল্যান্ড। তবে এক প্রান্ত আগলে ঝড়ো হাফ-সেঞ্চুরিতে আয়ারল্যান্ডকে ২০ ওভারে ৬ উইকেটে ১৪৯ রানের সংগ্রহ এনে দেন হ্যারি টেক্টর। ৭ চার ও ২ ছক্কায় ৩৪ বলে অপরাজিত ৫৬ রান করেন টেক্টর।  আফগানিস্তানের হয়ে রশিদ ৩টি ও খারোতে ২ উইকেট নেন। জবাবে দ্বিতীয় ওভারে ৪ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে আফগানিস্তান। মিডল-অর্ডার ব্যাটাররা লড়াই করার চেষ্টা করলেও বড় ইনিংস খেলতে পারেননি। এতে ৮ বল বাকি থাকতে ১১১ রানে অলআউট হয় আফগানরা।  উইকেটরক্ষক মোহাম্মদ ইশরাক সর্বোচ্চ ৩২ ও মোহাম্মদ নবি ২৫ রান করেন। আয়ারল্যান্ডের বেন হোয়াইট ২০ রানে ৪ উইকেট শিকার করে ম্যাচসেরা নির্বাচিত হন। এতে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে একই ভেন্যুতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামবে আয়ারল্যান্ড।
১৬ মার্চ ২০২৪, ২০:০০

জয়ের পথে সৈয়দ ইবরাহিম, পরাজয় শঙ্কায় ভোট বর্জন জাফরের
কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া জয়ের পথে আছেন কল‍্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। অধিকাংশ কেন্দ্রে তিনি এগিয়ে আছেন। এই আসনে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য জাফর আলম ভোট শেষ হওয়ার ৫০ মিনিট আগে বর্জনের ঘোষণা দেন। রোববার (৭ জানুয়ারি) ভোটগ্রহণ শেষ হওয়ার এক ঘণ্টা আগে বিকেল ৩টার পর তিনি নিজ ফেসবুকে লাইভে এসে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি। প্রশাসনের কঠোর অবস্থানের কারণে সন্ত্রাসী কায়দায় ভোট ডাকাতিতে ব্যর্থ হয়ে মিথ্যা অভিযোগে এই ভোট বর্জন বলে মন্তব্য করেছেন ওই আসনের বাংলাদেশ কল্যাণ পার্টির হাতি ঘড়ি প্রতীকের প্রার্থী সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।  এদিকে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য জাফর আলমের নানান বিতর্কিত কর্মকাণ্ডে অতিষ্ঠ চকরিয়া ও পেকুয়া উপজেলার পাঁচ লক্ষাধিক মানুষ। দীর্ঘদিন ধরে তার জুলুম-অত্যাচারে এলাকার মানুষ মুখ না খুললেও এখন খুলতে শুরু করেছে। স্বতন্ত্র প্রার্থী জাফর আলমের বিরুদ্ধে সরকারি বনভূমি দখল, জমি দখল, চিংড়ি ঘের দখলের অনেক অভিযোগ রয়েছে। এবারের জাতীয় সংসদ নির্বাচনে তার বিরুদ্ধে আলোচনায় এসেছে চিংড়িঘের দখল, গরু চুরি, মানুষের জমি দখল করে মার্কেট নির্মাণ। তাই এবার তাকে প্রতিহত করতে এ দুই উপজেলার মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। এ নিয়ে চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপিত ফজলুল করিম সাঈদীর অভিযোগ, ‘চকরিয়া-পেকুয়ার আওয়ামী লীগের ত্যাগী নেতাকর্মীকে বাদ দিয়ে বিএনপি-জামায়াতের লোকজন নিয়ে নিজস্ব বলয় তৈরি করেছেন এমপি জাফর আলম। তাদের দিয়ে এমন কোনো অপকর্ম নেই, যা তিনি করেননি। সাঈদী আরও বলেন, এমপি তার বাহিনী দিয়ে শতকোটি টাকার জমি দখল করেছেন। প্যারাবন কেটে দখল করেছেন প্রায় দুই হাজার একর চিংড়ি চাষের জমি। নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ চাষ করছেন। এ বিষয়ে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ সিআইপি বলেন, জাফর আলম এমপি হওয়ার পর চকরিয়া-পেকুয়ার সন্ত্রাসী-অস্ত্রধারী ও ডাকাতদের নিয়ে ‘জাফর লীগ’ গঠন করেছেন। জায়গা দখল, পাহাড় কাটা ও নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে তার বাহিনী। এমন কোনো অপরাধ নেই যা তার বাহিনী করেনি। এই আসনের অন্য প্রার্থীরা হলেন, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির আবু মোহাম্মদ বশিরুল আলম (হাতুড়ী), জাতীয় পার্টির হোসনে আরা (লাঙ্গল), বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের মোহাম্মদ বেলাল উদ্দিন (মোমবাতি), স্বতন্ত্র প্রার্থী জাফর আলমের ছেলে ও স্বতন্ত্র প্রার্থী তানভীর আহমেদ সিদ্দিকী তুহিন (ঈগল) এবং স্বতন্ত্র প্রার্থী কামরুদ্দিন আরমান (কলারছড়ি)। উল্লেখ্য, কক্সবাজার-১ আসনের বর্তমান ভোটার সংখ্যা ৪ লাখ ৮৬ হাজার ২৫২ জন। চকরিয়া উপজেলায় ৩ লাখ ৫৩ হাজার ২৫২ জন এবং পেকুয়া উপজেলায় ১ লাখ ৩৩ হাজার ভোটার রয়েছে।
০৭ জানুয়ারি ২০২৪, ২০:৫১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়