• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
সেঞ্চুরি করে সাকিব-মাশরাফিদের স্পর্শ করলেন তাসকিন
লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে তিন উইকেটে হেরেছে টাইগাররা। ম্যাচ হারলেও এই ম্যাচ দিয়ে দেশি ক্রিকেটারদের মধ্যে ওয়ানডে ফরম্যাটে একশ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেছেন তাসকিন আহমেদ। শুক্রবার (১৫ মার্চ) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ২৮৬ রানের পুঁজি পায় বাংলাদেশ। জবাব দিতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি সফরকারীদের। শরিফুলের জোড়া আঘাতে ৫০ রানের আগেই ৩ উইকেট হারায় লঙ্কানরা। ইনিংসের দ্বিতীয় উইকেট গিয়েছিল তাসকিনের ভাগ্যে। ইনফর্ম কুশাল মেন্ডিসকে ফেরান এই পেসার।  পিচে এসেই ব্যাট চলাতে থাকেন কুশাল। তানজিম সাকিবের দুই ওভারে ২২ রান নিয়ে চাপ তৈরি করেছিল শ্রীলঙ্কান ব্যাটাররা। তখনই উইকেট শিকার করেন তাসকিন। তার বাইরে বেরিয়ে যাওয়া বল আলতোভাবে স্পর্শ করেছিল কুশাল মেন্ডিসের ব্যাট। উইকেটের পেছনে ক্যাচ নিয়েছেন মুশফিকুর রহিম।  শেষ দিকে সেঞ্চুরির পথে থাকা চারিথ আসালাঙ্কাকে ফেরান তাসকিন। ৯১ রানে তাসকিনের বলে আবারও উইকেটের পেছনে চলে যায় ক্যাচ। রিভিউ নিয়ে উইকেট পান তাসকিন। এরই মাধ্যমে পূরণ হয় ওয়ানডে ক্রিকেটে তার একশত উইকেট।  তাসকিনের আগে বাংলাদেশের সাতজন বোলার ওয়ানডেতে এই মাইলফলক স্পর্শ করেছেন। ৩১৭ উইকেট নিয়ে সবার শীর্ষে রয়েছেন সাকিব আল হাসান (৩১৭)। এরপর যথাক্রমে মাশরাফি বিন মোর্ত্তজা (২৬৯), আব্দুর রাজ্জাক (২০৭), মোস্তাফিজুর রহমান (১৬২), রুবেল হোসেন (১২৯), মোহাম্মদ রফিক (১১৯) ও মেহেদী হাসান মিরাজ (১০৩)। ২০১৪ সালে মিরপুরে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তাসকিনের। অভিষেক ম্যাচেই ৮ ওভারে ২৮ রানে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।
১৫ মার্চ ২০২৪, ২৩:২৭

সেঞ্চুরির দ্বারপ্রান্তে তাসকিন
ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে আর মাত্র দুটি উইকেট পেলেই বাংলাদেশের অষ্টম বোলার হিসেবে ওয়ানডেতে ১শ উইকেটের মাইলফলক স্পর্শ করবেন পেসার তাসকিন আহমেদ। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে শুক্রবার (১৫ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবেন এই স্পিডস্টার। এর আগে, সিরিজের প্রথম ওয়ানডেতে সফরকারীদের বিপক্ষে ৬০ রান খরচায় ৩ উইকেট নেন তাসকিন। পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রেখে দ্বিতীয় ম্যাচেই ওয়ানডেতে ১শ উইকেটের ক্লাবে নাম লেখাতে চাইবেন ছন্দে থাকা এই পেসার। তাসকিনের আগে লাল-সবুজের ৭ জন বোলার সাকিব আল হাসান (৩১৭), মাশরাফী বিন মোর্ত্তজা (২৬৯), আব্দুর রাজ্জাক (২০৭), মোস্তাফিজুর রহমান (১৬২), রুবেল হোসেন (১২৯), মোহাম্মদ রফিক (১১৯) এবং মেহেদি হাসান মিরাজ (১০৩) ওয়ানডেতে ১শ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন। ২০১৪ সালে মিরপুরে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তাসকিনের। অভিষেক ম্যাচে ৮ ওভারে ২৮ রান খরচায় ৫ উইকেট নিয়েছিলেন তিনি। এরপর বাংলাদেশ দলের পেস আক্রমণের অন্যতম ভরসা হয়ে ওঠেন তিনি।  ৭১ ম্যাচে এখন পর্যন্ত ৯৮ উইকেট শিকার করেছেন এই ডানহাতি পেসার। অভিষেক ম্যাচে বোলিং ফিগারই তার ক্যারিয়ার সেরা পারফরমেন্স। ক্যারিয়ারে এখন পর্যন্ত ইনিংসে মোট চারবার ৪ উইকেট ও দু’বার ৫ উইকেট করে শিকার করেছেন তাসকিন।
১৫ মার্চ ২০২৪, ০৮:০৭

দ্বিতীয় ওয়ানডেতে নিজের লক্ষ্য জানালেন তাসকিন
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ছয় উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ। পরের ম্যাচটি জিততে পারলেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। তাই দ্বিতীয় ম্যাচটি জিতে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ নিশ্চিত করতে চান টাইগার পেসার তাসকিন আহমেদ। বৃহস্পতিবার (১৪ মার্চ) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক ভিডিও বার্তায় এমন মন্তব্য করেন তাসকিন। তিনি বলেন, আমরা অনেক আশাবাদী সিরিজ জয়ের। ম্যাচ বাই ম্যাচ যেতে হবে। এখন এটা তো জিতে গেলাম। আর দুটো ম্যাচ আছে, পরের ম্যাচটাই মূল লক্ষ্য। লঙ্কানদের হোয়াইটওয়াশ করা নিয়ে তিনি বলেন, দ্বিতীয় ওয়ানডে যদি জিততে পারি, তখন হোয়াইটওয়াশের লক্ষ্য থাকবে। পরের ম্যাচটাই মূল ফোকাস থাকবে এবং আমার বিশ্বাস, আমরা সিরিজ জিতব। এর আগে প্রথম ওয়ানডেতে দুর্দান্ত বোলিং করেছেন টাইগার পেসাররা। লঙ্কানদের ১০ উইকেটের ৯টি শিকার করেন তিন পেসার, তাসকিন, শরীফুল ইসলাম ও তামজিম হোসেন সাকিব। অপর উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ। অধিনায়ক শান্তর ব্যাটিংয়ে প্রশংসা করে তাসকিন জানান, দারুণ ব্যাট করেছে। সামনে থেকে নেতৃত্ব দেওয়া যাকে বলে। এত সুন্দর করে মানিয়ে নিয়ে শেষ করে, মাশাআল্লাহ। আল্লাহ আরও ভালো করাক এবং সামনের ম্যাচগুলোতেও যেন আমাদের সবার অবদান ভালো থাকে, এটাই চাওয়া থাকবে।
১৪ মার্চ ২০২৪, ১৯:৪৮

টেস্ট খেলতে না চাওয়ার কারণ ব্যাখ্যা করলেন তাসকিন
চলমান বিপিএল শেষেই শ্রীলঙ্কার বিপক্ষে তিন ফরম্যাটের সিরিজ খেলবে বাংলাদেশ। ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও টেস্ট সিরিজ থেকে ছুটি চেয়েছেন পেসার তাসকিন আহমেদ। কাঁধের পুরাতন চোটের কথা চিন্তা করেই নিজেকে সরিয়ে নিতে চান তিনি। এবার টেস্ট খেলতে না চাওয়ার কারণ ব্যাখ্যা করলেন এই টাইগার স্পিডস্টার। বুধবার (৭ ফেব্রুয়ারি) দুর্দান্ত ঢাকার হয়ে অধিনায়ক হিসেবে অভিষেক করেন তাসকিন আহমেদ। সিলেটর কাছে হেরে সংবাদ সম্মেলনে আসেন তিনি। এসময় টেস্ট খেলতে না চাওয়ান বিষয়ে প্রশ্ন করা হলে জবাবে তাসকিন বলেন, আসলে আমার কাঁধে ৪৫ শতাংশ টিয়ার ছিল শেষ যখন এমআরআই করেছিলাম বিশ্বকাপের সময়।  ‘এমনকি এখনও আমার রিহ্যাব, ম্যানেজ করে করেই খেলতে হচ্ছে। আল্লাহ না করুক আরেকটু বড় টিয়ার হলে সার্জারি মাস্ট। তো সার্জারি করলে দেখা গেছে ৮ মাস থেকে এক বছর বাইরে থাকা লাগতে পারে। এরপর রিদম কেমন হবে, না হবে এটাও একটা বড় বিষয়’  কিছুদিন আগেই জানা গিয়েছিল টেস্ট ক্রিকেট আর খেলতে চান না তাসকিন আহমেদ। পরে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস নিশ্চিত করেছিলেন বিষয়টি। জানিয়েছিলেন হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে দেশে আসার পর এ বিষয়ে সিদ্ধান্ত হবে। তিনি বলেন, তাই আমি বোর্ডকে জানিয়েছিলাম, আমাকে যদি একটু টেস্ট ক্রিকেট থেকে বিরতি দেওয়া যায়। তাহলে হয়তো যতদিন আমার কাঁধটা ভালো রাখা যায়। এজন্যই আসলে বলেছিলাম টেস্ট ক্রিকেট থেকে আপাতত যদি আমাকে বিবেচনা না করা হয়।  এখানে আসলে মেডিকেল টিম এবং সবার কাছে প্রমাণ আছে। এখানে লুকানোর কিছু নাই।’  তাসকিনের কথায় অনেকটাই পরিষ্কার হয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডেতে খেললেও দুই টেস্টের সিরিজে যে তাকে দেখা যাবে না। বিসিবির কিছু আনুষ্ঠানিকতা অবশ্য বাকি আছে। তারা জানিয়েছে বিপিএলের পরই টিম ম্যানেজমেন্ট বসে সিদ্ধান্ত নেবে। 
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৩৫

তাসকিনের নতুন লক্ষ্য
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের সবশেষ ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের দেওয়া ১৪৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১২৭ রানেই অলআউট দুর্দান্ত ঢাকা। তবে এদিন ১১ বলে ২৭ রানের ঝোড়ো এক ইনিংস খেলেন তাসকিন আহমেদ। ৬টি বাউন্ডারি হাঁকিয়ে দলীয় সর্বোচ্চ ২৭ রানে অপরাজিত ছিলেন টেল-এন্ডার এই ব্যাটার। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটিই এই পেসারের সর্বোচ্চ। নিজের রেকর্ড ভাঙার পর ব্যাটিংয়ে নতুন লক্ষ্যও নির্ধারণ করেছেন টাইগার এই পেসার। তাসকিন জানিয়েছেন, অনুশীলনের ফল হিসেবেই এমন ব্যাটিং করেছেন তিনি। তাসকিনের ভাষ্য, না! না! রাগ করে মারছিলাম না। তা করলে তো (ব্যাটে) লাগবেও না। আমি আসলে অনুশীলন করেছি। আগেও অনেকবার বলেছি, ভালো টেল-এন্ডার হতে চাই। নিয়মিতই অনুশীলন করছিলাম। নিজের ভিত্তি ঠিক রেখে বল অনুযায়ী কানেক্ট করার চেষ্টা করছিলাম। ব্যাটারদের ওপর রাগ করব কেন (হাসি)। ওরা তো আমাদের সতীর্থ। এদিকে সিলেটের সঙ্গে হেরে টানা ৪ ম্যাচে পরাজয়ের স্বাদ নিলো ঢাকা। হতাশা ব্যক্ত করে এই পেসারের মন্তব্য, হ্যাঁ একটু হতাশই। কম রানের ম্যাচও আমরা তাড়া করতে পারিনি। অবশ্যই তাড়া করা উচিত ছিল। আমি নিশ্চিত, আমাদের দলের ব্যাটসম্যানরাও হতাশ। দিনশেষে আসলে ফ্র্যাঞ্চাইজি লিগ, বাংলাদেশের সবচেয়ে বড় টুর্নামেন্ট, সবার ক্যারিয়ারেরও বিষয়। অবশ্যই এটা ভালো অনুভূতি নয়। তাসকিন যোগ করেন, এরকম দুয়েকটা ইনিংস হলে নিজেরও একটু ভালো লাগে। কারণ, মাঝেমধ্যে যখন এমন হয়, তখন মনে হয় যে বাড়তি যে অনুশীলন করছি, পরিশ্রম করছি, এর ফল পেলাম। এখনও অনেক উন্নতি বাকি আছে। আলটিমেটলি আমরা টেল-এন্ডাররা যদি উন্নতি করি, এটা আমাদের অনেকগুলো ম্যাচ জেতানোর সামর্থ্য রাখবে। এটাই চাই। কারণ, সামনে আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। তো একটু মেহনত করলে হয়তো ভালো টেল-এন্ডার হওয়া সম্ভব।
০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:০৫

জাতীয় দলকে নেতৃত্ব দিতে চান তাসকিন 
রাত পোহালেই মিরপুরে পর্দা উঠবে বিপিএলের দশম আসরের। উদ্বোধনী ম্যাচে শক্তিশালী কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে দুর্দান্ত ঢাকা। ঢাকার পেস ইউনিটের অন্যতম ভরসা তাসকিন আহমেদ। তবে মাঠে নামার আগে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন এই টাইগার পেসার। ঢাকার নেতৃত্বের ভার উঠেছে মোসাদ্দেক হোসেন সৈকতের কাঁধে, আর সহ-অধিনায়ক তাসকিন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হন তাসকিন। এ সময় জাতীয় দলের অধিনায়কত্ব দেওয়ার বিষয়ে জানতে চাইলে তাসকিন বলেন, জি, অবশ্যই স্বপ্ন আছে। কেন নয়, সব খেলোয়াড়েরই এই (নেতৃত্ব দেওয়ার) স্বপ্ন থাকে। ধাপে ধাপে সবকিছুই হবে এক সময়।  নিজের দলকে নিয়ে এই সহ-অধিনায়ক বলেন, আমাদের দলটা অনেক তরুণ। সুজন স্যার আছেন, মোসাদ্দেক আছে, আমিও আছি। আরও অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছে। হয়তো অনেক বিদেশি ক্রিকেটার আসবে দেরিতে, কাউকে সঠিক সময়ে পাওয়া যাবে না। তিনি বলেন, যে দলটা আছে এটাই যদি গুছিয়ে দলগত ভাবে খেলতে পারি, অবশ্যই ভালো কিছু হবে। আমার নিজের যে অভিজ্ঞতাগুলো আছে আমি সবসময় দলের জন্য শেয়ার করার চেষ্টা করবো। যাতে আমাদের দলটা উপকৃত হয়। আমি সাধ্যমত সর্বোচ্চ চেষ্টা করবো অধিনায়ককে সহযোগিতা করার। সবারই লক্ষ্য থাকবে ভালো করার, দলকে জেতানোর।    এ ছাড়াও সহ-অধিনায়ক তাসকিনের কাছে নিজেরে প্রত্যাশার কথা গণমাধ্যমকে জানিয়েছেন অধিনায়ক সৈকত। তিনি বলেন, তাসকিন সিনিয়র ক্রিকেটার। অনেকদিন ধরেই বাংলাদেশ ক্রিকেটে খেলছে সে। আর একজন পেসার হিসেবে এরই মধ্যে সে একটা উদাহরণ সেট করেছে, যে কিভাবে সংগ্রাম করে ফিরে আসতে হয়। কিভাবে দলে টিকে থাকতে হয়। সে হিসেবে সব সময়ই তাসকিনের কাছ থেকে ভালো কিছু আশা করি।
১৮ জানুয়ারি ২০২৪, ১৮:৩৮

সুবিধা বঞ্চিতদের কম্বল বিতরণ করলেন তাসকিন
শৈত্য প্রবাহ ও তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। সঙ্গে রয়েছে উত্তরের হিমেল হাওয়া। এর মধ্যেও কোনো রকম একটি ছেড়া কাঁথা বা পলিথিন জড়িয়ে রাস্তায় উপর ঘুমিয়ে রাত পার করছেন হাজার হাজার সুবিধা বঞ্চিত মানুষ। তবে তাদের পাশে এসে দাঁড়িয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। রোববার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে একটি ভিডিও পোস্ট করেন তাসকিন। যেখানে দেখা যায়, সে এবং তার কয়েক কাজিন মিলে বেশ কিছু কম্বল নিয়ে রওনা দেয় রাতে। এরপর রাস্তার ফুট পথে ঘুমিয়ে থাকা সুবিধা বঞ্চিতদের মধ্যে একটি করে কম্বল বিতরণ করেন। এ সময় তাসকিনের সঙ্গে ছিল ছেলে তাশফিন আহমেদ রিহান। এরপর এই ভিডিওতে বর্তা দেন সবার জন্য। তিনি বলেন, আমি আমার সাধ্যমতো দেওয়ার চেষ্টা করেছি। আমার অনেক বন্ধুরাও দেবে। এখন আমি এবং আমার কাজিনরা মিলে কিছু দিলাম। আমার ছেলেকেও সঙ্গে নিয়েছি, যাতে এগুলো দেখে সে শিখতে পারে। তিনি আরও বলেন, আমি কয়েকটা দিয়ে শুরু করলাম। আরও অনেকে দিবে। আপনারাও এগিয়ে আসবেন। কারণ, অনেকে দেখলাম পলিথিন গায়ে দিয়ে ঘুমাচ্ছে দেখলাম। আমরা মোটা জ্যাকেট পরেই কাঁপছি, তাহলে ওদের কি অবস্থা ভাবুন। আপনারা এগিয়ে আসলে এই সুবিধা বঞ্চিত মানুষরা ভালো থাকবে। আমার বিশ্বাস আপনারা এগিয়ে আসবেন। ধন্যবাদ। আর মাত্র কয়েকদিন পর মাঠে গড়াবে বিপিএলের দশম আসর। এবার দুর্দান্ত ঢাকার হয়ে খেলবেন তিনি। 
১৪ জানুয়ারি ২০২৪, ১৮:১৫

আইপিএল খেলতে ছাড়পত্র না পাওয়ায় হতাশ তাসকিন
বর্তমানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সবচেয়ে জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বিশ্বসেরা ক্রিকেটাররাই এখানে খেলার সুযোগ পেয়ে থাকেন। এই টুর্নামেন্টে খেলার জন্য জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে গেছেন, এমন অসংখ্য উদাহরণও রয়েছে। কিন্তু আইপিএলের মতো বড় টুর্নামেন্ট মাতানোর সুযোগ পেয়েও খেলা হয়নি টাইগার স্পিডস্টার তাসকিন আহমেদের।  দেশের খেলার ব্যস্ত সূচি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছাড়পত্র না পাওয়ায় আইপিএলে যাওয়া হয়নি টাইগার পেসারের। বারবার সুযোগ পেয়েও খেলতে না পারায় কিছুটা হতাশ তিনি। মঙ্গলবার (২ জানুয়ারি) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তাসকিন। সেখানে আইপিএল প্রসঙ্গে তার (তাসকিন) ভাষ্য, আসলে এ নিয়ে তিনবার আইপিএলে খেলার সুযোগ এলো, এবারও মিস হলো। একটু খারাপ লাগে। কারণ, খেলোয়াড় হিসেবে সবারই ইচ্ছে থাকে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে অংশগ্রহণ করার। শুধু আইপিএল না, বিভিন্ন লিগ থেকেই অফার আসে।  টাইগার এই পেসার যোগ করেন, সুযোগ আসলেও বোর্ড বিভিন্ন কারণে ছাড়পত্র দিতে চায় না। খেলাও থাকে, ফিটনেস ইস্যু আছে। এবারও বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে বিবেচনা করবে। কিন্তু অবশ্যই ভালো লাগে না, এরকম ফ্র্যাঞ্চাইজিগুলো মিস করতে। সবারই খেলার ইচ্ছে, আমারও। একই রকম আশা নিয়ে আছি যে ভবিষ্যতে আবার হবে। এর আগে, ওয়ানডে বিশ্বকাপে ইনজুরিতে পড়েছিলেন তাসকিন। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজে খেলা হয়নি ডানহাতি এই পেসারের। তবে আসন্ন বিপিএল দিয়ে ২২ গজে ফিরবেন তিনি, এমনটাই প্রত্যাশা।
০২ জানুয়ারি ২০২৪, ১৯:১৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়