• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
প্রাক্তন স্ত্রী ও ছেলেদের সঙ্গে ঈদ উদযাপন আমিরের (ভিডিও)
দুই প্রাক্তন স্ত্রী ও ছেলেদের সঙ্গে ঈদ উদযাপন করলেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান। দুই ছেলে জুনেইদ ও আজাদকে সঙ্গে পাপারাজ্জিদের ক্যামেরায় পোজ দিয়েছেন তিনি। শুধু তাই নয়, ছবি শিকারিদের হাতে কাজু বরফি ভরা মিষ্টির বাক্সও তুলে দেন আমির।   ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। আর তাই অতীতের ক্ষত চিহ্ন বা ঝগড়া-বিবাদ ভুলে দুই প্রাক্তন স্ত্রী ও ছেলেদের সঙ্গে উৎসবের আমেজে মেতেছিলেন আমির। বিচ্ছেদ হয়ে যাওয়ার পরেও প্রাক্তন স্ত্রীদের সঙ্গে দারুণ বন্ধুত্ব রয়েছে আমিরের। তাইতো ঈদের আয়োজনে ছিলেন সাবেক স্ত্রী কিরণ রাও ও রীনা দত্ত।    আমিরের প্রাক্তন স্ত্রী এবং চলচ্চিত্র নির্মাতা কিরণের শেয়ার কড়া ইনস্টাগ্রাম স্টোরি থেকেী খান পরিবারের ঈদ পালনের আভাস পাওয়া গেছে। ভিডিওতে সাদা পোশাকে দেখা যায় আমির-কিরণকে। কিরণ ঈদ উদযাপনের পোস্টটিতে ক্যাপশন দিয়েছিলেন— ‘সকলকে ঈদ মোবারক। এই বছর আমাদের শান্তি এবং ভালোবাসা নিয়ে আসুক।’  ভিডিওটিতে আরও দেখা যায়, আমির খানের মা জিনাত হুসেন, তার বোন নিখাত এবং অন্যান্য অতিথিদের। ক্লিপটিতে বেশ হাস্যোজ্জ্বলভাবেই ধরা দিয়েছেন সবাই।   প্রসঙ্গত, ২০২১ সালে দাম্পত্যের সম্পর্কের ইতি টানেন আমির-কিরণ। তবে ছেলে আজাদের দায়িত্ব যৌথভাবেই পালন করছেন তারা। আমিরের প্রথম স্ত্রী ছিলেন রিনা দত্ত। তবে ২০০২ সালে প্রথম স্ত্রী রিনাকে ডিভোর্স দেন আমির। জুনায়েদ ও আইরা নামে দুজন সন্তান রয়েছে তাদের। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন  
১২ এপ্রিল ২০২৪, ১৩:০৭

ছেলেদের ঈদ ফ্যাশনে পাঞ্জাবি
রমজান মাসে রোজা শেষে ঈদ পালন করবেন মুসলিমরা। ঈদের আনন্দ প্রত্যেক মুসলিমদের কাছে অনেক বেশি। মাত্র কয়েকটি রোজা বাকী। এরপরই ঈদ আনন্দ। ঈদের প্রস্তুতি এখনই শুরু হয়ে গেছে। কেনাকাটাও চলছে ধুমগতিতে। ছোট বড় সবাই এখন মার্কেটে ভিড় করছে। নতুন পোশাকে ঈদ পালনের আনন্দকে দ্বিগুণ করতে প্রতিবছরই ভিন্ন আয়োজন করে পোশাক ডিজাইনাররা। দেশিয়, বিদেশি সব পোশাকেই থাকে নতুনত্ব। এর মধ্যে ফ্যাশনের তুঙ্গে থাকে কয়েকটি ডিজাইন বা পোশাক। এবারও ব্যতিক্রম নয়।  ঈদ ফ্যাশনে ছেলেদের প্রধান পোশাক থাকে পাঞ্জাবি। আর ঈদের সকালে গোসলের পর ছেলেরা পাঞ্জাবি পরে ঈদের নামাজ আদায় করে, এটাই তো রীতি। তাই ঈদ এলেই নতুন নতুন ডিজাইনের পাঞ্জাবিতে সেজে ওঠে দেশের বেশিরভাগ ফ্যাশন হাউজ। এবার ঈদে কেমন হবে ছেলেদের পাঞ্জাবি।  ছেলেদের পাঞ্জাবিতে এবার ট্রেন্ডে রয়েছে সিকুয়েন্স পাঞ্জাবি। গলায় ও হাতে কিংবা পুরো পাঞ্জাবিতে ম্যাচিং সুতা আর সিকুয়েন্সের কাজ করা রয়েছে। এছাড়াও রয়েছে বাটিক পাঞ্জাবি, ডিজিটাল প্রিন্ট করা পাঞ্জাবি। তবে হালকা ডিজাইন করা পাঞ্জাবি বেশি পছন্দ করছেন ক্রেতারা। প্রচণ্ড গরমের জন্য আরামদায়ক কাপড় বেছে নিচ্ছেন। মাঝে কয়েক বছর খাটো পাঞ্জাবির চল ছিল। এবার সেটা থাকছে না। এবারের ট্রেন্ড লম্বা কাটের টিউন ফিট পাঞ্জাবি। কাপড়ের ধরন ভিন্ন হলেও যতটা সম্ভব পাতলা রাখা হয়েছে। যাতে বাতাস চলাচলে শরীর সুস্থ থাকে। বিকেল বা সন্ধ্যার দিকটাতে দাওয়াতে গেলে পাঞ্জাবির ওপর একটা প্রিন্স কোট জড়িয়ে নিতে পারবেন। এবারও নানা ধরনের প্রিন্স কোটের চল দেখা যাবে। প্রিন্স কোটে ছিমছাম পাঞ্জাবিও অভিজাত দেখায়। পাঞ্জাবিতে এবার নীল রঙের খেলা জমবে। এ ছাড়া সাদা, অফ হোয়াইট, ছাই, লেবু, হলুদ, বেগুনি, লাল ইত্যাদি রং দেখা যাবে। ঈদে ট্র্যাডিশনাল পাঞ্জাবির পাশাপাশি অল্পস্বল্প কারুকাজ করা পাঞ্জাবিও থাকছে। বুকের সামনে, গলায় বা হাতা নিচের দিকে নানা নকশা করা হয়েছে অনেক পাঞ্জাবিতে। বোতামের দুই ধারে ও হাতার নিচে অল্প সুতার এমব্রয়ডারি বা হাতের কাজ দেখা যাচ্ছে। নানা ধরনের প্রিন্টের নকশা করা হচ্ছে পাঞ্জাবিতে। আছে টাইডাই করা পাঞ্জাবিও। আর সবটাই ক্রেতাদের আরামের কথা মাথায় রেখে করেছে ফ্যাশন হাউসগুলো। সুতির পাশাপাশি যারা ভারি কাজের পাঞ্জাবি পরতে চান, তাদের জন্য আছে সিল্ক, ভয়েল, জামেবার, অ্যান্ডি ইত্যাদি কাপড়ে তৈরি পাঞ্জাবি। পাঞ্জাবির সঙ্গে তরুণেরা অনেকেই জিনস প্যান্ট পরেন। তবে সকালটা পায়জামা পরে থাকলে আরাম পাবেন। আলিগড়ি, চুড়িদার ও ট্রাউজার স্টাইলের পায়জামা থেকে বেছে নিতে পারেন পাঞ্জাবির সঙ্গে মানানসই পায়জামা। পায়জামা পরলে পায়ে দুই ফিতার স্যান্ডেল বা স্যান্ডেল শু পরতে পরামর্শ দিলেন ফ্যাশন বিশেষজ্ঞরা। অনেকে আজকাল মোকাসিন বা লোফার দিয়েও পাঞ্জাবি পরছেন। জিনস প্যান্টের সঙ্গে এমন লুক ভালো দেখাবে। পছন্দসই ও রুচি অনুযায়ী ডিজাইনের পাঞ্জাবি কিনতে এখন যেকোনো মার্কেটেই যেতে পারেন। ঈদ উপলক্ষে সব মার্কেটেই এখন পাঞ্জাবির কালেকশন পাওয়া যাবে। তবে অন্যদের থেকে ভিন্ন ডিজাইন পেতে দেশীয় ফ্যাশন হাউসগুলো ঘুরে আসতে পারেন। এছাড়াও সাধ্যের মধ্যে কিনতে গাউসিয়া, চাঁদনী চক, নিউমার্কেট ঘুরে আসতে পারেন। তবে অনলাইন শপিংয়েও এখন বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি কেনা যাচ্ছে। একটি জিনিস পাঞ্জাবি কেনার সময় খেয়াল রাখবেন। টেকসই, ফেব্রিকের মান এবং আরাম অন্যান্য বিষয়ের থেকেও বড় বিষয় হচ্ছে উৎসব শেষ হওয়ার পর পাঞ্জাবিটির উপযোগিতা কেমন। কেনার সময়ই তা ভেবে নিন।  
০৪ এপ্রিল ২০২৪, ১৩:৫৮

ছেলেদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে ট্রাকের সামনে ঝাঁপ দিলেন বাবা
ঝালকাঠিতে ট্রাকের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন মো. আলতাফ হোসেন মোল্লা (৬৫) নামের এক বাবা। ছেলেদের নির্যাতনে অতিষ্ঠ হয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রতিবেশীরা অভিযোগ করেছেন। শনিবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে জেলার নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের ফুলতলা এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে দপদপিয়ার জিরোপয়েন্ট থেকে জুড়কাঠি-মানপাশা সড়ক দিয়ে ভেকু মেশিন নিয়ে একটি ট্রাক যাচ্ছিল। ট্রাকটি কুশঙ্গল ইউনিয়নের ফুলতলা এলাকায় আসলে আলতাফ হোসেন মোল্লা নিজেই ট্রাকের সামনে ঝাঁপ দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।   প্রতিবেশীসূত্রে জানা গেছে, তিন ছেলে ও এক মেয়ের বাবা উপজেলার ফুলহরী গ্রামের বাসিন্দা আলতাফ হোসেন। তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন হওয়ায় তার আচারণে ছেলেরা ক্ষিপ্ত হয়ে প্রায়ই তাকে মারধর করতেন। শুক্রবার (৮ মার্চ) রাতেও তাকে মারধর করা হয়। এ কারণেই নিজেই চলন্ত গাড়ির সামনে গিয়ে পড়েন।  নিহতের ছেলে বেল্লাল হোসেন বাবাকে মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বাবা মানসিক ভারসাম্যহীন। তিনি গোসলের কথা বলে বাড়ি থেকে বের হন। পরে শুনি চলন্ত ট্রাকের সামনে নিজেই ঝাঁপ দিয়েছেন। সিদ্ধকাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী জেসমিন বলেন, আমি একটা স্কুলের অনুষ্ঠানে আছি। অনুষ্ঠান শেষ হলে তাদের বাড়িতে যাব। তবে শুনেছি ছেলেরা প্রায়ই ওই বৃদ্ধকে মারধর করতেন। ছেলেদের অত্যাচারে চলন্ত ট্রাকের সামনে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে এলাকার লোকজন বলাবলি করছে।  নলছিটি থানার ওসি মো. মুরাদ আলী বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিবারের সাথে কথা বলে লাশ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। ওই বৃদ্ধ মানসিকভারসম্যহীন বলেও জানিয়েছে তার পরিবার।
০৯ মার্চ ২০২৪, ১৭:৩৯
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়