• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo
উঠান বৈঠক ও গণসংযোগে ব্যস্ত কুমিল্লার মেয়র প্রার্থীরা
কুমিল্লা সিটির মেয়র পদে উপনির্বাচনে পঞ্চম দিনের মতো প্রচারণা চলছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল থেকে পাড়া মহল্লায় গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন মেয়র প্রার্থীরা। ভোটারদের মন জয়ের পাশাপাশি দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সার ১১ নম্বর ওয়ার্ডের কান্দিরপাড় এলাকায় প্রচারণা চালান। নগরীর ৩ নম্বর ওয়ার্ডের কালিয়াজুরী এলাকায় উঠান বৈঠক করেন বাস প্রতীকের প্রার্থী তাহসিন বাহার সূচনা। ঘড়ি প্রতীকের প্রার্থী মনিরুল হক সাক্কু ২০নং ওয়ার্ডের দিশাবন্দ এলাকায় প্রচারণা করেন। এ ছাড়া হাতি প্রতীকে মেয়র প্রার্থী নূর উর রহমান মাহমুদ তানিম নগরীর ২৭ নম্বর ওয়ার্ডে প্রচারণা চালান। কুমিল্লা সিটির ২৭টি ওয়ার্ডে আগামী ৯ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে শেষ হবে প্রচার-প্রচারণা।
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৩

রাজধানীতে যুবদলের বিক্ষোভ ও গণসংযোগ
দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে কেন্দ্র ঘোষিত মিছিল ও গণসংযোগ করেছেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নেতারা। এ নির্বাচকে ডামি বলে আখ্যা দেয় তারা। শুক্রবার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর মতিঝিল-শাপলা চত্বরে যুবদলের কেন্দ্রীয় নেতাদের উদ্যোগে মিছিল এবং গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। আরও পড়ুন : কমনওয়েলথ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে যা বলল আ.লীগ   মিছিলে উপস্থিত ছিলেন- যুবদলের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সহসাধারণ সম্পাদক শাহ্ নাসিরউদ্দিন রুমন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, কর্মসংস্থান সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন সহ-তথ্য ও গবেষণা সম্পাদক পার্থ দেব মণ্ডল, সহক্রীড়া সম্পাদক আমানউল্লাহ বিপুল, সহসাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক আহ্বায়ক সদস্য রাশেদ আল আমিন শুভসহ অনেকে। এর আগে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীতে লাঠি মিছিল করেছে নেতাকর্মীরা। নির্বাচন বর্জনের দাবিতে বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে এ মিছিল বের করা হয়। শুক্রবার সকালে রাজধানীর কারওয়ান বাজারসহ কয়েকটি এলাকায় মিছিল করেন তারা। রিজভীর মিছিলটি কারওয়ান বাজার মেট্রোস্টেশন থেকে শুরু হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। আরও পড়ুন : নির্বাচনী টহলের সময় গাড়ি দুর্ঘটনা, বিজিবির ৪ সদস্য আহত   এ সময় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অবৈধ নির্বাচন জনগণ মেনে নেবে না। লুটেরাদের নির্বাচন জনগণ মেনে নেবে না। তিনি বলেন, আজকে দেশে দুটি ধারা বিদ্যমান। একটি হচ্ছে সত্য ও ন্যায়ের পক্ষে, মানুষের ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে। আরেকটি হচ্ছে টাকা পাচার ও লুটেরাদের পক্ষে, মানুষের অধিকার হরণের পক্ষে। আমরা যারা ন্যায়ের পক্ষে আছি তাদের বিজয় অবশ্যম্ভাবী। এ সময় তিনি বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে অবৈধ নির্বাচন বর্জনের আহ্বান জানান।
০৫ জানুয়ারি ২০২৪, ১৩:১৫
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়