• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo
খালে ভেসে ‘টর্পেডো’সদৃশ বস্তু, এলাকায় আতঙ্ক 
পটুয়াখালীর রাঙ্গাবালীর একটি খালে টর্পেডো সদৃশ বস্তু ভেসে এসেছে। বস্তুটি দেখে এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোববার (২৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার মৌডুবি ইউনিয়নের মীরকান্দা গ্রাম-সংলগ্ন ভাঙা খালে টর্পেডোনামক অস্ত্রটি দেখতে পান এলাকাবাসী।  এ ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বস্তুটির দৈর্ঘ্য প্রায় ২০ থেকে ২৪ ফুট। খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে যায় পুলিশ। পার্শ্ববর্তী রাবনাবাদ চ্যানেল দিয়ে এটি ভেসে আসতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, কোস্টগার্ডকে বিষয়টি অবহিত করা হয়েছে। এটি টর্পেডো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। টর্পেডো ডুবন্ত থাকে এবং এক ধরনের স্ব-চালিত অস্ত্র, যা জলের নিচের বিস্ফোরক।
২৯ এপ্রিল ২০২৪, ১১:১৫

সেনবাগে খালে বাঁধ দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ
নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের পাঁচতুফা এলাকায় প্রবাহমান একটি খালে মাটি ফেলে বাঁধ দিয়ে রাস্তা নির্মাণ করা হয়েছে। এতে খালের এক পাশে কৃষিজমিতে আগামী বর্ষা মৌসুমে জলাবদ্ধতা দেখা দিতে পারে।  এ প্রসঙ্গে ক্ষোভ ঝেড়ে এলাকাবাসী বলেন, স্থানীয় মফিজ মিয়া এই বাঁধটি নির্মাণ করেছেন। গত বেশ কিছুদিন ধরে কৃষিজমি থেকে ভেকু দিয়ে মাটি কেটে ট্রাক্টর দিয়ে অন্যত্র ভরাট করছে। শুষ্ক মৌসুম ছাড়া বছরের সাত-আট মাস খালে পানি থাকে। বর্ষাকালে এই খাল হয়ে চিলাদী, পাঁচতুপা, ছাতারপাইয়াসহ বেশ কয়েকটি গ্রামের ফসলি জমিতে পানি প্রবেশ করে। কিন্তু পাঁচতুফার সাইদুল হকের দোকানের সামনে বাঁধের কারণে চলতি বর্ষায় খালে পানিপ্রবাহ বন্ধ হয়ে যেতে পারে। বুধবার (২৪ এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা যায়, পানিপ্রবাহের ব্যবস্থা না রেখে খালে বাঁধ দেওয়া হয়েছে। ট্রাক্ট্রর দিয়ে বাঁধের ওপর দিয়ে  কৃষি জমি থেকে মাটি বহন করে ভরাটের কাজ চলছে। মফিজ মিয়া বলেন, অল্প কিছু দিনের জন্য খালে বাঁধ দেওয়া হয়েছে। মাটি ভরাটের কাজ শেষে আমার দায়িত্বে খালে বাঁধ অপসারণ করে দেব, যাতে পানিপ্রবাহে কোনো সমস্যা না হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলাম বলেন, এলাকাবাসী থেকে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা তহশিলদারকে নির্দেশ দেওয়া হয়েছে। দু’এক দিনের মধ্যে বাঁধ অপসারণ হয়ে যাবে।
২৪ এপ্রিল ২০২৪, ১২:০৩

খালে নামলেন মেয়র আতিক
মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খালের ময়লা পরিষ্কার করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এসময় সংস্থাটির মেয়র আতিকুল ইসলাম নিজেই খালে নেমে পড়েন। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের ১৫ শতাধিক কর্মীর সঙ্গে গ্লাভস পরে খাল পরিষ্কারে অংশ নেন মেয়র আতিক। তিনি বলেন, যারা খালে ময়লা ফেলে তাদের মস্তিষ্কে ময়লা আছে। তা না হলে তারা এভাবে খালে ময়লা ফেলতে পারে না। তাই খালের দুই পাড়ের বাসিন্দাদের সচেতন করতেই পরিষ্কার কার্যক্রম চলছে। পাশাপাশি যারা খালের জায়গা অবৈধভাবে দখল করে রেখেছে তাদের উচ্ছেদ করা হচ্ছে। উত্তর সিটির আয়োজনে খাল পরিষ্কার কার্যক্রম আরও জোরদার হবে। সেই সঙ্গে খালের দু-পাড়ে ওয়াকওয়ে নির্মাণ করা হবে। এর আগে, বছিলা পুলিশ লাইন মাঠে বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীদের–‘কোথাও যত্রতত্র ময়লা ফেলব না। অন্যরা যেন ময়লা না ফেলে সে বিষয়ে সচেতন করব’–শপথবাক্য পাঠ করান ডিএনসিসি মেয়র।
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৪৪

সুন্দরবনে খালে ভাসছিল বাঘের মরদেহ
সুন্দরবনের খাল থেকে ভাসমান অবস্থায় একটি বাঘের মরদেহ উদ্ধার করেছেন বন বিভাগ। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বাঘটির মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করতে কচিখালী এলাকায় প্রাণিসম্পদ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক পাঠানো হয়েছে। এর আগে, সোমবার দিবাগত মধ্যরাতে মৃত অবস্থায় বাঘের ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়। খুলনা বিভাগীয় বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার দো বিষয়টি নিশ্চিত করে জানান, কী কারণে প্রাপ্তবয়স্ক পুরুষ রয়েল বেঙ্গল টাইগারটি মারা গেছে তা জানতে ময়নাতদন্ত প্রয়োজন। এজন্য মঙ্গলবার সকালে বাগেরহাটের শরণখোলা ও মোড়লগঞ্জ থেকে দুইজন বিশেষজ্ঞ প্রাণী চিকিৎসক শরণখোলা রেঞ্জের কচিখালী বন অফিসে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই বাঘটির মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে। বন বিভাগের পক্ষ থেকে মৃত এই বাঘটির চামড়া, দাঁত ও নখ সংরক্ষণ করা হবে। এ ছাড়া বাঘটির মরদেহ কচিখালীতেই মাটিচাপা দিয়ে রাখা হবে।
১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২৮

খালে মিলল গৃহবধূর মরদেহ, স্বামী আটক 
নোয়াখালীর সুবর্ণচরে দুই পা বাঁধা অবস্থায় এক গৃহবধূর মরদেহ খাল থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে গৃহবধূর স্বামী জসিম উদ্দিনকে আটক করেছে র‍্যাব।  শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে র‍্যাব-১১ এর সদস্যরা তাকে আটক পুলিশে সোপর্দ করেছে।  এ ঘটনায় চরজব্বর থানায় গৃহবধূর ছেলে শরিফ বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছে। গৃহবধূর নাম বিবি হালিমা বেগম (৪৭)। তিনি উপজেলার চরজব্বর ইউনিয়নের চর পানা উল্যাহ গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোর্তাহীন বিল্লাহ। তিনি বলেন, র‍্যাব আটকের পর তাকে পুলিশের হাতে সোপর্দ করে। এখন তার জিজ্ঞাসাবাদ চলছে।   প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার চর পানাউল্যাহ গ্রামের মালেক খাল থেকে দুই পা বাঁধা অবস্থায় ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
১৯ জানুয়ারি ২০২৪, ২০:৫৪

সুবর্ণচরে খালে ভাসছিল হাত-পা বাঁধা নারীর মরদেহ
নোয়াখালীর সুবর্ণচরের মালেক খাল থেকে হালিমা বেগম (৪৭) নামের এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার মাথায় ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে চরজব্বর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরপানা উল্যাহ গ্রামের ওই খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  নিহত হালিমা ওই গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী। স্থানীয়রা জানান, পাঁচ সন্তানের জননী হালিমা বেগম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় দীর্ঘ ১০-১২ বছর বাড়িতে একা বসবাস করতেন। বুধবার রাতে মাইজদী থেকে বাড়িতে এসেছিলেন। সকালে বাড়ির পাশে খালে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আঘাতে চিহ্ন দেখে ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন ওই নারী। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
১৮ জানুয়ারি ২০২৪, ১৬:৫১
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়